-
ফরেক্স করতে আমি আমার বন্ধুদের নিয়ে উৎসাহ করিনা কারন ফরেক্স থেকে আমি লস ছাড়া লাভ করতে পারিনাই তাই আমি আমার বন্ধুদের ফরেক্স করতে বলিনাই। আমি ফরেক্স থেকে ভাল লাভ করতে পারলে তাহলে আমার বন্ধুদদের কে ফরেক্স করার জন্য বলব। ফরেক্স দেখতে সহজ কিন্তু বাস্তবে ফরেক্স অনেক কঠিন এই খানে প্রতিটা নিয়ম মেনে ট্রেড করতে হয়।
-
ফরেক্স একটা আন্তর্জাতিক ব্যাবসা । এই ব্যবসা করতে হলে অবশ্যই আমাদের নিজেদেরকে সেই মানের করে দক্ষ হতে হবে এবং পাশাপাশি অন্যদেরও ফরেক্স করার জন্য ইনভাইট করতে হবে । ফরেক্স মার্কেটে দেশি মানুষের সংখ্যা যত বাড়ানো যাবে তত বেশি দেশের অর্থনীতি শক্তিশালী হবে । আর সে ক্ষেত্রে অবশ্যই নিজের বন্ধুদেরকে প্রথমত এই ফোরামের মাধ্যমেই ফরেক্স অঙ্গনে প্রবেশ করাতে হবে ।
-
আমার সেই সকল বন্ধুদেরকেই ফরেক্স ট্রেডিংয়ের ব্যাপারে বলি এবং সহায়তা প্রদান করি যাদের মধ্যে ফরেক্স ট্রেডিংয়ের ব্যাপারে আগ্রহ দেখতে পাই। আমি এই প্রর্যন্ত আমার দুই জন বন্ধুকে ফরেক্স ট্রেডিং শিখিয়েছি যাদের ফরেক্স ট্রেডিং শিখার ব্যাপারে ছিল অনেক বেশি আগ্রহ এবং সেই আগ্রহ থাকার কারনেই তারা বেশ ভাল ভাবে ফরেক্স ট্রেডিং শিখতে পেরেছে।
-
আামি একজন নতুন ট্রেডার । তবে আমি এখানে যোগ দেওয়ার পর ফরেক্সের যে উজ্জ্বল সম্ভাবনা দেখছি তার মাধ্যমে এটা বলতে পারি যে আমি অবশ্যই ফরেক্স আমার পরিচিত জনদের মধ্য ছড়িয়ে দিতে চায় । কেননা এটা একটা ইনকাম সুযোগ বৈদেশিক মুদ্রা অর্জন করে আমরা নিজের উন্নতির পাশাপাশি দেশের অর্থনীতিরও উন্নতি করতে পারি । এটা মনে রাখতে হবে যে আমরা একত্রে এগিয়ে যাব ।
-
আমি এখনও কাউকে উতসাহিত করিনা । কারন আমি নিজেও এখনও প্রফিট করে উঠতে পারিনাই । তাই কাউকে বলিনা আমি যখন নিজে নপ্রফিট করতে পারবো তখন অন্যকে উতসাহিত করবো ।
-
আমি নিজেই আমার এক বন্ধুর কাছ থেকে ফরেক্স এ কাজ করতে উৎসাহিত।আর আমি নিজেও আমার অন্যান্য বন্ধুদের ফরেক্স এ কাজ করতে উৎসাহ দিচ্ছি।আর আমি যদি এ বিষয়ে ভালো দক্ষ হতে পারি তাহলে আমি আমার পরিবারের দু একজনকেও এ বিষয়ে জানাবো।
-
ফরেক্স এ আবশ্যই আমি আমার বন্দুদের উৎসাহিত করব কারন ফরেক্স একটি স্বাধীন ব্যাবসা এখানে সকল শ্রেণীর লোক কাজ করতে পারে এবং অল্প কিছু দক্ষতা অজন করতে পারলে ভাল আয় করা যায় । তাই এখন আমি আমার সকল বন্ধুদের কে ফরেক্স সম্পর্কে উৎসাহিত করতেছি।
-
আমি এখনও আমার কোন বন্ধুকে ফরেক্স ট্রেডিং করতে আগ্রহী করি নাই। এর অন্যতম একটি কারন হচ্ছে আমি নিজেই এখনও সফল না । আমি যখন সফল হতে পারব তখন অন্যদের নিয়ে একসাথে অনেক বড় কিছু করার একটি পরিকল্পনা রয়েছে আমার । তবে সবার আগে নিজের সফল হতে হবে বলে আমি মনে করি ।
-
ফরেক্সে তো সবাই কাজ করতে পারে তাই সবাইকে ইনভাইট করতে প্রবলেম নেই । আমি আজ আমার নিজের কথাই বলি , আমি যখন প্রথম ফরেক্সের নাম শুনি তখন ভাবলাম এটা আবার কি কাজ । পরে আমি এক কম্পিউটার ট্রেনিং সেন্টারে গিয়ে ফরেক্স সম্পর্কে জানতে পারলাম । তাদের কথা শুনে আমার ফরেক্স সম্পর্কে একটা ভাল আগ্রহ তৈরি হলো । আমি ঠিক করলাম যে আমি ফরেক্সে কাজ করব । এই ফরেক্স সম্পর্কে আমি আমার অন্য বন্ধুদের সাথে শেয়ার কতলাম এবং তাদের ফরেক্সে আশার জন্য জানালাম ।
-
ফরেক্স খুব ভালো আক্টি ব্যবসা , বেকারদের জন্য এক নতুন দুয়ার উন্মোচন করে দিয়েছে এই ফরেক্স বাজার । আমি প্রায় এক থেকে দেড় বছর হলো ফরেক্স করি আমি খুব খুশি আর লাভবান তাই আমি আমার বন্ধুদেরকেও উৎসাহ দেই ফরেক্স করার জন্য কারন এটি অনেক লাভজনক ব্যবসা ।
-
পরিকল্পনা একটি অত্যান্ত গুরুত্ব পূণ্য বিষয় । যেকোন কাজে সফল হতে হলে একটি সুন্দর পরিকল্পনা প্রয়োজন । পরিকল্পনা হলো ভবিষত কাজের একটি নকসা যেনকসার মাধ্যমে তার ভবিষ্যত র কাজ পরিচালনার সিদ্ধান্ত গ্রহন করে । আমাদের ফরেক্স নিয়ে ও একটা সুনির্দষ্ট পরিকল্পনা থাকতে হবে । তবেই আমরা এখানথেকে তারা তারি সফল হতে পারবো।
-
আমি এখনো আমার বন্ধুদেরর ফরেক্স করার প্রতি উৎসাহিত করিনা কারন আমি এখনো ফরেক্স করে লাভ করতে পারিনাই লস করে ফরেক্স মার্কেটে টিকে আছি। আশা করি ফরেক্স মার্কেটে সফলতার সাথে ট্রেড করতে পারব সেদিন আমার বন্ধুদের ফরেক্স করার জন্য বলব।
-
অবশ্যই। আমাদের এই বাংলা ফোরামের মধ্য দিয়েই একদিন সারা দেশে এই ব্যবসার প্রচার ও প্রসার ঘটবে। তাই আমরা যে যতটুকুই জানি তা এই ফোরামের মধ্য দিয়ে একে অপরের সাথে শেয়ার করা উচিত। এখানে সবাই টীম ওয়ার্ক করলে আমরা বেশী বেশী লাভবান হতে পারব।
-
হা আমি আমার অন্য সব বন্ধুদের ফরেক্স ব্যবসা করার জন্য অনেক অনেক উতসাহিত করি । আমার উৎসাহি দেয়ার জন্য অনেকে ফরেক্স করে এবং ফরেক্স থেকে অনেক টাকা ও আয় করে । তারা আমাকে গুরু বলে সম্বোধন করে । তখন আমার খুব ভাল লাগে । আমি মনে করি সব ফরেক্স ট্রেডারদের অন্য বন্ধুদের ফরেক্স করার জন্য উৎসাহি করা উচিত ।
-
আমি ফরেক্স মার্কেটে নিজে ট্রেডিং করে যাচ্ছি, তার সাথে ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য আমি আমার বন্ধুদের ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য অনুরুধ করতেছি যাতে ফরেক্স মার্কেটে ভাল ট্রেডিং করে ভাল প্রফিট করা যাবে,ফরেক্স মার্কেটে আমার বান্ধবী কে জানানোর পরে তারা একাউন্ট করে ট্রেডিং করতেছে।
-
আমি আমার বন্ধুদের ফরেক্স ট্রেড করতে কিছু জরুরী কথা মনে রাখতে বলি তা হল ফরেক্স ট্রেডে টিকে থাকতে হলে প্রথমে শিখার প্রতি গুরুত্ব দিতে হবে । এর পর ডেমো ট্রেড করতে হবে , মার্কেট নিউজ নিয়ে এনালাইসিস করতে হবে ,এবং মানি ম্যানেজমেন্ট করতে হবে ।এই বিষয় গুলো প্রতি ট্রেডারের জন্য জরুরী । তা না হলে ট্রেডার লস খেয়ে মার্কেট হতে ছিটকে পড়তে পারে ।
-
সত্যি বলতে কি আমি আমার সেই সকল বন্ধুদেরকেই ফরেক্স ট্রেডিংয়ের ব্যাপারে বলি এবং সহায়তা প্রদান করি যাদের মধ্যে ফরেক্স ট্রেডিংয়ের ব্যাপারে আগ্রহ দেখতে পাই। আমি এই প্রর্যন্ত আমার দুই জন বন্ধুকে ফরেক্স ট্রেডিং শিখিয়েছি যাদের ফরেক্স ট্রেডিং শিখার ব্যাপারে ছিল অনেক বেশি আগ্রহ এবং সেই আগ্রহ থাকার কারনেই তারা বেশ ভাল ভাবে ফরেক্স ট্রেডিং শিখতে পেরেছে এবং ফরেক্স মার্কেট থেকে এখন বেশ ভালই প্রফিট লাভ করছে।
-
আমি আমার বন্ধুদের ফরেক্স শিখতে উৎসাহিত করি। তবে আমি ফরেক্সে সফল হলেই কেবল ওদের লাইভ ট্রেডিং শুরু করতে বলব। আপাতত আমি ওদেরকে ফরেক্স স্টাডি ও ডেমোতে প্র*্যাকটিস করতে বলছি। আমি আমার বন্ধুদের সবসময় বলি আমরা যদি ক্রমাগত চেস্টা করি তবে একদিন অবশ্যই সফল হব।
-
ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি আমার সেই সকল বন্ধুদেরকেই ফরেক্স ট্রেডিংয়ের ব্যাপারে বলি এবং সহায়তা প্রদান করি যাদের মধ্যে ফরেক্স ট্রেডিংয়ের ব্যাপারে আগ্রহ দেখতে পাই। আমি এই প্রর্যন্ত আমার দুই জন বন্ধুকে ফরেক্স ট্রেডিং শিখিয়েছি যাদের ফরেক্স ট্রেডিং শিখার ব্যাপারে ছিল অনেক বেশি আগ্রহ এবং সেই আগ্রহ থাকার কারনেই তারা বেশ ভাল ভাবে ফরেক্স ট্রেডিং শিখতে পেরেছে এবং ফরেক্স মার্কেট থেকে এখন বেশ ভালই প্রফিট লাভ করছে।
-
হ্যা, আমি আমার বন্ধুদের ফরেক্স এর দিকে উৎসাহিত করছি। কেননা, ফরেক্স লেখাপড়ার পাশাপাশি করা যায় খুব সহজেই। ফরেক্স এর কিছু ভালো ভালো দিক তুলে ধরছি বন্ধুদের সামনে যাতে তারা খুব সহজে ফরেক্স সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে পারে। আমার দৃষ্টি এটা নিঃসন্দেহে একটা ভাল কাজ।
-
হ্য ভাই আমি ফরেক্সে নিয়মিত। আমাকে আমার এক বন্ধু ফরেক্সে কাজ করার জন্য উৎসাহিত করে।তারপর থেকে আমি ফরেক্সে কাজ করতেছি।এখন আমি আমার সকল বন্ধুদের কে ফরেক্স সম্পর্কে উৎসাহিত করতেছি।
-
না আমি কাউকে ফরেক্স করতে উৎসাহিত করি না। যদি কেহ আগ্রহ নিয়ে ফরেক্স শিখতে আসে তাকে যতটুকু সম্ভব আমি সাহায্য করি। উৎসাহিত না করার কারন সে যদি লাভ করতে না পারে যদি বড় ধরনের কোন লস খায় তাহলে আমাকে দোষারপ করবে। তাই আমি কাউকে ফরেক্স এ উৎসাহিত করি না। কিন্তু যারা ফরেক্স করে বা করতে চায় আমি আমার সাধ্য মত তাদের সাহায্য করার চেষ্টা করি।
-
আমি ফরেক্স এ সফল ভাবে ট্রেড করে সচ্ছল হতে চাই।এবং যারা আমার আশেপাশে বেকার ঘুরে বেড়ায় আমি চাই তারাও ফরেক্স ট্রেড এ আসুক এবং আমার বন্ধুরা ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে ক্যারিয়ার গড়ুক এবং সফল ট্রেডার হয়ে সচ্ছল হোক।
-
অবশ্যই অামি আমার বন্ধুদের এই ফরেক্স ব্যবসা করার জন্য উৎসাহ প্রদান করে থাকি । তাদের সব সময় এই ব্যবসা শেখানোর চেষ্টা করি । অামি অাশাকরি তারা অবশ্যই এ ব্যবসা শিখবে এবং লাভবান হতে পারবে । অতএব এই ব্যবসা আমরা ধৈর্য্যের সহিত কাজ করতে হবে তাহলেই অামরা লাভবান হতে পারব । অার অাপনারাও ধৈর্য্য ধারণ করার চেষ্টা করেন ।
-
হ্যা ভাই, আমি আামার ফ্রেন্ডদেরকে এই ফরেক্স শিখার জন্য উৎসাহিত করি। আমার ফ্রেন্ডরা ফরেক্স মার্কেট এর কাজ করবে। আমি ফরেক্স শিখতেছি কিন্তু যারা যারা এই ফরেক্স এর কাজ জানেনা এবং কখনো শুনেনি তাদেরকে আমি এই ফরেক্স মার্কেট এর কাজ শিখতে উৎসাহিত করছ।
-
আমি একজন নতুন ট্রেডার । তাই আমি এখনো আমার বন্ধুদের ফরেক্স করতে উৎসাহীত করিনি । কেননা আমি যখন তাদের উৎসাহিত করব তখন খুব স্বাভাবিকভাবেই তারা আমাকে জিজ্ঞাস করবে আমি কত ইনকাম করলাম । কিংবা ফরেক্সে আমার অবস্থান ঠিক কোথায় । তাই আমি যদি ভালো একটা অবস্থান দেখাতে না পারি তবে তারা উৎসাহিত হবে না বরং তারা অনেক বেশি পরিমাণে নিরুৎসাহিত হবে ।
-
হ্যা ভাই, আমার বন্ধুদেরকে এই ফরেক্স করতে উৎসাহিত করি। আমার বন্ধুদেরকে এই ফরেক্স মার্কেট এর আয় করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমার বন্ধুরার এই ফরেক্স করতে আগ্রহী হচ্ছে। তাই আমি কিছুটা হলেও যতটুকু শিখেছি এই ফরেক্স এর কাজ আমি আমার বন্ধুদের শিখাচ্ছি।
-
আমি সবসময় সব্রকম ভালো কাজ করতে আমার বন্ধুদের উৎসাহিত করি।আর ফরেক্স এ যখন নিজেই নিজের কররসংস্থান গড়া সম্ভব তাই আমার বন্ধুদেরও এই ফরেক্স এ উৎসাহিত করি।আমি চাই আমি এবং আমার বন্ধুরা ফরেক্স ট্রেড করে আমাদের উন্ন্যন করতে।
-
হ্যা ভাই, আমি আমার বন্ধদেরকে এই ফরেক্স করতে উৎসাহিত করছি। শুধু আমার বন্ধুদেরকেই নয়। আমি আমার পরিবারে ও আমার পারা প্রতিবেশীদের এই ফরেক্স করতে অনেকটা আগ্রহী করছি। যাতে তারাও আমার মত করে ফরেক্স থেকে আয় করতে পারে তা কাজ করছি।
-
আমি সবসময়ই ফরেক্স সম্পর্কে যেকোন ব্যাক্তিকে উৎসাহিত করতে প্রস্তুত সে আমার বন্ধু হোক,পরিবার বা অন্য কেউ।আমি যখন ফরেক্স কাজ করি তখন আমার বন্ধুদের ষনেকেই আমাকে জিজ্ঞেসা করে আমি কি করি তখন আমি তাদেরকে বুঝিয়ে বলি এবং উৎসাহিত করি যাতেকরে তারাও নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারে।
-
আমি যেহেতু ফরেক্স ট্রেডিং জগতে একেবারেই নতুন ফলে এখন আমার পক্ষে অন্যকে ট্রেডিং বিষয়ে উতসাহিত বা প্রশিক্ষন দেওয়ার তেমন কোন সুযোগ নেই তবে আমি যখন অনেক ভাল মানের ফরেক্স ট্রেডার হতে পারব তখন নিশ্চই আমি অন্যদের ট্রেডিং বিষয়ে সহায়তা করার ব্যাপারে ভাবব।
-
আমি আমার পরিচিত প্রায় সকলকেই ফরেক্স সম্পর্কে জানিয়েছি৷কয়েকজন ট্রেড করছে৷দিন দিন ফরেক্সের পরিচিতি ও গুরুত্ত্ব বাড়ছে৷আমার ব্যাক্তিগত প্রবল ইচ্ছাও রয়েছে নতুনদের নিয়ে আমাদের শহরে ফরেক্স ক্লাব তৈরী করতে যেন অনেক ট্রেডার একই ছাদের নিচে ট্রেড করতে পারি৷এক সাথে বসে ট্রেড করার মজাই আলাদা৷
-
আমার সব বন্ধু দের কে আমি ফরেক্স এ কাজ করতে উতসাহিত করি কারন ফরেক্স এর কাজ অন্য যে কন কাজের পাশা পাশি করা যায়। ছাএ চাকরি জিবি যে কনো ব্যক্তি ফরেক্স এ কাজ করতে পারে। তবে ফরেক্স এ কাজ করতে গেলে আপনাকে ভাল করে ট্রেড জানতে হবে ভাল করে ট্রেড না জানলে আপনি ফরেক্স এ কাজ করতে পারবেন র করলে শুধু লস করে যাবেন তাই আগে আপনাকে ভাল করে ট্রেড জানতে হবে।
-
আমার দেখা দেখি এখন আমার অনেক বন্ধুই ফরেক্সে সময় দিচ্ছে এবং এখান থেকে কিছু না কিছু আয় করতে পারছে আমি আমার স্বার্ধমত তাদেরকে সহায়তা করছে এবং তারা নিজেদের চেষ্টায় বাকিটা আয়েত্ব করে নিয়েছে এবং ফরেক্সে এখন নিয়মিত ভাবে কাজ করছে।
-
আমি অবশ্যই ফরেক্স ব্যবসা বন্ধুদের করতে উৎসাহিত করতে আছি । আমরা অামাদের বন্ধুদের যদি বেশীর ভাগ উৎসাহিত করতে পারি তাহলে তারা অবশ্যই সফলকাম হতে পারবে । আমরা বেশী বেশী ধৈর্য্যশীল হয়ে এই্ ফরেক্স ব্যবসা করতে চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব বেশী বেশী মার্কেট এ্যানালাইসিস করে আমরা এই ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতেে পারব ।
-
আসলে আমার কয়েক বন্ধু মিলে ফরেক্স মার্কেট এ ট্রেড করি আমার সবার সাথে সবার সিস্টেম আলচয়া করি তাই ফলে আমাদের ফরেক্স ট্রেড এর অনেক উপকার হয় কয়েকজন ছিল যারা লস এ ছিল তারা ফরেক্স মার্কেট এ ট্রেড এ এখন তারা লাভ এ আছে তাই আলোচনা করলে আপনার জন্য ভাল হবে আপনি যদি ট্রেড এর সময় কোন ভুল করেন তা হলে তারা আপনাকে সেই ভুল ধরিয়ে দিবে তখন আপনি আর সেই ভুল করলেন না লাভ এর পরিমান বারল আপানার
-
ফরেক্স মার্কেটে আমি নতুন তাই আমি মনে করি আমি ফরেক্সের অনেক কিছুই এখোনো জানিনা। তাই ফরেক্স শিখছি। আমি যখন ফরেক্সে দক্ষ ও অভিজ্ঞ হয়ে একজন সফল ট্রেডার হতে পারবো তখন সবাইকে উৎসাহিত করবো কারন আমি নিজে সফল না হয়ে ফরেক্স সম্মন্ধে প্রচার করা ঠিক হবেনা বলে আমি মনে করি।
-
অবশ্যই আমি সব সময় আমার বন্ধুদের ফরক্স সমপর্কে বলে থাকি,এর ভয়াল দিক খারাপ দিক সব বলি তাদের উতসাহ দেই ট্রেড বুঝে তারপর ট্রেড করে তাদের বেকারত্ত কাটানোর জণ্য।
-
হ্যা ভাই, আমি আমার বন্ধুদেরকে এই ফরেক্স সম্পর্কে বলে তাদেরকে উৎসাহিত করি। আমি আমার বন্ধুদেরকে এই ফরেক্স মার্কেট সম্পর্কে বলে তাদেরকে ফরেক্স করার জন্য বলি। এতে তারা আমার কথায় রাজি হয়ে তারাও ফরেক্স এ জয়েন করে। বর্তমানে তারা ফরেক্স এ কাজ করছে এবং ফরেক্স থেকে আয় করতে পারছে।
-
না, আমি আমার সব বন্ধুদের ফরেক্স করতে উৎসাহিত করি না। কারণ, খুব ক্রিটিকেল একটা বিজনেস। এখানে বুঝে-শুনে ট্রেড না করলে যা ইনভেস্ট করবে সব চলে যেতে পারে। তাই যে ফরেক্সে ট্রেড করতে পাইবে বা ট্রেডার হবে এমন মনোভাব তার নিজেকেই ফরেক্স সম্পর্কে ভালোভাবে এনালাইজ করে তারপর ডিসিশন নিতে হবে যে সে ফরেক্স ট্রেডার হতে চায় কিনা। তাহলে সে আর কাউকে দোষারোপ করতে পারবে না লস হলে।