আমি ফরেক্সে এখনো পরজন্ত রিয়েল ট্রেড করিনি।। ফোরামের বোনাস দিয়েই ট্রেড করি। তাই ফরেক্সে আমি খুব একটা বেশি ইনকাম করতে পারিনি।। এখনো পরজন্ত বোনাস দিয়ে ট্রেড করে আমি ৪৫ ডলার উইথড্র দিয়েছি।। একদিন সরবোচ্চ ১৭ ডলার প্রিফিট করেছি।।
Printable View
আমি ফরেক্সে এখনো পরজন্ত রিয়েল ট্রেড করিনি।। ফোরামের বোনাস দিয়েই ট্রেড করি। তাই ফরেক্সে আমি খুব একটা বেশি ইনকাম করতে পারিনি।। এখনো পরজন্ত বোনাস দিয়ে ট্রেড করে আমি ৪৫ ডলার উইথড্র দিয়েছি।। একদিন সরবোচ্চ ১৭ ডলার প্রিফিট করেছি।।
ফোরাম বোনাস দিয়ে ট্রেড করে লাভ করতে পারিনাই তবে চেষ্টা করে যাচ্ছি। ফরেক্স শিখতে সময় লাগে আমাদের কে ধৈর্য ধরে ট্রেড করতে হবে। তাহলে ফরেক্স থেকে আয় করতে পারব।ফরেক্স মার্কেটে যারা ধৈর্য ধরে ট্রেড করতে পারে তাহলে সে প্রপিট করতে পারে।
হ্যা আমি ফোরামের বোনাস দিয়েই ফোরেকস মার্কেটে কাজ করি ইন্ডীয়ান ফোরাম নাইজেরিয়ন ফোরামে কাজ করে প্রথম ফোরেকসে কাজ সুরু করি তা থেকে প্রায় 1400 ডলার ইনকাম করি তা দিয়ে ফোরেকস মার্কেটে ৮ বছর টিকে আছি বলা যায় ফোরেকস ফোরাম আমাদের জন্য নিয়ামত সরুপ কিন্তু যারা এই মার্কেট কে জোয়ার কোট মনে করে তাদের জন্য নয়।
আমি ফরেক্স এ একজন নতুন ট্রেডআর ফোরাম থেকে আমি মাত্র ৫০ ডলার নিয়ে ট্রেড করা শুরু করি। ফোরামের এই ৫০ ডলার দিয়ে করার পর আমার লাভ এবং লস করার পর অবশেষে ১০ ডলার থাকে কিন্তু এই ১০ ডলার ও আমি উঠাতে পারি নাই। কারণ এই ১০ ডলার দিয়ে আবার কিছু ভুল ট্রেড করাতে আমার অ্যাকাউন্ট ভ্যানিশ হয়ে যায়।
আমি গত মাসে ফোরাম বোনস এর ৮০ ডলার দিয়ে শুরু করি । এখন ব্যালেন্স ৩১৫ ডলার । আমি আশা করি যে আল্লাহ আমাকে ভাল লাভ দিবেন । রতি মাসেই কিছু কিছু ডলার করে বোনাস পেয়ে থাকি। সেগুলো দিয়ে আমি ট্রেড করি। এবং বোনাস দিয়ে ট্রেড করে প্রফিটও করেছি বেশ কয়েকবার।
হ্যা এই ফোরাম থেকে বোনাস নিয়ে আমি লাভ করেছি । সেই লাভ আমি উইথড্র ও করেছি । তবে একটি বিষয় হচ্ছে যে আপনি যদি একবার আপনার বোনাস নিয়ে লসে পড়ে যান তাহলে এটি রিকভার করা খুবই কষ্ঠসাধ্য ব্যাপার । তাই বোনাস দিয়ে ট্রেড করার পূর্বে সাবধানতা অবলম্ভন করা উচিত বলে আমি মনে করি । ধন্যবাদ ।
ফোরামের বোনাস দিয়ে আমি এখনো ট্রেড করছি তবে নতুন ট্রেডার হওয়াতে প্রত্যশিত লাভ এখনো করতে পারি নি । যার ফলে টাকা উত্তোলন হয়ে উঠেনি । তবে আমি মনে করি যে ফরেক্স মার্কেট হতে টাকা *উত্তোলন এর ক্ষেত্রে বিশেষ করে ফোরাম বোনাস দিয়ে ট্রেড করার ক্ষেত্রে সতর্ক হয়ে ট্রেড করতে হবে । কেননা এতে বোনাস উত্তোলন করা যায় না শুধু লভ্যংশ উত্তোলন করা যায় ।
আমি বাংলাদেশ ফরেক্স ফোরাম এর ফোরাম পোস্টিং করে বোনাস ডলার পেয়াছি এবং ঐ বোনাস ডলার দিয়ে লাইভ অ্যাকাউন্ট এ ট্রেডিং করেছি । আমি এই ফোরাম পোস্টিং এর ডলার দিয়ে অনেক কয়েকবার লাভ করে সেই লাভের অংশ টুকু উত্তলন করেছি । আমি একদিনে ৭ ডলার পর্যন্ত লাভ করেছি । তবে আপনি এই ফোরাম অ্যাকাউন্ট অনেক লাভ করতে পারবেন সেই জন্য আপনাকে ফরেক্স ট্রেডিং এ অনেক দক্ষ হতে হবে ।
মাঝে মাঝে অনেক লস হলে বোনাস জমিয়ে রাখি । তবে আমি ফোরামের বোনাস দিয়ে ট্রেড করে অনেকবারই লাভের মুখ দেখতে সক্ষম হয়েছি । অনেকে মনে করে বোনাসের টাকা দিয়ে ট্রেড করলে হয়তো লস হয় বা লস হয়ে থাকে । বোনাস এর একাউন্ট থেকে অবশ্যই প্রফিট করা যায় এবং সেই প্রফিট উত্তোলন করাও যায় । যার প্রমান আমি নিজে ।
ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশ ফরেক্স ফোরামে অনেকদিন ধরেই আছি । এখানে মাঝে মাঝেই পোস্ট করি। নিজের অভিজ্ঞতা শেয়ার করি। আবার অন্যের পোস্ট দেখে অনেক কিছুই শিখি। এখানে পোস্ট করার ফলে আমি প্রতি মাসেই কিছু কিছু ডলার করে বোনাস পেয়ে থাকি। সেগুলো দিয়ে আমি ট্রেড করি। এবং বোনাস দিয়ে ট্রেড করে প্রফিটও করেছি বেশ কয়েকবার।
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার আমি যার কাছে ফরেক্স শিখতেছি সেই ট্রেডার ফরেক্স ফোরামের বোনাস দিয়ে ট্রেডিং করে অনেক প্রফিট করছে সেই প্রফিট থেকে ৫০ ডলার উইথড্র করেছে,তাই আমি ফরেক্স ভাল ভাবে শিখতেছি যাতে আমি ফরেক্স মার্কেট হতে প্রফিট করতে পারি,
অবশ্যই ফোরামের বোনাসের ডলার দিয়ে আমি লাভ করেছি । আমার ইচ্ছা হল ফোরামের ডলার বেশী বেশী আয় করার চেষ্টা করব তাহলেই আমরা সফল ব্যবসায়ী হতে পারব । সুতরাং আমরা কখনো ফোরাম থেকে দূরে থাকব না তাহলে আমরা ফরেক্স ব্যবসা ভুলে যাব । সুতরাং আপনারাও এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে ফোরাম করা শুরু করেন ।
ব্যক্তিগতভাবে আমি আমি বাংলাদেশ ফরেক্স ফোরামে অনেকদিন ধরেই আছি । এখানে মাঝে মাঝেই পোস্ত করি। নিজের অভিজ্ঞতা শেয়ার করি। আবার অন্যের পোস্ট দেখে অনেক কিছুই শিখি। এখানে পোস্ট করার ফলে আমি প্রতি মাসেই কিছু কিছু ডলার করে বোনাস পেয়ে থাকি। সেগুলো দিয়ে আমি ট্রেড করি। এবং বোনাস দিয়ে ট্রেড করে প্রফিটও করেছি বেশ কয়েকবার।
আমি একদম একজন নতুন ট্রেডার হওয়াতে খুব বেশি পরিমাানে এখনো লাভবান হতে পারি নি । আর আমি মাত্র একমাসই ফোরামের বোনাস পেয়েছি যার কারণে প্রাথমিক অবস্থায় লাভের চিন্তা বাদ দিয়ে আপাতত নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়ানোর চেষ্টা করছি । ফরেক্স মার্কেটে ট্রেডিং করে লাভবান হওয়ার অন্যতম শর্ত হল ফোরামের বোনাসের যথার্থ ব্যবহার নিশ্চিত করা ।
হ্যা ভাই আমি বোনাস নিয়ে লাভ করেছি | আমি ৫০ ডলার নিয়ে ট্রেড করি আর লাভ করি ৫০ তবে এটা এক মাসে | আমি মনে করি ফরেক্স যদি মন দিয়ে করা যায় তবে ফরেক্স থেকে আয় করা সম্ভব| ফরেক্স আপনি যত মন দিয়ে করবেন আপনি তত লাভ করতে পাড়বেণ |
আমি নতুন ফোরাম শুরু করলাম, আমিও আশা করি ফোরাম এর বোনাস দিয়ে আমি ভাল করব। আমি প্রতিদিন ই ফরেক্স মার্কেট এনাল্যসিস করি, যা সবার ই করা উচিৎ।
আমি ফোরাম বোনাস দিয়ে ট্রেড করে আগে অনেক লস করেছি। কিন্তু এখন আমি অনেক চেষ্টা করছি যাতে আমি কিছু প্রফিট করতে পারি। প্রফিট করার জন্য আমি স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করছি। কারন ত্রেড রানিং থাকলে প্রফিট উত্তোলন করতে নাও দিতে পারে।
আমি আমার পোষ্টিং বোনাস ডলার দিয়ে নিয়মিত ট্রেড করছি৷সর্বপ্রথম বোনাস ডলার দিয়ে প্রচুর প্রফিট করেছিলাম গত ডিসেম্বরে৷তারপরে গত ৫ মাস ধরে সেই প্রফিট অল্প অল্প করে লস দিয়ে দিয়ে মার্কেটে এখোনোও টিকে আছি৷এর মধ্যে ব্যালেন্স শুন্য হয়েছে কয়েকবার, আমার সময়মত অনুপস্হিতির কারনে৷গত মাসে পোষ্টিং বাবদ পুজিঁ পেয়েছি 61$ এবং তা দিয়ে এখন ট্রেড করছি৷এরই মধ্যে 19$ প্রফিটও যোগ হয়েছে৷আর প্রফিট উত্তোলন করার মতো ব্যালেন্স পরিস্হিতি এখনোও হয় নাই৷আগে ভালো কিছু প্রফিট করি, তারপরে উত্তোলনের চেষ্টা করবো৷
আমি ফরেক্স মার্কেটে ফোরাম বোনাস দিয়ে প্রথমে ভাল প্রফিট করে ছিলাম।ফরেক্সে ট্রেড করা যায় ঠিক তেমনি বোনস দিয়ে ট্রেড করে ট্রেডে যে লাভ হবে তাও মার্কেট থেকে উত্তোলন করে নিজের পকেটে নেওয়া যায়।লধন হিসেবে এই ফোরাম বোনাস অনেক সহায়ক তাই আমি লাভ করার জন্য মূলধন হিসেবে এইটি বেবহার করি.
ফরেক্স থেকে পাওয়া বনাস দিইয়ে ট্রেড করে লাভবান হয়া যায় । আমি করেছি এবং অনেকেই করেছে এখানে কোন ভুল নাই । লাভের পরিমান নিরভর করে আপনার ব্যালেন্সের উপর । যত বেশি ব্যালেন্স বাড়াতে পারবেন তত বেশি লাভ করতে পারবেন ।
ফোরামের বোনাস দিয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করিতে পারি, আমরা প্রতি পোস্টের জন্য পাই ২০ সেন্ট , পোস্ট করা য়ে ব্যালান্স পাই সেইটি দিয়ে ট্রেড করিতে পারি।যদি আমরা বোনাস ডলার দিয়ে ট্রেড করে লাভ করিতে পারি তাহ লে সেই লাভ আমরা উঠাতে পারি।কিন্তু বনাস উঠানো য়াবেনা।
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার আমি যার কাছে ফরেক্স শিখতেছি সেই ট্রেডার ফরেক্স ফোরামের বোনাস দিয়ে ট্রেডিং করে অনেক প্রফিট করছে সেই প্রফিট থেকে ৫০ ডলার উইথড্র করেছে,তাই আমি ফরেক্স ভাল ভাবে শিখতেছি যাতে আমি ফরেক্স মার্কেট হতে প্রফিট করতে পারি,
হা ফোরামের বোনাস দিয়ে অামি লাভ করেছি। যদিও বোনাস টি তুলতে পারবোনা সে রকম কোন নিয়ম নেই তবে বোনাস দ্বারা যে ট্রেড করা হয় সেটা অরিজিনাল ডিপজিট করে ট্রেড করার মতই। যেমন ডিপজিট করে ট্রেড করলে লাভ হয় অার ঐ লাভ তোলা যায় তেমনি বোনাস দিয়ে ট্রেড করে যা লাভ হবে তা তুলা যায়। অনেকই বোনাস দ্বারা ট্রেড করে লাভ করে থাকে। অামি ও লাভ করেছি।
হ্যা অবশ্যই ফোরাম বোনাস দিয়ে ট্রেড করে আমি লাভ করেছি। তবে বোনাসের টাকাটা যদিও তুলা সম্ভব নয় তারপরও আমি বোনাসের টাকাকে নিজের ডিপোজিট করার মতই মনে করে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি। আর এজন্যই আমি মনে করি ফরেক্স মার্কেট থেকে অধিক বেশি সফলতা অর্জন করতে পারি। তাই আমি মনে করি প্রত্যেক ট্রেডারের উচিত বোনাসের টাকাকে নিজের ডিপোজিটকৃত টাকা মনে করে যদি ফরেক্স ট্রেড করে তাহলে হয়তো অধিকাংশ ট্রেডার এই মার্কেট থেকে সফলতা অর্জন করতে পারবেন এটা আমার বিশ্বাস।
অবশ্যই । অনেক বার ট্রেড করে টাকা তুলেছি বলেই তো এই ফোরামের সাথে এখনও জড়িত রয়েছি । ফোরাম আছে বলেই আমাদের মত বাঙ্গালীরা টিকে আছে । নাহলে নিজের পকেট থেকে টাকা বিনিয়োগ করে ব্যবসা করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ত তাই নয় কি ? সর্বোচ্চ এখন পর্যন্ত যা ইনকাম করেছি " আলহামদুলিল্লা " । সুতরাং আমরা সবাই চেষ্টা করব ফোরামের সঙ্গে থাকার ।
আমি মনে করি আপনি ফোরামের বোনাস দিয়ে তখনি লাভ করতে পারবেন যদি বোনাসের টাকাকে নিজের ডিপোজিটকৃত টাকা মনে করে ফরেক্স মার্কেটে ট্রেড করেন তাহলে আপনি অবশ্যই ফোরামের বোনাসের টাকা দিয়ে লাভ করতে পারবেন। এজন্য আমাদেরকে আরোও নিখুত ভাবে ফরেক্স মার্কেটে ট্রেডিং কৌশলগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, প্রয়োজনে অধিক সময় ব্যয় করে প্রচুর পরিশ্রম করে ভাল দক্ষতা অর্জন করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে। তাহলে আপনি অবশ্যই এই ফোরামে বোনাস দিয়ে ট্রেড করে ভাল প্রফিট অর্জন করতে পারবেন।
ভাই ফোরামের বোনাস দিয়ে ট্রেড করে লাভ করেছি, তবে খুব সামান্য। কারন মূলধনটাও তো বেশি থাকতে হবে। তবে একটা জিনিস উপলব্ধি করলাম যে এখানে আপনার ব্যালেন্স যত বেশি হবে ততই আপনি রিস্ক ফ্রি করে ট্রেড করতে পারবেন। তবে ব্যালেন্স যাই হোক না কেন একজন প্রফেশনাল দক্ষ ট্রেডারের বৈশিষ্ট্যই হল কম ইনভেস্টমেন্টে সর্বোচ্চ বেশি পরিমাণ লাভ করা।
অনেক প্রফিট করেছি। দুইবার একাউন্ট এর ব্যালান্স হাজারের ঘর ছুয়ে এসেছে। এবার আবারও এসেছি। এবারও টার্গেট কম বেশি হাজার ডলার। তবে কতটা পারব জানি না। লেগে আছি কোন পর্যন্ত মার্কেট নিয়ে যায় দেখব। হাল ছাড়ছি না যতক্ষণ না আমার গোল ফিলআপ হয়।
আমি ফোরাম এর বোনাস নিয়ে ট্রেডিং শুরু করি ৩ মাস হলো. প্রথম মাস এ ১১ ডলার ইনকাম করি. পরের মাস এ ৫০ ডলার এর মতো ইনকাম করতে পারছি. চলতি মাস এ ও আমি আরো ১০০ ডলার ইনকাম করতে পারবো বলে মনে করি. এ জন্য আমি বাংলাদেশ ফরেক্স ফোরাম কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই. কারণ বাংলাদেশ ফরেক্স ফোরাম না থাকলে হয়তো আমি কখনো ফরেক্স জগৎ চিনতাম না. তাই আমি চির কৃতজ্ঞ বাংলাদেশ ফরেক্স ফোরাম এর প্রতি.
আমি এখনও উল্লেখযোগ্য লাভ করতে পারিনি কারণ ট্রেড কম করি। আমি ডলার গুলো জমিয়ে রাখছি। বড় এমাউন্ট হলে তখন ভালভাবে ট্রেড করবো। কারণ আমি এখনও লাভের চিন্তা করছি না। তবে মাঝে মাঝে রিয়েল ট্রেড করি লাভ ও হয় আবার লস হয়। তবে আমি দেখেছি যখন কোন লোভ করে ট্রেড দেই এবং সিস্টেম এর বাইরে গিয়ে ট্রেড করি তখনই লস হয়। তাই লস থেকে বাচতে হলে কখনও সিস্টেম এর বাইরে যাওয়া যাবে না অর্থাত মানিম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে।
আাম একদিনে কত লাভ করেছি সেটা দেখার বিষয় না। আমি অনেকদিন ট্রেড করার পর লাভ করেছিলাম। আর এই পোস্টিং এর নিয়ম হচ্ছে আপনি পোস্ট করে যাই বানান না কেন সেটা আপনি তুলতে পারবেন না। আপনি শুধু প্রফিট উঠাতে পারবেন।
আমি নিয়মিত লাভ করে চলেছি অনেকটা লাভ করেছি ফোরামের বোনাস থেকে । প্রথম মাসে পেয়েছি ৩৫ ডলার ৫ ডলার লাভ। পরে ৩ ডরার লস কিন্তুু আর একটা ৬০ ডলার লাভ।সব মিলিয়ে এখন আর ট্রেড করি না। ডলার জমিয়ে এক সাথে করবো।
আমি ফোরাম দিয়েই আমার ফরেক্স ট্রেডিংয়ের যাত্রা প্রথম শুরু করি ফোরাম থেকে প্রাপ্ত বোনাস রিয়াল ট্রেডিং প্লাটফর্মে ব্যাবহার করে আমি ফরেক্স থেকে এ যাবতকালে অনেক বেশি প্রফিট লাভ করতে সক্ষম হয়েছি এবং তা সফলতার সাথে উঠাতেও পেরেছি।
ফরেক্স মার্কেটে ফরামের বনাস দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভ করা জায় এবং ফরামের বনাস দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভ করে সেই বনাসের লাভের অংশ উঠানো জায় এবং অনেক আয় করা জেতে পারে ফরামের বনাস দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভ করতে পারলে ভাল প্রফিট করতে পারলে তা সব টাকা উঠান জায় ।
ফোরামের বোনাস দিয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করিতে পারি, আমরা প্রতি পোস্টের জন্য পাই ২০ সেন্ট , পোস্ট করা য়ে ব্যালান্স পাই সেইটি দিয়ে ট্রেড করিতে পারি।যদি আমরা বোনাস ডলার দিয়ে ট্রেড করে লাভ করিতে পারি তাহ লে সেই লাভ আমরা উঠাতে পারি।কিন্তু বনাস উঠানো য়াবেনা।
ফোরামের বোনাস আমার জন্য আশির্বাদ সরুপ। কারন আমি এতে অনেক হেপি। কারন আমি ফরেক্স শিখতে শিখতে আগেই আমার পুজি খালি করে পেলি। তাই যখনই ফরেক্সে দক্ষ হই তখন হাতে আর পুজি নাই। তাই ফোরাম পোস্ট নিয়ে হেপি।[ATTACH=CONFIG]6560[/ATTACH]
হ্যা অবশ্যই আমি ফোরামের বোনাস দিয়ে ট্রেড করছি শুধু তাই নয় আমি ফোরামের বোনাস দিয়ে ট্রেড করে মোটামুটি ভাল মুনাফাও উপার্জন করেছি। আশা করি ভবিষ্যতেও ফোরাম বোনাস দিয়ে ট্রেড করে এর চেয়ে ভাল মুনাফা উপার্জন করতে পারবো। কেননা এই ব্যবসাটি যে ভালভাবে বুঝতে ও শিখতে পারবো সে অবশ্যই ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবে।
আমি একজন দরিদ্র স্টুডেন্ট। পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম হিসেবে ফরেক্সে ট্রেড করি।আবার পুজির অভাবে ফোরামের বোনাসকে ডিপোজিট হিসেবে কাজে লাগিয়ে ট্রেড করার সর্বোচ্চ চেষ্টা করি।এ পর্যন্তত ফোরামের বোনাসকে কাজে লাগিয়ে বেশ কিছু প্রফিট উঠাতে পেরেছি।আশা করছি সবকিছুই ঠিকঠাক চললে আরও প্রফিট করা সম্ভব হবে।
আমি জানি ফোরামে পোস্ট করে যে বোনাস পাওয়া যায় তা দিয়ে রিয়েল ট্রেডে একাউন্ট করলে তা থেকে প্রফিট করলে সেই তুলেও নেয়া যায়। আমিও এই পরিকল্পনা মাফিক ফোরামে পোস্ট করে বোনাস সংগ্রহ করছি এবং ধাপে ধাপে শিখছি। আমি মনে করি ফরেক্স সম্পর্কে শিখার কোন শেষ নেই।
আমি ফরেক্স ফোরামে কাজ করছি তিন চার মাস ধরে। আর আমি ফোরামে লিখে যে বোনাস অর্জন করতে পারি ওই বোনাস দিয়ে আমি রিয়েল ট্রেডিং শুরু করি।তবে যেদিন আমি রিয়েল ট্রেডিং শুরু করি সেদিনই ৪৫ ডলার ইনকাম করতে পারি এর পরের দিন আরও ৫০ ডলার ইনকাম করি। কিন্তু দুই দিনে অনেক ভালো প্রফিট অর্জন করতে পারছি বলে আমি লোভ করে বড়ো লট ধরে ট্রেড করি। আর তাতেই যত বিপত্তি সৃষ্টি হয়। আমি আমার সব প্রফিট লস করি। এর পর থেকে এখন পর্যন্ত তেমন আশানুরূপ সাফল্য অর্জন করতে পারিনি। তবে আমি চেষ্টা করছি এখানে ভালো কিছু করতে।