-
ফরেক্স এ কাজ করার সময় মাথা গরম হয়ই ঠিক কিন্তু পড়ে তা আবার ঠাণ্ডা করে নি এই বলে যে যদি ব্যবসা করতাম তাহলে হয়ত আরও বেশি লস হতে পারত । কিন্তু তা তো হয় নি এখন লস হল তাতে কি পড়ে আবার লোভ চলে আসবে । আমি একজন ফরেক্সার হিসেবে মনে করি লস হলে ও মাথা ঠাণ্ডা রাখতে হবে ।
-
আমার মনে হয় ফরেক্সে সফলতার সাথে ব্যবসা করতে হলে অবশ্যই সবসময় মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে। অনেক সময় একটু লস করলে আমরা উত্তেজিত হয়ে সেই লস উঠাতে আমরা ভুল ট্রেড করে আরও বেশি লস করি তাই* আমাদের সবারই উচিৎ একটু ভেবেচিন্তে ট্রেড করা। আপনাদের মন্তব্য কি?
-
আপনি একদম ঠিক কথা বলেছেন । লসে পড়লে আমরা তড়িঘড়ি করে লস রিকভার করার জন্য আবার এন্ট্রি নেই এবং আরোা লসে পড়ি। তাই আমাদের উচিৎ ঘন ঘন এন্ট্রি না নিয়ে অপেক্ষা করে কমকরে হলেও ১০০ পিপস পড়ে এন্ট্রি নেয়াা। অথাৎ মাথা ঠান্ডা রাখতে হবে।
-
আমি আপনার কথার সাথে একমত, ফরেক্স ব্যবসা করে সফল হতে চাইলে মাথা থান্ডা রাখা খুব জরুরি, তাই আমার মনে হয় মাথা থান্ডা রাখার জন্য সবার আগে ফরেক্স মার্কেটে ট্রেড করার সঠিক পথ জানা, তাই আমাদের সবারই উচিত বাস্তব ট্রেড শুরু করার আগে প্রচুর অনুশিলন করা, তাই আমরা বেশি বেশি ডেমো ট্রেড করে মনের ভিতরে থাকা লোভ তাড়াই, কারন ফরেক্স এ মাথা থান্ডা করে ট্রেড করতে হলে, সবার আগে লোভ থেকে দূরে থাকা চায়।
-
মাথা অবশ্যিই ঠান্ডা রাখতে হবে । কেননা আমরা নিজেদের টাকায় এখানে ট্রেড করি । যদি নিজেকে অস্থির করে তুলি এবং মাথা গরম করে ট্রেড করি তবে অবশ্যই সে ট্রেডে ভালো করার চাইতে বরং খারাপের সম্ভাবনা বেশি থাকে । তাই এ বিষয়টা মাথায় রাখতে হবে যে যত বেশি ঠান্ডা মাথা ও কোলাহল মুক্ত পরিবেশে ট্রেড করার চেষ্টা করতে হবে ।
-
একবার ন ভুল করে ট্রেড দিয়ে লস হলে তখন মাথা গরম করে সেই লস উঠানোর জন্য তড়াহুড়া করে আবার ভুল ট্রেড দিয়ে লসের পরিমান বড়ানো উচিত নয় । মাথা ঠান্ডা রাখতে হবে ।
-
ফরেক্স ট্রেডে আসার আগে সবার জানা প্রয়োজন হয় এই ব্যবসায় কেমন। কারন এখানে লাভ-লস সুনিশ্চিত নয়। তাই ফরেক্স জেনে ট্রেড কারা উচিত যাতে ট্রেড করে লস হলে হতাশ না হই। ফরেক্সে লস ব্যবসায়ের অংশ ভেবে লস কিভাবে কমানো যায় এবং পরবর্তী ট্রেড গুলোতে কিভাবে সফল হওয়া যায় তার পরিকল্পনা করা উচিত। এখানে টিকে থাকার জন্য প্রয়োজন দক্ষ ট্রেডিং কৌশল ও ধৈর্য নিয়ে ট্রেড করা।
-
ফরেক্স মার্কেটে আপনাকে ট্রেড করতে হলে সব সময় মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে কারন ফরেক্স মার্কেটে যারা সেন্টিমেন গরম করে ট্রেড করে তারা ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারেনা। কারন তারা বড় ভলিউমে ট্রেড করে রস করে পেলে এক সময় তার একাউন্ট জিরো করে পেলে।
-
অবশ্যই সবসময় মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে।ট্রেডিং এর ক্ষেত্রে অনেকটুকুই ফলপ্রসু..কারণ মার্কেট যতটা মভে করতে থাকে ত্রাদের দের ডিসিশন ও ক্ষণে ক্ষণে চেঞ্জ চেঞ্জ হতে থাকে.তাই মার্কেট চেঞ্জ হলেও আপনার ডিসিশন যাতে মাথা ঠান্ডা রেখে চেঞ্জ করা হয় সেইটা খেয়াল রাখতে হবে.তাই মাথা ঠান্ডা রাখাটা অনেক জরুরি.
-
যে কোন কাজে সফল পেতে হলে আপনাকে অবশ্যয় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে । ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে অবশ্যয় আপনাকে মাথা ঠাণ্ডা এবং ধৈর্য ধারন করতে হবে। মানুষ তখনই বেশি ভূল করে থাকে যখন সে উত্তেজিত অবস্থায় থাকে । আর উত্তেজনামুলক কাজ কখনও ভাল হয় না। তাই আমি বলব মাথা ঠাণ্ডা রেখে ধৈর্য ধারন করে কাজ করুন, দেখবেন আপনি সফলতা পাবেন।
-
ফরেক্স ব্যাবসা মাথা ঠান্ডা রেখে করার ব্যাবসা । রেগে গেলেন তো হেরে গেলেন এ কথা ১০০% সত্য । ভাল ভাবে মার্কেট রিসাস করে ট্রেড করলে লাভ করার সম্ভাবনা অনেক বেশি থাকে । ফরেক্স ব্যাবসাতে আমার মনে হয় বেশী ট্রেড না করে মার্কেট স্টাডি করে ১ বা ২ বা ৩ টা ট্রেড ঠান্ডা মাথায় করা অনেক ভাল ।
-
হুম আপনি থিক এ বলেছেন। ফরেক্স ট্রেড এ আমি অনেককেই দেকেছি একটু ভুল করে মাথা গরম করে আরও ভুল করতে এবং পরিশেষে সবকিছু হারাতে। আমার নিজের খ্যাতরেও এই এক এ ভুল হয়েছে। আমি এখন এরকম ভুল করাথেকে বিরত থাকি এবং মার্কেট ধেকে ভেবে চিন্তে ট্রেড করি।
-
ফরেক্স হল একটি ইন্টারন্যাশনাল বিজনেস। এখানে ব্যাবসা করার জন্য ডিপজিটের সাথে সাথে দরকার বুদ্ধিমত্তা। প্রচুর বিবেচনা করে তারপর ট্রেড করা উচিত এখানে। আর সেজন্য চাই ঠান্ডা মস্তিষ্ক। কারন ঠান্ডা মাথায় কাজ করলে খুব একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকেনা।
-
ফরেক্স বাজারে মাথা ঠিক রেখে ট্রেড করতে হবে তা নাহলে লস হবেই কেও ঠেকাতে পারবে না।
-
আসলে ফরেক্স থেকে প্রফিট অর্জন করা অতটা সহজ নয়।এতে আমাদের মাঝে মাঝে মাথা হ্যাঙ হয়ে যাই।তাই আমাদের মাথা ঠান্ডা রেখে ট্রেড করা জরুরি।আসলে একাধারে একভাবে স্কিন এর দিকে তাকিয়ে থাকাটাও অনেক বিরক্তিকর মনভাব চলে আসতে পারে।তাই আমাদের মনে করতে হবে এটা আমাদের পেশা না হলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব।নিজের প্রতি আস্তা রেখে লস হলেও উত্তেজিত না হয়ে বরং কোথাই ভূল হয়েছিল তা সংশোধন করে এগিয়ে যেতে হবে।
-
আমি কোন ট্রেড দিয়ে যদি দেখি লস হয়ে গেছে তখন ট্রেড বন্ধ রাখি । কারন লস হওয়ার পর মন খারাপ থাকে তখন ভাল কোন সিধান্ত নেওয়া যায় না আর তখন ট্রেড দিলে লস হওয়ার সম্ভাবনা থাকে । তাই মাথা ঠাণ্ডা করে ট্রেড দিতে হবে ।
-
কাজ যেমনি হোক না কেন সেটা অবশ্যই মাথা ঠাণ্ডা রেখে করা উচিত। আর যেহেতু ফরেক্স একটি জটিল বেবসায় এবং এতে অনেক কিছু ভাবাচিন্তার আছে সেহেতু এর ক্ষেত্রে মাথা অবশ্যই বেশি করে ঠাণ্ডা রাখতে হবে। তা না হলে কাজ করার ক্ষেত্রে সমস্যা হতে পারে।
-
ফরেক্স মার্কেট এ সফলতা অর্জন করতে হলে ধৈর্যশীল হয়ে ট্রেড করতে হবে । ফরেক্স ট্রেডিং করার সময় মাথা ঠাণ্ডা করে সঠিক ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেডিং করতে হবে । একটি ট্রেড এ লস হয়ে গেলে আবেগ এর বসে কোন এনালাইসিস ছাড়া ওভার ট্রেডিং করা যাবে না এতে অনেক বেশি লস এর সম্মুখীন হওয়া লাগতে পারে । সেই জন্য ফরেক্স ট্রেডিং করার সময় আবেগ কে সম্পূর্ণ ত্যাগ করতে হবে ।
-
আমি মনে করি যে কোন কাজে সফল হতে হলে আপনাকে মাথা ঠান্ড রেখে কাজ করতে হয়। মানুষ তখনই বেশি ভূল করে যখন সে উত্তেজিত থাকে। তাই আমাদের যখন খুবই আনন্দিত থাকি বা খুবই বিষাদগ্রস্থ থাকি তখন ট্রেডিং না করা। কেননা এখানে ইমোশন দেখানোর কোনই সুযোগ নেই। আপনাকে পেশাদার মনোভাব নিয়ে ট্রেড করতে হবে।
-
ফরেক্স ব্যবসা করার জন্য সব সময়েই মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে । যে যত বেশী মাথা ঠান্ডা রাখবে সে তত বেশী লাভবান হতে পারবে । সুতরাং আমরা সব সময়ে এই ব্যবসা করার জন্য মাতা ঠান্ডা রাখার চেষ্টা করব তাহলেই আমরা সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত হতে পারবে ।
-
ফরেক্স ট্রেড করতে যেয়ে মাথা গরম করলে কাজ হবে না। বরং আরো আপ্নি লস করবেন। তাই সব সময় মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে। ফরেক্স এ লাভ এবং লস দুটিই আছে। এখনাএ যে শুধু লাভ আছে তা নয়। লস ছাড়া কোন ব্যবসা হয় না। আর ফরেক্স এ লস মানে এটা আপনার ব্যবসার খরচ।
-
ফরেক্স মার্কেটের যে জিনষ্টা করলে যে কোন একজন ব্যক্তি ফরেক্স মার্কেটে লাভ করতে পারবেন সেটা হচ্ছে মাথা ঠান্ড রেকে ফরেক্স মার্কেটে ট্রেড করা। আর যদি কেউ মনে করে বেশি বেশি ট্রেড করে অনেক লাভ করবে তাহলেই সে অনেক লসের মধ্য পড়বে বলে আমি মনে করি।
-
আমি বলবো যে কোন কাজে সফল হতে হলে আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। মানুষ তখনই বেশি ভূল করে যখন সে উত্তেজিত থাকে। তাই আমাদের যখন খুবই আনন্দিত থাকি বা খুবই বিষাদগ্রস্থ থাকি তখন ট্রেডিং না করা। কেননা এখানে ইমোশন দেখানোর কোনই সুযোগ নেই। আপনাকে পেশাদার মনোভাব নিয়ে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে। কখনও কোন ট্রেডে লোস হলে তার বিপরিতে মাথা গরম করে বিপরিত ট্রেড দিলে আবারো লস হওয়ার সম্ভাবনা থাকে তাই মাথা ঠান্ড করে ভেবে চিন্তে ট্রেড দিতে হবে। মার্কেটের অবস্থা ভাল না থাকলে মাথা ঠান্ডা রেখে ট্রেড থেকে বিরত থাকতে হবে।
-
ফরেক্সে ট্রেড করতে হবে সব সময় মাথা ঠান্ডা করে ভেবে চিন্তা করে ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে। কিন্তু সব সময় এটি সবাই মেনে চলতে পারে না যার ফলে বড় ধরনের বিপর্যয়ের সৃষ্টি হয়। তাই সকল ট্রেডারদেরই উচিত ভাল প্রফিটের জন্য এবং ফরেক্স ট্রেডিং প্লাটফর্মে টিকে থাকার স্বার্থে মাথা ঠান্ডা রেখে এখানে ট্রেড করা।
-
মাথা ঠান্ডা রাখা খুবই জরুরী ব্যাপার । আসলে মাথা ঠান্ডা রাখা বলতে নিজেকে নিয়ন্ত্রণ করা বুঝায় । নিজেকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে । তাহলে নিজেকে তৈরি করা যাবে বলে আমার মনে হয় । আসলে আমরা যদি ইমোশনাল হয়ে সিন্ধান্ত নেই তাহলে বেশিরভাগ সময়ই ভুল সিদ্ধান্ত নিব ।
-
আমি মনে করি মানুষ তখনই বেশি ভূল করে যখন সে উত্তেজিত থাকে।তাই কখনই উত্তেজিত হয়ে ট্রেড করা ঠিক হবে না।কারন উত্তেজিত হয়ে ট্রেড করলে আপনি অনেক লসের সম্মুখীন হতে পারেন।তাই সফল হওয়ার জন্য ধৈর্য্য ও মনোযোগ সহকারে ট্রেড করুন।
-
ফরেক্স একটা আন্তর্জাতিক ব্যবসা , এখানে মুদ্রা ক্রয় বিক্রয়ের মাধ্যমে ব্যবসা করা হয়ে থাকে । ফরেক্সে সবাই কাজ করতে পারে , তবে ফরেক্সে কাজ করতে হলে ফরেক্সের সম্পর্কে ভাল করে জেনে ফরেক্সের কাজ শিখে তারপর ফরেক্সে কাজ করতে হবে তাহলে ফরেক্স থেকে অনেক ভাল কিছু করা যাবে । ফরেক্সে ট্রেডিং এর মাধ্যমে টাকা আয় করতে হয় , তাই ট্রেড করার সময় মাথা ঠান্ডা রেখে ট্রেড ওপেন করতে হবে ।
-
আমরা যে সময় ট্রেড করব তখনই মাথা ঠান্ডা রেখে ট্রেড করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা কখনোই ধৈর্য্য হারা হয়ে ট্রেড করব না তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা আগে এ্যানালাইসিস করব বেশী বেশী করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
-
আমি মনে করি সব পেয়ারে ট্রেড করা উচিত না,এতে ট্রেড কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে যাবে।যদিও আমি শুধু পেয়ারে ট্রেড করি,তারপরও বলব চাইলে কোরিলেটেড ২-৩ পেয়ারে ট্রেড করতে পারেন।এতে সব কিছু কন্ট্রোল করা সহজ হবে।
-
আমরা জানি যে কোন কাজে সফল হতে হলে আপনাকে মাথা ঠান্ড রেখে কাজ করতে হয়। মানুষ তখনই বেশি ভূল করে যখন সে উত্তেজিত থাকে। তাই আমাদের যখন খুবই আনন্দিত থাকি বা খুবই বিষাদগ্রস্থ থাকি তখন ট্রেডিং না করা। কেননা এখানে ইমোশন দেখানোর কোনই সুযোগ নেই। আপনাকে পেশাদার মনোভাব নিয়ে ট্রেড করতে হবে।
-
অবশ্যই ফরেক্সে সফলতার সাথে ব্যবসা করতে হলে সবসময় মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে। অনেক সময় একটু লস করলে আমরা উত্তেজিত হয়ে সেই লস উঠাতে আমরা ভুল ট্রেড করে আরও বেশি লস করি। এই ইমোশন কে কন্ট্রোল করতে হবে।
মাথা ঠান্ডা রাখতে হবে। অবশ্যই মাথা ঠান্ডা করতে হবে।
-
অবশই মাথা ঠান্ডা রেখে মারকেট কেখে টেরড ওপেন করতে হবে হুট করে টেরড ওপেন করলে লাভ এর চেয়ে লস বেসি হবে কারন যে কোন জিনিষ ই হোক না কেন মাথা গরম করলে কিছুই হয় না। এজন আমাদের সবসময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে।
-
ট্রেডে বসার আগে মাথা ঠান্ডা রাখুন। কখনোই মাথা গরম অবস্থায় ট্রেডে বসবেন না। কখনো যদি ট্রেড করতে করতে মাথা গরম হয়ে যায় ট্রেড হতে উঠে পড়ুন। কিছুক্ষন ঘুরে আসুন। মাথা ঠান্ডা হলে তখন আবার ট্রেড করুন। যতক্ষন পর্যন্ত মাথা ঠান্ড না হয় ততক্ষন পর্যন্ত ট্রেডে বসবেন না। যদি বসেন তাহলে কিন্তু লসের সম্ভাবনা বেশি থাকে।
-
আমি মনে করি ফরেক্স করার সময় আমাদের মাথা ঠাণ্ডা রাখত্যে হবে। আপনি যদি ফরেক্স করার সময় মাথা গরম করেন তাহলে আপনি বিপদে পড়ে জেতে পারেন। কারন ফরেক্স ট্রেড খুই রিস্কি এখানে ভুল করার কোন জায়গা নায়। আপনি মাথা ঠাণ্ডা করে ট্রেড ওপেন করুন দেখবেন লাভ করতে পারছেন।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার এখানে মুদ্রা কেন বেচা করা হয় । অন্য সব ব্যবসার মত ফরেক্স একটি ব্যবসা । এখানে লাভ লস আছে । প্রথম দিকে জ্ঞানের অভাবে লস হয় এরং হতাশ হয় অনেকে । আবার আনেকে বেশী লটে লাভ করে লোভে পড়ে সব হারায়। তাই মাথা ঠিক রাখা জরুরী ।
-
রেগে গেলেন তো হেরে গেলেন এমন একটা কথা আমরা প্রায়শই শুনে থাকি । আসলেই আমরা যদি রেগে যায় তার ফলাফল হবে নিশ্চিতভাবেই আমরা হেরে যাব । বিশেষ করে আমাাদের মনে রাখতে হবে যে ফরেক্সে ট্রেডিং করে লাভবান হতে হলে আমাদেরকে বেশি পরিমাণে নিজেদেরকে ফরেক্স ট্রেডিং চর্চার মধ্যেই রাখতে হবে । আর যে কোন অবস্থাতেই মাথা ঠান্ডা রাখতে পারলে প্রকৃত পক্ষে নিজেরই লাভ হবে ।
-
সব কাজরই যদি মাথা ঠান্ডা না রাখা যায় তবে অনেক সহজ কাজ ও অনেক কঠিন হয়ে যায়। তেমনি ফরেক্সে কাজ করতে হলে আপনাকে মাথা অনেক বেশি ঠান্ডা রাখতে হবে নইলে আপনি সহজ কাজও সহজে করতে পারবেন না।ট্রেড কনতে পারবেন তবে আপনার মিস্টেক হতে পারে।
-
কোন কাজ করতে গেলে বা কোন কাজ থেকে সাফলতা অর্জন করতে হলে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। ফরেক্স মার্কেট এমন একটি ব্যবসা যা কোন মাথা গরম করে ফরেক্স করলে আয় করা যায় না বরং তা থেকৈ অনেক লস করতে হয়। তাই আমরা যখন ফরেক্স করব তখন আমরা মাথা ঠান্ডা রেখে ফরেক্স করব তবেই সফল হওয়া যাবে।
-
ফরেক্স হল একটি বিজনেস আর এই কাজে সফল হতে হলে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। আপনি মাথা ঠান্ডা রাখতে তেল ইউজ করতে পারেন। আর সব থেকে ভাল আপনি যদি ছোট লটে ট্রেড দিয়ে রাখেন তাহলে হয়ত আপনার লাভ কিমি. হবে কিন্তু তা আপনার অ্যাকাউন্ট এর জন্য ভাল। আপনি হয়ত বিরাট লস এর হাত থেকে বেচে গেলেন।