আমি বেশিরভাগ সময় টেক প্রফিট ব্যবহার করি । স্টপ লস খুব বেশি ব্যবহার করি না কারন মার্কেট অনেক সময় ম্যানিপুলেট হয় । যদি দেখি অবস্থা খুব বেশি খারাপের দিকে যাচ্ছে তবে নিজে নিজে ট্রেড ক্লোজ করে দেই ।
Printable View
আমি বেশিরভাগ সময় টেক প্রফিট ব্যবহার করি । স্টপ লস খুব বেশি ব্যবহার করি না কারন মার্কেট অনেক সময় ম্যানিপুলেট হয় । যদি দেখি অবস্থা খুব বেশি খারাপের দিকে যাচ্ছে তবে নিজে নিজে ট্রেড ক্লোজ করে দেই ।
ষ্টপ লস ও টেক প্রফিট খুব উপকারী তবে যারা প্রফেশনাল লং টার্ম ট্রেডার যাদের অনেক বড় বিনিয়োগ আছে তারা ষ্টপ লস টেক প্রফিট ব্যাবহার করেনা । যারা নতুন ট্রেডার অল্প পুজি আছে তাদের অবশ্যই সব সময় ব্যাবহার করা উচিত ষ্টপ লস ও টেক প্রফিট । অবশ্যই ফরেক্স ট্রেডারদের স্টপ লস টেকপ্রফিট ব্যবহার করা অপরিহার্য বা বাধ্যতামূলক এতে তাদের ট্রেডিং এক্সপেরিয়েন্স বাড়বে।
হ্যা, অব্যোশই ট্রেড করার সাথে সাথে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা উচিত। কারন এটি ব্যবহার করলে একাউন্ট এ বড় ধরনের লস থেকে বাচা যায়। আর যদি স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার না করেন তাহলে আপনি ফরেক্স এ যে কোন সময় একাউন্ট জির করে ফেলতে পারেন।
হা ভাই আমি স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করি । স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার না করলে অনেক সময় লাভ হই কিন্তু লন টাইম এর জন্য কারাপ । আপনার উচিত স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা আপনি যত স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করবেন আপনার জন্য তত ভাল হবে । স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করলে রিস্ক ফ্রী থাকা যাই ।
স্টপ লস ও টেক পপিট খুব গুরুত্ব পুর্ণ , কারণ আপনি যদি স্টপ লস না বসান তাহলে যে কোন সময় ব্যালেন্স 0 হয়ে যাবে , আর টেক পপিট না বসালে অনকে সময় লাভ নেওয়াটা কঠনি হয়ে যায় । স্টপ লস : স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন। টেক প্রফিট : টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
স্টপ লস ও টেক প্রফিট অপশন দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ । আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করার মাধ্যমে টিকে থাকতে হলে অনেক বেশি পরিমাণে কৈশলী হতে হবে একজন ট্রেডারকে । আর সেই ট্রেডিং কৈশলের একটা অংশ হলো স্টপ লস ও টেক প্রফিটের ব্যবহার । আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে স্টপ লস ও টেক প্রফিট ব্যবহারে আমাদের বিনিয়োগের যথার্থ ব্যবহার হয় ।
ফরেক্স মার্কেটে সাকসেস পেতে গেলে আপনাকে টেক প্রফিট আর স্টপ লস ব্যবহার করা অনিবার্য।কারন একটি ট্রেড আপঙ্কাএ অনেক লাভবান করতে পারে আবার আপনার ব্যালেন্সকে অনেক ক্ষতি করে দিতে পারে।শ্তপ লস আর টেক প্রফিট ব্যবহার করার নিয়ম হল স্টপ লস ঃ টেকপ্রফিট= ১ঃ২।
বেশির ভাগ ট্রেডাররাই টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করে না। কিন্তু আমাদের উচিত প্রতিটি ট্রেডেই টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করা। এতে আপনার এ্যাকাউন্ট অনেকটাই নিরাপদ থাকে। আমরা মার্কেটের সামনে সব সময় বসে থাকতে পারি না। তাই আমরা যদি টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করি তাহলে আমরা যেমন অধিক লসের হাত হতে বাচতে পারব ঠিক তেমনি আমরা আমাদের টার্গেট মত প্রফিট করতে পারব।
স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা ভাল। আর না করলে একাউন্ট এর জন্য নিরাপদ নয়। আপনি যদি ট্রেড করেন তাহলে অব্যশই সটপ লস ব্যবহার করুন। কারন মাঝে মাঝে মার্কেট যেভাবে বিশাল মুভ করে আপনার একাউন্ট নিমিষেই শেষ হয়ে যেতে পারে।
আমরা যারা ফরেক্স ট্রেডার তার্রাসকলেই স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করি করন সব ট্রেড গুলো আমরা বসে থেকে কাটতে পারি না তাছাড়া সব সময় মার্কেটে থাকা সম্ভব হয় না তাই আমরা আমদের লস প্রতিরোধ করতে স্টপ লস ব্যাবহার করি।আর প্রফিট হলেও আমাদের ট্রেড প্রফিটে যায়ে কেটে যায় তাই যারা ব্যাবহার করেন না তারা সকলেই স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করে প্রফিট করুন এবং লস প্রতিরোধ করে একাউন্ট জিরো হওয়া থেকে বাচান।
হ্যা ভাই আমি অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করি। ফরেক্সে টিকে থাকতে গেলে এগুলো ব্যবহার করতেই হবে। যে ট্রেডার স্টপ লস ব্যবহার করেন না তিনি কোনভাবেই ভালো ট্রেডার নন। কারন মার্কেট হঠাত আপনার ব্যলেন্স শূন্য করে দিতে পারে যদি না স্টপ লস ব্যবহার না করেন।
ফরেক্স ট্রেডিং মার্কেটে স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার না করলে যে কোন দিন একাউন্ট ব্যালেন্স অনেক বিশাল একটি ক্ষতির সম্মূখীন হওয়ার ভয় আছে। ফরেক্স ট্রেডিং মার্কেটে সফল ট্রেডাররা ট্রেডিংয়ে টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করে থাকেন। স্টপ লস ব্যবহার করে একজন ট্রেডার অনাকাঙ্খিত লসের হাত থেকে তার ট্রেডিং একাউন্টকে রক্ষা করতে পাবে আবার টেক প্রফিট ব্যবহারের মাধ্যমে একজন ট্রেডার তার ট্রেডটিকে নির্দিষ্ট পরিমান প্রফিটে নিতে পারে। আমি আমার প্রতিটি ট্রেডে টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করে থাকি।
ব্যক্তিগতভাবে আমি ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে টেক প্রফিট এবং স্টপ লস এই দুটি ট্রেডিং সহায়ক অপশন ব্যাবহার করে তার পর ট্রেড করে থাকি এতে করে আমি মনে করি বড় ধরনের লস হওয়ার ঝুকি অনেকাংশে রোধ করা যায়।স্টপ লস এ অপশনের মাধ্যমে আমি একটি নির্দিষ্ট প্রাইজ বসিয়ে ঐ প্রাইজের নিচে মার্কেট নামলে ট্রেড ক্লোজ করে অ্যাকাউন্ট ব্যালেন্সকে বড় ধরনের ঝুকির হাত থেকে রক্ষা করা যায়। অন্যদিকে ট্রেক প্রফিটের মাধ্যমে মার্কেটে একটি ট্রেড ওপেনের পর মার্কেট থেকে বেড়িয়ে গেলেও সেট করে দেওয়া প্রাইজে মার্কেট গেলেই প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করে দেওয়া যায়।
আমি মনে করি ফরেক্স মার্কেটে স্টপ লস ছাড়া কখনই ট্রেডিং করা উচিৎ নয়। কারন এতে করে নিজের একাউন্টের ডিপোজিট শূন্য হবার সম্ভাবনা থাকে। স্টপ লস ছাড়া ট্রেডিং করা আর লাগামহিন ঘোড়ার পিছনে বসা একই কথা। স্টপ লস দিয়ে ট্রেডিং করা একজন সফল ট্রেডারের প্রধান একটি লক্ষন। সবসময় স্টপ লস মেনে চলে ট্রেডিং করা উচিৎ। এতে করে বিশাল লসের হাত থেকে রক্ষা পাওয়া যায়।
ফরেক্স মার্কেটে একজন সুদক্ষ ট্রেডার হতে হলে আপনাকে ট্রেড নিয়ে প্রথমেই ট্রেডের স্টপ লস এবং টেইক প্রফিট ব্যবহার করতে হবে।নাহলে যে কোন সময় আপনার ট্রেডের বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই আমিও স্টপ লস এবং টেইক প্রফিট ব্যবহার করি।
আগে করতাম না তবে এখন আমি আমার প্রতিটি ট্রেডেই স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার করার চেষ্টা করি। কারন আমি সর্বদা মার্কেটের প্রতি নজর দিতে পারি না। এক্ষেত্রে আমি স্টপলস ব্যবহার করলে আমার অতিরিক্ত লসের ট্রেড ক্লোজ হয়ে যায়। আবার প্রত্যাশাজনিত প্রাইসে টেকপ্রফিট হিট করে ট্রেড ক্লোজ হয়। এজন্য আমি স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার করে থাকি।
আমি আসলে ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে একটু বেশি কেৌশল অবলম্বনের চেষ্টা করি যার জন্য আমি ট্রেড করলে সব সময় টেক প্রফিট এবং স্টপ লস ব্যাবহার করে থাকি কারন তাতে করে বড় ধরনের লসের হাত থেকে যেমন ট্রেডিং অ্যাকাউন্টকে রক্ষা করা যায় ঠিক তেমনি প্রফিট ও সহজে নিয়ে নেওযা সম্ভাব।
স্টপলস ও টেকপ্রফিট ফরেক্স মার্কেটের দুটি গুরুত্বপূর্ণ অপশন আর এ দুটি অপশন আমাদের সবসময় ব্যাবহার করা উশিত।কারন স্টপলসের মাধ্যমে আমরা অতিরিক্ত লসের হাত থেকে রক্ষা করতে পারি আর টেকপ্রফিটের মাধ্যমে নির্দিষ্ট পরিমান লাভ নিতে পারি।
ব্যক্তিগতভাবে আমি ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে টেক প্রফিট এবং স্টপ লস এই দুটি ট্রেডিং সহায়ক অপশন ব্যাবহার করে তার পর ট্রেড করে থাকি এতে করে আমি মনে করি বড় ধরনের লস হওয়ার ঝুকি অনেকাংশে রোধ করা যায়।স্টপ লস এ অপশনের মাধ্যমে আমি একটি নির্দিষ্ট প্রাইজ বসিয়ে ঐ প্রাইজের নিচে মার্কেট নামলে ট্রেড ক্লোজ করে অ্যাকাউন্ট ব্যালেন্সকে বড় ধরনের ঝুকির হাত থেকে রক্ষা করা যায়। অন্যদিকে ট্রেক প্রফিটের মাধ্যমে মার্কেটে একটি ট্রেড ওপেনের পর মার্কেট থেকে বেড়িয়ে গেলেও সেট করে দেওয়া প্রাইজে মার্কেট গেলেই প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করে দেওয়া যায়।
আমি স্টপলস ব্যবহার করি না দীর্ঘ ৪ বৎসর যাবত। টেকপ্রফিট ব্যবহার করি। আমি মার্কেটের গতি বুঝে ট্রেড করি। আপনিও পারবেন। শুধু টাইমফেম বদলান আপনার চিন্তা চেতনা ও লাভ লসের ইতহাস বদলে যাবে। ৪ ঘন্টার নিচে কোন টাইমফ্রেম ব্যবহার করবেন না।
প্রত্যেক ট্রেডে স্টপলস ও টেকপ্রফিট ব্যাবহার খুবই জরুরী৷স্টপলস ও টেকপ্রফিট আমাদের একাউন্টের ব্যালেন্স ও প্রফিটকে সুরক্ষা দেয়,নিরাপত্তা দেয়৷স্টপলস ও টেকপ্রফিট সঠিকভাবে সেট করতে হলে অবশ্যই আপনার ট্রেডিং চার্টে সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল গুলো ভালো করে চিনতে হবে, দেখতে হবে,বুঝতে হবে৷
ফরেক্স এ আমি অনেকবার আমার রিয়েল একাউন্ট জিরো করেছি। অনেকবার চেষ্টা করেছি স্টপ লস ছাড়া ট্রেড করার জন্য। কিন্তু যতবার আমি স্টপ লস ছাড়া একাউন্ট এ ট্রেড করেছি ঠিক ততবার একাউউন্ট জিরো হয়েছে। তারপর থেকে আমি স্টপ লস এবং টেক দিয়ে ট্রেড করছি। এটা ব্যবহার করলএ অন্তত একাউন্ট জিরো হবে না।
প্রত্যক ট্রেডার এর উচিত স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা। কেননা আপনাকে মার্কেট এটিকে থাকতে হলে স্টপ লস এবং টেক প্রফিট এর বিক্লপ নেই। ফরেক্স এ আপনি টিকে থাকতে হলে অবশি স্টপ লস এবং তেক প্রফিট ব্যবহার কর*্তে হবে।
আমি মনে করি এই পদ্ধতিটি প্রত্যেক ট্রেডারের করা উচিত। যখনি সে ফরেক্স মার্কেটে ট্রেড করতে আসবে তখনি তাকে চিন্তা করতে হবে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার সম্পর্কে। কেননা স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্স মার্কেটে ট্রেড করা জন্য এর কোন বিকল্প পথ নেই। ফরেক্স মার্কেটে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই আপনি স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করুন।
স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারেন। আর টেক প্রফিট এর মাধ্যমে আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করতে পারেন।
আমি সবসময় ষ্টপ লস ও টেক প্রফিট বযবহার করি।
তবে ষ্টপ লস থেকে যখন আবার দাম বাড়া শুরু করে তখন মন খারাপ হয়।
কিন্ত, ষ্টপ লস ব্যবহার না করলে যে কোন সময় একাউন্ট শূণ্য হতে পারে।
হ্যা অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করি । এটা না করলে মানি ম্যানেজম্যান্ট ঠিক থাকেনা, লস বেশি হওয়ার একটা আশঙ্কা থেকে যায় । কারন এই মার্কেটের মুভ কখন কোনদিকে যায় সেটা বলা অসম্ভব । সেজন্য আমাদের মত নতুন ট্রেডারদের স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা সবচেয়ে উত্তম ।
হ্যা দাদা, আমি স্টপ লস এবং টেক প্রফিট ছাড়া কখনই কোন ট্রেড করিনা। এটা হল আমার ট্রেড নেবার পর প্রথম কাজ। কারন এতে করে আপনি ট্রেড ওপেন করে দিয়ে আরামে ঘুমাতে পারবেন। কারন আমি তো আগের থেকেই নির্ধারণ করে রেখেছি যে এই ট্রেডটাতে আমি কতটুকু লস এবং কতটুকু প্রফিট নিতে আগ্রহী। সুতরাং এটা ব্যবহার করা আমাদের সকলেরই অপরিহার্য কর্তব্য।
স্টপ লস এবং টেক প্রফিট ব্যাবহার করা খুবই গুরুত্বপূর্ন এতে করে একাউন্ট সুরক্ষা থাকবে এবং টেক প্রফিটের মাধ্যমে প্রফিট তুলে নেয়া সম্ভব হবে এবং স্টপ লসের দারা অধিক লসের হাত থেকে একাউন্টকে বাচানো যাবে।
স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্স বিজিনেস এর সব থেকে গুরুতর জিনিস,যা সবার ইউজ করা দরকার,স্টপ লস আমাদের বড় লস এর হাত থেকে রক্ষা করে থাকে,ফরেক্স মার্কেট এর গতি অনেক টাইম আমাদের এন্ট্রি পক্ষে না ও থাকতে পারে তাই আমাদের লস থেকে বাচার জরনে টেক প্রফিট না দিলেও স্টপ লস দিতেই হবে।
আমি একটা ব্যবহার করি কিন্তু অন্যটা ব্যবহার করি না। আমার কাছে মনে হয় - কি দরকার এখানে ব্রোকরকে সুযোগ করে দেবার। আমি লস নিতে পারব ম্যানুয়ালি ট্রেড এ তো কি জন্য শুধু শুধু স্টপ বসিয়ে আমার প্রফিট কমাবো। যদিও এটা খুব ই রং ডিসিশান যে স্টপলস ছাড়া ট্রেড করা কিন্তু তারপরও আমরা তা করি।
আমি মনে করি এই পদ্ধতিটি প্রত্যেক ট্রেডারের করা উচিত। যখনি সে ফরেক্স মার্কেটে ট্রেড করতে আসবে তখনি তাকে চিন্তা করতে হবে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার সম্পর্কে। কেননা স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্স মার্কেটে ট্রেড করা জন্য এর কোন বিকল্প পথ নেই। ফরেক্স মার্কেটে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই আপনি স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করুন।
আমি এখন নিয়মিত প্রত্যেক ট্রেডেই স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে থাকি। কেননা আমি যখন প্রথম অবস্থায় ট্রেড করতাম তখন স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করতাম না আর সেই সুবাদে বেশির ভাগর ট্রেডে লস করে থাকতাম। এমনকি কয়েকভার আমার ব্যালেন্স শূন্যও করে ফেলেছি। আর যখন আপমি ধীরে ধীরে এই স্টপ লস এবং টেক প্রফিট সম্পর্কে জ্ঞান এবং প্রয়োগ সম্পর্কে বুঝতে পারছি তখন হতে আমি কখনই ব্যালেন্স শূন্য করিনী। আর সেই অভিজ্ঞতার ভিত্তিতে আপনি আপনাদের বলতে চাই আপনারা সকলেই স্টপলস এবং টেক প্রফিট ব্যবহার করে ট্রেড করুন তাহলে অবশ্যই ভালো কিছু অর্জন করতে পারবেন।
সাড়াদিন মার্কেটে থাকার দরকার কি? সাড়াদিন মার্কেটে থাকলে আরও বেশী সমস্যা কারণ কোন একটা সিগ্ন্যাল দেখলেই সেটাকে ট্রেড করার ইচ্ছা জাগবে সুতরাং মার্কেট এ না থাকাই ভাল। ট্রেড নিয়ে স্টপলস-টেকপ্রফিট সেট করে দিয়ে রেখে দেওয়া উচিত। ফরেক্স হলো সাইকোলজিক্যাল গেম এর মার্কেট সুতরাং যদি আপনার সাইকোলজি পরিষ্কার রাখতে চান আর পূর্ন উদ্দ্যেমে ট্রেড করতে চান তাহলে ট্রেড এর সঙ্গে অনন্যা কাজও করতে হবে যেমন : সাংসারি কাজকর্ম, ব্যবসা বা চাকুরি ইত্যাদি। কারণ শুধু মাত্র ট্রেড নিয়ে বসে থাকলে আপনি একসময় লস করতে থাকবেন এবং লস থেকে বের হতে পারবেন না।
যদিও আমি সবসময় স্টপলস টেকপ্রফিট ব্যাবহার করি না তবে আমি জানি এটা ব্যাবহার করা গুরুত্বপূর্ন ।আমি সাধারনত নিউজগুলো দেখে স্টপলস ও টেকপ্রফিট সেট করি এতে করে একাউন্টটি সুরক্ষিত থাকে কারন নিউজের সময় মার্কেট মুভমেন্টটা অনেক বেশি হয় এবং একাউন্ট জিরো হবার সম্ভাবনা থাকে ।
এটি একটি ভালো নিয়ম. আমি প্রতিটি ট্রেডিং এ টেক প্রফিট ব্যবহার করি. কিন্তু স্টপ লস টি ব্যবহার করা হয় না. কারণ স্টপ লস আমার ট্রেড গুলি কে লস এ বন্ধ করে দেয়. আমার অনেক ইনভেস্ট আছে তাই আমি স্টপ লস ব্যবহার করি না. কারণ মার্কেট একটি জায়গায় থাকে না লস হলে পুনরায় আবার লাভ এ ফিরে আসে. আর টেক প্রফিট ব্যবহার করি কারণ আমি সব সময় ট্রেডিং এ সময় দিতে পারি না তাই আমি একটি নিদ্দিষ্ট লাভ এ টেক প্রফিট দিয়া থাকি. আমার কাঙ্খিত লাভ হলে ট্রেড টি বন্ধ হয়.
আমার মতে ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে টেক প্রফিট এবং স্টপ লস এই দুটি ট্রেডিং সহায়ক অপশন ব্যাবহার করে তার পর ট্রেড করে থাকি এতে করে আমি মনে করি বড় ধরনের লস হওয়ার ঝুকি অনেকাংশে রোধ করা যায়।স্টপ লস এ অপশনের মাধ্যমে আমি একটি নির্দিষ্ট প্রাইজ বসিয়ে ঐ প্রাইজের নিচে মার্কেট নামলে ট্রেড ক্লোজ করে অ্যাকাউন্ট ব্যালেন্সকে বড় ধরনের ঝুকির হাত থেকে রক্ষা করা যায়। অন্যদিকে ট্রেক প্রফিটের মাধ্যমে মার্কেটে একটি ট্রেড ওপেনের পর মার্কেট থেকে বেড়িয়ে গেলেও সেট করে দেওয়া প্রাইজে মার্কেট গেলেই প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করে দেওয়া যায়।
আমি ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে টেক প্রফিট এবং স্টপ লস এই দুটি ট্রেডিং সহায়ক অপশন ব্যাবহার করে তার পর ট্রেড করে থাকি এতে করে আমি মনে করি বড় ধরনের লস হওয়ার ঝুকি অনেকাংশে রোধ করা যায়।স্টপ লস এ অপশনের মাধ্যমে আমি একটি নির্দিষ্ট প্রাইজ বসিয়ে ঐ প্রাইজের নিচে মার্কেট নামলে ট্রেড ক্লোজ করে অ্যাকাউন্ট ব্যালেন্সকে বড় ধরনের ঝুকির হাত থেকে রক্ষা করা যায়। অন্যদিকে ট্রেক প্রফিটের মাধ্যমে মার্কেটে একটি ট্রেড ওপেনের পর মার্কেট থেকে বেড়িয়ে গেলেও সেট করে দেওয়া প্রাইজে মার্কেট গেলেই প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করে দেওয়া যায়।
অনেক ট্রেডার আছেন যারা স্টপ লস ব্যবহার করেন না কিন্ত স্টপ প্রফিট ব্যবহার করে। যারা স্টপ লস ব্যবহার করেন না তারা অনেক কম সংখক প্রফিট করতে পারেন কিন্ত যারা স্টপ লস ব্যবহার করেন তারা প্রথম পর্যায়ে লস দেখলেও পরবর্তিতে প্রফিট করে। তবে যদি আপনার এনালাইসিস খুব ভাল হয় তাহলে আপনি চাইলে টেক লস না ব্যবহার করলেও পারেন কারন আপনি যদি জানেন মার্কেট ২০-৩০ পিপ্স নিচে যাওয়ার পর আবার ঘুরে যাবে তাহলে আপনি টেক লস ইউস করলে আপনার জন্য লস হবে। তাই টেক লস ব্যবহার করবেন কিনা সেটা মার্কেট এর উপর ডিপেন্ড করে।
আমি ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে টেক প্রফিট এবং স্টপ লস এই দুটি ট্রেডিং ব্যবহার করি। এটি আমি সহায়ক অপশন হিসেবে ব্যবহার করে তার পর ট্রেড করে থাকি। আর এভাবে ট্রেড করলে আমি মনে করি বড় ধরনের লস হওয়ার ঝুকি অনেকাংশে রোধ করা যায়।আর স্টপ লস এ অপশনের মাধ্যমে আমি একটি নির্দিষ্ট প্রাইজ বসিয়ে ঐ প্রাইজের নিচে মার্কেট নামলে ট্রেড ক্লোজ করে অ্যাকাউন্ট ব্যালেন্সকে বড় ধরনের ঝুকির হাত থেকে রক্ষা করতে পারা যায় বলে আমি মনে করি।