-
যাদের ব্যালেন্স কম তারা স্ট্যান্ডার্ড একাউন্টি এ ট্রেড করাই ভালো। আবার যাদের ব্যালেন্স বেশি বা যারা বেশি অভিজ্ঞ এবং বেশি ডিপজিট নিয়ে ট্রেড করেন তারা প্রিমিয়াম একাউন্ট ব্যবহার করে থাকে। একেক একাউন্ট এ একেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়।যার যারা সুবিধামত একাউন্ট টাইপ নির্ধারন করে থাকেন।
-
প্রিমিয়াম একাউন্ট এ রিয়েল ডলার ডিপোজিট করে ট্রেড করতে হয়। তবে যারা অনেক দক্ষ এবং রিয়েল ডলার ডিপোজিট করার মত সামর্থ্য আছে কেবল তারাই প্রিমিয়াম একাউন্ট ব্যবহার করে থাকেন। প্রিমিয়াম একাউন্টের কিছু সুবিধা আছে। যেমন, এখানে ব্রোকার কমিশন কম থাকে। অর্থনৈতিক লেনদেন করার জন্য ঝামেলা কম থাকে। আপনি যে কোনও সময় একটি ভাল লাভ অর্জন করতে পারেন তবে প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে আপনার জ্ঞান এবং অভিজ্ঞতাও নির্ভর করবে কারণ আপনার জ্ঞান
-
আমি প্রথমে নাম প্রিমিয়াম রেকর্ড শুনেছি। সত্যই, এই সমস্যা সম্পর্কে আমার কোনও ধারণা নেই ue এই রেকর্ডটির ব্যতিক্রমী পয়েন্ট সুবিধা থাকতে পারে। কারও কাছে এই রেকর্ড রয়েছে এমন অফ সুযোগে, যদি আপনি কিছু মনে করেন না তবে আমাকে জানান। এই বিষয়টি জানা গুরুত্বপূর্ণ।
-
বর্তমানে প্রিমিয়াম একাউন্টে কি কি বিশেষ সুবিধা দিচ্ছে আমার সঠিক জানা নেই । তবে এ বিষয়ে জানতে আপনি ইন্টস্টাফরেক্স এর লাইভ চ্যাটে কথা বলতে পারেন । তারা আপনাকে বিস্তারিত জানতে সহায়তা করবে । এর সুবিধাও অনেক যেমন স্প্রেড কম, ডিপোজিট করতে সুবিধা, টাকা দ্রুত তোলা যায় এবং আরও সুবিধা রয়েছে ইত্যাদি। আমি এটুকুই জানি অভিজ্ঞ বড়ো ভাইয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ পোস্ট চাই যার মাধ্যমে আমরা জানতে পারবো।
-
ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করার জন্য প্রিমিয়াম একাউন্ট করে থাকি,এই একাউন্ট করতে কিছু টাকা খরচ হবে,এই একাউন্টের বিশেস সুবিধা থাকে তা আমি জানিনা,,যদি কেউ প্রিমিয়াম একাউন্ট করে থাকে তাহলে আগে লাইভ চ্যাটে কথা বলে দেখতে পারেন,তারাই ভাল বলতে পারবে,ফরেক্স মার্কেটে প্রিমিয়াম একাউন্ট করতে হবে।
-
প্রিমিয়াম একাউন্ট করতে গেলে আপনার একটু বেশি পরিমাণ ডিপোজিট করতে হয়। প্রিমিয়াম একাউন্টের সব থেকে বড় সুবিধা হলো এই এই ধরনের একাউন্টের ব্যালেন্স কখনোই জিরো হয় না বা জিরো হওয়ার সম্ভাবনা খুবই কম। মার্কেট যদি কখনো ট্রেডের অনেক বিপরীতে চলে যায় এবং একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়ার উপক্রম হয় তাহলে গ্রাহকের ওই অ্যাকাউন্টে নির্দিষ্ট অনুপাতে ডলার ডিপোজিট করে থাকে। এভাবে মোট কয়েকবার ওই ব্রোকার ওই প্রিমিয়াম অ্যাকাউন্টে ডিপোজিট করে থাকে। তাই প্রিমিয়াম একাউন্ট এ খুব নিশ্চিন্তে ট্রেডিং করা যায়। মাইক্রো একাউন্টে মিনিমাম ইনভেষ্ট ১০০ ডলার, এবং প্রিমিয়াম যেটা, এখানে ৫০০ ডলার ইনভেষ্ট করে ট্রেড করতে হবে । এর সুবিধাও অনেক যেমন স্প্রেড কম, ডিপোজিট করতে সুবিধা, টাকা দ্রুত তোলা যায় এবং আরও সুবিধা রয়েছে ইত্যাদি ।
-
প্রমিয়াম একাউন্ট হল ফরেক্সে বড় পরিমাণে ব্যালেন্স সম্পৃক্ত একাউন্ট। এ ধরনের একাউন্টে নূন্যতম 500 বা 1000 ডলার ডিপোজিট করতে হয়। এর বিপরীতে বেশ কিছু সুযোগ-সুবিধা রয়েছে এই সকল প্রিমিয়াম একাউন্ট হোল্ডারদের জন্য। যেমন ট্রেড নেওয়ার ক্ষেত্রে স্পেড কম উইথড্র এবং ডিপোজিট এর সুযোগ সুবিধা। এ ছাড়া ডিপোজিট এর উপর বোনাস থাকে। সাধারণত অ্যাডভান্স লেভেলের দক্ষতা সম্পন্ন ট্রেডার না হলে কেউ এই লেভেলে একাউন্ট ওপেন করেন না।
-
ট্রেডিং করার জন্য প্রিমিয়াম একাউন্ট করে থাকি,এই একাউন্ট করতে কিছু টাকা খরচ হবে,এই একাউন্টের বিশেস সুবিধা থাকে তা আমি জানিনা,,যদি কেউ প্রিমিয়াম একাউন্ট করে থাকে তাহলে আগে লাইভ চ্যাটে কথা বলে দেখতে পারেন,তারাই ভাল বলতে পারবে,ফরেক্স মার্কেটে প্রিমিয়াম একাউন্ট করতে হবে।
-
আপনারা একেবারে ঠিক বলেছেন যে আমার সতর্ক হওয়া উচিত কারণ বরাদ্দ ব্যবসায়ের পড়াশোনার প্রয়োজনীয়তা একটি সতর্ক মন সময়োচিত সিদ্ধান্ত নিতে পারে যা আমার প্রিয় বন্ধুকে ফরেক্স ট্রেডিংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি আমার তুলনায় আমার থেকে অনুপস্থিত থাকবেন তবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা। তবে প্রিমিয়াম একাউন্ট করতে গেলে আপনার একটু বেশি পরিমাণ ডিপোজিট করতে হয়। প্রিমিয়াম একাউন্টের সব থেকে বড় সুবিধা হলো এই এই ধরনের একাউন্টের ব্যালেন্স কখনোই জিরো হয় না বা জিরো হওয়ার সম্ভাবনা খুবই কম।
-
দক্ষ ট্রেডার তারাই একটু বড় ধরনের ডিপোজিট করে ট্রেড করার জন্যই এই প্রিমিয়াম একাউন্ট ব্যবহার করে থাকেন৷বিভিন্ন ব্রোকারে প্রিমিয়াম অ্যাকাউন্টে ডিপোজিট করার পরিমাণ বিভিন্ন ধরনের হয়ে থাকে৷ আপনি খুব সহজেই ফরেক্স মার্কেটে ভাল সুবিধা ভোগ করতে পারবেন। যেমন এখানে ডিপোজিটের পরিমাণ কম, দ্রুত টাকা উত্তোলন করা যায়, স্প্রেড কম থাকে যাতে ট্রেডাররা ফরেক্স মার্কেটে ট্রেড করতে আগ্রহ বেশি থাকে। অবস্থায় যে একাউন্টের মাধ্যমে আমরা ট্রেড করি সেটাই স্টানর্ডাট এখানে নিম্নে ১ ডলার দিয়ে ট্রেড করা যায় । মাইক্রো একাউন্টে মিনিমাম ইনভেষ্ট ১০০ ডলার, এবং প্রিমিয়াম যেটা, এখানে ৫০০ ডলার ইনভেষ্ট করে ট্রেড করতে হবে ।
-
প্রিমিয়াম একাউন্ট করতে গেলে আপনার একটু বেশি পরিমাণ ডিপোজিট করতে হবে । প্রিমিয়াম একাউন্টের সব থেকে বড় সুবিধা হলো এই এই ধরনের একাউন্টের ব্যালেন্স কখনোই জিরো হয় না বা জিরো হওয়ার সম্ভাবনা খুবই কম । মার্কেট যদি কখনো ট্রেডের অনেক বিপরীতে চলে যায় এবং একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়ার উপক্রম হয় তাহলে গ্রাহকের ওই অ্যাকাউন্টে নির্দিষ্ট অনুপাতে ডলার ডিপোজিট করে থাকে ।মিনিমাম ইনভেষ্ট ১০০ ডলার, এবং প্রিমিয়াম যেটা, এখানে ৫০০ ডলার ইনভেষ্ট করে ট্রেড করতে হবে । এর সুবিধাও অনেক যেমন স্প্রেড কম, ডিপোজিট করতে সুবিধা, টাকা দ্রুত তোলা যায় এবং আরও সুবিধা রয়েছে।
-
প্রিমিযাম একাউন্ট নামটি আমি প্রথম শুনলাম। আসলে এ বিষয়টী সমপরকে আমার ধারনা নেই। এই একাউন্ট এ হয়তো বিশেষ কোণ সুবিধা থাকতে পারে। যদি কেউ এই একাউন্ট করে থাকেন তাহলে অব্যশই জানাবেন। এ ব্যপারটি জানা অব্যশই দরকার।
-
আমার প্রিয় বন্ধুরা আপনারা একেবারে ঠিক বলেছেন যে আমার সতর্ক হওয়া উচিত কারণ বরাদ্দ ব্যবসায়ের পড়াশোনার প্রয়োজনীয়তা একটি সতর্ক মন সময়োচিত সিদ্ধান্ত নিতে পারে যা আমার প্রিয় বন্ধুকে ফরেক্স ট্রেডিংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি আমার তুলনায় আমার থেকে অনুপস্থিত থাকবেন তবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং আমি এটিকে সমস্ত ক্ষতির মুখোমুখি করব তবে লাভের দিকে রাখার সাথে সাথে একটি জিনিস হ'ল আপনার মনের তীক্ষ্ণ এবং সতর্কতা।একাউন্ট হল একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট জমা করতে হতে পারে এটা গোল্ডেন মেম্বারের জন্য' এমন অনেক সাইট আছে সেখানে প্রিমিয়াম মানে শর্তসাপেক্ষে অনুযায়ী আপনাকে সেইগুলা করতে হবে যাহা সাইট পরিচালক নিয়ম বেঁধে দিয়েছে হতে পারে একাউন্ট গুলা এমন' স্টান্ডার 1 ডলার' মাইক্রো 100 ডলার' প্রিমিয়াম 500 থেকে 1000 ডলার এমন অংকের পরিচালক টার্গেট অনুযায়ী আপনাকে একাউন্ট খুলতে হয় একাউন্ট মানে হচ্ছে যে একাউন্ট করতে আপনার কিছু ডলার খরচ করতে হবে । কিন্তু এর মাধম্যে আপনি বিশেষ কিছু সুবিধা পাবেন । বর্তমানে প্রিমিয়াম একাউন্টে কি কি বিশেষ সুবিধা দিচ্ছে আমার সঠিক জানা নেই । তবে এ বিষয়ে জানতে আপনি ইন্টস্টাফরেক্স এর লাইভ চ্যাটে কথা বলতে পারেন । তারা আপনাকে বিস্তারিত জানতে সহায়তা করবে । এই একাউন্টের যত সুবিধা আছে তা পাওয়া যাবে,তাই অনেক এই একাউন্ট করে থাকে,প্রিমিয়াম একাউন্ট করতে হলে অনেক ডলার খরচ করে করতে হয়।
-
মার্কেটে যারা দক্ষ ও অভিজ্ঞ যাদের পুজি বেশি তারাই মুলতঃ প্রিমিয়াম এ্যাকাউন্ট ব্যাবহার করে থাকেন।প্রিমিয়াম এ্যাকাউন্ট হোল্ডারগন ফরেক্স মার্কেট থেকে বিশেষ সুবিধা পেয়ে থাকেন।তবে প্রিমিয়াম এ্যাকাউন্ট সব ব্রোকারে পাওয়া যায় না।অন্যান্য এ্যাকাউন্টের তুলনায় এই এ্যাকাউন্ট বেশি নিরাপদ থাকে।বিভিন্ন ব্রোকারে প্রিমিয়াম অ্যাকাউন্টে ডিপোজিট করার পরিমাণ বিভিন্ন ধরনের হয়ে থাকে৷যেমন কোনো ব্রোকারে 500 ডলার ডিপোজিট করতে হয় আবার কোনো ব্রোকারে 1000 ডলার দিয়ে ডিপোজিট করে ট্রেড করতে হয়৷premium account এ ট্রেড করলে বেশ কিছু সুবিধা পাওয়া যায়৷যেমন এই একাউন্টে স্প্রেড কম থাকে,ডিপোজিট এবং উইথড্রো খুবই সহজ থাকে ও দ্রুত হয়,অন্যান্য একাউন্টের তুলনায় এই একাউন্ট সর্বাধিক নিরাপদ থাকে,সরাসরি মার্কেট প্রাইসে আপনি এই একাউন্টের মাধ্যমে ট্রেড করতে পারবেন৷প্রিমিয়া � � অ্যাকাউন্টে বাড়তি বোনাস সুবিধা হিসেবে ট্রেডারদেরকে রিবেট প্রদানও করা হয়ে থাকে৷ব্রোকারেজ হাউজে সাধারণত তিন ধরনের একাউন্ট থাকে যেমন, স্টানর্ডাট, মাইক্রো এবং প্রিমিয়াম একাউন্ট । প্রথম অবস্থায় যে একাউন্টের মাধ্যমে আমরা ট্রেড করি সেটাই স্টানর্ডাট এখানে নিম্নে ১ ডলার দিয়ে ট্রেড করা যায় । মাইক্রো একাউন্টে মিনিমাম ইনভেষ্ট ১০০ ডলার, এবং প্রিমিয়াম যেটা, এখানে ৫০০ ডলার ইনভেষ্ট করে ট্রেড করতে হবে । এর সুবিধাও অনেক যেমন স্প্রেড কম, ডিপোজিট করতে সুবিধা, টাকা দ্রুত তোলা যায় এবং আরও সুবিধা রয়েছে ইত্যাদি ।
-
প্রিমিযাম একাউন্ট নামটি আমি প্রথম শুনলাম। আসলে এ বিষয়টী সমপরকে আমার ধারনা নেই। এই একাউন্ট এ হয়তো বিশেষ কোণ সুবিধা থাকতে পারে। যদি কেউ এই একাউন্ট করে থাকেন তাহলে অব্যশই জানাবেন। এ ব্যপারটি জানা অব্যশই দরকার।প্রিমিযাম একাউন্ট নামটি আমি প্রথম শুনলাম। আসলে এ বিষয়টী সমপরকে আমার ধারনা নেই। এই একাউন্ট এ হয়তো বিশেষ কোণ সুবিধা থাকতে পারে।