-
ফরেক্স মার্কেটে লাভ লস হয় কিনা বেছার মাধ্যমে আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করেন আর বাই দেন তাহলে আপনার বাই দেওয়ার মুল্যের ছেয়ে যদি বেশি হয় তবে আপনার লাভ হবে আর যদি এর থেকে দাম কমে যায় তাহলে আপিনার লস হবে বলে আমি মনে করি তাই আপনি ভেবে ট্রেড করতে পারলে ভাল হবে।
-
পৃথিবীর অনেক বড় ্ড়ড় ব্যবসাগুলোর মধ্যে একটি হচ্ছে ফরেক্স। এখানে দৈনিকই প্রচুর লেনদেন হয়ে খাকে। এখানে লাভ লস খুব স্বাভাবিক ঘটনা।কেউ নিজের অদক্ষতার কারনে লস করে আবার কেউ নিজের দক্ষতার কারনে ভালো প্রফিট করতে সক্ষম হতে পারে। মূলত লাভ লস মিলিয়ে লাভ করতে পারলেই সার্থকতা।
-
ফরেক্স মার্কেট একটি ব্যবসায় । তাই এখানে লাভ এবং লস দুটিই বিদ্যমান । কেউ যদি মনে করে ফরেক্স শিখতে পারলে শুধুই লাভ করা যাবে তাহলে মার্কেটে সে তার সর্বত্র হারাতে পারে । মার্কেটে আমরা যখন একটি দেশের কারেন্সির বিনিময়ে আরেকটি দেশের কারেন্সি কিনে বা বিক্রয় করে থাকি তখন যদি উক্ত কারেন্সির দাম কমে বা বাড়ে তাহলে মার্কেটে আমাদের লাভ বা লস হয় । ধন্যবাদ ।
-
সকলে চায় তাদের ট্রেডগুলো যাতে প্রফিটে থাকে এবং প্রফিটেবল ট্রেডের কারণে আমরা মাত্রাতিরিক্ত লোভো পড়ি যার ফলাফল খুব খারাপ।আমাদের উচিত লসের ট্রেডগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া।কারণ মানুষতো লস থেকে শেখে।লস না করলে শিখবো কেমন করে।
-
আপনি নিশ্চই জানেন যে ফরেক্স মার্কেটে আমরা বিভিন্ন কারেন্সি ব্যাবহার করে ট্রেড করে প্রফিট লাভ করে থাকি। একটি ট্রেড খোলার পরে যদি মার্কেট ট্রেন্ড বা মুভমেন্ট সেই ট্রেডটির বিপরীতে চলে যায় তা হলে তখন লস হতে থাকে অপর দিকে মার্কেট ট্রেন্ড বা মুভমেন্ট যদি ঐ ট্রেডটির প্রতিকূলে অগ্রসর হতে থাকে তখনই আমরা প্রফিট লাভ করি। আর এই ভাবেই ফরেক্স থেকে আমরা লাভ বা লস করে থাকি।
-
ফরেক্স মার্কেটে মুদ্রা ট্রেড করা হয়ে থাকে। ট্রেড দুই প্রকার। বাই ট্রেড ও সেল ট্রেড। এই দুই ভাবেই ট্রেড করে আপনি লাভ করতে পারেন। ধরুন আপনি ১.১০ রেটে ১১০০ ডলার দিয়ে ১০০০ ইউরো কিনলেন। এখন যদি রেট পরিবর্তিত হয়ে ১.২০ হয় তাহলে আপনি আপনার কেনা ১০০০ ইউরো বিক্রি করে ১২০০ ডলার পাবেন। এভাবে আপনি ১০০ ডলার লাভ করলেন।
-
ফরেক্স এ বাই করতে চান (বেস কারেন্সি কেনা এবং কিউটো কারেন্সি বিক্রি করা), তার মানে আপনি চাচ্ছেন বেস কারেন্সির দাম বেড়ে যাক এবং আপনি সেটা বিক্রি করে দিবেন আরও বেশি দামে। ট্রেডারদের ভাষায় একে বলে লং (long) অথবা লং পজিশন নেয়া। মনে রাখবেন, লং = বাই (long = buy),
-
ট্রেডের মাধ্যমে ফরেক্সে লাভ করা যায় । এক্ষেত্রে বাই বা সেল উভয় ভাবেই লাভ লস হয়ে থাকে । ফরেক্স সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে ফরেক্স শিখে তারপর ফরেক্সে ট্রেড করে অনেক টাকা আয় করা যায় । ফরেক্সে যেমন লাভ আছে তেমনি লস ও আছে । না বুঝে ট্রেড করলে ফরেক্সে লসের সম্ভাবনা থাকে । এছাড়া লসের অন্যতম একটি কারন হলো ফরেক্সে লোভ করা । ফরেক্সে লোভ করলে টিকে থাকা যায় না । লোভহীন ভাবে ফরেক্সে কাজ করতে পারলে ফরেক্স থেকে ভালো টাকা আয় করা যায় । এজন্য ফরেক্সে লাভ লস দুটোই আছে , আর এভাবে ফরেক্সে লাভ লস হয় ।
-
ফরেক্স করতে হলে আপনাকে যে কোন একটা ব্রোকারে আগে ইনভেস্ট করতে হবে। তারপর ব্রোকার কর্তৃক প্রদত্ত মেটা ট্রেডারে প্লাটফরামের মাধ্যমে আপনাকে ট্রেড করতে হবে। আপনি এখানে অনেক দেসের কারেন্সি পেয়ার পাবেন। যা আপনি ট্রেড করে প্রফিট করতে পারেন। এখানে বাই এবং সেল এর মাধ্যমে ট্রেড ওপেন করা হয়।
-
উপরের ভাই খুব সুন্দর করে বলে দিয়েছে ফরেক্স এ কিভাবে লাভ বা লস হয়। তাই আমি মনে করি আর কেউ এর চেয়ে সুন্দর ও সহজ ভাবে বোঝাতে পারবেনা।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা । আমরা সবাই জানি যে ফরেক্স ব্যবসাতে লাভ ও লস আছে । শুধু ফরেক্স ব্যবসাতে নয় সব ব্যবসাতে লাভ ও লস আছে । আমি মনে করি ফরেক্স ব্যবসা শুধু বাই ও সেল দেওয়া । কিন্তু লাভ ও লস হওয়ার কারন হলো দিলাম বাই কিন্তু ট্রেন্ড গেলো নিচে । তখন তো লস হবে । আমি মনে করি এই ভাবেই ফরেক্স ব্যবসাতে লাভ ও লস হয়ে থাকে ।
-
প্রথমে আপনি ডিসিশন করবেন যে আপনি বায়ে নাকি সেল এ দিবেন। আপনি যদি লস করতে চান তাহলে আপনি অনেক বড় আকারে ট্টেড করবেন না বুঝে না দেখে। আর যদি আপনি লাভ করতে চাইলে আপনাকে সবকিছু বুঝে ট্টেড করতে হবে যাতে আমার লাভ হবে।
-
আমি বলবো একটি ট্রেড খোলা খুবই সোজা। ট্রেড খোলার পদ্ধতি সহজ এবং আপনার যদি স্টক মার্কেটে ট্রেড করার অভিজ্ঞতা থাকে তবে আপনি তা আর তাড়াতাড়ি বুঝতে পারবেন। সব ফরেক্স কোটেশনে ২ টি প্রাইস দেখান হয়। বিড এবং আস্ক। প্রায় সবক্ষেত্রে বিড প্রাইস, আস্ক প্রাইস থেকে কম হয়। বিড হল এমন একটি প্রাইস যে দামে ব্রোকার কিউটো কারেন্সির পরিবর্তে বেস কারেন্সি কিনতে চায়।
-
ফরেক্স মার্কেটে লাভ লস হওয়াটা একটি স্বাভাবিক ব্যাপার ,তবে অনেকে ঠিক ভাবে তার ল্যাভ লস টা ভুজতে পারে না । আমরা যখন কোনো দ্রব্যর বাই অথবা সেল দিয়েছি যেমন যে পইন্টে বাই দিয়েছি যদি সে পয়েন্ট টি বিপক্ষে জাই তা হলেই আমরা বুজব যে লস হয়েছে ।
-
ফরেক্স এ ট্রেড ওপেন করলে আপনার ট্রেডটি টার্মিনাল এর নিচে সব দেখাবে। আপনার লস না লাভ হছে। আর আপনি বাই না সেল করবেন সেটা আপনার নিজের বিচার করে নিতে হবে। আপনি বাই বা সেলের এর মাধ্যমে আপনার ট্রেডটি লাভ বা লস হবে।
-
আমরা জানি ফরেক্স একটি আন্তর্জাতিক বিনিময় বাজার। এখানে মার্কেট হয় উপরের দিকে যায় নয়তো নিচের দিকে যায়। লাভ লস হওয়ার ব্যপার টা আপনার ট্রেড নেয়ার উপর নির্ভর করে। আপনি যদি বাই নেন তখন মার্কেট উপরে গেলে আপনার লাভ হবে আর নিচে গেলে লস হবে। একই ভাবে সেল নেয়ার পর মার্কেট যদি উপরে যায় তবে লস হবে আর নিচে গেলে লাভ হবে।
-
ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে কাজ করতে হলে মুদ্রা বিনিময়ের মাধ্যমে কাজ করতে হয় আর সেটা হয় ট্রেডের মাধ্যমে । ফরেক্সে লাভ লস সব কিছু নির্ভর করে ট্রেড করার উপর । ফরেক্সে ভাল ট্রেড করতে পারলে ফরেক্সে ভাল লাভ করা যায় । আর যদি ফরেক্সে কাজ করে ট্রেডিং ভাল না করা যায় তাহলে ফরেক্স থেকে টাকা আয় করা যায় না আর লস হয় । এভাবেই ফরেক্সে লাভ ও লস হয় ।
-
আসলে আমরা প্রত্যেকেই জানি যে ফরেক্স থেকে লাভ করা কঠিন কিন্তু লস করা একদম পানির মতো সোজা ও সহজ। লসের প্রথম কারন হোল ওভার ট্রেডিং, দ্বিতীয় কারন হোচ্ছে মানি ম্যানেজমেন্ট না করা। অরো অনেক কারন আছে যেমন ধৈর্যশীলতার অভাব। বেশির ভাগ ট্রেডারি প্রটফর্ম ওপেন কোরেই ট্রেড ওপেন কোরে দেয় ফলে লস হয়। এসকল বিষয় কে কন্ট্রোল করতে পারলেই লাভ হওয়া সম্ভব।
-
ফরেক্স মার্কেট হলো বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক মুদ্রাবাজার।এখানে এক কারেন্সির বিপরীতে অন্য কারেন্সি উঠানামা করে।তাই এখানে আপনি বাই অথবা সেল দুটো করেই লাভবান হতে পারবেন।যেমন ধরুন gbp/usd আপনি যদি এই কারেন্সিতে ট্রেড করেন তবে gbp এর বিপরীতে usd এর মান কমবে নাকি বাড়বে সেটা বুঝে বাই অথবা সেল করতে পারবেন।যদি usd এর মান কমে তবে buy এবং usd এর মান বাড়লে সেল দিবেন এভাবেই লাভ লস করবেন।
-
ফরেক্সে এক টি ট্রেডিং মারকের। এখানে লাভ লস দুই টা হতে পারে। এটি এক ধরনের শেয়ার মার্কেট। কিন্তু এখানে ২ টা টাইফ এর ট্রেড করা হয় বাই (buy) এবং সেল (sell)। কোন মার্কেট এ ট্রেড করার পরে যদি লস হয় তাহলে ট্রেডিং লাইন বিপরিতে যাচ্ছে আর আর লাভ হইলে এইটা বিপরিত।
-
ফরেক্স একটা ব্যবসা । আমরা সবাই জানি যে সব ব্যবসাতে লাভ ও লস রয়েছে । তাই ফরেক্স মার্কেটে লাভ ও লস খুব স্বাভাবিক । মনে করেন ফরেক্স মার্কেট যাচ্ছে উপরের দিকে আপনি এই সময়ে বাই দিলেন কিছু সময়ের মধ্যে মার্কেট নিচের দিকে যাচ্ছে তখনই লস যাইতে থাকবে । আফরেক্স ব্যবসায় লাভ ও লস হলে ও আমি ফরেক্স ব্যবসাকে খুব লাইক করি ।
-
আপনি বাই অর্ডার দেয়ার পরে যদি মার্কেট নিচে নামে অর্থ্যাৎ* প্রাইস কমে যায় , তাহলে আপনি লস করবেন । আবার সেল অর্ডার দেয়ার পরে যদি মার্কেট উপরে উঠে যায় , তাহলে আপনি লস করবেন । বিপরীত ক্রমে আপনি লাভ করবেন । এভাবেই ফরেক্স মার্কেট এ লাভ এবং লস হয় ।
-
আপনি সাধারণত ফরেক্স মার্কেটে কোন ট্রেড ওপেন করার সময় দেখতে পারবেন সেখানে দুটো অপশন আছে একটা বাই আরেকটা সেল। অর্থাৎ আপনি যদি কোন পেয়ারে বাই মুড দিয়ে ট্রেড ওপেন করেন এবং তারপর যদি ঐ ওপেনকৃত ট্রেডটি ডাউন মুখি চলে যায় তাহলে আপনি লস খাবেন আর যদি আপমুখী চলে যায় তাহলে আপনি লাভবান হবেন। ঠিক তেমনি কোন পেয়ারে সেল মুড দিয়ে ট্রেড ওপেন করেন এবং সেটা যদি আপ মুখী চলে যায় তাহলে আপনার লস হবে এবং পরবর্তীতে যদি সেটা ডাউনমুখী যায় তাহলে আপনি লাভবান হবেন।
-
ফরেক্স মার্কেটে আপনি বাই অথবা সেল করবেন। আপনি যদি ফরেক্স এ ট্রেড সংক্রান্ত সকল বিষয় আয়ত্ব করতে পারেন তাহলে তাহলে আপনি সঠিকভাবে বাই ও সেল করতে পারবেন। আর আপনি যদি সঠিক ভাবে বাই ও সেল করতে পারেন তাহলে আপনার লাভ হবে আর নইলে লস হবে।
-
ফরেক্স মার্কেট এর বিড হলো বায় এবং সেল। আপনি যে দিকে বিড করেন না অাপনার বিড এর পক্ষে যদি মার্কেট যায় তাহলে আপনার লাভ হবে। যেমন যদি আপনি কোন পেয়ার কে মার্কেট এনালিসিস করে বুঝতে পারেন যে মার্কেট উপরে যাওয়ার সম্ভবনা আছে এবং বায় দিলেন আর যদি মার্কেট উপরে যায় তাহলে আপনার লাভ হবে। আর যদি দেখেন মার্কেট নিচের দিকে নামবে, এমতাবস্থায় যদি সেল দেন আর যদি সত্যি নিচের যায়, তাহলে আপনার লাভ হবে। কিন্তু মাকের্ট এনালিসিস হলো বড় বিষয়। এর জন্য ফরেক্সে ট্রেড করার আগে ভালভাবে শিখতে হবে।
-
ফরেক্স মার্কেটে আপনি যখন বাই অর্ডার দেন এবং তারপর যদি সেই অর্ডারের বিপরীতে মার্কেট নিচের দিকে নামতে থাকে তাহলে আপনি লস খাবেন। আবার যদি বাই অর্ডার দেওয়ার পর মার্কেট উপরের দিকে উঠতে থাকে তাহলে আপনি লাভ করবেন। ঠিক একই ভাবে আপনি যদি সেল অর্ডার দেন তারপর মার্কেট যদি নিচের দিকে নামে তাহলে আপনি লাভবান হবেন এবং আবার সেল অর্ডার দেওয়ার পর যদি মার্কেট উপরের দিকে উঠে তাহলে আপনি লস খাবে। এভাবেই ফরেক্স মার্কেটে লাভ লস হয়ে থাকে উভয় দিকে।
-
ফরেক্স মার্কেটে লাভ-লস হয় অনেক অনেক কারণে৷এসব কারণগুলো বের করতে করতে দীর্ঘ কয়েক বছর সময় লেগে যায়৷ফরেক্স মার্কেটে কিভাবে লাভ করতে হয় ? এই বিষয়টা জানতে হলে অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে বের করতে হয়,বিভিন্ন সোর্স থেকে এসব কারন গুলো জানতে হয়৷ লাভের যেমন অনেক কারণ রয়েছে ঠিক তেমনি লসেরও অনেক কারণ রয়েছে৷এসব কারণ জানার জন্যই আমরা মূলত ফরেক্স ট্রেড এর উপর রাতদিন খেটে খেটে লেখাপড়া করি,analysis করি এবং দীর্ঘদিনব্যাপী ডেমো অ্যাকাউন্টে ট্রেড করি৷ফরেক্স মার্কেটের শুরুতেই আমরা কেউ নিয়মিত লাভ করতে পারবো না-এটা কখনোই সম্ভব নয়৷লাভ করতে হলে কিভাবে ট্রেড করতে হবে ? সেই কলাকৌশলগুলো জানতে হবে এবং নিয়মিত চর্চা করতে হবে৷আমাদের ফোরামে এই বিষয়গুলো নিয়ে আমরা অনেকেই নিয়মিত আলোচনা করছি৷আপনারা যারা নতুন সদস্য হয়েছেন তারা সবাই আমাদের এই আলোচনাগুলো নিয়মিত পড়বেন৷তাহলেই লাভ-লস এর অসংখ্য কারণ জানতে পারবেন৷
-
ফরেক্স একটা ব্যবসা প্রতিষ্ঠান এখানে লাভ যেমন আছে,লসও তেমনি আছে।আপনি যদি নিয়ম মেনে ট্রেড করতে পারেন তাহলে অবশ্যই প্রফিট আপনাকে হাতছানি দেবে।আর যদি মার্কেটের নিয়ম বহির্ভূত পদ্ধতি অবলম্বন করে ট্রেড করেন তাহলে আবশ্যই আপনি ফকির হবেন।
-
ফরেক্স মার্কেটে আমরা দুই ভাবে প্রফিট করে থাকি যদি মনে হয় মার্কেট বা কোন কারেন্সি পেয়ার উপরে উঠতে পারে সেই সময় যদি বাই দেই আবার দাম বারার পরে ক্লোজ করে দিলে প্রফিট হবে,আবার যদি মনে হয় আবার কারেন্সি পেয়ারের দাম কমতে পারে সেই সময় যদি সেল দেই তাহলে দাম আরো কমলে ক্লোজ করে দিলে আমাদের প্রফিট হয় এভাবে আমরা ফরেক্স থেকে লাভ করে থাকি।
-
ফরেক্স মার্কেটে মুলত এক দেশের মুদ্রা/কারেন্সি অন্য দেশে ক্রয়-বিক্রয় করা হয়।আপনি যে দেশের মুদ্রা ক্রয় করলেন পরে দেখা গেল সে দেশের মুদ্রার দাম বৃদ্ধি পেয়েছে,তাহলে আপনার লাভ হবে। আবার সে দেশের মুদ্রার দাম কমে গেলে আপনার লস হবে।এভাবেই ফরেক্স মার্কেটে লাভ/লস হয়।
-
ফরেক্স মার্কেট হল লাভ আর লস মিলিয়ে ফরেক্স মার্কেট ফরেক্স মারকে\টে টড়েড করতে গেলে লাভ এবং লস হবেই আর এই লাভ লস মিলিয়ে ফরেক্স ব্যবসা করতে হয় ফরেক্স মার্কেটে অনেক সময় ভুল টড়েড হয় আর এই ভুল ট্রেড হলে লস হয় আর যখন ভাল সঠিক টড়েড করা হয় তখন লাভ হয় ।
-
ফরেক্স মার্কেট হলো কারেন্সী মার্কেট এখানে একটি মুদ্রার বিপরীতে অপর একটি মুদ্রা উঠানামা করে।দেখা গেল কখনো পাউন্ড বারেতো কখনো ইএসডি ডলার বারে এভাবেই মুভমেন্ট হয়।আর এটা আমরা বাই সেল অপশনের মাধ্যমে করে থাকি আর এভাবেই লাভ লস হয়ে থাকে।
-
প্রতিটি ট্রেডে আপনি একই সাথে একটি কারেন্সি কিনেন এবং আরেকটি বিক্রি করেন। তাই ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ারের দাম কোটেশন এর মাধ্যমে প্রকাশ করা হয়।
-
সাধারণত লাভ লস সব কিছু আমরা বুজি।ফরেক্স মার্কেট এ লাভ লস দুনোটি রয়েছে।আমরা যখন ফরেক্স মার্কেট এ ট্রেড করি তখন আমাদের ট্রেড টি যদি আমাদের অনুকূলে না আসে তাহলে আমাদের লস হবে আর যদি আমাদের ট্রেড টি যদি আমাদের অনুকূলে আসে তাহলে আমাদের আয় হবে।আর এই ভাবেই আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে লাভ লস করি।ফরেক্স মার্কেট এ ট্রেড করে লাভ লস কে কন্ট্রোল করতে হলে আমাদের কে ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে হবে।না হয় আমরা ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবোনা।
-
একটি ট্রেড যদি আপনি বাই দিয়ে শুরু করেন এবং কিছু পিপন্স নিচের দিকে যেতে থাকে তখন আপনার লস হতে থাকবে এবং আপনি যদি একটি ট্রেড সেল করেন তাহলে যদি মার্কেট উপরের দিকে যেতে থাকে তাহলে আপনার লস হবে আবার এটির বিপরীত যদি হতে থাকে তাহলে আপনার লাভ হবে। তাই একটি ট্রেড শুরু করার আগে তিন ধরনের এ্যানালিসিস করে ট্রেড শুরু করতে হয় যেন আপনার ট্রেডটি লসের দিকে না যাই। তবুও যদি আপনার ট্রেডটি লসের সম্মুখিন হয়েও যাই তাহলে স্টপ লস ব্যাবসার করে সেটিকে কম লসে ক্লোজ করে নিজের একাউন্টকে সুরক্ষিত করুন। কারন একাউন্ট যদি সুরক্ষিত না থাকে বারে বারে শুন্য হয়ে যাই তাহলে আপনি কখনও ট্রেড করে মজা পাবেন না।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক বিনিময় বাজার। এখানে মার্কেট হয় উপরের দিকে যায় নয়তো নিচের দিকে যায়। লাভ লস হওয়ার ব্যপার টা আপনার ট্রেড নেয়ার উপর নির্ভর করে। আপনি যদি বাই নেন তখন মার্কেট উপরে গেলে আপনার লাভ হবে আর নিচে গেলে লস হবে। একই ভাবে সেল নেয়ার পর মার্কেট যদি উপরে যায় তবে লস হবে আর নিচে গেলে লাভ হবে।
-
ফরেক্সে আমরা সকলে ট্রেড করে থাকি আর সেই ট্রেড থেকে কখনও আমরা লাভ বা প্রফিট করি আবার কখনও লস করি। কোন ট্রেড ফরেক্সে ওপেনের পর মার্কেট যদি ঐ ট্রেডের বিপরীর্তে এন্ট্রি নেয় বা মুভ করে তা হলে সেক্ষেত্রে ঐ ট্রেডে লস করে থাকি অপর দিকে কোন ট্রেড ওপেনের পর মার্কেট মুভমেন্ট যদি ঐ ট্রেডের অনুকূলে মুভ করতে থাকে তা হলে ঐ ট্রেডের জন্য প্রফিট হতে থাকে।
-
যে কোন ব্যাবসায় লাভ লস থাকবেই। আর ফরেক্স মার্কেটে লাভ হব না লস হবে তা নির্ভর করে বিক্রয়ের মাধ্যমে। এখানে আপনাকে ফরেক্স করতে হলে প্রথমেই আপনাকে যে কোন একটা ব্রোকারে আগে ইনভেস্ট করতে হবে। এরপরে ব্রোকার কর্তৃক প্রদত্ত ডেটা ট্রেডারের প্লাটফরামের মাধ্যমে আপনাকে ট্রেড করতে হবে। আর আপনি এখানে অনেক দেশের কারেন্সি পেয়ার পেতে পারেন । এরপর আপনি ট্রেড করে এর থেকে প্রফিট করতে পারেন। আর এখানে বাই এবং সেল এর মাধ্যমে ট্রেড ওপেন করতে হয়। ধন্যবাদ
-
ফরেক্স মার্কেটে প্রতিটি কারেন্সিই অন্য আর একটি কারেন্সির সাথে পেয়ার আকারে অবস্থান করে থাকে আর একে ফরেক্সের ভাষায় কারেন্সি পেয়ার বলা হয়।এখন মনে করুন আমি যখন কোন একটি বিশেষ কারেন্সি নিয়ে কাজ করব বা ট্রেড করব তখন ঐ কারেন্সি যে দেশের সেই দেশের অর্থনৈত্তিক অবস্থা যদি শক্তিশালী হতে থাকে তবে সেক্ষেত্রে ভাল প্রফিট লাভ করা অনেক বেশি সহজ হয় আর ঐ দেশের অর্থনৈত্তিক অবস্থা যদি দুর্বল হতে থাকে তবে সেক্ষেত্রে লসের সম্ভাবনা অনেক বেশি থাকবে। সেই কারনে ট্রেড করার পূর্বে অবশ্যই মার্কেট অ্যানালাইসিস বিশেষ করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কোন বিকল্প নেই।
-
ফরেক্স এ ট্রেড করতে সবাই পারে।কেউ বুঝে করে আবার কেউবা না বুঝে।আমার মতে আপনি যদি ওভিজ্ঞ বেক্তি হইয়ে থাকেন আপনার যদি কাজের অনেক অভিজ্ঞতা থাকে তাহলে আপনি লাভ করতে পারবেন।আবার অনেক সময় লস ও হতে পারে যদি আপনি সেটা না বুঝে ট্রেড করেন।