একাউন্ট ভেরিফিকেশন করা খুবই জরুরী। ভেরিফিকেশন ছাড়া ট্রেডিং খুবই রিস্কি।। আপনি যতদিন ফরেক্সে ভেরিফিকেশন না করে বড় ধরনের এমাউন্ট উইথড্র করবেন না।।। আপনি বড় ধরনের কোনো একাউন্ট তুলতে গেলে ব্রোকার আপনার কাছে অবশ্যই ভেরিফিকেশন পেপার চাবে।।।।
Printable View
একাউন্ট ভেরিফিকেশন করা খুবই জরুরী। ভেরিফিকেশন ছাড়া ট্রেডিং খুবই রিস্কি।। আপনি যতদিন ফরেক্সে ভেরিফিকেশন না করে বড় ধরনের এমাউন্ট উইথড্র করবেন না।।। আপনি বড় ধরনের কোনো একাউন্ট তুলতে গেলে ব্রোকার আপনার কাছে অবশ্যই ভেরিফিকেশন পেপার চাবে।।।।
একাউন্ট ভেরিফিকেশন কতটুকু জরুরী সেটা নির্বর করবে আপনার ইচ্ছের উপরে আপনি যদি মন মনে করেন লাভ করেই তা আপনি সাথ সাথে ফরেক্স মার্কেট থেকে উটাতে চান তবে আপনি মনে করেন আপনি ভেরিফাই করতে হবে বলে মনে করি তাই ভেরিফাই করাতটাই মনে করি ভাল আপনি কি বলেন।
একাউন্ট ভেরিফাই করাটা অনেকটা জরুরি। কারন ভেরিফাই ছাড়া একাউন্ট আপনার যেকোন সময় বন্ধ করে দিতে পারে। ফরেক্স এ একাউন্ট ভেরিফাই থাকলে আপনার একাউন্ট অনেক সিকিউরিটি থাকে। ফরেক্স এ যেকোন ব্রোকার হোক আপনার ভেরিফাই করলে ভালো হয়।
আপনি যে অ্যাকাউন্টের মাধ্যমে ফরেক্সে ট্রেড করবেন সেটি অবশ্যই আগে ভাল করে প্রথম লেভেল এবং দ্বিতীয় লেভেল ভেরিফিকেশন করিয়ে নিতে হবে তাতে করে যেমনব্রোকার হাউজের কাছে আপনার সঠিক আইডেন্টি থাকবে পাশাপাশি আপনিও অ্যাকাউন্ট নিয়ে কোন প্রকার ঝামেলাই পড়বেন না। তবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন ছাড়াও আপনি ইন্সটা ফরেক্সে ট্রেড করতে পারবেন তবে সেটা কিছুটা হলেও আপনার অ্যাকাউন্টের জন্য ঝুকিপূর্ন বলে আমি মনে করি।
আমি বলবো ফরেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করাটা যে একেবারে বাধ্যতামূলক তা কিন্তু নয় তবে হ্যা আপনি যদি আপনার ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্টটি ভেরিফাই করিয়ে নিয়ে তার পর ফরেক্সে ট্রেড করেন তা হলে সেক্ষত্রে আপনার সিকিউরিটি অনেক বেশি থাক। আর ভেরিফাই ছাড়া যদি কোন অ্যাকাউন্ট থেকে আপনি ডলার উইথড্রো দেন তা হলে সেক্ষেত্র অনেক সময় ব্রোকার আপনার উইথড্রো আটকিয়ে দিতে পারে আর তখন আপনার তেমন কিছু করার থাকবে না।
আপনি যে ট্রেডিং অ্যাকাউন্টটি ব্যাবহার করে ফরেক্সে ট্রেড করবেন সেটি অবশ্যই ভেরিফিকেশন করা অনেক বেশি জরুরী কারন আপনি যে অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেড করে এখান থেকে আয় করবেন সেটি সম্পর্কে অবশ্যই ব্রোকারের কাছে বৈধ্য ডকুমেন্ট থাকা উচিত।
ফরেক্সে একাউন্ট ভেরিফাই করা জরুরী। কারন একাউন্ট ভেরিফাই করা না থকলে ট্রেড করার পর মুনাফা উত্তোলন করা সম্ভব না। যে কোন ব্রোকার ট্রেডারের সঠিক পরিচয় না জানলে তাকে লাভ তুলতে দেয় না। এছাড়াও আপনার একাউন্টের নিরাপত্তা বিধানে ভেরিফাই করা দরকার। কারন যে কোন সমস্যার সম্মুখীন হলে তা সমাধানে সুবিধা হয় যদি ভেরিফাই করা থাকে।
একাউন্ট ভেরিপিকেশন বেশ কয়েকটি কারণে অত্যন্ত জরুরী । কেননা একাউন্ট ভেরিপিকেশন করার মাধ্যমে অামরা ট্রেডাররা অনেক এডভান্টেজ পেয়ে থাকি । আর মূলত আমরা টাকা ইনকামের জন্য ট্রেড করি সে টাকাও ভেরিপিকেশন ব্যাতিত উঠানো যায় না । তাই আমাদের অবশ্যই যথার্থ প্রক্রিয়া অণুরসন করার মাধ্যমে নিজের আইডেন্টিটি নিশ্চিত করত হবে ।
ফরেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করাটা যে একেবারে বাধ্যতামূলক তা কিন্তু নয় তবে হ্যা আপনি যদি আপনার ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্টটি ভেরিফাই করিয়ে নিয়ে তার পর ফরেক্সে ট্রেড করেন তা হলে সেক্ষত্রে আপনার সিকিউরিটি অনেক বেশি থাক। আর ভেরিফাই ছাড়া যদি কোন অ্যাকাউন্ট থেকে আপনি ডলার উইথড্রো দেন তা হলে সেক্ষেত্র অনেক সময় ব্রোকার আপনার উইথড্রো আটকিয়ে দিতে পারে।
ফরেক্স ট্রেডিং এ অ্যাকাউন্ট ভেরিফাই খুবি জরুরি । কারন আপনার ট্রেডিং অ্যাকাউন্ট শুরুক্ষিত রাখতে অ্যাকাউন্ট ভেরিফাই খুব দরকার । ফরেক্স ট্রেডিং এ অ্যাকাউন্ট ভেরিফাই না করলে মুনাফা উত্তলন এর সময় অনেক সমস্যার সম্মুখিন হতে হয় এতে মুনাফা উত্তল এর সময় টা বেশি লেগে যাই । আর আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা থাকলে আপনার খুব অল্প সময়ের মধ্যে মুনাফা উত্তলন সম্পন্ন হয়ে যায় । এই জন্য আমাদের ফরেক্স ট্রেডিং এ অ্যাকাউন্ট ভেরিফাই করাটা খুব জরুরি ।
ফরেক্সের ক্ষেত্রে অ্যাকাউন্ট ভেরিফাই না করেও কাজ করা যায়, তবে তা নিরাপদ নয়। অ্যাকাউন্ট ভেরিফাই না করে কাজ করতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে যেমন সবচেয়ে বেশি সমস্যা হবে টাকা উঠানোর সময়। তাই অ্যাকাউন্ট ভেরিফাই করে কাজ করাই ভালো।
আসলে আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করতে চান তবে আপ্পনার একাউন্টা ভেরিফাই করা থাকলেই আমি মনে করি অনেক ভাল তবে সাথে সাথে একাউন্ট ভেরিফাই না করলেও চলে। কিন্তু পরবর্তিতে একাউন্ট যেহেতু ভেরিফাই করতেই হবে তবে আগে করাই আমি মনে করি অনেক ভাল হবে।
আমার মনে হয় ফরেক্স মার্কেটে ট্রেড করে কোন লাভ হবেনা যতক্ষণ না আপনি আপনার একাউন্ট ভেরি ফাই করেন কারন আপনার ভেরিফাই না হলে আপনার ডলার উঠাতে পারবেন না। তাই আপনাকে প্রথামিক ভাবে ভেরিফাই কাজটি করতে হবে। ভেরিফাই করলে আপনার একাউন্টের নিরাপত্তা বেরে যায় কোন সমস্যা হলে ব্রোকার কে প্রশ্ন করার সুযোগ পাবেন।
ফরেক্স একাউন্ন্ট ভেরিফিকেশন করা অব্শ্যই জর্ুরি কানোনা আপনার ফরেক্স একাউন্ট ভেরিফাই না করলে আপনাকে অনেক সময় বিভিন্ন সমস্যার সন্মুখিন হতে পারে তখোন আপনার কিছু করার থাকবেনা তাই আপনাকে অবশ্যই আপনার ফরেক্স একাউন্ট ভেরিফাই করতে হবে তাহলেই আপনি নিশ্চিন্ত থাকবেন । ফরেক্স একাউন্ট ভেরিফাইড না থাকলে ও আপনি উইথড্র দিতে পারবেন ত্ববে সমস্যা ও হতে পারে তখোন কিছু করার থাকবেনা তাই ভেরিফাই করাটা উচিৎ আমি মনে করি।
আপনাকে ফরেক্স ট্রেডিং ব্যবসা যথাযথ ভাবে করতে হলে আবশ্যয় ট্রেডিং একাউন্ট ভেরিফায় করতে হবে।তা না হলে আপনি কখনো টাকা একাউন্ট থেকে তুলতে পারবেন না।তায় আগে রিয়েল একাউন্ট তেরি করে তা ভেরিফায় করে নিন তার পর ট্রেড করা শুরু করুন।
ফরেক্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা অত্যন্ত জরুরী কারন ভেরিফিকেশন ছাড়া প্রফিট করা ডলার ক্যাশ আউট করা যায় না। ফরেক্স অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ভেরিফিকেশন করে নেওয়া ভালো তা না হলে অনেক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। ফরেক্স এ কিছু কিছু ব্রোকার আছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন না করলে ট্রেড ওপেন করতে দেয় না।
ফরেক্স র্মাকেটে ট্রেড করার জন্য একাউন্ট ভেরিফাই করা জরুরী। একাউন্ট ভেরিফাই না করা থাকলে আপনি যখন ডলার উইথড্র দিবেন তখন আপনার তুলতে অনেক সমস্যা পরবেন। তাই আপনাকে শুরুতেই একাউন্ট ভেরিফাই করে নিবেন। এবং একাউন্ট ভেরিফাই করা থাকলে নিরাপত্তা ও থাকে।
ফরেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করাটা যে একেবারে বাধ্যতামূলক তা কিন্তু নয় তবে হ্যা আপনি যদি আপনার ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্টটি ভেরিফাই করিয়ে নিয়ে তার পর ফরেক্সে ট্রেড করেন তা হলে সেক্ষত্রে আপনার সিকিউরিটি অনেক বেশি থাক। আর ভেরিফাই ছাড়া যদি কোন অ্যাকাউন্ট থেকে আপনি ডলার উইথড্রো দেন তা হলে সেক্ষেত্র অনেক সময় ব্রোকার আপনার উইথড্রো আটকিয়ে দিতে পারে আর তখন আপনার তেমন কিছু করার থাকবে না।
একাউন্ট ভেরিফাই করা অব্যশই জরুরী। কারন ভেরিফাই ছাড়া একাউন্ট কোন ব্রোকারই এখন টাকা উইথড্রো করত্ না ও দিতে পারে। আবার তারা আপ্ন্র একাউন্ট ভেরিদাই এর জন্য মেসেজ ও করতে পারে। কোন প্রকার সমস্যা এড়াতে আমার মতে ভেরিফাই করে ট্রেড ওপেন করাই শ্রেয়।
একাউন্ট ভেরিফাই করা এটা খুব জটিল কাজ না তবে জটিল তখনি হতে পারে যখন আপনার একাউন্ট থেকে টাকা উঠাতে গেলে ব্রোকার অনেক সময় আটকে দিতে পারে তাই সেই মুহুত্বে আপনি চাইলেও বেশি কিছু করতে পারবেন না । তাই আমার মতে আপনি কষ্ট করে হলেও একাউন্টাকে ভেরিফাই করে নিন ।
অবশ্যই জরুরী । একাউন্ট ভেরিফিকশন করা । কারন একাউন্ট ভেরিফিকেশন ছাড়া আপনি কিছুই করতে পারবেন না । বিশেষ করে ইনসটাফরেক্স এ এখন একাউন্ট ভেরিফিকেশন করা খুবই জরুরী এবং বাধ্যতামূলক । আপনি ট্রেডিং শুরু করার জন্য প্রথম লেভেল ভেরিফিকেশন অবশ্যই প্রয়োজন ।
ফরেক্স ট্রেডিংকরার আগে একাউন্ট ভেরিফিকেশন আবশ্যক না হলে আপনাকে বিবিধ সমস্যার মধ্যে পরতে হবে ব্যালেন্স উইথড্র করার সময়।
আমার মনে হয় একাউন্ট ভেরিফাই করে নেয়া ভাল কেননা সবকিছুই ঝামেলা হবার আগে করা ভাল । যখন আপনি ডলার উইথড্র দিবেন তখন যদি আটকে দেয় তখন আপনি সমস্যায় পড়বেন ।
ফরেক্স মার্কেটে একাউন্ট ভেরিফাই জরুরী, এটা একটা শর্ত আছে ট্রেড মার্কেটে। একাউন্ট ভেরিফাই না হলে আপনি আপনার টাকা ব্যাংকে নিতে পারবেন না। তাই আপনাকে একাউন্ট ভেরিফাই করে নিতে হবে।
শুধু জরুরি নয় ১০০ ভাগ জরুরি। ফরেক্স একটি ইন্টারন্যাশানল মার্কেট আর আপনি একটি দেশ এর ট্রেডার। সো আপনাকে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই তাদের মতো করেই চলতে হবে। তাই দেরি na করে একাউন্ট ভেরিফাই করে ফেলুন , নিশ্চিন্তে ট্রেড করুন।
এখন ইন্টারনেট জগতে অনেক সাইটে ভেরিফাই করা হয়। ভেরিফাই হচ্ছে ইন্টারনেট এ সত্যায়িত করা। এই ফরেক্স এ প্রত্যেকটি একাউন্ট এ ভেরিফাই করা উচিত। নচেতৎ এক সময় ফরেক্স থেকে টাকা উঠানো যায় না এবং অনেক টা ঝামেলা পহাতে হয় এবং আপনাকে ফেক বলে গন্য করা হয়। তাই ফেরিফাই করা অত্তধিক গুরুপ্তপূর্ন।
আমি মনে করি ঝামেলায় না জড়িয়ে একাউন্ট ভেরিফিকেশন করিয়ে ফেলাটায় উত্তম। ভেরিফিকেশন করিয়ে ফেললে একিউনোটর স্থায়ীত্ব বেড়ে যায়।
একাউন্ট যদি ভেরিফিকেশন না করেন তবে আপনার প্রধান উদ্দেশ্যটাই ব্যার্থ হয়ে যাবে । ফরেক্স কিছু কিছু ব্রোকার আছে যারা ভেরিপাই ব্যাতিত ট্রেড করার সুযোগ দেয়না এবং কিছু ব্রোকার আছে যারা ভেরিপাই ব্যাতিত ট্রেড করতে দিলেও টাকা উত্তলোন করতে গেলে ভেরিপাই করা বাধ্যতামূলক । তাই ফরেক্স্ রিয়েল একাউন্ট ভেরিপাই করিয়ে নেওয়াটাই সবচেয়ে বেশি জরুরি ।
একাউন্ট ভেরিফিকেশন অবশ্যই জরুরী । একাউন্ট ভেরিফিকেশন না করলে আপনি টাকা পয়সা লেনদেন করতে পারবেন না । ফরেক্স ব্যবসা শুরু করার আগে একাউন্ট ভেরিফিকেশন খুবই জরুরী ।
বর্তমানে ফরেক্স ট্রেডিং একাউন্ট ভেরিফাই করা খুবই গুরুত্তপূর্ন। আপনি যদি ভেরিফাই না করেন টাকা উঠানোর সময় ব্রকর আপনার ভেরিফাই করতে বলতে পারে। এটা ব্রোকার যে কোন সময় চাইতে পারে। আর ভেরিফাই ছাড়া ট্রেড করা যেতে পারে কিন্তু টাকা উঠানোর জন্য অব্যশই ভেরিফাই করতে হতে পারে।
ফরেক্স মার্কেট কাজ করতে হলে অাপনাকে অব্যশই ফরেক্স এর রুলস মেনে চলতে হবে , ফরেক্স মার্কেটে ট্রেড করে আপনি যে ডলার উর্পাজন করবেন তা উইড্রো করতে হলে আপনাকে আপনার ফরেক্স একাউন্ট ফাষ্ট লেবেল ও সেকেন্ড লেবেল ভেরিফিকেশন করতে হবে এবং একাউন্ট ভেরিফিকেশন এর জন্য আপনার আইডি কার্ড সহ আপনার সদ্য তেলা এক কপি ছবি , ভোটার আইডি কার্ড এর স্ক্যান কপি ও আপনার বিদুৎ বিল অথবা ড্রাইভিং লাইসেন্স এর স্ক্যান কপি দিয়ে একাউন্ট ভেরিফিকেশন করাতে হয় ।
আমি মনে করি ফরেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করাটা যে একেবারে বাধ্যতামূলক তা কিন্তু নয় তবে হ্যা আপনি যদি আপনার ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্টটি ভেরিফাই করিয়ে নিয়ে তার পর ফরেক্সে ট্রেড করেন তা হলে সেক্ষত্রে আপনার সিকিউরিটি অনেক বেশি থাক। আর ভেরিফাই ছাড়া যদি কোন অ্যাকাউন্ট থেকে আপনি ডলার উইথড্রো দেন তা হলে সেক্ষেত্র অনেক সময় ব্রোকার আপনার উইথড্রো আটকিয়ে দিতে পারে আর তখন আপনার তেমন কিছু করার থাকবে না।
ফরেক্সে একাউন্ট ভেরিফিকেশন করা অবশ্যই জরুরী। আমাদের এটা একটি ব্যবসা। আর ব্যাবসায় আপনার একটি নিরাপত্তা দরকার। টাকা তুলতে পারা যাবে কি যাবেনা তার জন্য ভেরিফিকেশন করা অবশ্যই দরকার। ভেরিফিকেশন ছাড়া ট্রেড করা যাবে তবে আপনি যখন ডলার উইথড্রো দিবেন তখন আপনার ভেরিফিকেশন ছাড়া তুলতে পারবেন না। তাই ভেরিফিকেশন অবশ্যই করে নিবেন।
ফরেক্স একটি অনলাইন বিজনেস। ফরেক্স কিছু রুলস আছে যেখানে অ্যাকাউন ভেরিফআই করতে হবে। অ্যাকাউন্ট ভেরিফাইনা হইলে প্রব্লেম হবে অ্যাকাউন্ট থেকে মানি তলা যাবে না। কিন্তু ফরেক্সে ইনভেস্ত ও ট্রেড করা যাবে। আরও আনি টাইম অ্যাকাউন্ট ক্লোজ হইয়ে যাবে।
হ্যা একাউন্ট ভেরিফাই করা অত্যন্ত জরুরী কারন ট্রেড করার পর জদি লাভ করি তখন অর্থ উত্তলোন এর সময় ভেরিফাই না থাকলে সেই অর্থ পাওয়া যাবে না তা একাউন্ট ভেরিফাই করতেই হবে। একাউন্ট ভেরিফাই করা থাকলে একাউন্ট নিয়ে কনো ঝুঁকি থাকে না ।
একাউন্ট ভেরিফাই করা খুব দরকার এতে করে একাউন্ট সুরক্ষিত ও নিরাপদে থাকে । তবে একাউন্ট ভেরিফাই ছাড়াও কাজ করা যাবে কিন্তু তাতে নিরাপত্তা কম থাকে । ফরেক্সে কাজ করার পর যখন মাস শেষে টাকা তোলার প্রয়োজন হবে তখন একাউন্ট ভেরিফাই করতেই হবে । তা নাহলে একাউন্ট থেকে টাকা তোলা যাবে না । তাই নিজের একাউন্টের টাকার নিরাপত্তা ও প্রয়োজনের সময় টাকা তোলার জন্য ভেরিফিকেশন করতেই হবে । ভেরিফিকেশন করা থাকলে ভালো হয় ।
অবশ্যই আবেগ পরিহার করতে হবে। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। ট্রেডের ক্ষেত্রে আবেগ থাকলে অনেক ভুল সিদ্ধাত নেয়া হয়, ট্রেড লসে ক্লোজ করা হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি।
কারো মাঝে আবেগ বেশি আবার কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কারো মাঝে আবেগ কম । ফরেক্স ব্যবসার ক্ষেত্র্রে আবেগের কাছে নিজেকে সমর্পন করে দিলে হবেনা । কারণ আপনি যদি আবেগি হয়ে মার্কেট অবস্থাকে কোনরুপ পাত্তা না দিয়ে ট্রেড দেন তবে আপনি সফল হতে পারবেন না ।
আবার কোনটাতে লস করলে হঠাৎ করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। বন্ধ করে দিই। আর অনেক সময় ট্রেড অপেন করলেও ক্লোজ করতে ইচ্ছা করে না। তাই যারা নতুন তাদের বলব, আগে ডেমো ট্রেড পর্যাপ্ত পরিমানে করুন তারপর রিয়েল ট্রেডে আসুন। উল্টো
আমরা ট্রেড করলে ব্রোকার কি লাহবান হয়। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। এই সম্পর্কে আমার জানা নেই কেই জানলে আমাদেরকে সাথে শেয়ার করুন আমরাও জানতে পারব।