-
সব কারেন্সীতে ট্রেড করা লাভ জনক না। কোনো কোনো কারেন্সী আবার ঝুকিপূর্ন। একজন এর পক্ষে সব কারেন্সী নিয়ে কাজ করাও সম্ভব না। তাকে কয়েকটা কারেন্সী সিলেক্ট করে নেয়া উচিত। আমি ৪-৫টা কারেন্সীতে ট্রেড করি।ফরেক্স মার্কেটে কারেন্সী সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ন ব্যপার। কারন এখানে অনেক কারেন্সী রয়েছে। সব কারেন্সীর মুভমেন্ট একরকম না।
-
অামি মূলত দুটি বা তিনটি কারেন্সিতে ট্রেড করি। কারন অামি বেশি একটা পুরোনো না এই ফরেক্স ট্রেডিং এ। যেহেতু অল্প পুজিতে ট্রেড করি সেহেতু চেষ্টা করি যেন লস না হয়। বেশি কারেন্সিতে ট্রেড করলে লসের সম্ভাবনা বেশি। যারা অভিজ্ঞ হয়তো তারা বেশি কারেন্সিতে ট্রেড করতে পারে।
-
আমার সাধারণত ইউরো/উঁসডি কারেন্সিতে ট্রেড করি বেশি সময়।তা ছাড়া ফরেক্স মার্কেট আনালাইসিস করার পর,মার্কেট এর ফান্ডামেন্তাল আনালাইসিস এর ওপর,মভমেন্ত এর ওপর নির্ভর করে আমার ত্রেদ,বলা যাই আমার ট্রেড কারেন্সির ওপর ডিপেনড করে নাহ মার্কেট আনালাইসিস এর ওপর ডিপেনড করে।
-
আমি মূলত gbpusd, usdjpy এই দুটো পেয়ারে ট্রেড করি। কারণ আমি এই পেয়ার দুটো সম্পর্কে একটু মোটামুটি ভাল বুঝি এবং ট্রেডিং কৌশল সম্পর্কে ভাল বুঝতে পারি। তাই আমি বেশির ভাগ সময় এই দুটোতেই ট্রেড করি এবং বেশ মুনাফাও উপভোগ করতে পারছি। তাই আমি বলতে চাই আপনি যদি ফরেক্স থেকে লাভবান হতে চান তাহলে আপনি আগে ঠিক করে নেন কোনটি ট্রেড করবেন এবং সেই পেয়ার সম্পর্কে আগে ভাল করে এনালাইসিস করে ধারণা ও অভিজ্ঞতা অর্জন করতে পারেন তার উক্ত পেয়ারে ট্রেড করুন দেখবেন ভাল মুনাফা উপার্জন করতে পারছেন।
-
আমি ১ টি কারেন্সি পেয়ারে ট্রেড করি ইউরো ইউএসডি । কারন প্রথম থেকেই আমি এই মার্কেটের সঙ্গে আছি, এর মুভমেন্ট ও নয়েস গুলো আমার কাছে অনেকটা সহজ লাগে । আর একের অধিক পেয়ার নিয়ে কাজ করবেন শেষে দেখবেন যে আর কোনটাই হচ্ছে না । সুতরাং একটা নিয়েই কাজ করা উত্তম এতে আপনার ট্রেডিংএ একিউরিসি আসবে ।
-
আমি ফরেক্স মার্কেট এ প্রায় ২০ টির মত পেয়ার এ ট্রেড করি। কারন আমি প্রাইচ একশন স্ট্রেটিজিতে ট্রেড করি। আর এই পদ্ধতিতে একাধিক পেয়ার এ এনালাইসিস করতে হয়। কেননা ১-২ টা পেয়ার এ এই সিস্টেম এ ট্রেড করা সম্ভব নয়। তাই আমি একাধিক পেয়ারে এনালাইসিস করি। যেটা তে ট্রেড পাই সেটা শুধু ট্রেড করি। তাই এরকম নয় যে একাসাথে ২০ টা পেয়ার এ ট্রেড করা যাবে।
-
ফরেক্স মার্কেটের এ অনেক গুলো পেয়ার আছে যেকোন টি দিয়ে যেকোন সময় ট্রেড করা যায় তবে, ভালভাবে জেনে নেওয়া উচিত কোন পেয়ার কতটুকু স্প্রেড কারন এটা জানা না থাকলে আপনার ট্রেডিং শুধু লস হবে। আবার কোন পেয়ারের মুভমেন্ট কিরকম সেটা বুঝতে হবে। আমি ইউরো/ইউএসডি তে কাজ করি আবার ইউএসডি/জেপিওয়াই তে মাঝে মাঝে দেখি এবং ট্রেড করে। তবে বেশী পেয়ারে না যাওয়াই ভাল তাতে গুলিয়ে যেতে পারেন।
-
আমি মূলত দুটি কারেন্সিতে ট্রেড করি আর সেগুলো হচ্ছে ইউরো/ইউএসডি এবং ইউএসডি/জেপিওয়াই। কারণ এই দুটো স্প্রেড খুব কম এছাড়াও অন্যান্য কিছু পেয়ার আছে সেগুলো স্প্রেড কম আছে তবে আমি এই দুটো পেয়ার সম্পর্কে বেশ ভাল অভিজ্ঞতা অর্জন করতে পারছি এবং এদের নিউজগুলো সম্পর্কে বেশ ভাল বুঝতে পারি তাই আমি এই দুটো পেয়ার বেশির ভাগ সময় ট্রেড করি। এবং এ থেকে আমি বেশ ভাল সফলতা অর্জন করতে পেরেছি।
-
আমি যখন একদম নতুন ট্রেডার ছিলাম তখন আমিও আপনার মতই শুধুমাত্র eur/usd এই একটি পেয়ারেই দীর্ঘদিন ট্রেড করেছিলাম৷এরপর আস্তে আস্তে gbp/usd,usd/jpy পেয়ারগুলোতে শুরু করি৷তারপরে আরও কয়েকটি eur/jpy,gbp/jpy ইত্যাদি পেয়ারে ট্রেড করা শুরু করি৷আর এখন aud/usd,nzd/usd, usd/chf, usd/cad, পেয়ারগুলোতে ট্রেড করি৷আপনারা কে কতগুলো পেয়ারে ট্রেড করবেন সেটা নির্ভর করে আপনারা কে কেমন দক্ষ্ এবং অভিজ্ঞ ট্রেডার৷আপনাদের মধ্যে যারা যত বেশি প্র্যাকটিস করছেন তারা তত বেশি পেয়ার নিয়ে ট্রেড করতে পারেন তবে অবশ্যই ডেমো অ্যাকাউন্টে ট্রেড করবেন৷যখন নিজেকে দেখতে পারবেন নিয়মিত প্রফিটেবল ট্রেডার ঠিক তখনই আরও দু-একটি পেয়ারে ট্রেড করতে পারেন৷তবে যদি সম্পূর্ণ নতুন ট্রেডার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই eur/usd একটি মাত্র পেয়ারেই ট্রেড করা উচিত৷
-
আসলে ফরেক্স মার্কেটে ট্রেড করতে বেশি কারেন্সির প্রয়োজন হয় না আপনি যদি একজন ভাল ট্রেডার হন তবে আপনি এক দুইটা কারেন্সিতে ট্রেড করলেই আপনি লাভবান হয়ে পারবেন। আমি দেখেছি যে যারা অনেক ভাল ট্রেডার তারা একটি পিয়ারে ট্রেড করে অনেক লাভবান হয়ে থাকে। আপনি কি করেন।
-
আমি বর্তমানে দুইটি কারেন্সিতে ট্রেড করি । বেশ ভালোই প্রফিট করতে পেরেছি । আমার মনে হয় খুব বেশি কারেন্সিতে ট্রেড না করে দুই তিনটি কারেন্সি এর ওপর গুরুত্ব দিলে সহজেই মার্কেট মুভমেন্ট বোঝা যায় । এতে সহজেই প্রফিট করা যায় ।
-
ভাই আমি বর্তমানে দুটো কারেন্সিতে ট্রেড করছি। এর কারনটা হলো একটাতে পজিশন না পেলে তখন আরেকটিতে ট্রেড নেই। তবে আমার মতে যদি আপনি এই ফরেক্স মার্কেটে পুরাতন ট্রেডার না হন সেক্ষেত্রে আপনাকে প্রাথমিক অবস্থায় কমপক্ষে দুটো বছর একটা কারেন্সিতেই ভালভাবে ট্রেড করা জানতে হবে, পরে নাহয় আপনি একাধিক কারেন্সি রাখতে পারেন আপনার সুবিধার জন্য। তবে আপনার ট্রেডিং সিস্টেম এখানে কতটুকু কাজ করছে সেটাও আপনাকে দেখতে হবে।
-
মেজর কারেন্সি গুলে তে ট্রেড করা উত্তম। তবে আমি জি বি পি আর ডলার ট্রেড করে থাকি। কারন এই পেয়ারে মুভমেন্ট অনেক বেশি। আর সহজে অনেক লাভ বের করা জায়। তবে লাভ বের করতে হলে আমাদের কে নিউজ প্রকাশের পর ট্রেড নিতে হবে।
-
আমি জানামতে অনেক ট্রেডার আছেন যারা একটা কারেনসিতে ট্রেড করেন। আবার অনেক আছেন যারা অনেক কারেনসিতে ট্রেড করেন। আমি প্রাইচ একশন এ ট্রেড করি। তাই অনেক পেয়ার এ ট্রেড করি। কেননা প্রাইচ একশন এ ট্রেড করলে সিগনাল পেতে হলে একাধিক পেয়ারে ট্রেড করা উচিত।
-
আমি ফরেক্স মার্কেটে খুব কম কারেন্সিতে ট্রেড করি কারন বেশি কারেন্সিতে ট্রেড করতে গেল মাথায় এক সময় কাজ করে না তাই যত কম কারেন্সীতে কাজ করা যায় আমি মনে করি ততই ভাল। আর যারা বেশি কারেন্সীতে কাজ করে আমি জানি তারা বেশি ভাল করতে পারে না।
-
আমার মতে ফরেক্স মার্কেট কারেন্সি বাছাই করে নেওয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ । কারন আপনি মার্কেট কাজ করেতে গেলে কারেন্সি অবশ্যই লাগবে। আর সব কারেন্সি কিন্তু লাভজনক হয় না। কারেন্সি যদি লাভজনক না তাহলে কষ্ট করে তো আর কোন লাভ নাই। সব কারেন্সির মুভমেন্ট কিন্তু এক না। মার্কেট অনেক কারেন্সি আছে যে গুলো ঝুকিপূর্ণ ।আর এক জন মানুষের পক্ষে কিন্তু সব কারেন্সি নিয়ে কাজ করা সম্ভব না। আর আমি ট্রেডিং এর জন্য জিবিপি/ইউএসডি কারেন্সি তে কাজ করি ।
-
ট্রেড করার জন্য ফরেক্স মার্কেটে কারেন্সী সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ন ব্যপার। কারন এখানে অনেক কারেন্সী রয়েছে। সব কারেন্সীর মুভমেন্ট একরকম না। তাই সব কারেন্সীতে ট্রেড করা লাভ জনক না। কোনো কোনো কারেন্সী আবার ঝুকিপূর্ন। একজন এর পক্ষে সব কারেন্সী নিয়ে কাজ করাও সম্ভব না। তাকে কয়েকটা কারেন্সী সিলেক্ট করে নেয়া উচিৎ। আমি ৪-৫টা কারেন্সীতে ট্রেড করি।
-
আসলে আমি ফরেক্স মার্কেট এর সকল কারেঞ্চি তে ট্রেড করি।তবে আমি মেজর কারেঞ্চিতে একটু বেসি ট্রেড করি।মেজর কারেঞ্চি গুলতে ট্রেড করে আমি ভালোই আয় করতে পারি অন্য কারেঞ্চির থেকে।ফরেক্স মার্কেট এ আমরা আমাদের নিজেদের ইচ্ছা মত যেকোনো কারেঞ্চিতে ট্রেড করে আয় করতে পারি।তবে সবাই মেজর কারেঞ্চির দিকে বেসি জুকে।কারণ এর স্পিড অনেক কম কাটে।আমিও এর ব্যতিক্রম নয়।
-
একটা পেয়ারে সব সময় ট্রেডিং অপশন তৈরী নাও হতে পারে তাই কয়েকটা পেয়ারে ট্রেড না করলেও প্লাটফর্মে রাখা উচিত। আমি ইউরো/ডলার, ডলার/ইয়েন,পাউন্ড/ডলার,অস্ট্রে/ডলার,নিউজল্যান্ড/ডলার,পাউন্ড/ইয়েন,ইউরো/ইয়েন,ইউরো/পাউন্ড,গোল্ড এবং ক্রডওয়েল ট্রেড করি। তবে আমার সব থেকে পছন্দের পেয়ার পাউন্ড/ইয়েন।
-
আমি বেশি কারেন্সিতে ট্রেড করি না। শুধুমাত্র ইউরো এবং ইউএসডি কারেন্সিতে ট্রেড করি। আর আমার মনে হয় ট্রেডের জন্য এই দুই কারেন্সিই ভালো। আর আমার দেখামতে বেশিরভাগ ট্রেডাররা এই দুই কারেন্সিতে ট্রেড করে থাকে। কারণ এই দুই কারেন্সি খুব বেশি উ্ঠানামা করে ফলে অল্প সময়ের মধ্যে ভাল মুনাফা উপার্জন করা সম্ভব হয়। তাছাড়া এই দুই কারেন্সির নিউজগুলো খুব সহজেই পাওয়া যায়। যার ফলে ট্রেন্ড ধরা খুবই সহজ হয়ে যায়।
-
আসলে এটা যার যার রুচির উপর নির্ভরশীল। তবে একটা পেয়ারে সব সময় ট্রেডিং অপশন তৈরী নাও হতে পারে তাই কয়েকটা পেয়ারে ট্রেড না করলেও প্লাটফর্মে রাখা উচিত। আমি ইউরো/ডলার, ডলার/ইয়েন,পাউন্ড/ডলার,অস্ট্রে/ডলার,নিউজল্যান্ড/ডলার,পাউন্ড/ইয়েন,ইউরো/ইয়েন,ইউরো/পাউন্ড,গোল্ড এবং ক্রডওয়েল ট্রেড করি। তবে আমার সব থেকে পছন্দের পেয়ার পাউন্ড/ইয়েন।
-
আমি ফরেক্সে একজন নতুন ট্রেডার।ফরেক্স সম্পর্কে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা নাই।তা আমি নির্দিষ্ট কয়েকটি পেয়ারে ট্রেডিং করে থাকি।পেয়ার গুলো হল ইউরো/ ইউএসডি,জিবিপি/ইউএসডি,ইউএসডি/সিএডি,ইউএসডি/এইউডি।এছাড়া যখন ভালো কোন নিউজ পাই তখন অন্যান্য পেয়ার গুলোতেও ট্রেড করে থাকি।
-
আসলে ফরেক্স এ ট্রেড করার নির্দ্রিষ্ট কোন কারেন্সীতে ট্রেড করলে লাভের সম্ভাবনা কম থাকে । তাই বাজার এনালাইসিস করে পেয়ার যাচাই করে শুবিধা মত পিয়ারে কারন্সেীতে ট্রেড করতে হবে । এবং সেটাই করে থাকি। মুলত দক্ষতার উপর কারেন্সীতে ট্রেড করে থাকি।
-
ফরেক্স মার্কেট এ ইউরো ইউ এসডি এবং জিবিপি ইউ এসডি কারেন্সিতে ট্রেড করতে ভাল লাগে কারন এই কারেন্সি গুলো বেশি আপডাউন করে এর ফলে মার্কেটে ভুলাটিলিটি প্রপিট করা সহজ হয় তবে অন্য কারেন্সি গুলোতে ট্রেড করি যখন সুবিদা হয়।
-
কারেন্সি ট্রেডের বিভিন্ন উপায়-স্পট মাকের্ট,ফিউচার মাকের্ট,অপশন মাকের্ট,এক্সচেজ্ঞ ট্রেডড ফান্ড।
ফরেক্স মার্কেটে কারেন্সী সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ন ব্যপার। কারন এখানে অনেক কারেন্সী রয়েছে।তার মধ্যে উল্লেখযোগ্য-
ইউরো/ইউএসডি
ডলার/ইয়েন
পাউন্ড/ডলার
অস্ট্রে/ডলার
গোল্ড
নিউজল্যান্ড/ডলার
পাউন্ড/ইয়েন
সব কারেন্সীর মুভমেন্ট একরকম না। তাই সব কারেন্সীতে ট্রেড করা লাভ জনক না। কোনো কোনো কারেন্সী আবার ঝুকিপূর্ন। একজন এর পক্ষে সব কারেন্সী নিয়ে কাজ করাও সম্ভব না। তাকে কয়েকটা কারেন্সী সিলেক্ট করে নেয়া উচিত। আমি ৪-৫টা কারেন্সীতে ট্রেড করি।তবে বেশীভাগ সময় ২টা কারেন্সি বেশী ব্যবহার করি -ইউরো/ইউএসডি।এটা ব্যবহার করতে আমার ভালোলাগে।তবে আপনার পছন্দমতো আপনি ব্যবহার করতে পারেন।এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা
-
আসলে এটা যার যার রুচির উপর নির্ভরশীল। তবে একটা পেয়ারে সব সময় ট্রেডিং অপশন তৈরী নাও হতে পারে তাই কয়েকটা পেয়ারে ট্রেড না করলেও প্লাটফর্মে রাখা উচিত। আমি ইউরো/ডলার, ডলার/ইয়েন,পাউন্ড/ডলার,অস্ট্রে/ডলার,নিউজল্যান্ড/ডলার,পাউন্ড/ইয়েন,ইউরো/ইয়েন,ইউরো/পাউন্ড,গোল্ড এবং ক্রডওয়েল ট্রেড করি। তবে আমার সব থেকে পছন্দের পেয়ার ইউরো/ডলার।
-
আমি সচারচর ৩ টি কারেন্সিতে ট্রেড করতে বেশী পছন্দ করি ক্ষেত্রবিশেষ এ । তিনটি পেয়ার গুলি হল gbp-jpy, nzd-usd , gold । gbp-jpy, nzd-usd এই দুটি মেজর পেয়ারে আমি লং টার্ম ট্রেড করতে বেশী স্বাচ্ছন্দ্যবোধ করি কেননা এই পেয়ারগুলির মুভেমেন্ট প্যাটার্ন সম্পর্কে আমার সচ্ছ ধারনা থাকায় এবং আমার স্ট্রেটেজি এই পেয়ার দুতির সাথে যথেষ্ট যুগোপযোগী হওয়ায় এখানে ট্রেড করতে আমি খুব স্বাচ্ছন্দ্যবোধ করি । আর গোল্ড মার্কেটে আমি শুধু নিউজ আওয়ারের সময় প্রবেশ করি স্কাল্পিং করার জন্য ।
-
ফরেক্স মার্কেট কারেন্সি বাছাই করে নেওয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ । কারন আপনি মার্কেট কাজ করেতে গেলে কারেন্সি অবশ্যই লাগবে। আর সব কারেন্সি কিন্তু লাভজনক হয় না। কারেন্সি যদি লাভজনক না তাহলে কষ্ট করে তো আর কোন লাভ নাই। সব কারেন্সির মুভমেন্ট কিন্তু এক না। মার্কেট অনেক কারেন্সি আছে যে গুলু ঝুকিপূর্ণ ।আর এক জন মানুষের পক্ষে কিন্তু সব কারেন্সি নিয়ে কাজ করা সম্ভবনা।
-
যারা প্রাইচ একশন এ ট্রেড করেন তারা প্রায় ২০-২৫ টি কারেন্সিতে ট্রেড করে। আমি মুলত ৫-৭টি পেয়ার ফলো করি। আমি বেশি পেয়ার দেখি না কারন তাহলে বেশি বেশি ট্রেড করতে মন চায়। ফরেক্স এ কম পেয়ার এনালসিস করেও ভাল লাভবান হওয়া যায়।
-
যে যার পছন্দ মতো ফরেক্স মার্কেটে কারেন্সী সিলেক্ট করে । আমি সাধারনত মেজর কারেন্সিতে ট্রেড করি যেমন ইউরো / ইউএসডি জিবিপি ইউএসডি । আমি এই দুটোকে ভাল মনে হয় ।
-
আমি নির্দিট করে কোনো কারেন্সীতে ট্রেড করি না যখন যে কারেন্সিতে ট্রেডে এন্ট্রি নেওয়ার সুযোগ মনে করি তখন সেই কারেন্সীতেই ট্রেড করি তবে এর জন্য সঠিকভাবে এনালাইসিস করে নেই সবসময়। তবে বেশিরভাগ সময়ই মেজর কারেন্সিগুলোতে ফলো রাখি।
-
ফরেক্স মার্কেট এ আপনাকে সফল হতে হলে আগে আপনাকে কারেন্সি বাছাই করে ট্রেড করতে হবে।এখানে এক এক কারেন্সির মুভমেন্ট এক এক রকম।কোনটার মুভমেন্ট অনেক বেশি।সেগুলো খুবই রিস্কি।এজন্য সব কারেন্সিতে আপনি ট্রেড করলে লাভ করতে পারবেন না।আমি এর ভিতর কয়েকটা কারেন্সি নিয়ে এনালাইসিস করে ট্রেড করি।আমি সাধারণত ইউরো/ইউএসডি,ইউএসডি ক্যাড,ইউরো সি এইচ এফ এই কারেন্সিগুলোতে ট্রেড করছি।মোটামুটি এগুলোতে প্রফিট করতে পারছি।আরো বেশি দক্ষ হতে পারলে কারেন্সি হয়ত কিছু বাড়াব তবে এখন এগুলো নিয়েই থাকতে চাচ্ছি।এগুলোতে প্রফিট একটু কম তবে মুভমেন্ট স্বাভাবিক এই কারণে এই কারেন্সিগুলো আমার ফেভারিট।
-
আমি সর্বমোট ৩ টি কারেন্সি পেয়ারে ট্রেড করতে পছন্দ করি। কারেন্সি পেয়ারগুলো হচ্ছে gbp/usd, usd/jpy, and gbp/nzd। এগুলোতে ভলাটিলিটি বেশি থাকে যার কারণে মার্কেট মুভমেন্ট ভালো পাওয়া যায়। এছাড়া অন্যান্য পেয়ারে ভালো পজিশন পেলে এন্ট্রি নিয়ে নেই।
-
আমি ফরেক্স মার্কেটে মূলত eur/usd, gbp/usd, usd/cad পেয়ারগুলোতে ট্রেডিং করে থাকি কেননা এই পেয়ারগুলোতে স্প্রেড এর পরিমাণ অন্যান্য পেয়ারের তুলনায় কম থাকে। তবে আমি কখনোই একই সঙ্গে একাধিক পিয়ারে ট্রেড ওপেন করি না, কারণ এটা আমার কাছে অনেক বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে হয়, তাই কোন একটি পেয়ারে ট্রেড করলে সেই ট্রেড গুলো ক্লোজ করার পরেই অন্য কোন পেয়ারে ট্রেডি ওপেন করে থাকি।
-
আমি সকল কারেন্সি পেয়ার এ ট্রেড করে থাকি,কিন্তু আমার পছন্দের পেয়ার হয়ছে ইউরো ইউ এস ডি পেয়ার,আমি এই কারেন্সি পেয়ার এ বেশি ট্রেড করি,এটি আমার কাছে প্রফিট এবল বেশি মনে হয় এবং এটি খুব কম রিস্কি পেয়ার,আমি এই পেয়ার থেকে মাসে ভালো প্রফিট লক করতে পারি।
-
আমি মননে করি ফরেক্স মার্কেটে কারেন্সী সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ন ব্যপার। কারন এখানে অনেক কারেন্সী রয়েছে। সব কারেন্সীর মুভমেন্ট একরকম না। তাই সব কারেন্সীতে ট্রেড করা লাভ জনক না। কোনো কোনো কারেন্সী আবার ঝুকিপূর্ন। একজন এর পক্ষে সব কারেন্সী নিয়ে কাজ করাও সম্ভব না। তাকে কয়েকটা কারেন্সী সিলেক্ট করে নেয়া উচিৎ।
-
ট্রেড করার জন্য ফরেক্স মার্কেটে অনেকগুলি কারেন্সি পেয়ার আছে। কিন্তু সব পেয়ার সবসময় ট্রেড করার উপযোগী থাকে না। এনালাইসিস অনুযায়ী যখন যে পেয়ার ট্রেড করার উপযোগী মনে করি তখন সে পেয়ার নিয়ে ট্রেড করে থাকি। তাছাড়া যেসব কারেন্সি পেয়ারের স্পেড বেশি আমি এগুলো নিয়ে ট্রেড করিনা। কারণ আমার ব্যালেন্সটা কম। তাই আমি যেসব কারেন্সি পেয়ারে স্প্রেড কম এবং এনালাইসিস অনুযায়ী ট্রেড করার উপযোগী কেবল সেগুলো নিয়েই ট্রেড করে থাকি। আমি সাধারণত eurusd, gbpusd, usdcad, eurchf এইগুলি নিয়ে ট্রেড করে থাকি।
-
যেহেতু আপনি কারেন্সির কথা বলেছেন সেহেতু আমি বলতে চাই আমি শুধুমাত্র ইউএসডি কারেন্সিতে ট্রেড করি। অর্থ্যাৎ ইউএসডি কারেন্সির বিপরিতে যতগুলো পেয়ার আছে মোটামুটি সেগুলোতেই আমি ট্রেড করে থাকি অর্থাৎ শুধুমাত্র মেজর পেয়ারগুলোতেই ট্রেড করি। আমি ক্রস কোন পেয়ারে ট্রেড করি না। কারণ সেগুলো অনেক ঝুকিপুর্ণ। তাছাড়া ইউএসডি কারেন্সির নিউজগুলো খুব সহজেই কালেক্ট করা যায় যার ফলে সেই পেয়ার এর মুভমেন্ট এর উপর অনেক ভাল ধারণা পাওয়া যায়।
-
এটা আসলে যার যার ট্রেডিং সিস্টেম এর নির্ভর করে। কেউ কেউ ইন্ডিকেটর ব্যবহার করে তারা হয়ত দুইটা তিনটা কারনিস্ তে ট্রেড করে থাকে। আবার যারা প্রাইচ একশন ট্রেডিং ফলো করে ট্রেড করে তারা এক সাথে অনেকগুলো পেয়ার নিয়ে এনালাইসিস করে থাকে। আমি ব্যাক্তিগত ভাবে প্রাইচ একশন যে সিগ্ন্যাল পেয়ে থাকি সেটা শুধু ট্রেড নিয়ে থাকি।
-
আসলে সত্যি কথা বলতে , আমি ডেমোতে সব পেয়ারে ট্রেড করি। রিয়েল ট্রেডে usdchf, audusd, eurusd তে ট্রেড করতে বেশি পছন্দ করি। তবে আমার সবচেয়ে প্রিয় পেয়ার হচ্ছে audusd কারেন্সি পেয়ার। আমি এই মার্কেটটিকে সবচেয়ে ভাল বুঝি এবং এখান থেকে ভাল প্রফিট করি।