-
ফরেক্সের সাম্প্রতিক অবস্থা জানতে হলে সবসময়ই আপডেট থাকতে হবে। কারন ফরেক্স একটি গতিশীল মার্কেট এবং এই মার্কেটে প্রতিটি মুহুর্তে প্রাইসের মুভমেন্ট পরিবর্তন ঘটে। বর্তমানে কিছুদিনের মার্কেটের অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় ইউরোর চাইতে ডলার শক্তিধর অবস্থা রয়েছে।
-
না আমি এখনও প্রতিদিন লাভ করি না । কারন , আমি এখনও দেমত্রেদ করছি । আমার মনে হয় প্রতিদিন লাভ করার চেয়ে ধীরে ধীরে লাভ করা অনেক ভাল । লং ট্রেড লাভ করা টা আমার কাছে অনেক ভাল মনে হয় । কারন , লং ট্রেড করলে মার্কেট ভাল ভাবে বুঝে কারা যায় । লস হবার সম্ভাবনা খুবই কম থাকে । আর রে মাধ্যমে এক জন দক্ষ ট্রেড আর হওয়া যায় ।
-
ব্যক্তিগতভাবে আমি মূলত ফরেক্সে লং টাইমফ্রেমে ট্রেড করি যার কারনে প্রতিদিন প্রফিট করা সম্ভাব হয় কখনও কখনও আবার কখনও কখনও দুই তিনদিন পর পর প্রফিট করি আলে এটি নির্ভর করে মার্কেট মুভমেন্টের উপর। তবে তার পরও আমি যখনই প্রফিট করি না কেন আমি কিন্তু বেশ ভালই প্রফিট করি।
-
আমি ফরেক্স মার্কেট এ নতুন । আমি রিয়েল একাউন্ট এ এখনো কোন প্রফিট করি নি। তবে আমি ডেমোতে অনেক প্রফিট করেছি। আমি ডেমোতে প্রায় 200 ডলার এর মত প্রফিট করেছি। কিন্তু আমি রিয়েল একাউন্ট এ মাত্র 2 টাকা প্রফিট করেছি।
-
আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। ফরেক্স এ প্রতিদিন প্রফিট করতে হলে ফরেক্স সম্পর্কে অনেক অনেক বেশি ধারণা থাকতে হবে। আমি ফরেক্স এ এখনও প্রতিদিন প্রফিট করতে পারবো এই কথা জুরগলায় বলতে পারি না। কেননা ফরেক্স সম্পর্কে পুরুপুরি ধারণা আমার মধ্যে হয়ে ওঠে নি।
-
এটা নির্ভর করে মার্কেটের অবস্থার উপর। মার্কেট যদি ভাল থাকে মানে ট্রেন্ডে থাকে তাহলে অনেক প্রফিট করা যাবে। আর যদি একবার উপরে আরএকবার নিচে নামতে থাকে তাহলে এই অবস্থায় প্রফিট করা কষ্টকর। প্রতিদিন লাভ হবে এমন ধারনা করা ঠিক নয়। কোনকোনদিন লসও হতে পারে।
-
আমি প্রতিদিন প্রফিট করার চেষ্টা করে যাই। তবে আমি জানি যে প্রতিদিন আমার পক্ষে প্রফিট করার মত সুযোগ থাকে না। আমি সুযোগের অপেক্ষায় থাকি। কখন মার্কেট আমার অনুকুলে আসবে। যখন মার্কেট আমার অনুকুলে আসে। এবং মার্কেট এর মুভমেন্ট আমার হিসেবের সাথে মিলে যায় তখন আমি প্রফিট করার মত ট্রেড ওপেন করে থাকি। এবং সেই ট্রেডে আমি প্রফিট করার চেষ্টা করি।
-
আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে প্রতিদিন লাভ করতে পারি না।আমি এখনো ফরেক্স মার্কেট এ ভালো ট্রেডার হতে পারি নি।তবে যে ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারে সে ফরেক্স মার্কেট এ ট্রেড করে প্রতিদিন আয় করতে পারে।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমরা প্রতিদিন আয় করতে পারি।তার জন্য আমাদের কে ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞ হতে হবে।
-
প্রতিদিন প্রফিট করাটা অনেক কঠিন,আমার জানামতে প্রতিদিন বেশির ভাগ মানুষ ফরেক্স এ লস করে,আমি নিজেয় মার্কেট ওপেন থেকে বন্ধ হওয়া পর্যন্ত থাকি, সোম বার থেক বুধবার পর্যন্ত প্রফিট করি তার পর আবার লসে পরে যাই,
-
ফরেক্স মার্কেটে যারা নতুন তাদের প্রতিদিন আয় করা সম্ভব হয়ে পড়ে না।কারন মার্কেট সম্পর্কে দক্ষ হতে পারেনি।মার্কেট সম্পর্কে দক্ষ হতে পারলে আর যদি ভাল ইনভেস্ট করা যাই তাহলে মার্কেট থেকে প্রতিদিন আয় করা যাবে অনেক।তাই ফরেক্স মার্কেট এ আমাদের অনেক সময় দিতে হবে।
-
ফরেক্স মার্কেট এ আমি নতুন। আমি ফরেক্স মার্কেট এ রিয়েল এখনো লাভ করতে পারি নি। কবে আমি ফরেক্স ডেমোতে অনেকবার ও অনেক টাকা লাভ করেছি এবং সাফলতা অর্জন করেছি। আমার বিশ্বাস যে আমি যেহেতু ডেমোতে লাভ করেছি, ঠিক তেমনি রিয়েল একাউন্ট এ লাভ কবর আশা করছি।
-
আমি প্রতিদিন প্রফিট করিনা। তবে উল্লেখযোগ্য দিনই প্রফিট করি। সব ট্রেডে লাভ করা যায়না। কিছু ট্রেড থাকে যা আপনার আয়ত্বের মধ্য থাকেনা। প্রতটি ট্রেডে লাভ করা যায়না। কিন্তু অধিক সংখ্যক ট্রেডে লাভ করা যায়। প্রত্যেকে চাই প্রতিটি ট্রেডে লাভ করতে কিন্তু বাস্তবে তা সম্ভবপর হয়ে উঠেনা।
-
আমি ফরেক্স মার্কেটে নতুন তাই আমার পক্ষে ফরেক্স মাকেটে প্রতিদিন লাভ করা সম্বব নয়। আমরা সবাই জানি যে কোন ব্যবসায় লাভ ও লস দুটোই আছে।যে যত ফরেক্স বুঝে শুনে করেবে তার প্রতিদিন প্রফিট হবে।তবে ফরেক্স প্রফিট করতে হলে ট্রেড বুঝে শুনে করলে প্রফিট হবে।
-
ফরেক্স র্মাকটে থেকে প্রফিট করা খুবিই সহজ আবার লস করা খুবিই সহজ এটি র্নিভর করে আপনার ট্রেড ধরার উপর , আপনার সঠিক ট্রেড এ উপর র্নিভর করে আপনি কি পরিমান প্রফিট করতে পারবেন , আপনার ব্যলেন্স উপর মানি ম্যনেজমেন্ট করে ট্রেড ধরতে হবে আপনার ব্যলেন্স যদি কম হয় তবে কম ট্রেড ধরতে হবে সে ক্ষেতে কম লভ করতে পারবেন এবং আপনার ব্যলেন্স যদি বেশি হয় তবে আপনি বেশি ট্রেড ধরতে পারবেন এবং লভ বেশি করতে পারেবন তাই ফরক্স এর প্রফিট আপনার ব্যলেন্স ও ট্রেড ধররা উপর র্নিভর করে ।
-
প্রতিদিন প্রফিট করতে হবে ফরেক্স এ এমন কোণ কথা নেই। তবে স্কাল্পিং করে প্রতিদন প্রফিট করা যেতে পারে। কিন্তু লং টার্ম ট্রেড করে প্রতিদিন প্রফিট করা যাবে না। তবে লং টার্ম ট্রেডের অন্য রকম মজা। মার্কেট এ সময় দিতে হয় না। একবার পেন্ডিং অর্ডার বা ট্রেড দিতে পারলে তখন শুধু প্রফিট এর জন্য অপেখহা করত্এ হবে।
-
আমার দেখা রিক্সি মাকেট হল ফরেক্স মাকেট আমি ফরেক্স মাকেট প্রতিদিন আয় করতে পারি না | ফরেক্স মাকেটে কোন দিন আয় করতে পারি আবার কোন দিন লস করি | ফরেক্স মাকেট থেকে আমি মনে করি কেও বলতে পারবে না সে ফরেক্স থেকে আয় করে থাকে সে লস করে না |
-
আমি ফরেক্স মার্কেটে নতুন, ভালভাবে ফরেক্স মার্কেট বুঝার চেষ্টা কনছি, বিভিন্ন বল্গ গুলো নিয়মিত পড়ার চেষ্ট করছি, ডেমেতে প্রেক্টিস করতেছি ভাল ভাবে মার্করট বুঝার চষ্ট করতেছি। যাতে করে প্রতিদিন মার্কেট থেকে লাভ করতে পারি।
-
ফরেক্স এ ভাল ট্রেড জানলে প্রফিট করা যাবে নিশ্চিত। যারা ফরেক্সে কাজ করে তারা যদি ভাল ট্রেড জানে তাহলে তারা ভাল প্রফিট করতে পারবে। আর আমি ও ট্রেড টা ভালই জানি আর আমি ফরেক্স থেকে লাভ টা ও ভালই করতে পারি।
-
ফরেক্স মাকেট করছি আমি কিছু দিন ফরেক্স থেকে আমার প্রতিদিন আয় করতে চাই ৪ থেকে ৫ দলার | আমি ফরেক্স থেকে বেশি আশা করি না কারন আমি ফরেক্স থেকে বেশি আয় করার যোগ্য না যোগ্য যখন হবে তখন আয় করব ফরেক্স থেকে বেশি বেশি |
-
ভাই আমি ফরেক্স মাকেটে নতুন তাই আমি ফরেক্স মাকেট থেকে আয় করতে পারি নাই | তবে ভাই আমার বিস্বাস আমি ফরেক্স থেকে আয় করতে পারব | আমি মনে করি ফরেক্স মাকেটে প্রতিদিন আয় করা সম্ভব না ফরেক্স করতে গেলে আপনাকে অনেক সময় লস করতে হলে পারে |
-
অামি প্রতিদিন কম বেশী প্রফিট করার চেষ্টা করি । যে যত বেশী লোভ থেকে রেহাই পাবে সে তত বেশী সফলকাম হতে পারবে । অামরা বেশী করে এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা ভালোভাবে লাভ করার জন্য ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব ।
-
হা আমার ফরেক্স মার্কেট থেকে প্রতিদিন কিছুনা কিছু লাভ হয়ে থাকে । তবে আমি ছোট ছোট ট্রেড করে থাকি যেহেতু আমি ফরেক্স মার্কেটে নতুন তাই আমি আস্তে আস্তে আমার একাউন্ট মোটা করতে চাই এর পরে আমি লং টাইম ট্রেড করা শুরু করবো । আমরা যদি মার্কেট ভাল করে এনালাইসেস করে কাজ করি তাহলে আমাদের লাভের সম্ভাবনা বেশি থাকে । তাই আমরা ট্রেড করার পূর্বে মার্কেট ভাল করে দেখে ট্রেড করবো ।
-
প্রত্যেকদিন প্রফিট করা তো দুরের কথা প্রতিদিন ট্রেডই তো করতে পারি না৷কারন প্রত্যেকদিন ট্রেড করা ও প্রফিট করা খুবই কঠিন৷প্রায় অসম্ভব ৷আমি পারিনা আর অন্যরা পারে কী না তা কখোনোও নিজ চোখে দেখি নাই৷আমি প্রতি মাসে মাত্র ৩/৪ টা ট্রেড ওপেন করি এবং খুব অল্পই প্রফিট করতে পরি৷
-
প্রফিটের জন্যেই তো নেমেছি তো প্রফিট হলে তো করবই। আমি প্রতিদিন প্রফিট চাই আর এইটা করতে গিয়ে যা করা দরকার চেষ্ঠা করি করার জন্য। তাছাড়া আমি প্রতিদিন ট্রেড বন্ধ প্রফিট নিয়ে করতে চাই যদিও তা হয় না কিন্তু আমার সিস্টেম এইটা।
-
না, ফরেক্স এ প্রতিদিনই প্রফিট করা যায় না । দেখা যায়, প্রতিদিন গড়ে 15 টা ট্রেড করলে, এক দিন 50% তো আরেকদিন 70% তো আরেকদিন 20% ট্রেড এ প্রফিট হবে । অনেক সময় 2/3 দিন হেডজিং হয়ে থাকে । আবারো একদিন মাত্র এক টা ট্রেড এ লাভ হল কিন্তু বড় লট এ ট্রেড তাই লাভ এর পরিমান বিশাল।
-
ফরেক্স মার্কেট এ আমি প্রতিদিন চেচটা করি ১০ থেকে ২০ ডলার ইনকাম করতে আমি যদি আমার সিস্টেম এ সিগনাল পাই তা হলে আমি ট্রেড করি আর যদি সিগনাল না পাই তা হলে আমি ট্রেড করি না কারন আমি অনেক বার দেখছি সিগনাল না আশার কারন এ আমি ট্রেড না করার জন আমি অনেক ডলার ফরেক্স মার্কেট এ লস করছি তাই এখন আর আমি ফরেক্স মার্কেট এ সিগনাল না আসলে ট্রেড করি না ফরেক্স মার্কেট এ তার কারন এ আমার লস ট্রেড এর পরিমান কম হয়
-
ফরেক্সে প্রতিদিন প্রফিট করা সকলের পক্ষে সম্ভব নয় এটা তাদের পক্ষেই সম্ভব যারা নিজেদেরকে ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ করে তুলেছে আর আমিও অভিজ্ঞ হওয়ার চেষ্টা করছি।
-
না। প্রতিদিন প্রফিট করা যাবে এই রকম গ্যারান্টি কউ দিতে পারবেনা। তবে আমি প্রতিমাসেই প্রফিট করব এই রকম আশা করি এবং প্রতিমাসেই আমি কিছু প্রফিট রেখে থাকি। সর্বোপরি প্রফিটের সর্বমোট টাকাটা আমি সব সময় উত্তোলন করে রাখি। ফরেক্স মার্কেট বিনিয়োগের জন্য খুব বিপজ্জনক তাই প্রতিদিন তো দূরের কথা প্রতি সপ্তাহে যে প্রফিট করা যাবে এমনটি আশা করে ফরেক্স করা উচিত নয়। বাৎসরিক হিসাব-নিকাশ করলে সবচেয়ে ভাল হয়।
-
ফরেক্স মার্কেট এর প্রফিট নির্ভর করে মার্কেট মুভমেন্ট এর উপর মার্কেট বেশি মুভমেন্ট করলে প্রফিট প্রতিদিন করা যায় আর মুভমেন্ট কম করলে প্রফিট প্রতিদিন করা সম্ভব হয় না। ২-৩ দিন পর পর ও প্রফিট হয়। আর আমি চেষ্টা করি প্রতিদিন প্রফিট করার জন্য।
-
আমরা অনেকে আছি যারা মনে করি প্রতিদিন ট্রেড করতে হবে। কিন্তু এটা আমাদের ভুল ধারনা। যদি কোন ট্রেড এর সুযোগ না পাই তাহলে অইদিন আর ট্রেড করবে না। মার্কেট যদি নিজেদের অনুকূলে না থাকে তাহলে আমরা ট্রেড করলে প্রফিট পাব না।
-
আমি যখন ফরেক্স ট্রেড শুরু করি তখন আমি প্রতিদিন প্রফিট করার চিন্তা করতাম। কিন্তু পরে দেখলাম যে আমার প্রতিদিন প্রফিট করার কথা চিন্তা করা যাবে না। আমি মাসে হিসাব করব। কারন ফরেক্স একটি অনিশ্চিত মারকেট। এখানে প্রতিদিন আয় করা সম্ভব না।
-
আমি প্রতিদিন চেষ্টা করি প্রফিট করার জন্য। কিন্তু আমাদের তা সম্ভব হয় না। কারন অনেক সময় মার্কেট সারাদিনে একবারে কম মুভ করে। কম মুভ করলে আমাদের কোন লাভ নেই। মার্কেট যত বেশী মুভ করবে ততই আমাদের জন্য প্রফিট এর সুযোগ ব্ইয়ে আনবে।
-
আমি ফরেক্সে প্রতিদিন ট্রেড করি না আমি মার্কেট অ্যানালাইসিস করে ব্যাবসা করতে গেলে যেমন প্রতি দিন ভাল হলেও মাঝে মাঝে ব্যবসা মন্দা যায় তেমনি ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে গেলে কিছু দিন ভাল প্রফিট করতে পারলেও আবার মাঝে মাঝে আমাদের অনেক লস হয়ে যায় বিজনেসে লস করে ইমোশনাল হওয়ার বদলে ধৈর্য্য ধরে পুনরায় ট্রেড শুরু করুন।আগে লসের কারণগুলো উদঘাটন করে,সেগুলো শুধরে নিয়ে ট্রেড করলে অবশ্যই সফল হবে।তাই আমার মনে হয় ডেমোতে ট্রেড দক্ষতা অর্জন করে নীতি মেনে ট্রেড করলেই ফরেক্স বিজনেসে সফলতা পাওয়া যাবে।
-
আমি ফরেক্স মার্কেট এ প্রতিদিন লাভ করতে পারিনা । কারন আমি ফরেক্স মার্কেট এ এখনো পুরাপুরি দক্ষ হয়ে উঠতে পারিনাই । সেই জন্য আমি ফরেক্স ট্রেডিং ভালো ভাবে শিখতে চাই । আপনি যদি ফরেক্স ট্রেডিং এ ভালো দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনি এই মার্কেট থেকে প্রতিদিন অনেক মুনাফা আয় করতে সক্ষম হবেন সেই জন্য আপনাকে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে । আপনাকে ফরেক্স ট্রেডিং করার সময় অবশ্যই ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে ।
-
হ্যা ভাই আপনি যদি এখানে নিয়মিতভাবে ট্রেড নিতে পারেন তাহলে আপনার লাভ কিংবা লস মাস শেষে গিয়ে কতটুকু প্রফিট করছেন সেটার একটা এভারেজ হিসাব করতে পারবেন। তবে প্রতিদিনের হিসাব করে চললে আপনি কোন হিসাব মেলাতে পারবেন না, কেননা আপনি মনে করেন সপ্তাহের প্রথম দটো দিন ভাল প্রফিট করলেন কিন্তু বাকী ৩ দিন কোনরকম প্রফিটের মুখ আপনি দেখতে পেলেননা, তাহলে কিভাবে হিসাব মেলাবেন এটাও আপনাকে এখানে ভাবতে হবে।
-
ফরেক্স মার্কেটে প্রতিদিন লাভ করা সম্ভব না। কারণ প্রতিদিনের মার্কেট এর লেনদেন একরকম হয় না। অনেকে স্ক্যালপিং করেন প্রতিদিন প্রফিট করার জন্য কিন্তু দেখা সাড়াদিন লাভ করেন কিন্তু একটা ট্রেড খারাপ করার কারনে পুরো লাভটাই লস এ পরিনত হয়ে যায়। সুতরাং প্রতিদিন প্রফিট আশা করাটা বোকামী। যদি আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে চান তাহলে আপনার সিস্টেম এর সিগ্নেল অনুযায়ী ট্রেড করুন তাহলে প্রফিট করতে পারবেন। আর যদি সিগ্নেল না মেনে যখন তখন ট্রেড করা শুরু করেন তাহলে আপনার লাভটাকে ধরে রাখতে পারবেন না।
-
আমার মতে এই বাজার থেকে প্রতিদিন মুনাফা করা সম্ভব নয়, কারণ এটি খুব একটা সহজ ব্যবসা নয়। আর আমার দেখা মতে যারা এই বাজার থেকে প্রতিদিন মুনাফা করার আশায় ট্রেড করেন তারা এই বাজারে বেশিদিন ট্রেড করতে পারেন না।তাই আপনি যদি এই বাজারে টিকে থাকতে চান তাহলে আপনার টার্গেট মাসিকভাবে হওয়া উচিত। কারণ মাসিকভাবে এই বাজার থেকে টার্গেট পূরণ করা খুবই সহজ।
-
আমি এখানে ডেমোতে ট্রেড করছি এবং অনেক বেশি মুনাফাও করতে পারছি, বেশ ভালই লাগছে। তবে রিয়েল একাউন্টে ট্রেড করার জন্য অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে। কারন আপনার যদি সেরকম দক্ষতা না থাকে তাহলে এই মার্কেট থেকে প্রতিদিন ট্রেডে প্রফিট করা ওতটা সহজ হবে না। তাই বলতে পারি যে এই মার্কেট থেকে প্রতিদিন সবার পক্ষে কখনই প্রফিট করা সম্ভব না, কারন মার্কেটের মুভমেন্ট সবদিনে সমান থাকে না।
-
আমি প্রতিদিন ট্রেড করিনা।একটা ট্রেড দেওয়ার পর দেখা যায় দুই তিনদিন লেগে যাচ্ছে ট্রেড টি ক্লোজ হতে।
-
যারা লং ট্রেড করেন তাদের ট্রেড মাসে খুব কমই হয়। তারা ট্রেড সেটাপ না পেলে ট্রেড করে না। তাদের প্রফিট গুলো সাপ্তাহিক কিংবা মাসিক ভিত্তিক হয়ে থাকে। যারা স্কাল্পিং করে তারা হয়তো অনেকে প্রতিদিন ট্রেড করে। আবার প্রফিট যে সব সময় তা ও নয়। কেননা মার্কেট সব সময় মুভ হয় না। তাই ডেইলী প্রফিট করা সম্ভব ও হয় না।