-
হ্যা ভাই আপনি যা বলেছেন তা ঠিক। যে কোন কিছুতে লোভ করা ভাল নয়। কোন কিছুতে লোভ করে আসলে তা থেকে সাফলতা অর্জন করা যায় না। ঠিক ফরেক্স এ একই । ফরেক্স মার্কেট এ যারা লোভ করে আসে এবং লোভ করে কাজ করছে তারা এই ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারবে না এবং সাফলতা অর্জন করতে পারবে না। বরং অনেক টাকা লস করে ফরেক্স থেকে চলে যায়।
-
ফপ্রেক্স মার্কেট এমন এক ধরনের মার্কেট যেখানে সামান্য ভুলের কারনে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তাই ট্রেড ওপেন করার সময় খেয়াল করে ট্রেড ওপেন করতে হবে ।কখনো লোভ করে ট্রেড ওপেন করা যাবে না লোভ করলে ফরেক্সে ব্যালান্স হারানোর ভয় থাকবে তাই লোভ করা যাবে না ।
-
লোভ না থাকলে কি কেহ কোন কাজ করে? করে না, লোভ বা আশা করা অনুয়ায় বা ভুল নয় ভুল হল অতিরিক্ত আশা করা বা লোভ করা। তাই এ ব্যাবসায় পক্রিতি গত ভাবে ঝুঁকি বেশি আছ বলে লোভ নিয়ন্ত্রণ করে ব্যবসা করলে লাভ ও বেশি আছে।
-
ভাই আমি আপনার কথার সাথে একমত লোভে পাপ আর পাপে মৃত্যু | ফরেক্স মাকেটে থেকে যে বেশি লোভ করবে সে ফরেক্স থেকে লস করবে | ভাই আমি ফরেক্স মাকেটে করছি ১ বছর ধরে আমি ফরেক্স থেকে অনেক বেশি লোভ করে লস করছি | আশা করি আপনারা ফরেক্স মাকেটে করার সময় মনে রাখবেন ফরেক্স মাকেটে লোভে পাপ আর পাপে মৃত্যু |
-
লোভে পাপ আর পাপে মৃত্যু । লোভ যে ব্যবসায়ী করবেন সে তত বেশী ঝামেলায় পড়ে যাবেন । অতএব আমরা সব সময় মার্কেটের বাস্তব ব্যবহার করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা সব সময় লোভ থেকে দূরে থাকব তাহলেই আমরা লাভবান হতে পারবে । সুতরাং আমরা ধৈর্য্য ধারণ করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
-
লোখভ পাপ আর পাপে মৃত্যু কথাটি আমার মনে হয় ফরেক্স মার্কেটের ক্ষেত্রেই সব চেয়ে বেশি প্রযোজ্য্। কেননা এখানে চোখের সামনে দেখা যায় মহুর্তের মাঝে লাভ হয়ে গেল অথচ ভলিয়ম টা বাড়িয়ে দিলেই তার চেয়ে দ্বিগুন তিন গুন লাভ হয়ে যেত। তাই ধৈর্য ধরতে না পেরে অনেকে লোভে পড়ে ভলিউম বাড়িয়ে দেয় আর নিঃস্ব হয়ে ফিরে আসে।
-
আমার মতে ফরেক্স মার্কেট এ লোভ থাকা ভাল যদি তা নিয়ন্ত্রিত হয়। আপনি যদি আপনার লোভকে নিয়ন্ত্রন না করতে পারেন তবে আপনার শুধু একাউন্ট জিরোই হতে থাকবে। তাই সবার আগে নিজের উপর নিয়ন্ত্রন প্রতিষ্টা করতে শিখুন আর অযাচিত ভাবে লোভ করবেন না। লোভ করবেন তবে অবশ্যই যৌক্তিক ভাবে।
-
কেউ *যদি ফরেক্স এ লোভ করে আসে সে কোন দিনই ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারে না এবং সাফলতা অর্জন করতে পারে না। ফরেক্স মার্কেট থেকে আয় করতে হলে আগে আমাদেরকে লোভটাকে সামলাতে হবে তাহলেই ফরেক্স থেকে আয় করা যাবে।
-
আসলে ফরেক্সে সবাই আসে লাভের আশায়। কিন্তু কতজন ফরেক্স থেকে লাভের টাকা নিজের পকেটে নিতে পারে? সেই সংখ্যাটা খুবই নগণ্য। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম মানুষ ফরেক্সের ফান্ডামেন্টাল শিক্ষাটা ভালোভাবে না শিখেই টাকা ইনভেস্ট করে। আর ফলাফল জা হবার তাই হয়। একাউন্ট জিরো হয় বারবার। মনে রাখতে হবে ফরেক্স কোন তাড়াহুড়ার জায়গা নয়। এখানে লোভ করে কোন লাভ নেই। সাফল্য তারই আসবে যার এনালাইসিস পাওয়ার ভালো।
-
ফরেক্স মার্কেটে অনেকেই লোভে পরে একাউন্ট জিরো করে ফেলে। পরে নিজেই বুজতে পারেন কি ভুল করেছে। তাছাড়া অনেকে না বুজে ফরেক্স সম্পর্কে না জেনে অধিক ট্রেড করে, ফলে লসের সম্মুখীন হয়ে থাকেন। তাই বলছি লোভ মাথা থেকে ঝেরে ফেলে দিয়ে এনালাইসিস করে অল্প ট্রেড করুন এতেই আপনি লাভবান হতে পারবেন।
-
আমরা সবাই জানি যে, যে কোন কিছুতে লোভ করা ভাল নয়। কারন লোভ করলে তা থেকে সাফলতা অর্জন করা যায় না। ঠিক তেমনি এই ফরেক্স মার্কেট এ যারা লোভ করে আসে এবং ফরেক্স এ কাজ করে তারা ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারে না এবং ফরেক্স মার্কেট থেকে সাফলতা অর্জন করতে পারে না। তাই আমরা যখন এই ফরেক্স মার্কেট এ কাজ করব তখন এই লোভটাকে ত্যাগ করে ফরেক্স করব তাহলে আমরা এই ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারব এবং সাফলতা অর্জন করতে পারব।
-
লোভে পাপ পাপে মৃত্যু এটা সাধারন একটি কথা। কারন লোভের কারনে মানুষ অনেক ভাল কিছুও হারিয়ে ফেলে। আপনি ট্রেড করার সময় লোভ করলে বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারেন এমনকি আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। তাই লোভ করা ভাল না। আপনাকে একটা ভাল ট্রেডিং প্লান তৈরী করতে হবে এবং সে অনুযায়ী ট্রেড করতে হবে। তাহলে সে মোতাবেক ট্রেড করলে আপনার সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই লোভ না করলেই ভাল রেজাল্ট করতে পারবেন।
-
ভূল-ত্রুটি তো হবেই৷লস না হলে কিছুই শিখতে পারবেন না৷লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷এখানে নগদ ডলারের লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷
-
বাস্তবতা এটাই যে ফরেক্সে লোভের কোন স্থান নেই। লোভ না করে সঠিক ট্রেড করে আমাদের অল্প লাভ নিয়েই সন্তুষ্ট থাকা উচিৎ।তাই সবার আগে নিজের উপর নিয়ন্ত্রন প্রতিষ্টা করতে শিখুন আর অযাচিত ভাবে লোভ করবেন না।
-
কথাটা যথাযথ রয়েছে । অামরা কখনোই লোভ করব না । লোভ যে করবে সে অবশ্যই লাভবান হতে পারবে । অামরা ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা বেশী করে এ্যানালাইসিস করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
আমরা সবাই জানি যে. যে কোন কিছুতে লোভ করা ভাল নয়। কোন কিছুতো লোভ করে থাকলে তা থেকে সাফলতা অর্জন করা যায় না। ঠিক তেমনি এই ফরেক্স মার্কেট এ যারা লোভ করে আসে তারা সাফলতা অর্জন করতে পারে না এবং আয় করতে পারে না। তাই আমরা যখন এই ফরেক্স মার্কেট এ কাজ করব তথন এই লোভ টাকে সামলে রেখে কাজ করতে তাহলে আমরা ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারব এবং সাফলতা অর্জন করতে পারব।
-
আমরা সবাই জানি যে, যে কোন কিছুতে লোভ করা ভাল নয়। কারন কোন কিছুতে লোভ করে থাকলে তা থেকে সাফলতা পাওয়া যায় না। ঠিক এই ফরেক্স মার্কেট এ যারা লোভ করে কাজ করে তারা এই ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারে না এবং সাফলতা অর্জন করতে পারে না। তাই আমরা যখন এই ফরেক্স মার্কেট এ কাজ করব তখন এই লোভটাকে সামলে রেখে কাজ করব তাহলে আমরা ফরেক্স থেকে আয় করতে পারব এবং সাফলতা অর্জন করতে পারব।
-
আপ্নি যদি মনে করেন একটা ট্রেড দিয়েই আমি গেইনার হয়ে যাব। এটা ফরেক্স এ সম্ভব না। কারন ফরেক্স অনিশ্চিত একটি মার্কেট। এখানে লাভ বা লস করা কোন শিউর নেই। লাভ বা লস হতে পারে। প্রত্যক ট্রেড এ যেমন লাভ করার প্রবন্তা আছে তেমনি লস করার প্রবনতা ও আছে।
-
আপনি যত বেশি লোভ করবেন তত বেশি ধরা খাবেন এটা সত্যি কথা । আপনাকে লোভমুক্ত থাকতে হবে না । কারণ মানুষের পক্ষে লোভ মুক্ত হওয়াটা একটা অসম্ভব ব্যাপার প্রায় । তাই আমাদেরকে হতে হবে অথবা অামাদের আবেগ নিয়ন্ত্রন করা শিখতে হবে । ফরেক্সে আবেগ দিয়ে কাজ নেই । আপনি যত বেশি পরিমাণে নিজেকে সময় দিয়ে দক্ষতা অর্জন করতে পারবেন সেই দক্ষতা লোভ মুহুর্তেই ধ্বংস করে দিতে পারে ।
-
এই মার্কেট লোভ চলে না বেশি লোভ করলে দ্যাখা যাবে যে বালাঞ্চ ০ হতে পারে এবং আপনি ডিপোজিট করে আল্প রিস্ক এ আপনি বছর এর পর বছর ধরে লাভ করতে পারেন লোভের বসে ট্রেড করলে মার্কেট যদি একবার আপনার বিপরীতে যায় তাহলে আপনার ব্যালেন্স শূন্য হতে সময় লাগবে না।
-
লোভো ট্রেডাররা কখনো ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে না । কারন ৯৫% ট্রেডাররা ফরেক্স মার্কেটে লস করে থাকে । অনেক লোভী ট্রেডার ফরেক্স মার্কেটে অনেক টাকা লস করেছে । পরে তারা বলেছে ফরেক্স ব্যবসা ভাল না । তাই আমি বলতে পারি যে লোভে পাপ আর পাপে মৃত্যু। ফরেক্সে এই কথাটা সব সময় বলে থাকে ।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে লোভে কখনোই কোন ট্রেডার টিকে থাকতে পারে না কারণ লোভে ৯৫% ট্রেডার ফরেক্স মার্কেটে তাদের ব্যবসা হারাতে পারে। তাই একজন দক্ষ ট্রেডাররা বলেন এই ব্যবসা কখনো লোভ করা উচিত না তাহলে আপনার সমুদয় মুলধন হারাতে পারেন। এজন্যই বলা হয়ে থাকে লোভে পাপ আর পাপে মৃত্যু কথাটা পুরোপুরি সত্য বিশেষ করে ফরেক্স ব্যবসার জন্য। তাই আমি বলব ফরেক্স ব্যবসা কখনো লোভ করা যাবে।
-
ফরেক্স মার্কেট এ আমরা যারা ফরেক্স ট্রেড করি তারা অনেক সময় অভার ট্রেডিং করি,অনেক সময় লোভে কম ব্যালেন্স নিয়ে বড় লটে ট্রেড দেয় যার ফলে ট্রেড যখন বিপরীত চলে যায় তখন আমাদের ব্যালেন্স জিরো হয়ে যায় তাই ফরেক্স মার্কেট এ লোভ করা যাবেনা।
-
ফরেক্স মার্কেট এর ব্যপারে সবচেয়ে বেশী প্রযোজ্য কথা এটি। এখানে কখনও লোভ করা ঠিক নয়। আপনাকে যা করতে সব নিজস্ব আয়ত্বের ভিতরে রেখে। আপনি যদি লোভকে নিয়ন্ত্রন না করতে পারেন তাহলে এখানে শুধু লস দেখা যাবে। ফরেক্স মার্কেট যেমন লাভজনক ব্যবসা তেমনী এটা রিস্কি ও বটে। এখানে যা করার সব বুঝে শুনে এবং সঠিক এনালিসিস করার মাধ্যেমে যদি ট্রেড করা যায় তাহলে হয়তো আমরা লাভবান হতে পারবো।
-
লোভ করলে তা থেকে সাফলতা অর্জন করা যায় না। ঠিক তেমনি এই ফরেক্স মার্কেট এ যারা লোভ করে আসে এবং ফরেক্স এ কাজ করে তারা ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারে না এবং ফরেক্স মার্কেট থেকে সাফলতা অর্জন করতে পারে না। তাই আমরা যখন এই ফরেক্স মার্কেট এ কাজ করব তখন এই লোভটাকে ত্যাগ করে ফরেক্স করব তাহলে আমরা এই ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারব এবং সাফলতা অর্জন করতে পারব
-
আপনি লোভ করে যে কোন কাজই করতে জাননা কেন কোন কাজেই সফলতা পাবেন না। তাই সঠিকভাবে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই লোভকে পরিহার করতে হবে এবং ধৈর্য্যকে নিয়ন্ত্রণ রেখে ট্রেড করার মত মানসিকতা থাকে হবে। বিশেষ করে আমরা যখন ফরেক্স মার্কেট ব্যবসা করতে যাবো তখন অবশ্যই আপনাকে এই লোভটাকে ত্যাগ করতে হবে। তাহলে আপনি অবশ্যই ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে পারবেন।
-
ফরেক্স এ লোভ জিনিসটা খুব খারাপ। কেন জানি না ১০০ পিপ প্রফিট করবার পরো মন চায় আর ও বেশী লাভ করব। কিন্তু পরে শেষে দেখা যায় আম ছালা সব যায়। প্রথমে লাভ থাকে পরে তা লসে পরিনত হয়ে স্টপ লস হিট করে।
-
প্রতিটি মানুষের জীবনে লোভ কখনও সফলতা বয়ে আনতে পারবেন বরং নিচের দিকে টেনে নিতে আরো বেশি সহায়তা করে থাকে এই লোভ। কথায় আছে না লোভে পাপ, পাপে মৃত্যু। ঠিক তেমনি ফরেক্স মার্কেটে আপনি যদি লোভ করেন তাহলে আপনি কোনদিন ভাল সফলতা বয়ে আনেত পারবেন না বরং ক্রমানয়ে লস খেয়ে ফরেক্স মার্কেট থেকে একসময় চলে যেতে বাধ্য হবেন। এজন্য আমি মনে করি কম লাভ নিয়ে বেশি বেশি ট্রেড করার চিন্তা করুন এবং সব সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যবহার করার চিন্তা করুন। তাহলে আপনি অবশ্যই ফরেক্স মার্কেটে সফলতা বয়ে আনতে পারবেন।