-
ভাই আমাদের দেশে আমরা প্রাই সব কিচুরই কর দিয়ে থাকি। তাই আমার মতে ফরেক্স মার্কেট থেকেও আমাদের দেশের সরকার কর কাটে। তবে তা আমরা দেখতে পাইনা। কারন ফরেক্স মার্কেট যেহেতু পুরটাই ইন্টারনেট এর মাধ্যমে পরিচালনা করা হই তাই সরকার ইন্টারনেট এর মাধ্যমে আমাদের থেকে ইঙ্কাম ট্যাক্স নিয়ে থাকে। তাই আমি জতটুকু জানি যে ফরেক্স মার্কেট থেকেও সরকার ইঙ্কাম টেক্স নিয়ে থাকে। ফরেক্স মার্কেট সম্পূর্ণ ইন্টারনেট এর মাধ্যমে পরিচালিত।
-
ফরেক্স বাংলাদেশ সরকার অনুমোদিত নয়। তাছাড়া এটি মুদ্রা কেনাবেচা নিয় কারবার। মুদ্রা কেনাবেচা নিয়ে এই ব্যবসা। কিছুটা শেয়ার ব্যবসায়ের মত তবে আন্তর্জাতিক পর্যায়ের। একারনেই এটি আউটসোর্সিং এর অন্তর্গত না। যেহেতু সরকার অনুমোদিত না এবং আউটসোর্সিং না তাই ট্রেডার দের কর দিতে হবেনা, আসলে এটি করের আওতা মুক্ত।
-
ফরেক্স হচ্ছে একটি অনলাইন শেয়ার ব্যবসা । এই মার্কেটে ট্রেডার অনলাইনের মাধ্যমে শেয়ার ব্যবসা করে থাকে । ফরেক্সে মুদ্রা কেনা বেচা হয়ে থাকে । তাই এটি আউটসোসিং নয় । ফরেক্সে অনেক নিয়ম কানুন আছে । এগুলো ভালো অবিজ্ঞতা নিয়ে তার পর ট্রেড করলে ভালো টাকা উপার্জন করা যায় ।
-
বাংলাদশে ইন্টারনেট চালানোর উপর সরকার কর নিয়ে থাকে। কিন্তু ফরেক্স টে্যেডিং হচ্ছে একটি আনজাতিক মুদ্রা বাজার । এখানে আমরা আন্তজাতিক মূদ্রা বেচা কেনা করতে পারি সহজেই। ফরেক্স মাকেট থেকে বাংলাদেশ সরকার কোন কর আদায় করে কিনা তা আমার কাছে জানা নেই।
-
আমি যতদূর জানি কবাংলাদেশ সরকার তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দক্ষ ফ্রিল্যান্সার তৈরীতে খুবই অন্তরিক ভূমিকা পালন করছে যার ফলশ্রূতিতে দেশের ইন্টারনেট গতিকে আরও শক্তিশালী করনের কাজ চলছে যার ফল আমরা আস্তে আস্তে পাচ্ছি। তাই বাংলাদেশ সরকার সকল প্রকার আউট সোর্সিংয়ের উপর আয়কর প্রত্যার করেছে এ খাতে নতুন নতুন ট্রেডারতৈরীকরনের লক্ষে সাথে সাথে প্রতি বছর ফ্রিল্যান্সারদের জন্য বাজেটে আলাদা প্রনোদনাও দেওয়া হচ্ছে।
-
ফরেক্স হল একটি অনলাইন বিজনেস। এখানে মুদ্রা কেনা বেচা করা হয়। এখানে আপনি ব্যবসা করছেন। সুতরাং এটা আউটসোাসিং নয়। এটা এক ধরনের ব্যবসা। এখানে আপনি আপনার মেধা খাটিয়ে ব্যবসা করছেন। তাই এটা আউটসোসিং এর পর্যায়ে পড়ে না। তবে আয়কর দিতে হয় কিনা তা জানি না। আয়কর তো আর সবার দিতে হয়ে না। আয়করের কিছু নিয়ম আছে। যারা অল্প আয় করে, যাদের পুজি কম। তাদের কে আয়কর দিতে হয় না।
-
ফরেক্স একটি অনলাইন লাভজনক ব্যবসা।আমার মতে এটি কখন ও আউটসউরচিং না। কারণ, অউটসউরচিং করতে কোন ইনভেস্ত করতে হয় না। কিন্তু ফরেক্স বিজনেস করতে ইনভেস্ত করতে হয়। লাভ লস দুইটাই ফরেক্স এ হতে পারে। কিন্তু অউটসউরসিং এ কখনও লস হয় না। আমরা যারা ফরেক্স এ ট্রেড করে ইনকাম করি, তাদের অবশ্যই ট্যাক্স দিতে হবে। কারণ আমি নিজে দেখেছি ব্যাংক থেকে ডলার ভাঙ্গাতে গেলে অনেক টাকা ফি দিতে হয়।তাই বলা যায় ফরেক্স কোন আউট সোসিং ব্যবসা নয়।
-
ভারত ও বাংলাদেশের মত দেশে তো ফরেক্স শুধু Authorized person-দের জন্য, ভারতে এর Authority হল Reserve Bank of India। Authorized person ছাড়া ফরেক্স ট্রেডকে Illegal হিসেবে ধরা হয়, যদিও এটা নিয়ে এত কড়াকড়ি করা হয় না। ফরেক্সে ইনকামকে Business/Professional income হিসেবে ধরে ট্যাক্স দিতে হয়। তাহলে ফরেক্স Outsourcing হল কি করে?
-
ব্যপারটি আমার একধম অজানা। ফরেক্স মার্কেটের উপর কি রিকমের আয় কর করেছে তা আমি জানি না। তবে আমার মনে হয়না যে ফরেক্স মার্কেট থেকে ইনকাম করলে কোন প্রকার আয়কর দিতে হয়। আমি হলাম ফরেক্স মার্কেটের একজন ছোট ট্রেডার তাই এইসব বড় বিষয়ে মাথা গামাই না।
-
ফ্রিল্যান্সিং এবং ফরেক্স দুটি আলাদা বিষয় । ফ্রিল্যান্সিং হচ্ছে ক্লাইন্টের চাহিদা মত কাজের বিনিময়ে টাকা উপার্জন করা । অন্যদিকে ফরেক্স হচ্ছে একটি স্বাধীন ব্যবসা যা ঘরে বসেই করা যায় নিজের ইচ্ছে অনুযায়ী । ফরেক্স যেহেতু একটি ব্যবসা সেহেতু এর মাধ্যমে অর্জিত আয়ের উপর কোন কর আছে বলে আমার জানা নেই । তবে টাকা উত্তোলনের জন্য ব্যাংক একটি নির্দিষ্ট ভ্যাট কেটে রাখে ।
-
আমার মতে ফরেক্স একটি অনলাইন ব্যবসা তাই এটি কোন আউটসোর্সিং ব্যবসা নয় এটি একটি শেয়ার ব্যবসার মতো যেখানে শেয়ার কেনা বেচা করা হয় তেমনি ফরেক্সে অনলাইনে মুদ্রা কেনা বেচা করা হয়। তাই এটিকে আউটসোর্সিং না বোলে এটি শেয়ার ব্যবসা বলা হয়।
-
আমি আহ্সলে এই বেপারগুলো নিয়ে খুব একটা জানি না, তবে আমার জানা মতে যেভাবে আমাদের দেশে অনলাইন ডলার গুলো আসে তার বেশির ভাগ ই হলো ই কারেন্সী, মানি আমরা এগুলো একাউন্ট থেকে একাউন্ট ট্রান্সফার এর মাঝেই থাকি. অবে যদি আমরা আমাদের ব্যাঙ্ক একাউন্ট ডলার উঠাতে চাই, তখন গিয়ে আমাদের ফী অথবা হাই চার্জেস দিতে হয়.
-
আমার জানা মতে এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঠিক কোন দিক নির্দেশনা নেই । বাংলাদেশ সরকার এ বিষযে এখন পযর্ন্ত কোন নীতিমালা বানায়নি । আসলে সরকার এ বিষয়ে আন্তরিক না । কারন তারা মনে করে ফরেক্স ট্রেডিং এর মাধম্যে বাংলাদেশ থেকে বাহিরে মুদ্রা পাচার হয়ে যাবে । যে কারনেই তারা ফরেক্স ট্রেডিং কে সাপোর্ট করে না ।
-
উপরের অনেকেই দেখলাম অনেক ধরনের মন্তব্য করেছেন । তাদের অনেকের সাথে আমি হতে পারলাম না । অনেকে বলেছেন ফরেক্স এক ধরনের আউটসোসিং । তবে প্রকৃতপক্ষে ফরেক্স কোন ভাবেই আউটসোসিং নয় । এটা এক ধরনের ব্যবসায় । যেখানে আপনাকে কারেন্ছি বাই সেল করতে হয় ।
-
বাংলাদেশে ফরেক্স ট্রেডিং এর আয়ের উপর সরকার অবশ্যই কর প্রয়োগ করেছে কিন্তু এই ব্যবসা যদি সবাই জোড়ালো ভাবে ট্রেড করা শুরু করত তাহলে অবশ্যই তারা সফলকাম হতে পারত । সুতরাং আমরা সকলে এই ব্যবসা করার জন্য সকলকে উৎসাহ প্রদান করব তাহলেই সমাজ জীবন উন্নতিশীল হবে ।
-
ফরেক্স ট্রেডিং হচ্চ্ছে ট্রেডিং ব্যবসা।এটা মূলত ব্যবসা বলে এটাকে আউটসোর্সিং না বলাই ভালো। তবে ফরেক্স ট্রেডিং আয় করার ভিন্নতম মাধ্যম হওয়ার কারনে এটাকে অনেকেই আউটসোর্সিং বলতে পারেন।বাংলাদেশে ফরেক্স ট্রেডিং করে আয়ের ওপর কোনো কর প্রদান করতে হয় না। কারন ফরেক্স এখনও বাংলাদেশে স্বিকৃতিপ্রাপ্ত ব্যবসা না।
-
ফরেক্স মার্কেটে সাধারনত মুদ্রা কেনাবেচার মাধ্যমে আয় করা হয় । আর আমি বলব এটা একটা আন্তর্জাতিক শেয়ার ব্যবসা ।বাংলাদেশ সরকারের আরও বেশি করে পদক্ষেপ নেয়া উচিত ফরেক্স সমপরকে মানুষ যাতে জানতে পারে ।কেন না ফরেক্স আমাদের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখতে পারে ।
-
ফরেক্স ট্রেডিংকে আমি আউটসোর্সিং বলেই মনে করি কারন একজন ট্রেডার সর্বপ্রথম এর উপর বিশেষ প্রশিক্ষন লাভ করে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করে তার পর সে ট্রেডিংয়ের মাধ্যমে এখান থেকে আয় করার চেষ্টা করে যেখানে অনেক পরিশ্রম করতে হয় সেই কারনে আমি মনে করি এটি অবশ্যই আউটসোসিং।
-
ফরেক্স ব্যবসাও আউটসোর্সিং এর মধ্য পড়ে । তবে আমার জানা মতে বাংলাদেশে সরকার এখনো ফরেক্সকে বাংলাদেশে ওপেন বাণিজ্যর অনুমতি প্রদান করেনি । কারণ সরকার এর বক্তব্য হল ফরেক্স এর মাধ্যমে বাইরের দেশে প্রচুর অর্থ চলে যায় । তবে আমি মনে করি যে বাংলাদেশী ট্রেডাররা প্রতি বছর প্রচুর রেমিটেন্স ফরেক্স এর মাধ্যমে দেশে আনছে যা অন্য যেকোন ব্যবসা থেকে বেশি বলেই আমি মনে করি । তবে সরকারের উচিত বিষয়টা আরো গভীরভাবে বিবেচনা করা ।
-
বাংলাদেশ সরকার ফরেক্স ট্রেডিং এর উপরে কর ধার্য করতে হলে সবার আগে বাংলাদেশ সরকার কতৃক ফরেক্স কে বৈধতা দিতে হবে । পরে যারা প্রফিট করে তাদের লাভের টাকা যখন উত্তোলন করবে তখন একটা কর ধার্য করা যেতে পারে । তবে এ প্রক্রিয়াটা অনেক জামেলার ব্যাপার ।
-
ফরেক্স এ অনলাইনে মুদ্রা কেনা বেচা করা হয় বেশী। এটি একটি আন্তর্জাতিক কারেন্সি ব্যবসায়। আমারা যেমন মানি এক্সচেঞ্জ থেকে বাস্তবে বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা করি। ফরেক্সেও তদ্রুপ বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা করা যায় কিন্তু এটা করতে হয় অনলাইনে। আর এখান থেকে উপার্জিত অর্থের কর দিতে হয় কিনা বিষয়টা আমার জানা নাই।
-
ফরেক্স ট্রেডিং আউটসোর্সিং এর আউতা ভুক্ত কারন এর ইনকাম আমরা করে থাকি অনলাইনের মাধ্যমে। ফরেক্স মার্কেটে ট্রেডিং করে প্রফিট করতে সবাই চায়, তাই আমাদের ফরেক্স ট্রেডিং করে অনেক বৈদেশিক অর্থ ইনকাম করে দেশের উন্নতি করতে পারি,ফরেক্স আমাদের দেশের লোকজন অনেক কম করে থাকে বিধায় আমাদের দেশ ফরেক্স মার্কেট ইনকাম হতে অনেক পিছিয়ে আছে।
-
না ফরেক্স মার্কেটে আপিনি যদি ভাল করে ট্রেড ক্রতে পারেন তবে আমি মনেনকরি আপিনি এর ছেয়ে আর কোন ভাল ব্যবসা আর বাংলাদেশের মধ্য পাবেন বলে আমি মনে করি না তাই আপনি যদি ভাল করে ফরেক্স ব্যবসা করতে পারেন তাহলে আপনার আর কোন কিছু লাগবে বলে মনে করি না।
-
আমি মনে করি ফরেক্স হল আউটসোর্সিন ফরেক্স মার্কেটে ফোরামে কাজ করে ডলার পাওয়া যায় যা দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা যায়।এটা আমাদের জন্য ভাল একটা সুযোগ এইটা আশা করি সবাই কাজে লাগাতে পারবে।
-
ফরেক্স একটি অনলাইন মুদ্রা ব্যাবসা। এটা কোনো আউটসোর্সিং এর অংশ নয়। ফরেক্সে বিভিন্ন দেশের কারেন্সি নিয়ে ব্যাবসা করা হয়। তাই আমি বলবো ফরেক্স নিয়ে মত ভেদাভেদের কোনো কারন নেই এটা আমরা ঘরে বসেই। করতে পারি বলে এটাকে অনেকেই আউটসোর্সিং এর অংশ হিসেবে নেয়।।।।
-
ফরেক্স যেহেতু বিশ্বব্যাপি করা হয় সেহেতু এটা আউটসোর্সিং এর আওতাভুক্ত । আউটসোর্সিং কথার ব্যাখ্যা করলেই পাওয়া যাবে যে ঠিক কাকে বলা হয় আউটসোর্সিং ! আমরা বর্তমানে ইন্টারনেটের কল্যাণে বহুমুখি আউটসোর্সিং এর ধরন দেখতে পায় । তার মধ্য অন্যতম হল ফ্রিল্যান্সিং যারা বর্তমানে অনেকে এই পেশার প্রতি ঝুঁকছে । তবে ফরেক্স এর মত এত বেশি উপকারী না বললেই চলে ।
-
আমার জানা মতে ফরেক্স আউটসোর্সিং কাজের মধ্যে পরে না। কারন ফরেক্স একটি আন্তর্জাতিক মানের ব্যবসায় যেখানে সকল পেশার মানুষ ট্রেড করে থাকে এমনকি বড় বড় প্রতিষ্ঠানও এই ব্যবসায়ের সাথে জরিত আছে। এখানে সতর্কতা অবলম্বন না করে ট্রেড করলেই লস করতে হয় যা রিকভার করা কষ্টসাধ্য। এখানে শেয়ার মার্কেটের মত অর্থ বিনিয়োগ করে ট্রেড করা হয় এবং নিজের ট্রেডিং দক্ষতা প্রকাশ করে লাভ করতে হয়।
-
বাংলাদেশে এখন ফরেক্স কে অনুমদন দেই নি আমার যানা মতে
তাহলে কর কেন নিবে
-
আমাদের বাংলাদেশের অনেক লোক ফরেক্স মার্কেটে ট্রেডিং করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছে, ফরেক্স মার্কেটে ট্রেডিং করে আমরা যাতে ভাল প্রফিট করতে পারি তার জন্য ফরেক্স মার্কেটের ট্রেডিং ভাল করে শিখতে হবে যাতে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে আমরা ভাল প্রফিট করতে পারি।
-
আমি যত দূর জানি ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা ব্যবসায়। এখানে ট্রেড করে আয় করতে হয়। এটাকে অনেকে আউতসরসিং বক্লে থাকে। আসলে এটা একটা ব্যবসায়।
-
আউট সোর্সিংয়ের মতই যেহেতু বৈদেশিক মূদ্রা আয়ের জন্য আমরা অনলাইনে কাজ করি তাই হয়তো অনেকেই ফরেক্স মার্কেটকে আউট সোর্সিংয়ের অন্তর্ভূক্ত বলে থাকেন৷আবার ফরেক্স মার্কেটে যেহেতু স্বাধীনভাবে সরাসরি নিজের টাকা দিয়ে ব্যাবসা করা হয় এবং এই ব্যাবসায় আমরা বিভিন্ন কারেন্সী পেয়ারের শেয়ার ক্রয়/বিক্রয় করি তাই অনেকেই এই ফরেক্স মার্কেটকে আন্তর্জাতিক শেয়ার ব্যাবসার সাথেও তুলনা করে থাকেন৷আবার আমি যখন আমার কিছু প্রফিট আমাদের লোকাল অগ্রণী ব্যাংকের মাধ্যমে উইথড্রো করেছিলাম তখন সেখানে বৈদেশিক আয় অর্থাৎ রেমিট্যান্স খাতে বেশ ভালো আয়কর বা ট্যাক্স কেটে রেখেছিল৷
-
অনলাইন মাধ্যমে বিভিন্ন দেশের লোকদের কাজ করে যে *উপার্জন করা হয় তাকে আউট সোর্সিং বলো হয়। আর এটা একমাত্র করা সম্ভব ঘরে বসে থেকেই । সহজ কথায় বলা যায় ঘরে বসে অনলাইনের মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা আয় করা হয় তাকে আউট সোর্সিং বলা হয়। ঠিক তেমনিই অনলাইনের মাধ্যমেই ফরেক্স ব্যবসা করা যায়। তবে এখানে শুখু বৈদেশিক মুদ্রা কেনা বা বেচা করা হয়। এটি একটি বৃহৎ আন্তর্জাতিক শেয়ার ব্যবসা। তাই এই মার্কেটে কাজ করতে হলে আপনাকে আগে ফরেক্স সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলে আপনি ফরেক্স থেকে অনেক বেশি মুনাফা আয় করতে পারবেন। যত বেশি ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন তত বেশি এই মার্কেট থেকে আপনি আয় করতে পারবেন। আর এভাবেই বাংলাদেশের ফরেক্স ট্রেডিং এর একমাত্র আয়ের উৎস হিসেবে কাজ করে থাকে।
-
ফরেক্স এ অনলাইনে মুদ্রা কেনা বেচা করা হয় বেশী। এটি একটি আন্তর্জাতিক কারেন্সি ব্যবসায়। আমারা যেমন মানি এক্সচেঞ্জ থেকে বাস্তবে বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা করি। ফরেক্সেও তদ্রুপ বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা করা যায় কিন্তু এটা করতে হয় অনলাইনে। আর এখান থেকে উপার্জিত অর্থের কর দিতে হয় কিনা বিষয়টা আমার জানা নাই।
-
যেহেতু এটি অনলাইন ভিত্তিক আন্তর্জাতিক মানের ব্যবসা সেহেতু এখানে আমরা ট্রেড করে থাকি বিভিন্ন দেশের কারেন্সির উপর। আর এই মার্কেট সম্পর্কে আমরা যত বেশি জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারবো তত বেশি এখান থেকে মুনাফা অর্জন করতে পারবো। এজন্য বেশি বেশি আমাদের ফরেক্স সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে আর পাশাপাশি মার্কেট এনালাইসিস করতে হবে। এবং যত বেশি এই মার্কেট থেকে আয় করবো তত বেশি এই আয়ের একটি উৎস বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে বলে আমার মনে হয়। কারণ আমরা যখন ফরেক্স মার্কেট থেকে আয়ের টাকা উত্তোলন দেয় তার একটা অংশ বাংলাদেশ সরকারকে প্রদান করতে হবে আর এটা দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে বলে আমি মনে করি।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক শেয়ার বাজার। এখানে অনলাইনে মুদ্রা বেচাকেনা করা হয় । এটা আউটসোর্সিং হতে পারে না ।তবে বাংলাদেশ সরকার আয়কর মুক্ত করেছে কিনা জানি না।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মানের মার্কেট সেহেতু আপনি যে কোন স্থান হতে ফরেক্স মার্কেট পরিচালনা করতে পারবেন। এছাড়া এই মার্কেট থেকে আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। এজন্য শুধু আপনাকে ফরেক্স সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। এটি এমন একটি মার্কেট এখানে শুধু মুদ্রা কেনা বেচা করা হয় পাশাপাশি গোল্ড, রুপা এবং তেল জাতীয় কিছু পণ্য এই মার্কেটে ক্রয় বিক্রয় করা হয়। আর এই মার্কেটে বাংলাদেশের অসংখ্য বেকার যুবক নিয়জিত হয়ে তাদের বেকারত্ব হার কমাতে পারছে পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।
-
ভাই এটা পুরোপুরি একটা ভ্রান্ত ধারনা যা আমাদের মত অনেক নতুন ট্রেডারদের মাঝে এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । কাজেই এ ব্যপারে চিন্তা করার কোন কারন নেই কারন বাংলাদেশ সরকার ফরেক্সের উপর কোন আয়কর নেননা বা দিতে হয় না । আর ফরেক্স কখনই আউট সোর্সিং এর আওতায় পড়ে না । এটা একটা স্বাধীিন ব্যবসা যেটা ইন্টারনেশনাল ভাবে পরিচালিত ।
-
আমার মতে ফরেক্স একটি অনলাইন ব্যবসা তাই এটি কোন আউটসোসিং ব্যবসা নয় এটি একটি শেয়ার ব্যবসার মতো যেখানে শেয়ার কেনা বেচা করা হয় তেমনি ফরেক্সে অনলাইনে মুদ্রা কেনা বেচা করা হয়। তাই এটিকে আউটসোসিং না বোলে এটি শেয়ার ব্যবসা বলা হয়। তবে সরকার ভেট কত টুকু নেয় তা আমার জানা নেই জানা থাকলে বলবেন ।
-
ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা,, তাই এই ব্যবসাকে কোনোভাবে আউটসোর্সিং ব্যবসা বলা যায় না । এই ফরেক্স মার্কেট হলো শেয়ার ব্যবসার মতো,,, শেয়ার ব্যবসায় শেয়ার কেনা বেচা হয়,, আর ফরেক্স মার্কেটে এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় হয়। তাই ফরেক্স মার্কেট কোনো আউটসোর্সিং ব্যবসা নয় এবং ফরেক্স ব্যবসার জন্য সরকারকে ইনকাম ট্যাক্স ও দেওয়া লাগে না ।
-
ফরেক্স একটি অনলাইন ব্যবসা, যা একটি শেয়ার ব্যবসার মতো, যেখানে শেয়ার কেনা বেচা করা হয় তেমনি ফরেক্সে অনলাইনে মুদ্রা কেনা বেচা করা হয়। তাই এটিকে আউটসোসিং না বোলে এটি শেয়ার ব্যবসা বলা হয়। ধন্যবাদ।