সব সময় মানিম্যানেজমেন্ট মেনে লট সাইজ নির্ধারন করা উচিত। নতুন অবস্থায় ১% এর বেশী রিস্ক নেওয়া ঠিক নয়। অর্থাত যদি ১০০ ডলারের একাউন্ট হয় তাহলে ০.০১ লটে ট্রেড করবেন। রিস্ক নিবেন ১ ডলার আর টেকপ্রফিট মিনিমাম ২ ডলার। সবসময় মনে রাখতে হবে ফরেক্স মার্কেট এ টিকে থাকাটাই হলো বড় চ্যালেন্জ আর টিকে থাকতে হলে অবশ্যই মানিম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে।