ফরেক্স ট্র*্যাডিং শিখতে কত দিন সময় লাগতে পারে তা এখনো কেউ বলতে পারেনি আর পারবেও বলে আমার মনে হয় না। কারন ফরেক্স এমন একটি মার্কেট যার সীমানা কেউ জানেনা। তবে যারা এর উপর পরাশুনা করবে তারা কিচুও হলে শিখতে পারবে।
Printable View
ফরেক্স ট্র*্যাডিং শিখতে কত দিন সময় লাগতে পারে তা এখনো কেউ বলতে পারেনি আর পারবেও বলে আমার মনে হয় না। কারন ফরেক্স এমন একটি মার্কেট যার সীমানা কেউ জানেনা। তবে যারা এর উপর পরাশুনা করবে তারা কিচুও হলে শিখতে পারবে।
ফরেক্স ট্রেডিং শিখতে কত দিন লাগবে তা নির্ভর করে যে শিখবে তার উপর, আমার মতে ফরেক্স শিখতে ৬ থেকে এক বছর সময় লাগে।ফরেক্স ট্রেডিং শুর করার পূর্বে ৬ থেকে এক বছর ডেমো ট্রেডিং করে দক্ষতা ও সফলতা আসার পর যখন মনে হবে লাভ করিতে পারব সেই সময় লাইভ একাউন্ট করা।
ফরেক্স শিখতে খুব বেশি সময় লাগে না। আমি মনে করি এটা শেখার জন্য ছয় মাস যথেষ্ট সময়। কিন্তু কিভাবে আয় করা যায় তা শিখতে বেশ সময় লাগে। এখানে শেখার পাশাপাশি মানসিক একটি বিষয় কাজ করে। আর এখানেই অধিক সময় ব্যয় হয়। কারো লোভ, স্বেচ্ছাচারিতা, কিংবা অবহেলা মূল লক্ষ্যকে বিচ্যুত করে।
যে কোন কাজে সফলতা পেতে হলে একটি নির্দিষ্ট লক্ষ নিয়ে আগানো উচিত বলে আমি মনে করি । ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে বা ফরেক্স মার্কেট শিখতে হলে প্রয়োজন আপনার দৈর্য্য শক্তি মেধা এবং কঠোর পরিশ্রম । আপনি যত কঠোর পরিশ্রম করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি ফরেক্স আপনার আয়ত্বে নিয়ে আসতে পারবেন । ভাল ট্রেডার হতে হলে আপনাকে কমপক্ষে ১ থেকে ২ থেকে বছর সময় দিতে হবে ॥ তবে অনেকেই ৬ থেকে ৭ মাসের মধ্যেই ফরেক্স নিজের আয়ত্বে নিয়ে আসতে পারে । ধন্যবাদ ।।
যে কোন ক্ষেত্রে শিখার ব্যাপারটা একটা দীর্ঘমেয়দি প্রক্রিয়া । আমরা জীবন ভর শুধু শিখেই যায় । আমরা যত বেশি শিখি তত বেশি জ্ঞানী হই । একজন মানুষ যত বেশি শিখে তত বেশি সে অভিজ্ঞতা অর্জন করতে পারে । তবে তার জন্য প্রয়োজন প্রচন্ড ইচ্ছা শক্তি ও কঠোর পরিশ্রম করার মন মানসিকতা । আমি নিজেও একজন ফরেক্স শিক্ষানবিশ । উপরোক্ত কথাগুলো আমাকে অামার ফরেক্স গুরু বলেছিলেন যখন আমি ফরেক্স শিখার শুরুতে তার কাছে জানতে চেয়েছি যে ঠিক কত সময়ে আমি ফরেক্স শিখতে পারব ।
ফরেক্স শিক্ষার কোনো সময় এর শেষ নেই, আমার ফরেক্স বেব্সায়ে আজ ৫ বছর চলে, কিন্তু ৫ বছর কেটে যাবার পরেও আমি এখনো মনে হয় ফরেক্স এ বেব্সায়ে শিখে যাচি, আমার মতে এখনো যারা ফরেক্স এর বড় থেকে বড় ট্রেদার তারা এখন ও ফরেক্স বেবসা থেকে শিকার মাঝেই আচে, সুতরাং শিখা শুরু করুন, ট্রেডিং শুরু করেন, শিকার কোনো শেষ নাই.
আমি মনে করি ফরেক্স শেখার নির্দিষ্ট সময় নেই। কেউ চাইলে ২/৩ মাসের অক্লান্ত পরিশ্রম দ্বারাই ফরেক্স শিখতে পারে। তবে অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার হতে অনেক সময়ের প্রয়োজন। আর শেখার কোবন শেষ নেই। প্রতিটা ট্রেড আপনাকে নতুন নতুন অভিজ্ঞতা দেবে। মাঝে মাঝে কনফিউশন এ পড়বেন। তখন মাথা ঠান্ডা রেখে আবার ভুল শোধরাতে হয়। ডেমো একাউন্টে নিয়মিত প্রাকটিস করলে ফরেক্স দ্রুত শেখা যায়।
আমি নিজেও গত দুই মাস ধরে ফরেক্স এর পিছনে লেগে আছি । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা অবশ্যই একসময় না একসময় নতুন ছিলাম । তবে আমি এখন বুঝতে পারছি যে প্রথম প্রথম ফরেক্সে আসা যে কোন মানুষের জন্য খুব কষ্টকর ভালভাবে ফরেক্সকে আয়ত্ত করা । তাই আমি মনে করি ভাল গাইডলাইন পেলে অবশ্যই খুব দ্রুত সময়ে ফরেক্স শিখতে পারে ।
ফরেক্স শিখতে কতদিন লাগে এটা ব্যক্তির উপর নিরভর করে। যার মেধা ভাল এবং দ্রুত বিষয় বুঝতে পারে তার কম সময় লাগে। নির্দিষ্ট করে এটা বলা মুশকিল ফরেক্স শিখতে কতদিন লাগবে। ফরেক্স এর অনেক নিয়ম কানুন আছে সে সব ভাল ভাবে জানা এবং ট্রেড ভালো শিখা তা অনেক সময় এর বেপার। তবে কেউ যদি ফরেক্স ট্রেড করতে চায় তবে অন্তত ২ মাস ডেমো ট্রেড করা উচিত।
আমি মনেকরি,,, ফরেক্স ভালভাবে সিখতে হলে আপনাকে কমপক্ষে ৬ মাস ফরেক্স নিয়ে গবেষণা করতে হবে।। ৪,৫ মাস ডেমো করতে হবে।। ফরেক্স সমন্ধে ভাল ভাবে জ্ঞান লাভ না করে ফরেক্সে ট্রেড করা উচিৎ নয়।।।
আমরা সবাই জানি জানার কোন শেষ নেই শিখার কোন বয়স নেই তাই ফরেক্স শিখতে কতদিন সময় লাগতে পারে তা মূলত নির্ভর করে একজন ট্রেডআর এর উপর। তবে একজন ট্রেড যদি ফরেক্স এর সব নিয়ম নিয়মিত মেনে ট্রেড করতে থাকে তাহলে আমার মনে সাত মাস থেকে আট মাসের মধ্যে ফরেক্স শিখতে পারবে।
আমি মন করি আপনি পুরাপুরি ফরেক্স শিখতে হলে আপনাকে ফরেক্স মার্কেটে দুই বছর সময় দেওয়া লাগবে কারন একটা মার্কেট বিভিন্ন ভাবে গুতে থাকে আপনাকে সেটা বুঝতে লাগবে এক বছর বিভিন্ন ক্যান্ডেল স্টিক সম্পর্কে জানতে আরও অনেক সময় লেগে যাবে। এরপর আবেগে পরে লস করবেন এই সমস্যা থেকে উঠতে অনেক সময় লাগবে।
ফরেক্স শিখার জন্য তেমন কোন নির্দিষ্ট সময় এর দরকার হয় না।তবে আমি বলবো আপনি যতদিন ফরেক্স মার্কেট এ ট্রেড করবেন ততদিন আপনি ফরেক্স মার্কেট থেকে নতুন নতুন কিছু শিখতে পারবেন।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য প্রাই তিন মাস ধরে প্রশিক্ষণ নিয়েছি।আমি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড কারার জন্য অনেক দিন ধরে ডেমো একাউন্ট এ ট্রেড করে জাচ্ছি।এতে আমি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারছি।তাই আমি মনে করে ফরেক্স মার্কেট সম্পর্কে জানার জন্য নির্দিষ্ট কোন সময় এর দরকার হয় না।
ফরেক্স বিজনেস শিখতে কতদিন সময় লাগতে পারে সেটা বলা খুব মুশকিল কারন ফরেক্স মার্কেট একেক ট্রেডারের অবিজ্ঞতা একেক রকম যারা ফরেক্স মার্কেট অনেক বেশি সময় দিবে শুধুমাত্র তারাই অনেক তারাতারি ফরেক্স বিজনেস শিখতে পারবে।তাই ট্রেড করার আগে ফরেক্স বিজনেসে অনেক বেশি সময় দেন তাহলে বেশি দিন সময় লাগবেনা ফরেক্স শিখতে।
আমি একজন ফরেক্স ট্রেডার। আমার ট্রেডিং এর বয়স ৩ মাস। আমি এখনো কিছুই শিখতে পারি নাই। আরো ৩মাসে শিখতে পারব কিনা সন্দেহ আছে। শেখার কোন বয়স নাই।চল সবাই শিখতে যাই।
ফরেক্স শিখতে আনুমানিক বছর দুইয়ের মত লাগতে পারে । কিন্তু সেই দুই বছর কিন্তু আপনার নিয়মিত ফরেক্স নিয়ে অধ্যবসায় করতে হবে । যে যত বেশী অধ্যবসায় করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা কখনো অলস হব না তাহলেই ঝামেলায় পড়ে যাবো ।
ফরেক্স সম্পরকে জানা আর ফরেক্স অভিজ্ঞতা লাভ করা এবং তা থেকে নিয়মিত প্রফিট করা এক কথা নয়।। ফরেক্সে আপনি যত বেশি সময় দিবেন আপনার লাভ তত বেশি হবে।। আপনি ফরেক্সে তত বেশি দক্ষ হবেন।। আমি মনেকরি,, ফরেক্স সম্পিরকে জান্তে এবং সিখতে মিনিমাম ৬ মাস সময় লাগবে।।
ফরেক্স শেখার নির্দিষ্ট সময় নেই। কেউ চাইলে ২/৩ মাসের অক্লান্ত পরিশ্রম দ্বারাই ফরেক্স শিখতে পারে। তবে অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার হতে অনেক সময়ের প্রয়োজন। আর শেখার কোবন শেষ নেই। প্রতিটা ট্রেড আপনাকে নতুন নতুন অভিজ্ঞতা দেবে। মাঝে মাঝে কনফিউশন এ পড়বেন। তখন মাথা ঠান্ডা রেখে আবার ভুল শোধরাতে হয়। ডেমো একাউন্টে নিয়মিত প্রাকটিস করলে ফরেক্স দ্রুত শেখা যায়।
ফরেক্স শিখা নির্ভর করে নিজের ইচ্ছার উপর।ফরেক্স শিখার জন্য কঠোর পরিশ্রম করলে অল্প দিনেই শিখা যায়।ফরেক্স এ ভাল ট্রেডার হতে হলে অনেক কিছু শিখতে হবে।আর তার জন্য বেশ কিছু দিন লেগে যেতে পারে।
আসলে ফরেক্স ব্যাবসা খুব তাড়াতাড়ি শিখা যায় না।ফরেক্স শিখতে হলে এবং এ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হলে আপনাকে কমপক্ষে তিন থেকে চার মাস ডেমো ট্রেড অনুশীলন করতে হবে।তাছাড়া অনলাইনে ফরেক্স সম্পর্কিত বিভিন্ন বই পুস্তক রয়েছে সেখান থেকেও ফরেক্স শিখতে পারেন।আর ফোরাম থেকেও এ সম্পর্কিত অনেক জ্ঞান অর্জন করতে পারেন।
ফরেক্স মার্কেট এ অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার হতে অনেক সময়ের প্রয়োজন। আর শেখার কোবন শেষ নেই। প্রতিটা ট্রেড আপনাকে নতুন নতুন অভিজ্ঞতা দেবে। মাঝে মাঝে কনফিউশন এ পড়বেন। তখন মাথা ঠান্ডা রেখে আবার ভুল শোধরে একানে কাজ করতে হবে তবে সফলতা অর্জন করা সম্বব হবে বলে আমি মনে করি।
ফরেক্স আমরা কত দিনে শিখবো তা বলা অনেক মুশকিল । ফরেক্স চাইলে আমরা খুব কম সময় এর মধ্যে শিখতে পারব আবার চাইলে অনেক বেশি সময় নিয়ে শিকতে পারি । কেননা ফরেক্স এর ব্যাপারে যদি আমরা ভাল করে জানি তাহলে আমাদের ফরেক্স নিয়ে এ কাজ করে কম কষ্ট হবে । আমি ফরেক্স এর ব্যাপারে ভাল করে অনেক জেনেছি কিন্তু তবুও আরও অনেক কিছু জানার আছে । তাই বলা যায় ফরেক্স শিখতে কত দিন সময় লাগবে তা সুধু নিভর করবে নিজেদের উপর ।
আপনার শেখার আগ্রহ কে প্রাধান্য দিয়ে বলছি, কোন কিছু তাড়াহুড়া করে শিখতে যাবেনা। কারন তাড়াহুড়া করে শিকরে ভাল শিখতে পারবেন না অপরদিকে আপনি ভাল ভাবে কাজ ও করতে পারবেন না। ফরেক্স এমনি একটা এডুকেশনাল সাবজেক্ট যার শেখ্র কোন শেশ নেই। কারন ফরেক্স আপনাকে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা দিতে থাকবে।
আমার মনে হয় যদি শেখার ইচ্ছা থাকে, তাহলে আপনি ৩/৪ মাসের মধ্যে ফরেক্স সম্পর্কে একটা ধারনা নিতে পারেন। ধারনার কথা এজন্য বললাম- কারন ফরেক্স এ শেখার কোন শেষ নাই। যতই ফরেক্স নিয়ে ঘাটবেন ততই শিখতে পারবেন। তবে একজন সফল ট্রেডার হতে হলে আপনাকে ৪-৫ বছর লেগে যাবে।
ফরেক্স শিকতে আপনার কতো দিন লাগবে তা নির্বর করছে আপনার শিখ্র আগ্রহ এবয় আপনার ধারন ক্ষমতার ওপরে। সাধারনত ফরেক্স এর শেখার কোন শেষ নেই। আপনি যত জানার চেষ্টা করবেন মার্কেট আপনাকে ততো জানাবে। মুলত ফরেক্স ট্রেডারদের সবসময় রেডি থাকতে হয় কারন কখন কোন নতুন নতুন সমস্যার মুকাবেলা করতে হয় কি জানি।
ফরেক্স শিখতে আপনাকে কত দিন সময় লাগবে তা কেউই বলতে পারবে না।এটা নির্ভর করবে আপনার মেধার উপর।ফরেক্স এ দক্ষ হতে গেলে এর পিছনে যথেষ্ট সময় ও শ্রম দুইই দেওয়া লাগবে।
ফরেক্স শিকতে কত দিন সময় লাগবে তা কখনও সঠিক ভাবে বলা যায় না । ফরেক্স এ ভাল করে জানার জন্য ৩-৫ মাস লাগতে পারে , তবে অনেকে তারপরও শিখতে পারে না । তাই আমাদের আগে ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হবে তার জন্য যত দিন সময় লাগে । কিন্তু ফরেক্স সম্পর্কে পুরোপুরি জ্ঞান অর্জন করতে হবে ।
ফরেক্স শিখতে বেশি দিন সময় লাগে না । ১ মাসের ভেতর ফরেক্স শিখে ফরেক্সে কাজ করা যায় । তবে ফরেক্সে বেশি ভাল করতে হলে ফরেক্স সম্পর্কে ভাল জানতে হলে ফরেক্সের পেছনে অনেক সময় ব্যয় করতে হবে । সময় ব্যয় করলে লস নেই , ফরেক্সে যত বেশি সময় নিয়ে কাজ শিখে কাজ করা যাবে তত বেশি নিজের লাভ । ফরেক্স শেখা তত বেশি কঠিন না । তাই যেকেউ ফরেক্স শিখে ফরেক্সে কাজ করতে পারে ।
আমি মনে করি ফরেক্স শেখার কোন শেষ নেই ফরেক্স মাকেট শিখতে হলে আপনাকে নিয়মিত ফরেক্স মাকেটে থাকতে হবে | আপনাকে ডেমো পারতিস করতে হবে | আপনাকে ধরয ধারন করতে হবে | আপনাকে পরিশ্রমি হতে হবে তবে আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন |
এটা কি আপনার অধ্যয়নরত উপর নির্ভর করে,প্রধান জিনিস শিখতে শিখতে হয় অনেক সময় লাগে ,
খোঁজার হয় তাহলে কি অন্য ট্রেডারদের 95% তারপর করছেন আপনি সফল না হতে পারেন।তুমি বাজারের বাস্তবসম্মত প্রত্যাশা রাখো,
ফরেক্স শিখতে যার যার নিজের জ্ঞানের উপর নির্ভর করে। কারন সবার জ্ঞান সমান নয়। কেউ অনেক ভাল করে তারাতারি শিখতে পারে আবার কেউ অনেক দেড়ি করেও শিখে। তবে আমার মতে এভারেজ এ সবারই ফরেক্স শিখতে ১ বছর পর্যন্ত ফরেক্স শিখেনিলে ভাল হয়।
ফরেক্স শিখতে কত দিন সময় লাগবে তা নিশ্চিত ভাবে বলা যায় না , তবে ফরেক্স এ ভাল করে শেখার জন্য ৪-৫ মাস সময় দিতে হবে । আমার ৪-৫ মাস সময় লেগেছিল ফরেক্স সম্পর্কে ভাল করে বুজার জন্য , তবে সবার এর থেকে সময় বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে । তাই আগে ভাল করে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে । তার জন্য যত দিন সময় লাগুক ।
আসলে আপনি কত দিন নিবেন সেটা তো আপনার ওপরে নির্ভর করছে। আপনি যত সময় দিবেন আপনি ততো ভাল শিখতে পারবেন। আর আপনি যত বেশি প্যাকটিস করবেন ততো আপনার জন্য উপকার হবে। আপনি উচ্রছা করলে ১-২ মাসের মধ্যেই ফরেক্স শিখতে পারেন কিন্তু এর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। তবে আপনার পরিশ্রম বিফলে যাবে না।
ফরেক্স শিখতে কত দিন সময় লাগবে তা ঠিক বুজে বলা যায় না , তবে ফরেক্স এ যত বেশি সময় দেওয়া যাবে তত বেশি শেখা যাবে । কারো কারো ৪-৫ মাস ও লাগতে পারে আবার কারো আরও কম সময় লাগতে পারে । ফরেক্স শিখতে বেশি বা কম সময় লাগুক কিন্তু ভাল করে ফরেক্স শেখা খুবই গুরুতপূন , আমার ফরেক্স এ কাজ শিখতে ৩-৪ মাস লেগেছিল ।
প্রথমে ৬ মাস ডেমো ট্রেডিং করতে হবে । তারপর যদি আপনি মনে করেন আপনি রিয়েল অ্যাকাউন্ট এ লাভ করতে পারবেন তাহলে আপনি রিয়েল অ্যাকাউন্ট এ ডিপোজিট করতে পারেন । আপনি যদি মনে করেন আপনি ফরেক্স সম্পরকে দক্ষ তা হলে আপনি ফরেক্স মাকেটে রিয়েল ট্রেড করতে পারেন।
ফরেক্স শিখতে কত দিন সময় লাগবে তা কখনও ঠিক করে বলা যায় না । তবে ফরেক্স আমরা ৪-৫ মাস শিখতে পারি । তবে ভাল করে না শেখা পজন্ত ফরেক্স এ সময় দিয়ে যেতে হবে । যত দিন সময় লাগুক ফরেক্স এ ভাল করে অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন ।
পূর্ণ ব্যবসা. অতএব আমরা ফরেক্সে মুনাফা পেতে এবং দ্রুত এবং আরো আরো টাকা করা শিখতে এবং পাবে অনুশীলন চালিয়ে যেতে হবে
শিখতে এবং ফরেক্সে লাভ পেতে হলে অনুশীলন চালিয়ে যেতে হবে।
ফরেক্স শিখতে কত দিন সময় লাগবে তা ঠিক করে বলা যায় না , তবে ফরেক্স শেখার জন্য কমপক্ষে ৪-৫ মাস সময় দিয়ে শিখতে হবে । তবে ভাল করে ডেমো ট্রেড না শেখা প্রজন্ত ফরেক্স এ রিয়েল ট্রেডিং করা যাবে না । যেই দিন ফরেক্স এর সম্পর্কে পুরপুরি অভিজ্ঞতা আসবে সেই দিন থেকে ফরেক্স এ ট্রেড করতে হবে ।