ফোরামে কাজ করতে অনেক মজা লাগে কারন এখানে অনেক কিছু,অনেক খুতিনাটি বেপার নিয়ে লেখা হয় জেশব লেখা পরে আমি অনেক লাভবান হয়েছি।এখানে কাজ করার পাশাপাশি অনেক কিছু শেখা জায়,জা পরবর্তীতে আমাকে কাজে দিবে।ফোরাম আ কাজ করা একিসাথে আনন্দের অ শিক্ষণীয়।
Printable View
ফোরামে কাজ করতে অনেক মজা লাগে কারন এখানে অনেক কিছু,অনেক খুতিনাটি বেপার নিয়ে লেখা হয় জেশব লেখা পরে আমি অনেক লাভবান হয়েছি।এখানে কাজ করার পাশাপাশি অনেক কিছু শেখা জায়,জা পরবর্তীতে আমাকে কাজে দিবে।ফোরাম আ কাজ করা একিসাথে আনন্দের অ শিক্ষণীয়।
ফোরামে কাজ করতে আমার থুব ভালো লাগে । কেননা এখানে আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি । পাশাপাশি কিছু উপার্জনও হচ্ছে । যা দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টে ট্রেড করতে পারছি । আর এই জন্যে ইনস্টাফরেক্সকে রইল আসার পক্ষ থেকে আন্তরিক দন্যবাদ ।
বাংলাদেশ ফরেক্স ফোরামে কাজ করতে অনেক ভাল লাগে,তাই আমি ফোরামে কাজ করে যাচ্ছি ফরেক্স ফোরাম থেকে আমি বোনাস পাই যা দ্বারা ট্রেডিং করে প্রফিট করি তা দ্বারা আমরা ফরেক্স ট্রেডিং করা যায় তাই আমাদের ফরেক্স মার্কেট নিয়ে ভাল করে শিক্ষা নিতে হবে তাহলে অনেক ভাল হয়।
আমার ফোরামে কাজ করতে অনেক ভালো লাগে। কারন আমি এখন ফরেক্সের শিক্ষার্থির ভূমিকায় রয়েছি। অর্থাত বর্তমানে ফরেক্স ্ভালোভাবে শিখাই আমার লক্ষ্য।এজন্য আমি ফোরামে কাজ কররি এবং বিভিন্নজনের মতামত পড়তে পারার মাধ্যমে ফরেক্স শিখতে পারছি। এজন্য ফোরামে কাজ করতে আমার খুব ভালো লাগে।
আমার ফোরাম এ কাজ করতে বরাবরের মতন ই ভালো লাগে. ভালো লাগার পিছনে যে কারণ গুলো টা হছে ফোরাম এ সকল পোস্ট করার জন্য আমরা একটা বোনাস পেয়ে থাকি, যেমনটা হলো আপনি যদি ফরেক্স এ রিয়েল টাকা ইনভেস্ট করতে চান তাহলে প্রতি ডলার প্রতি ৮০ টাকা দিতে হছে, কিন্তু এখানে আপনি একটি পোস্ট এ ০.২০ পেয়ে যাচ্ছেন ইটা অনেক ভালো.
ফোরাম আসলে আমাদের জন্য এক কথায় আশির্বাদ স্বরুপ । অামি যতটুুকু জেনেছি যে কিছু বছর আগেও আমাদের দেশের ট্রেডাররা ইংরেজী ফোরামে কাজ করে সময় কাটাত । যদিও ইংরেজী ফোরামের চেয়ে মাতৃভাষার ফোরাম অনেকে বেশি সুবিধাজনক । কিন্ত বর্তমানে আমরা ফোরাম থেকে বিভিন্নভাবে উপকৃত হচ্চি । মুলত বোনাস নেওয়া ,ফরেক্স হতে শিক্ষা এবং অনেক ধরনের সহয়তা পেয়ে থাকি ।
ফরেক্স ফোরাম এ যোগ দিয়েছি ৭-৮ দিন হয়। ফোরাম এ কাজ করতে ভালই লাগছে। ফোরাম এ বিভিন্ন জনের পোষ্ট থেকে বিভিন্ন কিছু শিখছি। নিজের যতটুকু জ্ঞান আছে তা সবার কাছে শেয়ার করছি। এছারাও ফোরাম হতে পোস্টিং বোনাস পাচ্ছি। সব মিলিয়ে ভাল লাগছে।
ফরেক্স ফোরামে কাজ করতে আমার অনেক ভাল লাগে কারন ফোরাম নতুন নতুন অনেক কিছু জানতো পারি ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আমাদের কে ফোরাম বোনাস দিয়ে ট্রেড করা শিখলে অনেক ভাল হবে। ফরেক্স শিখার সময় আপনি বেশি লস করে পেললে ফরেক্স মার্কেটে আপনার অনিহা তৈরি হবে।আর ফোরাম হল আমাদের জন্য আশীর্বাদ স্বরুপ।
আমার ফরেক্স ফোরামে কাজ করতে অনেক ভাল লাগে। কেননা ফোরামে পোস্ট করতে হলে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে হয় তাছাড়া ফোরাম থেকেও ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানা যায়। তাই ফোরামে পোস্ট করতে আমার কাছে অনেক ভাল লাগে।
ফরেক্স বাংলা ফোরামে ফোরাম করতে আমার অনেক ভাল লাগে আমি ফরেক্স ফোরামে যোগ দিয়ে ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছি কারন এখানে অনেক অবিজ্ঞ ট্রেডার আছে যাদের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি।আমার মতে যারা নতুন তারা ফোরামে যোগ দিয়ে ফরেক্স বিষয় অনেক কিছু শিখতে পারে।
ফরেক্স ফোরাম আমাদের জন্য অত্যান্ত জরুরী একটা ফোরাম ফরেক্স সম্পরকে জানার জন্য।। ফোরামে পোস্ট করতে আমার অনেক ভাল লাগে কারন আমি এখান থেকে যেমন অনেক কিছু জানতে পারি ফরেক্স সম্পরকে তেমনি পোস্ট করার মাধ্যমে ডলার ও পেতে পারি প্রচুর।। এটা আমাকে বহুল পরিমাণ সহায়তা করছে এবং আনন্দিত ও করছে।।
বাংলাদেশ ফরেক্স ফোরামে কাজ করে আামি খুব স্বাচ্ছন্দবোধ করি । তাছাড়া ফোরামকে আমি ফরেক্স এর জ্ঞান ভান্ডার হিসেবে দেখি । ফোরাম আমি একজন নতুন ট্রেডার হিসেবে ফোরাম হতে যথেষ্ট সহযোগিতা পাচ্ছি । ফোারাম হতে জ্ঞান অর্জন করা , এখানে অভিজ্ঞ ভাইদের কাছ থেকে পরামর্শ এবং ট্রেডিং কৌশল শিখা , এছাড়াও ট্রেডের জন্য পোস্টিং বোনাস পাওয়া সব মিলিয়ে অসাধারণ সব সমন্বয় । তাই ফোরামের সাথে যুক্ত থাকতে আমার ভালো লাগে ।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে কার না ভাল লাগে আমি মনে করি সবার ভাল লাগার কথা কারন ফরেক্স মার্কেটে ট্রেড করে আপনি যখন লাভ করতে পারেব। তখন দেখবেন আপনার অনেক ভাল লাগছে। তাই ফরেক্স মার্কেটে আপনি যদি ভাল করে ট্রেড করতে পারেন তবে আপনার ভালই লাগবে।
আমার ফরেক্সের ফোরামে কাজ করতে বেশ ভালই লাগে কারন আমি এখান থেকে যেমন বোনাস লাভ করার সুযোগ পাই ঠিক তেমনি এখান থেকে ফরেক্স ট্রেডিংয়ের অনেক দক্ষতা এবং অভিজ্ঞতা খুব সহজেই লাভ করা যায়।
ফরেক্স ফোরমে কাজ করতে খুবই সাচসন্দ বোধ করি । ফরেক্স ফোরমে কাজ করলে ফরেক্স সন্মধ্যে জ্ঞান অর্জন করা যায় ফোরমে কাজ করে যে বোনাস ডলার পাওয়া যায় তা দিয়ে ট্রেড করে ডলার উর্পজন করা যায় । তাই আমার কাছে ফরেম একটি সুবিধা জনক ব্যাবসা।
ফোরামে আমি কাজ করছি তা খুব বেশি সময় ধরে নয়, তবুও এই অল্প সময়ের মধ্যে আমার ফোরামের প্রতি ভালো লাগাটা অত্যন্ত বেশি বেড়ে গেছে। কারণ এইখান থেকে অনেক তথ্য ও ধারণা অর্জন করা যায় যা অন্য কোন কিছু থেকে পাওয়া যায় না, এইখানে কাজ করলে অভিজ্ঞতা ও বৃদ্ধি পায়। তাই ফোরামে এ কাজ করতে আমার ভালো লাগে।
সত্যি কথা বলতে বেশ লাগত যখন নতুন হিসেবে জয়েন করি। কিন্তু ইদানিং যে হারে হাই হ্যালো মার্কা পোস্ট এবং কমেন্ট পাচ্ছি তাতে আগ্রহ হারিয়ে ফেলছি এই ফোরাম থেকে । কেননা এখানে যদি কিছু শিখতেই না পারি তবে কেন শুধু সময় নষ্ট করা। তার থেকে ভাল নিজের মত করে পড়াশুনা করা। তাই নয় কি?
আমার ফোরামে কাজ করতে ভারই লাগে কারন এখানে ফোরেকস এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয় তাতে করে ফোরেকস সম্পর্কে কিছুটা হলেও বুঝাযায় সর্বপরি এখান থেকে কিছু বোনাস ও পাওয়া যায় সব কিছু মিলে ভালই লাগে।
ফোরাম আমি একজন নতুন ট্রেডার হিসেবে ফোরাম হতে যথেষ্ট সহযোগিতা পাচ্ছি । ফোারাম হতে জ্ঞান অর্জন করা , এখানে অভিজ্ঞ ভাইদের কাছ থেকে পরামর্শ এবং ট্রেডিং কৌশল শিখা , এছাড়াও ট্রেডের জন্য পোস্টিং বোনাস পাওয়া সব মিলিয়ে অসাধারণ সব সমন্বয় । তাই ফোরামের সাথে যুক্ত থাকতে আমার ভালো লাগে ।
আমার ফরেক্স ফোরামে কাজ করতে অনেক ভাল লাগে কারন ফরেক্স ফোরাম থেকে অনেক কিছু শিখতে পারি, আর অপরদিকে আমরা ফরেক্স ফোরামে প্রতি পোস্টের জন্য ০.২০ সেন্ট করে পাই তা দিয়ে আমরা ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে পারি,যদি আমরা ফরেক্স ফোরামের বোনাস দিয়ে ট্রেডিং করে প্রফিট করতে পারি তাহলে তা উঠাতে পারি।
আমার ফোরামে কাজ করতে অনেক ভাল লাগে। কারন এখানে কাজ করে আমি ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারি যা আমাকে ধীরে ধীরে একজন সফল ট্রেডার হওয়ার জন্য অনেক উপকার করে থাকে। ফোরামে কাজ করার সবচেয়ে মজার ব্যাপার হল কাজশেখার সাথে আমি পোস্ট বোনাস পায় যা দিয়ে ট্রেড করতে পারি।
ফোরামে কাজ করতে অবশ্যই আমার অনেক ভাল লাগে । কেননা আমি মনে করি যে ফরেক্স মার্কেটে একমাত্র ফোরামই হল ফরেক্স এর প্রধান সহযোগি ট্রেডারদের জন্য । আপনি যত বেশি পরিমাণে ট্রেড করবেন তত বেশি পরিমাণে উপলব্ধি করতে পারবেন যে ফরেক্স এর মাধ্যমে আমরা অনেকদুরে এগিয়ে যেতে পারব যদি আমরা ফোরামের সাথে লেগে থাকি ।
ফোরামে কাজ করতে আমার অনেক অনেক ভাল লাগে কারন অনেকে আছে ইনভেস্ট করতে পারে না একটু গরিব বলে । আমি যদিও ইনভেস্ট করি কিন্তু আমি ফোরামে কাজ করি । আমি আমার অনেক বন্ধুদের বলি ফোরামে কাজ করার জন্য । সত্যি বলছি আমার ফোরামে কাজ করতে অনেক অনেক বেশি ভাল লাগে ।
ফোরামে কাজ করতে আমার বেশ ভালই লাগে। এখানে অভিজ্ঞ ট্রেডারের অভাব নাই। সবাই তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করে। তাদের অভিজ্ঞতা হলে নিজেকে আমি অভিজ্ঞ করে তুলতে পারি। অনেক কিছুই আমি শিখতে পারি ফোরাম হতে। ফরেক্স করতে গেলে এমন একটি প্লাটফর্ম এর গুরুত্ব অনেক।
সত্যি বলতে ফোরামে কাজ করে আামি খুব স্বাচ্ছন্দবোধ করি । তাছাড়া ফোরামকে আমি ফরেক্স এর জ্ঞান ভান্ডার হিসেবে দেখি । ফোরাম আমি একজন নতুন ট্রেডার হিসেবে ফোরাম হতে যথেষ্ট সহযোগিতা পাচ্ছি । ফোারাম হতে জ্ঞান অর্জন করা , এখানে অভিজ্ঞ ভাইদের কাছ থেকে পরামর্শ এবং ট্রেডিং কৌশল শিখা , এছাড়াও ট্রেডের জন্য পোস্টিং বোনাস পাওয়া সব মিলিয়ে অসাধারণ সব সমন্বয় । তাই ফোরামের সাথে যুক্ত থাকতে আমার ভালো লাগে ।
ফরেক্স ফোরামে কাজ করতে অনেক ভাল লাগে। আগে যেখানে ফেইস বুক বা অন্য কোথাও অহেতুক সময় নস্ট করতাম কিন্তু এখন আমি ফোরাম করতে পেরে নিজেকে অনেক ধন্য বলে মনে করি। ফোরাম যত দিন থাকবে আমিও ফোরামে থাকব ততদিন।
আমার ফোরামে কাজ করতে ভালই লাগে এখানে অভিজ্ঞ অনেক ট্রেডার আসে যাদের কাছ থেকে অনেক কিছু জানা যাই যা থেকে আনেক বিষয় জানা যায় ফলে ভাল ভাবে ট্রেড করা যায়।ফোরামে কাজ করা এখন অভ্যাস হয়ে গেছে।
ফোরাম করতে আমার ভালই লাগে। ফরেক্স সম্পর্কে এমন অনেক কিছু আছে যা আমি জানিনা এরকম সব বিষয়গুলি ফোরামের মাধ্যমে জানতে পারি। ফোরাম প্রত্যেক ট্রেডারের সাথে যোগাযোগ রক্ষায়ও একটি ভাল ভুমিকা পালন করে। তাই ফোরামে কাজ করতে আমার অনেক ভাল লাগে।
ফোরামে কাজ করতে আমার কাছে অনেক ভাল লাগে কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে ফোরামের সাথে কাজ করতে হবে।ফোরাম হল আমাদের জন্য আশীর্বাদ স্বরুপ। আমাদের দেশে ফোরামে কাজ করে অনেক বেকার ছেলে ভাল আয় করছে।
ব্যক্তিগতভাবে বলতে গেলে ফোরামে আমি প্রায় ৭ থেকে ৮ মাস যাবত কাজ করছি আর এখানে কাজ করতে আমার বেশ ভাল লাগে কারন এখানে অনেক অভিজ্ঞ ফরেক্স ট্রেডারদের আনাগোনা প্রায়ই দেখা যায় আর তাদের থেকেও নতুন নতুন ট্রেডিং সম্পর্কিত বিষয় খুব সহজেই জানতে পারি।সব মিলিয়ে এখন ফোরামে কাজ করাটা একটা অভ্যাসে পরিনত হয় গেছে।
ফরেক্স ফোরামে কাজ করতে আমার খুব ভালো লাগে,কারন এখান থেকে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানা যায় তাছাড়া ফরাম বোনাস প্রদান করে। আর ঐ বোনাস দিয়ে আমরা রিয়েল ট্রেড করতে পারি।এটা আমার মত নতুন ট্রেডার দের জন্য খুব ভাল এক্তা সুযোগ।
ফরেক্স পৃথিবীর সবচেয়ে বোরো বিনিয়োগের বাজার । ফরেক্স এ কাজ করতে আমার খুব ভালো লাগে । ফরেক্স আমাকে আয়ের উৎস দেখিয়েছে । আমি যখন ফরেক্স সম্পর্কে শোনেছি প্রথমে অনেক দিন যাবৎ বিস্বাস করিনি কিন্তু পরে খুঁজে খবর নিয়ে জানলাম ফরেক্স একটি ভালো বিনিয়োগের বাজার ও এটা খুব বড় । তারপর থেকে আমি ফরেক্স সম্পর্কে আরো ভালো ভাবে জানতে শুরু করি ও একসময় একটি একাউন্ট খুলে আমি আমার প্রথম ট্রেড শুরু করি ।
আমার ফরেক্স ফোরামে কাজ কজ করতে ভাল লাগে কারন আমি জা জানিনা তা এখন থেকে জানতে পারি আয় আমি জা জানি তা অন্নকে জানাতে পারি | আমি মনে করি ফরেক্স ফোরামে কাজ করে অনেকে আমার মত উপকারিত হয়েছে | আমার সমস্যা গুলো আমি এখন থেকে সমাধানে নেওয়ার জন্য ফরেক্স ফরেক্স ফোরামে কাজ করে থাকি |
ফপ্রেক্স মার্কেটে বাংলা ফোরামে কাজ করতে আমার খুব ভালো লাগে।বাংলা ফোরামের বিভিন্ন পোস্ট আমি ফলো করি।আর আমার ফরেক্স বিষয়ক কোন সম্যসা হলে আমি এখনে পোস্ট করি এবং সমাধান করার চেস্টা করি যাতে ফরেক্স সম্পর্কে দক্ষ হতে পারি।
ফোরাম কাজ করা মানে কোন কিছু শিখা। যেমন:- ফরেক্স ফেরাম এ কাজ করা মনে ফরেক্স সমন্ধে জানা এবং শিখা। ফরেক্স এর সমন্ধে জানতে এবং শিখতে হলে ফরেক্স ফোরাম এর কোন বিকল্প হয় না। ফোরাম এর মাধ্যমে অনেক অভিজ্ঞ্য ট্রেডার তার অজ্ঞিগত্যা আমাদের মাঝে তুলে ধরে। যা আমাদের ফরেক্স করা সমন্ধে ভালো ধারনা দিয়ে থাকে।
একদম নতুনদের জন্য ফোরাম হলো ক খ গ ঘ ঙ শেখার প্রথম পাঠশালা৷মনে রাখবেন ৷আমরা অভিজ্ঞরা সবাই ফোরাম থেকেই শিখেছি৷
ফোরামে কাজ করতে আমার ভালই লাগে। এখানে কাজ করার মাধ্যমে অন্য ট্রেডারদের সাথে ভাব বিনিময় করতে পারি এবং ট্রেডিং-এর নানান কৌশল সম্পর্কে জানতে পারি। এতে করে ট্রেডিং-এ আরো সফল ও দক্ষতার সাথে ট্রেড করতে পারি। ফোরামের মাধ্যমে অনেক কিছু জানতে পারি। যার ফলে নিজের ভুল গুলিকে শুধরে নিতে পারি।
আমি প্রাই ৬ ঘন্টার উপরে বাংলা ফোরামে কাজ করি যাতে আমি ফরেক্স বিষয়ে জানতে পারি।বাংলা ফোরামে ফরেক্সের সকল সমস্যার সবার সাথে শেয়ার করতে পারি এবং সমাধান করতে পারি।বাংলা ফোরামে আমি প্রতিদিন ১৫ টা মন্তব্য দেবার চেষ্টা করি।
আমি ফরেক্স ফ্রম করি। ট্রেড করতে ভাল লাগে। আমি লেখতে ততটা ইস্পারট নয় তবে ফরমের অনেক ভাই খুব ভাল ভাল পোস্ট করেন যে গুলো অজানা থাকে তা জানা হয়ে যাই এবং বিভিন্ন জনের ভিন্ন ভিন্ন মত পাওয়ার কারনে ঐ সব সমস্যা সমাধান পাই যে গুলো আমরা নিজে সমাধান করতে পারিনা। মোট কথা ফোরামে কাজ করলে ফরেক্স সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হতে সাহায্য করে।
আমার ফোরামে কাজ করতে খুব ভাল লাগে । তার একটি কারন হল ফরেক্স ট্রেডিং করার জন্য ফোরাম থেকে বোনাস হিসেবে ডলার ডিপজিট করার সুবিধা রেছে । এছাড়া ফোরামে কাজ করে অভিজ্ঞতা সনচয় করা যায় ।