-
ফরেক্স ব্যবসা কোন খেলা নয় । মনে রাখতে হবে ফরেক্স ব্যবসা করতে হলে আগে ইনভেস্ট করতে হয় । তাই ইনভেস্ট এর টাকা খুব সহজে লস হয়ে যেতে পারে । এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে । আমি মনে করি ১ ডলার দিয়ে ট্রেড করা আর খেলা করা সমান । তবে নিয়মে আছে যে ১ ডলার দিয়েও ট্রেড করা যায় । কিন্তু আমি এইটা পছন্দ করি না ।
-
এক দলের দিয়ে ফরেক্স ট্রেড করা যায়না বরং ট্রেডের প্র্যাক্টিস করে যায়। যারা নতুন, চার পাঁচ মাস ডেমো প্রাকটিস করেছে তাদের সিরিয়াসনেস আনার জন্য সামান্য পুঁজি যেমন ১ থেকে ২০ ডলারের একটা এমাউন্ট নিয়ে ট্রেড শুরু করা উচিত।
-
হ্যা আপকবি টিক বলেছেন যে কম করে হলেও আপনি বা একজন ফরেক্স ট্রেডার ইচ্ছে করলে এক ডলার দিয়েও ফরেক্স মার্কেটে সে ট্রেড করতে পারবে। তবে আমার মতে ফর্ক্স মার্কেটে যদি আপনি সস্থির সাথে ট্রেড করত্র চান তবে আপনি কম করে হলেও একশ ডলার নিয়ে ট্রেড করলে অনেক ভাল হবে।
-
ফরেক্স মার্কেটে ডিপোজিট করাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার । কেননা আমি মনে করি য়ে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে লাভবান হতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে পরিশ্রমি হতে হবে । কেননা আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করব তাদেরকে অনেক বেশি পরিমাণে নিজের ডিপোজিটকে অত্যন্ত ভালভাবে কাজে লাগানোর কৈশল আয়ত্তে নিয়ে অাসতে হবে ।
-
ত্রাদের ফরেক্স ট্রেড করে থাকে তাদের ট্রেডিং একাউন্ট ব্যালান্স দিয়ে...কিন্তু অনেকের ব্যালান্স বেশি থাকে আবার অনেকের কম থাকে.সর্বোচ্চ ডলার এর কোনো সীমা নেই কিন্তু সর্ব নিম্ন ১ ডলার নিয়ে ট্রেড করা যায়.কিন্তু এইক্ষেত্রে অনেক ভেবে-চিনতে ট্রেড করতে হয়...লস হলে আপনার একাউন্ট ব্যালান্স হারানোর চানকে থাকে.তবে ভালো অভ্ভিগ হলে সফল হবিয়া যায়.
-
ফরেক্স মার্কেট এ সর্বনিন্ম ১ ডলার দিয়েও ফরেক্স করা যায়। কিন্তু ১ ডলার দিয়ে ট্টেড করা যাবে না। ট্টেড করা যাবে ০.০০১ সেন্ট দিয়ে। ফরেক্স মার্কেট আপনি আপনার যত ইচ্ছা মত ব্যলেন্স দিয়ে ফরেক্স মার্কেট এ ফরেক্স করতে পারেন।
-
হ্যা আপনি ১ ডলার ইনভেষ্ট করেই ট্রেড করতে পারবেন। তবে আমার মতে ১ ডলার দিয়ে ট্রেড না করাই ভাল। আপনি যদি ফরেক্স শিখার জন্য ইনভেষ্ট করতে চান আমার পরামর্শ হল আপনি সর্বনিম্ন ১০ ডলার ইনভেষ্ট করুন। এবং .০১ দিয়ে ট্রেড করুন। কখনোই একটির বেশি ট্রেড করবেন না।
-
আমার ও একই মত । ১ ডলার দিয়ে ও ট্রেড করা যায় । ফরাম থেকে আমরা আমাদের লিখা পোস্ট করে আয় করতে পারি এবং সেই ডলার দিয়ে ট্রেড করতে পারি তাহলে আমেদের নিজ থেকে আর কন ইনভেস্ট করতে হল না । ফোরাম থেকে আমি অনেক উপক্রিত হয়েছি । ফোরাম আমার খুব পছন্দনীয় একটা আয় উপারজন কারী মাধ্যম ।
-
ত্রাদের ফরেক্স ট্রেড করে থাকে তাদের ট্রেডিং একাউন্ট ব্যালান্স দিয়ে...কিন্তু অনেকের ব্যালান্স বেশি থাকে আবার অনেকের কম থাকে.সর্বোচ্চ ডলার এর কোনো সীমা নেই কিন্তু সর্ব নিম্ন ১ ডলার নিয়ে ট্রেড করা যায়.কিন্তু এইক্ষেত্রে অনেক ভেবে-চিনতে ট্রেড করতে হয়...লস হলে আপনার একাউন্ট ব্যালান্স হারানোর চানকে থাকে.তবে ভালো অভ্ভিগ হলে সফল হবিয়া যায়.
-
আপনাকে অবশ্যই ডিপোজিট করতে হবে আর আপনি এই ব্রোকার হাউজটিতে সবোনিম্ন ২ ডলার ডিপোজিট করেও ট্রেড করতে পারবেন তবে বেশি ডলার ডিপোজিট করলে আপনি বেশি ফ্রি মার্জিন পাবেন । ফোরাম আমাদেরকে জ্ঞান আহরণ ও মূলধন সরবরাহ করে এই ব্যবসাটিকে শেখার যথেষ্ট সুযোগ করে দিচ্ছে । আমাদেরকে এখান থেকেই শ্রম দিয়ে উঠে আসতে হবে ।
-
ফরেক্স মার্কেটে আমরা সসর্বনিম্ন ১ ডলার দিয়ে ট্রেড করতে পারি,এটা সম্ভব শুধু সেন্ট একাউন্টসে,অল্প এমাউন্ট দিয়ে স্টান্ডার্ড একাউন্টে ট্রেড করা য়ায় না,কম এমাউন্ট দিয়ে ট্রেড না করে একটু বেশি এমাউন্ট দিয়ে ট্রেড করা ভাল,বেশি এমাউন্ট থাকলে লস হওয়ার সম্ভাবনা কম।
-
আপনি ফরেক্স মার্কেট এ ১ ডলার দিয়ে ট্রেড শুরু করতে পারেন আপনি ১ ডলার দিয়ে ট্রেড শুরু করতে পারেন ইন্সটাফরেক্স এ ট্রেড শুরু করেন তারপর আপনি যদি দেখেন আপনি ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করতে পারছেন তখন আপনি ১০০ , ৫০০, ১০০০ ডলার দিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করে আপনি প্রতি মাস এ আপনার টার্গেট মত লাভ করলেন
-
হ্যা ভাই এখানে আপনি সর্বনিম্ন ১ ডলার দিয়েও ট্রেড করতে পারবেন তাতে কোন সন্ধেহ নেই। তবে আপনার যদি ইনভেস্টের চিন্তাভাবনা থাকে তাহলে আমার মতামত হল আপনি মিনিমাম ১০০ ডলার ইনভেস্ট করে ট্রেড করতে পারেন। আর এটা ছাড়াও আপনার কাছে আরেকটা অপসন হল আপনি এখানে ফোরাম পোস্টের মাধ্যমে মাস শেষে অর্জিত বোনাস দিয়েও লাইভ একাউন্টে ট্রেড করতে পারবেন। সুতরাং ট্রেডিং এর ক্ষেত্রে আপনার ইনভেস্টটা যদি বেশি হয় তাহলে ইনকামটাও অনেক বেশি হবে।
-
ইন্সট্রাফরেক্স আমাদের একটি বিশাল বড় সুযোগ করে দিয়েছেন যাতে আমার ট্রেডিং এ সহজেই আসতে পারি যেমন সর্বনিম্ন ১ ডলার ডিপোজিট আবার ফোরাম পোষ্টিং এর বাবদ বোনাস যা আমাদের জন্য আর্শিবাদ সরূপ। আমি মনে করি যারা ফোরাম বোনাস দিয়ে ট্রেড করেন তাদের উচিত ডলার গুলো দিয়ে জেনেবুঝে ট্রেড করা। ফরেক্স ট্রেড না শিখে ফোরামের বোনাস গুলো ব্যবহার না করা। দীর্ঘদিন ডেমো ট্রেড করার পর যখন অভিজ্ঞতা আসবে ট্রেডিং এর ব্যপারে তখন বোনাস গুলো দিয়ে ট্রেড করে লাভবান হতে পারবেন। আর শিখে ট্রেড করবেন বোনাস লস হয়ে গেলে তো আর বোনাস গুলোর কোন অর্থ হলো না।
-
হ্যা ভাই আপনি ফরেক্স মার্কেটে সর্ব নিম্ন ১ ডলার ডিপোজিট দিয়ে ট্রেড করতে পারবেন। তবে এই ১ ডলার দিয়ে ট্রেড করে আপনি কখনও কোন কিছু করতে পারবেন না। বরং নিজের ঐ ১ ডলার ডিপোজিটকৃত টাকা নষ্ট করবেন। তাই আমার মতে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে মিনিমান আপনাকে ৫০ অথবা ১০০ ডলার ডিপোজিট করে ট্রেড করার পরিকল্পনা তৈরি করতে হবে। এছাড়া দীর্ঘদিন আপনাকে ডেমো ট্রেডের মাধ্যমে ফরেক্স সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলে আপনি এক সময় অল্প টাকা বিনিয়োগ করেও ভাল আয় করতে পারবেন। এজন্য প্রচুর ধৈর্য্য ও লোভকে নিয়ন্ত্রণ রেখে ট্রেড করার পরিকল্পনা তৈরি করতে হবে।
-
আসলে এই সর্বনিম্ন ১ ডলার দিয়ে আমরা যেকোনো ব্রোকারে ট্রেড করতে পারিনা কারন বিভিন্ন ব্রোকারের বিভিন্ন ডিপোজিট শর্ত থাকে৷এই সর্বনিম্ন ১ ডলার দিয়ে ট্রেড করা ইন্সটাফরেক্স ব্রোকারেই সম্ভব হয়৷অনেক ব্রোকারে সর্বনিম্ন ১০/৫০ ডলার দিয়ে ডিপোজিট ও ট্রেড করার শর্ত দেওয়া থাকে৷আর পুঁজি ও রিয়েল ট্রেডের সুবিধার জন্য এই ফোরাম তো আমার মতো সকল ট্রেডারদের জন্য আর্শিবাদ স্বরূপ৷
-
আমি বলবো অন্যান্য ব্যবসায় হতে ফরেক্সে বড় সুবিধা হল এখানে অল্প পুঁজি নিয়ে ট্রেড করা যায়। এমনকি অল্প সময়ের জন্য ও ট্রেড করা যায়। একজন ট্রেডারের বিনিয়োগ কম হোক বা বেশি হোক ট্রেডে দক্ষ হলে ভালো মুনাফা অর্জন করতে পারে। ফরেক্স করার আরেকটি সুবিধা হল ফোরাম হতে প্রাপ্ত বোনাস ট্রেড করার জন্য ব্যবহার করা যায়। এছাড়াও ব্যাংক একাউন্টের মাধ্যমে ট্রেডিং একাউন্টে বিনিয়োগ করা যায়।
-
ফরেক্সে ২উপায়ে আয় করা যায় তার একটি হলো নিজে পোষ্ট করেও আরেকটি হলে টাকা দিয়ে করা। নিন্ম ১ ডলার দিয়েও ফরেক্সে ট্রেড করা যায়। এখানে দুইটি উপায় আছে ইনভেস্ত করার। প্রথম টি হল নিজে ডলার ইনভেস্ত করা আর ২য় টি হল ফরাম থেকে ইনভেস্ত করা। ফরাম থেকে আমরা আমাদের লিখা পোস্ট করে যা পাব সেই ডলার, যার জন্য আমাদের কে নিজের কাছ থেকে কোন ইনভেস্ত কিংবা ইলেক্ট্রনিক মাধ্যমের প্রয়োজন হয়না। ফরাম থেকে ই ডলার স্বয়ংক্রিয় ভাবে ট্রান্সফার হয়ে যায়। আমার কাছে ফোরাম খুব পছন্দনীয় মাধ্যম।ডলারপেতে হলে আগে বেশী করে পোষ্ট করতে হবে।তবে বেশী ডলার দিয়ে পোষ্ট না করাই ভালো এতে কম লস হবে।ধীরে ধীরে লাভের মুখ দেখা ভালো।এতে করে ভালো করে ট্রেড শেখা যাবে।
-
হ্যাঁ ইন্সটাফরেক্সে সর্বনিম্ম এক ডলার দিয়ে ট্রেড করা যায়। ইন্সটাফরেক্সের অন্যতম সুবিধা হল ইন্সটাফরেক্সের Micro Lot অর্থাৎ ০.০১ লটে ট্রেড করতে দেয়। যার মানে হল আপনি যদি EUR/USD পেয়ারে ০.০১ লট সেট করেন এবং লিভারেজ ১:১০০০ নেন তাহলে প্রতি পিপ্স এর ভেলু হবে ১ সেন্ট। যদি আপনি ফরেক্সে নতুন হন তাহলে আপনি বলব আপনি ইন্সটাফরেক্সের Micro Lot অর্থাৎ ০.০১ লটে ট্রেড করেন তাহলে আপনি যদি ১০০ পিপ্স লস করেন তাহলে আপনার মাত্র ১ ডলার লস হবে। ইন্সটাফরেক্সের ১লট= ১০০০০ যেখানে অন্যান্য ব্রেকার ১লট= ১০০০০০।
-
অবশ্যই ফরেক্সে সর্বনিন্ম ১ ডলার দিয়েও ট্রেড করা যায়।আমরা সকলেই জানি যে ফরেক্স ট্রেডিং একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস এবং এখানে সকলেই কাজ করতে পারে। আর এখানে ডিপোজিটের ক্ষেত্রেও কোন বাঁধা ধরা নিয়ম নেই। আর ফরেক্সে দুইটি উপায়ে আপনি ইনভেস্ট করতে পারেন তার মধ্যে একটি হলো নিজের মুলধন অপরটি হলো ফোরামের প্রাপ্ত বোনাস।তবে এখানে অনেকেই ফোরামের প্রাপ্ত বোনাস দিয়েই ট্রেড করে। আর তা দিয়েই লাভ করে আর্থিক ভাবে স্বচ্ছল হতে দেখা যায়। বিশেষ করে আমিও ফোরামের প্রফিট দিয়েই রিয়েল ট্রেডিং করি এবং এতে ভালোই প্রফিট অর্জন করতে পারি। তাই আমি ফরেক্স ফোরাম কে ধন্যবাদ জানাই।
-
আমার কাছে সবচেয়ে ভাল দিক হলো অন্যান্য ব্যবসায় হতে ফরেক্সে বড় সুবিধা হল এখানে অল্প পুঁজি নিয়ে ট্রেড করা যায়। এমনকি অল্প সময়ের জন্য ও ট্রেড করা যায়। একজন ট্রেডারের বিনিয়োগ কম হোক বা বেশি হোক ট্রেডে দক্ষ হলে ভালো মুনাফা অর্জন করতে পারে। ফরেক্স করার আরেকটি সুবিধা হল ফোরাম হতে প্রাপ্ত বোনাস ট্রেড করার জন্য ব্যবহার করা যায়। এছাড়াও ব্যাংক একাউন্টের মাধ্যমে ট্রেডিং একাউন্টে বিনিয়োগ করা যায়।
-
হ্যাঁ আপনি ঠিকই জানেন ফরেক্স মার্কেটে আমরা সর্বনিম্ন ১ ডলার দিয়ে ট্রেড করতে পারি,এটা সম্ভব শুধু সেন্ট একাউন্টসে,অল্প এমাউন্ট দিয়ে স্টান্ডার্ড একাউন্টে ট্রেড করা য়ায় না,কম এমাউন্ট দিয়ে ট্রেড না করে একটু বেশি এমাউন্ট দিয়ে ট্রেড করা ভাল,বেশি এমাউন্ট থাকলে লস হওয়ার সম্ভাবনা কম।
-
হ্যা ফরেক্স মার্কেটে সর্বনিম্ন ১ ডলার দিয়েও ট্রেড করা যায় আবার ফোরাম পোস্ট করে যে ভার্চুয়াল ডলার পাওয়া যায় তা দিয়েও ট্রেড করা যায় কিন্তুু ১ ডলার দিয়ে ট্রেড করলে লাভ হওয়ার সম্ভাবনা থাকে না তাই আমি মনে করি যদি ফরেক্স মারকেটে টিকে থাকেতে চাই তা হলে ১০০ ডলার দিয়ে ট্রেড করাই ভাল তা হলে প্রোফিট ও করা যাবে আর লম্বা সময় ধরে ট্রেড করা যাবে ।
-
ফরেক্স ই বিশ্বের একমাত্র ব্যবসা যা কিনা মাত্র 1 ডলার দিয়েও শুরু করা যায়। বিষয়টা অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। ফরেক্স মার্কেটে ব্রোকারভেদে নূন্যতম ডিপোজিটের তারতম্য হয়ে থাকে। কোন কোন ব্রোকার সর্বনিম্ন 1 ডলার মিনিমাম ডিপোজিট আবার কিছু কিছু ব্রোকার সর্বনিম্ন 50 ডলার থেকে 500 ডলার পর্যন্ত ডিপোজিটের সুযোগ দিয়ে থাকে। তাই কারো ফরেক্স মার্কেট করার সদিচ্ছা থাকলে মাত্র 1 ডলার দিয়েও ফরেক্স ট্রেডিং শুরু করতে পারেন। ফরেক্স মার্কেটে যত বেশি পরিমাণ ডিপোজিট করা যাবে তত বেশি পরিমান ইনকাম করা যাবে। অর্থাৎ যার মূলধন যত বেশি তার ইনকামও তত বেশি। তবে ফরেক্স মার্কেটে প্রথম অবস্থায় বেশি পরিমাণ ডিপোজিট করা ঠিক নয়। কারণ ফরেক্স মার্কেট থেকে প্রথম-প্রথম প্রফিট অর্জন করা কঠিন ব্যাপার।
-
সর্ব নিন্ম ১ ডলার দিয়েও ফরেক্সে ট্রেড করা যায়। এখানে দুইটি উপায় আছে ইনভেস্ট করার। প্রথম টি হল নিজে ডলার ইনভেস্ট করা আর ২য় টি হল ফোরাম থেকে ইনভেস্ট করা। তাছাড়া ফোরাম থেকে ই ডলার স্বয়ংক্রিয় ভাবে ট্রান্সফার হয়ে যায়।
-
ফরেক্স ট্রেড করে থাকে তাদের ট্রেডিং একাউন্ট ব্যালান্স দিয়ে...কিন্তু অনেকের ব্যালান্স বেশি থাকে আবার অনেকের কম থাকে.সর্বোচ্চ ডলার এর কোনো সীমা নেই কিন্তু সর্ব নিম্ন ১ ডলার নিয়ে ট্রেড করা যায়.কিন্তু এইক্ষেত্রে অনেক ভেবে-চিনতে ট্রেড করতে হয়...লস হলে আপনার একাউন্ট ব্যালান্স হারানোর চানকে থাকে.তবে ভালো অভ্ভিগ হলে সফল হবিয়া যায়
-
ভাই অনেক ব্রোকার ই বলে সর্বনিম্ন ১ ডলার বিনিয়োগ করে ট্রেড করা যায় । কিন্তু বাস্তবে ১ ডলার দিয়ে ট্রেড করাকে আমি সম্পূর্ণ অমূলক মনে করি । কারণ আপনি যদি ১ ডলার বিনিয়োগ করেন তাহলে আপনাকে ১ঃ১০০০ লেভারেজ নিলে সর্বচ্চ ১ সেন্ট এর ট্রেড দিতে পারবেন । এতে যে লাভ হয়তো আপনি করবেন সেটা খুবই নগণ্য । আমি মনে করি আমি যদি সত্যিকার অর্থে ফরেক্স ট্রেডিং শিখে ফরেক্স মার্কেটে বিনিয়োগ করে ট্রেডিং করতে চান সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন বিনিয়োগ হওয়া উচিত ৫০ ডলার ।
-
আপনার পোষ্টের হেডলাইন এবং বক্তব্যের সাথে কোন প্রকার মিল খুঁজে পাচ্ছি না। যা হোক আপনি চাইলে মাত্র 1 ডলার ডিপোজিট করেও ফরেক্স মার্কেট এ ট্রেডিং শুরু করতে পারবেন, তবে এক ডলার ডিপোজিট দিয়ে ট্রেডিং করে ফরেক্স মার্কেটে টিকে থেকে ব্যবসা করার মাধ্যমে লাভ করা খুবই কষ্টসাধ্য, কেননা এক ডলার ব্যালেন্স দিয়ে আপনি সামান্য কিছু পিপসে ট্রেড ওপেন করতে পারবেন। এবং তাতে যদি লাভ করে থাকেন তবে তার পরিমাণ খুব সামান্যই হবে।কিন্তু যদি কখনো মার্কেট আপনার বিপরীত দিকে যায় তাহলে যেকোনো মুহূর্তে আপনার ব্যালেন্স শেষ হয়ে যাবে।
-
ফোরামের সদস্য হ্যা অফ অফ কোর্স ট্রেডিং হ'ল লাভজনক ব্যবসা যখন আপনি সঠিক সময়ে আপনার অর্থটি সঠিক অবস্থানে বিনিয়োগ করেন তখন আপনার ব্যবসাটি লাভজনক হয়ে ওঠে for লাভজনক ব্যবসায়ের জন্য আপনার ট্রেডিং সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য থাকতে হবে
-
আসলে আমি ফেরক্স টেডে খুব আগ্রহি ছিলাম,কিন্তু মূলধন ছিলনা।বিভিন্ন ব্লগ আর টিউটিরিয়াল দেখে কিছুটা বুঝেছি।তার পর আমি এক জন এর সাহাজে এই ফোরাম সম্পকে জানতে পারি এবং ফোরামের বোমাস দিয়ে টেড শুরু করি।সতি কতা হচ্ছে ফোরাম যদি বোনাষ না দিতো তাহলে হয় তো কখনও ফরেক্স টেড করা সম্ভব হতো না আমার,কার আমার কাছে টাকা নেই ইনভেস্ট করার জন্য।তাই ফোরাম আমাকে সেই সুজোগ টা দিয়েছে
।ফোরম শুধু বোনাস দিয়ে নয় বরং আমাকে আনেক তথ্য ও দিয়ে সাহাজ্য করেছে।আর এই ফোরাম বাশির অভিজ্ঞ সিনিয়াররা সব সময় আমাদের মত নতুন দের সাপোট দিয়ে আসছে।ধন্য বাদ ফোরাম
-
হ্যাঁ আপনি চাইলে মাত্র 1 ডলার ডিপোজিট করে ট্রেডিং শুরু করতে পারবেন।কিন্তু এক ডলার ডিপোজিট করে আপনাকে খুব ছোট লটে অর্থাৎ পিপসে ট্রেড করতে হবে।যেটা দিয়ে প্রফিট করার পাশাপাশি মার্কেটে টিকে থাকা খুবই কষ্টকর হবে।তাই কমপক্ষে 100 ডলার ডিপোজিট করে ট্রেডিং শুরু করা উচিত। আর আপনি চাইলে দুইভাবে মার্কেটে ডিপোজিট করতে পারেন,প্রথমত নিজের পকেট থেকে টাকা দিয়ে ডলার কিনে ডিপোজিট করতে পারেন এবং দ্বিতীয়তঃ ফরেক্সের বাংলা ফোরামে অ্যাকাউন্ট ওপেন করে পোস্টিং করার মাধ্যমে ব্রোকার থেকে বোনাস নিয়ে ডিপোজিট করার মাধ্যমে ট্রেডিং শুরু করতে পারেন।
-
জ্বি ভাই, সর্বনিম্ন ১ ডলার দিয়েও ফরেক্স ট্রেডিং করা যায়। তবে ১ ডলার নিয়ে মার্কেটে টিকে থাকা অসম্ভব ব্যাপার। যেকোন সময়ে আপনার একাউন্ট জিরো হয়ে যেতে পারে। যেজন্য আমার কাছে মনে হয় মিনিমাম ১০০ ডলার নিয়ে ট্রেডিং একাউন্ট খোলা ভালো। এর ফলে আপনি কিছুটা স্বাচ্ছন্দ্যবোধ করতে পারবেন এবং একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা ও কমে যাবে।
-
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,,, তাই আমার এর উপর অভিজ্ঞতা অনেক কম । সর্বনিম্ন ১ ডলার দিয়ে ট্রেড শুরু করা যায় কি না,,, সেটা আমার জানা নাই । তবে যদি করা ও যায় তবেও আমাদের উচিত ১ ডলার দিয়ে ট্রেড শুরু না করা । কারন এতে ঝুঁকি অনেক বেশি থাকে । এখানে ফরেক্স মার্কেট আমাদের জন্য ভালো সুবিধা করে দিয়েছে,,,,, ফরেক্স ফোরামে আমরা তাদের প্রশ্নের উত্তর দিয়ে যে বোনাস অর্থ পেয়ে থাকি ,,,, সেটা দিয়ে আমরা রিয়েল ট্রেডিং এ ট্রেড করতে পারি । তাই আমাদের উচিত কম অর্থ নিয়ে মার্কেটে ট্রেড না করা ।
এক্ষেত্রে আপনাদের সকলের মতামত আশা করছি,,,, ধন্যবাদ ।
-
এক ডলার দিয়েও আমরা ট্রেড করতে পরি। তরে আমাদেরকে ট্রেড করা ভালোভাবে জানতে হবে। আমরট যদি ভালোভাবে ট্রেড করা না জানি তাহলে আমি মনে করি যে ৫০০ ডলার দিয়েও ভালো কিছু করা সম্ভবনা।তাই আমাদের ভালোভাবে ট্রেড করা শিখলে ১ডলার হলেও ট্রেড করে লাভ করা সম্ভব।
-
১ ডলার দিয়েও ট্রেড করা সম্ভব। কিন্তু ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো ভাবে জানতে হবে। আমরা ফোরামে পোষ্ট করে তার বিনিময়ে বোনাসকৃত টাকা দিয়ে ট্রেড করতে পারি। আর যদি আপনি ইনভেষ্ট করতে চান তাহলে আপনার জ্ঞান এবং অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে আপনি ডলার ইনভেষ্ট করুন এবং সেই ডলার দিয়ে ট্রেড করতে পারেন।
-
সব ফরেক্স ব্রোকারে ১ ডলার দিয়ে ট্রেড করা না গেলেও ইন্সতাফরেক্সে ১ ডলার ডিপোজিট করা যায় এবং ১ ডলার দিয়ে ট্রেড ও করা যায় । কিন্তু আমি মনে করি ১ ডলার দিয়ে ফরেক্স ট্রেড করতে চাওয়াটা আপনার কাছে অমুলুক । কারণ ১ ডলার দিয়ে ট্রেড করে তেমন কিছু লাভ করতে পারবেন না । ফরেক্স মার্কেটে আপনাকে লাভ করতে হলে ফরেক্স সম্বন্ধীয় জ্ঞান যেমন দরকার তেমনি আপনার ভালো ট্রেডিং মূলধনও দরকার । মনে রাখবেন ভালো মূলধন আর ভাল ট্রেডিং কওশল এর ফলাফল হল খুব ভালো পরিমাণে লাভ ।
-
আপনি ফরেক্স মার্কেট এ ১ ডলার দিয়েও ট্রেড করতে পারবেন,কিন্তু ১ ডলার দিয়ে আপনি এই বিজিনেস এ টিকে থাকতে পারবেন না,একটা স্মার্ট ডলার এই বিজিনেস এর জন্য প্রয়োজন,কমপক্ষে ৫০ ডলার থাকলে ভালো ভাবে ট্রেড করা যাই,তাই আবেগ দিয়ে ১ ডলার দিয়ে এই ব্যবসা করার চিন্তা না করাই শ্রেয়।
-
ফরাম যেহেতু আমাদেরকে এতো বড় সুযোগ করে দিছে তাহলে আমরা ইনভেষ্ট না করে ফরাম থেকে পোস্ট করে আমরা ট্রেড করতে পারি আর তাছাড়া ১ ডলার দিয়ে ও ট্রেড করতে পারি।তবে আমি মনে করে যে যেভাবে করুক না কেনো আগে ভাল করে জানেন বুজেন তার পর ফরেক্স এ ট্রেড করেন তা না হলে আপনি খুব সহজেই এই সাইড থেকে নিজেকে বাচাতে পারবেন না।তাই আসুন আমরা আগে ভাল করে মার্কেট সম্পর্কে জানি তার পর কাজ শুরু করি।
-
ফোরামের মাধ্যমে পাওয়া বোনাসের টাকা দিয়ে ট্রেড করাটা আমার মূল উদ্দেশ্য নয়। আমি বোনাসের টাকা দিয়ে ট্রেড প্রশিক্ষন নিচ্ছি, তবে নিজস্ব মানি দিয়ে আয় করা শুরু করব। ফোরাম আমাদেরকে জ্ঞান আহরণ ও মূলধন সরবরাহ করে এই ব্যবসাটিকে শেখার যথেষ্ট সুযোগ করে দিয়েছে তার জন্য ইন্সট্রাফরেক্স কে ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে এখান থেকেই শ্রম দিয়ে উঠে আসতে হবে। সবাই দোয়া করবেন।
-
এটা একদম সঠিক কথা যে এই মার্কেটে সর্বনিম্ন ১ ডলার দিয়েও ট্রেড করা যায় আর এই কারণে যে কেউ এই ব্যবসায় সহজেই যোগ দিতে পারে। আমি মনে করি যারা নতুন তারা অল্প ডলার বিনিয়োগ করে তাদের ট্রেডিং ক্যারিয়ার শুরু করতে পারে। কারণ এতে যদি তারা লসও করে তাহলে খুব অল্প পরিমানের লস করবে। আর তারা যদি মনে করে তারা এই মার্কেটে খুব ভাল করতাছে তাহলে তারা অল্প অল্প করে এই মার্কেটে বিনিয়োগ বাড়াতে পারে যেমনটা আমি করতাছি।