-
আমার একটা টেড ইং সিস্টেম আছে আমি এই সিস্টেম এ প্রতিটা টেড প্লান করে করার চেচতা করি । ফরেক্স মার্কেট এ টেড করতে গেলে আপনার কিছু না কিছু লস হবেই তবে এটা দেখতে হবে আপনার ভুল এর কারন এ একটা টেড ও যেন লস না হয় তাই আমি ফরেক্স মার্কেট এ প্লান করে টেড করি যেন আমার ভুল এর কারন এ একটা টেড ও যেন লস না হয় ।
-
প্ল্যানিং ছাড়া ট্রেডিং এ আয় করা সম্ভব নয়। তাই আমি h4 চার্ট এ পেয়ার এনালাইসিস করে ট্রেড ওপেন করি। নিজের জানা জ্ঞান দিয়ে টেকনিক্যাল এনালাইসিস করি। নিউজ টাইম এড়িয়ে চলি। টেকনিক্যাল এনালাইসিস সতর্কতার সাথে ব্যাবহার করার কারনে লাভের পাল্লা ভারি হয়। কিন্তু লভের কারনে কিছু বর ভুল নিঃস্ব করে দেয়। তাই নিজের ভুল সংশোধন করে নতুন ভাবে নতুন প্লানে ট্রেড শুরু করে ওভিজ্ঞতা বারাই। দেখা জাক পরে কি হয়। বেবশায় লাভ লস থাকবেই। তাই বলে কেও থেমে থাকে ?
-
হ্যা ভাই আমি ট্রেড প্লান করি.কারণ প্ল্যানিং ছাড়া ট্রেডিং এ আয় করা সম্ভব নয়.আমি লং টাইম ফ্রেম এ ট্রেড করার মাধ্যমে ট্রেড করেচাকি.যেখানে মার্কেট মুভমেন্ট এ সময় নিয়ে থাকে.এই সময় এ আমি মার্কেট এনালাইসিস করে ট্রেড প্লান করি যে কিসে ট্রেড ওপেন করা উচিত.প্লানিং এর ফলে আমি সঠিকভাবে বাই/সেল করতে সক্ষম হই যা আমাকে প্রফিট এনে দেয়.
-
আমি সবসময় ট্রেড প্ল্যান করেই ট্রেড করার চেষ্টা করি।প্রথমে মার্কেট মুভমেন্ট দেখি মার্কেট ট্রেন্ড কোন দিকে রয়েছে তারপর দেখি কোব কোন আজ প্রকাশিত হবে আর কোন নিউজের প্রভাব কিরকম হতে পারে এরকম চিন্তা ভাবনা করেই ট্রেড করার চেষ্টা করে চলেছি।
-
যে কোন কাজের সফলতার মূল হলো সুন্দর পরিকল্পনা। ফরেক্সের জন্য সুন্দর একটি পরিকল্পনা সাজাতে পারেন। ফরেক্স ব্যবসা একটি সম্পূর্ণ স্বাধীন ব্যবসা। এখানে আপনি সবকিছুই নিজের মনের মতো করে সাজাতে পারবেন। যেভাবে করতে চাইবেন সেভাবেই হবে। যেমন-
১। টাইমফ্রেম নির্বাচন
২। ইন্ডিকেটর পছন্দ ও সেটআপ করা
৩। কারেন্সি পেয়ার নির্বাচন করা।
৪। ট্রেডিং টাইম নির্বাচন করা।
৫। লট সাইজ ঠিক করা।
৬। লাভ ও লসের সঠিক মাত্রা নির্ণয় করা।
এই কাজগুলো সুন্দরভাবে করতে পারলে আপনি ভাল ট্রেড করতে পারবেন।
-
আমি মনে করি একটি সুন্দর ট্রেডিং ব্যবস্থা আপনাকে সাফল্য এনে দিতে পারে ।আপনি প্ল্যান করার জন্য বিভিন্ন নিউজগুলো আন্যালাইসিস করতে পারেন আর সে মতে ট্রেড করলে আপনি সাফল্য পাবেন ।
-
অভিজ্ঞদের মতে একটা ভালো ওয়ার্ক প্লান কোন কাজ শেষ করার অর্ধেক । ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করি কিন্ত আমরা কজনে ট্রেডিং বাই প্লান এই মেথড অনুসরণ করি ? ফরেক্স ট্রেড প্লান এর মূল উদ্দেশ্য হল আমরা যে ট্রেডটা দিব তা যেন লাভ হয় এবং রিস্কম্যানেজমেন্ট অবশ্যই ট্রেডিং প্লান এ অন্তভুক্ত অন্যতম একটা গুরুত্বর্পূর্ণ বিষয় । আমরা ট্রেড প্লানে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট এর প্রযোগ ঘঠাতে পারি না বলেই লসের মুখোমুখি পড়ি।
-
অবশ্যই অবশ্যই ট্রেড প্লান করি এবং সবাইকেই প্লান করে ট্রেড করতে হবে৷যে কোন কাজই করতে হলে প্রথমে দেখে বুঝে পর্যালোচনা বা সঠিক ভাবে এনালাইসিস করতে হবে ৷সফলতার জন্য পূর্ব পরিকল্পা থাকতেই হবে৷বিশ্বের সকল ট্রেডারগণ তিনটি পধ্বতিতে এনালাইসিস করে ট্রেড করছেন৷১০ ভাগ হলো ফান্ডামেন্টাল,২০ ভাগ হলো টেকনিক্যাল আর ৭০ ভাগ হলো সাইকোলোজিক্যাল এনালাইসিস৷সবগুলোই গুরুত্ত্ব দিতে হবে৷
-
ফরেক্স মার্কেটে আপনার যদি নিজস্ব ট্রেডিং প্ল্যান না থাকে তবে ফরেক্সে সাকসেস হওয়া আপনার জন্য অবশ্যই কঠিন বটে । আর একটি সুন্দর ট্রেডিং ব্যবস্থা আপনাকে সাফল্য এনে দিতে পারে ।আপনি প্ল্যান করার জন্য বিভিন্ন নিউজগুলো আন্যালাইসিস করতে পারেন আর সে মতে ট্রেড করলে আপনি সাফল্য পাবেন ।
-
অাপনি প্ল্যান করার জন্য বিভিন্ন নিউজগুলো এ্যান্যালাইসিস করতে পারেন আর সে মতে ট্রেড করলে আপনি সাফল্য পাবেন । ফরেক্স মার্কেটে আপনি যদি ট্রেড প্লান না করে ট্রেড করেন তবে আপনার ট্রেডেএ লাভ হবে না । অামরা অাগে থেকেই দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই অামরা সফল ব্যবসায়ী হতে পারব ।
-
আমি প্রতি সপ্তাহের শুরুতেই প্লান করি। কোন কোন কারেন্সি তে আমি ট্রেড নিব। আর এনালাইসিস না করলে এটা সম্ভব না। মার্কেট এ ভালো এনালাইসিস না করতে পারলে ট্রেড ভুল ডিসিশন হতে পারে। তাই মার্কেট এ প্লান করে আমাদের ট্রেড করে চলতে হবে।
-
ট্রেডিং প্লান হল সাকসেসফুল ট্রেডার এর একটা ট্রেডিং টুল। এই বস্তু অবশ্যই দরকার আছে সুন্দর ভাবে ট্রেড করে প্রফিট করে বের হয়ে যাবার জন্য। আপনি যদি সঠিক ভাবে প্লান না করতে পারেন তবে সারাদিন গাদার মত খাটবেনই কিন্তু ফল আসবে শুন্য। তাই আপনার সুন্দর একটা ট্রেড প্লান থাকা জরুরী।
-
ট্রেড করার আগে অবশ্যই ট্রেডিং নিয়ে প্লান করতে হবে। মার্কেট সম্পর্কে ধারনা লাভ করতে হবে। মার্কেট এর মুভমেন্ট বুঝা লাগবে এবং মার্কেট সম্পর্কে যাথাযথ এনালাইসিস করতে হবে। আপনি ট্রেডে এ কতো টুকু লাভ এবং কতটুকু লস দিতে রাজি আছেন তার একটা প্লান থাকতে হবে।
-
ভাল মানের ট্রেডার হতে হলে অবশ্যই আমাদের প্ল্যান করে ট্রেড করতে হবে না হলে দেখা যাবে ট্রেড ঠিকই করছি কিন্তু লাভ খুজে পাওয়া যাবে না। সুতরাং প্রথমে মার্কেট এনালাইসিস করে ভালভাবে দেখে নিতে হবে কোথায় এন্টি পয়েন্ট এবং কোথায় এক্সিট পয়েন্ট এগুলো সব ঠিক করার পরই ট্রেড করতে হবে। আগে থেকেই একটা প্ল্যান করা থাকবে কত পিপস আপনি নিবেন আপনার ট্রেড এ। সুতরাং পূর্ব পরিকল্পনা ছাড়া ট্রেড করা ঠিক নয় তাহলে ট্রেডিং এ বেশীদিন টিকতে পারা যাবে না।
-
ট্রেড করার জন্য কিছু প্লান অবশ্যই থাকা প্রয়োজন। তা না হলে টিকে থাকা মুসকিল। প্রত্যেকের নিজস্ব প্লান রয়েছে। নিজ নিজ প্লান মত সবাই কাজ করে। তাই নিজের কৌশল কে কাজে লাগিয়ে প্লান তৈরি করুন।
-
হ্যা আমি মনে করি আপনি যদি ফরেক্স মার্কেট হতে ভাল কিছু প্রত্যাশা করতে চান তাহলে আপনাকে কোন না কোন ট্রেডিং প্ল্যান তৈরি করতে হবে। কারণ আাপনার ট্রেডিং প্ল্যানের মাধ্যমেই আপনি এই মার্কেট হতে ভাল কিছু আয়ের উৎস খোজে পেতে পারেন। আর সেজন্যই আমি মনে করি প্রত্যেক ট্রেডারের উচিত কোন না কোন নিজেস্ব ট্রেডিং প্ল্যান তৈরি সফলতা অর্জন করার চেষ্টা করুন। কারণ নিজের তৈরি ট্রেডিং প্ল্যান যদি সফলতা বয়ে আনতে পারেন তাহলে আপনি অবশ্যই ভবিষ্যতে দ্রুত উন্নতি কামনা করতে পারবেন।
-
1 Attachment(s)
ইউরো জন্য এটি 1708 এর উপরে যখন পেয়ারটি 1740-45 টার্গেটে সঙ্গে বৃদ্ধি হবে। ১৭ তম ফিগারে একটি ব্রেকআউট এবং তারপর 1670 তে ( গতকাল আমেরিকানদের স্পাইক)। স্ক্রিপ্টটি কীভাবে বাস্তবায়ন করা হবে সেটা কোনও ব্যাপার না, এই ভাবে চলছে এবং সেই পথটি প্রয়োজনীয়। আপনার দরকার হল শুধুমাত্র এই জিনিসটা আসার জন্য অপেক্ষা করা বা পেনডিং অর্ডার ওপেন করে রাখা।
এখানে যদিও দুটি হিসাব আছে: প্রথমত, 1740 হল রির্ভাসাল জোনের আপার বর্ডার এবং এর ব্রেকআউটের আরও বৃদ্ধি পাবে যার অর্থ 100 পিপস্।
[attach=config]5971[/attach]
দ্বিতীয়ত, ma 89 এর মধ্যে বিয়ারে শর্ট টার্ম রেসিস্টেন্স এর মধ্যে একটি ব্রেকআউটের পর এটি বুলের জন্য সাপোর্ট নিবে এবং এর জন্য কোন টেষ্ট করতে হবে না। এখন এটা 1630 তে এবং এটা সেখানে যেতে চাইলে এর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা এখনো অর্জন হয়নি।
-
ফরেক্সে যারা যোগ্য ট্রেডার তারা অবশ্যই ট্রেড প্লান করেন ।ট্রেড প্লান ছাড়া ট্রেড মার্কেটে ভাল কিছু আশা করা নিশ্ফল।আপনার ট্রেডিং প্লান ভাল না হলে আপনি প্রফিটের বদলে পুজি খোয়াবেন।আর ট্রেডিং প্লান ভাল হলে সফলতা পাবেন,প্রফিট তুলতে পারবেন।