-
আপনি লোন নেবার আগে ঠিক করুন আপনি ফরেক্স কতটুকু পারেন আর ফরেক্স এ কত প্রফিট করতে পারবেন আপনি ফরেক্স এ কতটুকু দক্ষ । আপনি যদি লোন করেন তহলে আপনাকে লোনের টাকার পাশাপাশি আপনাকে লাভ ও দিতে হবে । ফলে দেখযাবে আপনি যা লাভ করছেন তা ব্যাংকে লোন বাবদ দিয়ে দিতে হচ্ছে । আর লস হলে ত আপনাকে পুরো টাকা টা নিজের পকেট থেকে দিতে হবে । আমি বলব লোন করে করো থেকে ধার নিয়ে একাদম ট্রেড করা উচিত নয় ্মন কী নিজের থাকা খাওয়ার টাকা দিয়েও ফরেক্স এ ট্রেড করা উচিত নয় । আপনার কাছে যদি অতিারক্ত টাকা থাকে সে টকা আপনি ফরেক্স এ ডিপজিট করতে পারেন ।
-
ামি মনে করি শুধু একজন সফল ট্রেডার এর জন্য লোন নেয়া উচিত ।কারন নতুন ট্রেডার হলে লাভ এর চেয়ে লস এর সম্ভাবনা বেশি থাকে।তাই লোন এর কথা না ভেবে সম্ভব হলে সামর্থের মধ্যে অল্প ডিপজিট করুন অথবা ফরাম পস্ট করে বনাস নিয়ে ট্রেড করুন।
-
ব্যাংক কিংবা আত্নিয় পরিজন বন্ধু বান্ধব হতে কিংবা অন্য কোন উৎস হতে ঋণ নিয়ে ট্রেড করা ঠিক নয় । বরং আমি মনে করি যে ফরেক্সে ট্রেড করতে হবে নিজের টাকায় কেননা । আপনি যখন বাহ্যিক উৎস হতে ঋণ নিয়ে ট্রেড করবেন তখন সেটা দিয়ে যে নিশ্চিত লাভবান হতে পারবেন তার কোন গ্যারান্টি নেই । তবে আপনি যদি দক্ষ ট্রেডার ও সুভিজ্ঞ ট্রেডার হয়ে থাকেন এ ক্ষেত্রে রিস্ক নিয়ে ট্রেড করতে পারেন ।
-
ভাই আমার ও কষ্ট হয় আপনার মত এরকম জঘন্য পোস্ট পড়তে গিয়ে। তবে সঠিক ভাবে লিখলে ভাল লাগত। যাই হোক লোন নিয়ে ট্রেড করাটা কোন বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হয় না। কেননা এটার ঝুকির বাজার তাই এখানে কোন কিছু ইনভেস্ট করার আগে দুবার ভেবে নেওয়া উচিত হবে বলে আমার মনে হয়।
-
ব্যাংক থেকে লোন নিয়ে ফরেক্স করাটা ঠিক হবে বলে আমি মনে করি না। কারণ এতে আপনি আরো বেশি বিপদে পড়বেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে ইনভেস্ট করলে আপনাকে সব সময়, একটা টেনশনের মধ্য থাকতে হবে, প্রথমতো ব্যাংকের ইন্টারেস্ট দিতে হবে পরে আবার ঐ টাকা পেরত দিতে হবে সময় মত, ঐ সময় যদি আপনি লসে থাকেন তখন আপনার কি হবে, সব মিলে আপনার টেনশন বাড়বে।আর ফরেক্স করতে হয় ঠান্ডা মাথায়।
-
আমি বলবো ব্যাংক থেকে লোন নিয়ে ফরেক্স ট্রেড করা কোন অবস্থাতেই ঠিক হবেনা কারণ ফরেক্স ব্যবসা আপনি কখনো লোন নিয়ে করে কোটিপতি হতে পারবেন না , এই অবস্থায় বেশিরভাগ ট্রেডার যারা লোন নিয়ে ব্যবসা করেচেন তারা অধিকাংশ ক্ষেত্রেই হয়েছেন দেউলিয়া তথা লুজার তাই একটু ধৈর্য্য সহকারে নিজের টাকা অথবা ফোরামের বোনাস পোস্টিং মানি দিয়ে ফরেক্স করুন এবং নিজের সফলতা নিজেরই উদযাপন করুন লোন নিয়ে ট্রেড করলে মানসিক শান্তি নষ্ট হয়ে যায় যা ট্রেডের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব বিস্তার করে ।
-
আমার মতে লোন নিয়ে ফরেক্স করাটা আপনার আমার কারো জন্য মোটেও ঠিক হবে না। মনে রাখবেন ফরেক্স মার্কেটে কাজ করতে হয় অনেকটা ফ্রি হয়ে। নেটশন মুক্ত থেকে। এমনিতেই ফরেক্স মার্কেট আমাদের অনেক পেরেশানীতে রাখে। তার উপর যদি আপনি লোন এর টাকায় ফরেক্স করেন তাহলে আপনার পেরেশনী দ্বিগুন হবে। কেননা আপনার মাথায় লোনের টাকা পরিশোধের চিন্তা থাকবে। যা আপনাকে সফল ভাবে ফরেক্স করতে দিবে না।
-
আপনাকে প্রথমে ফরেক্স এর বিষয় গুলো জানতে হবে তারপর ফরেক্স এ কাজ করে টাকা ইনকাম করার চিন্তা করতে হবে আর আপনি যদি একজন ভালো ট্রেডার হন আর যদি আপনি মনে করেন যে লোন নিয়ে ট্রেড করে ইনকাম করে লোন পরিশোধ করবেন তাহলে লোন নিয়ে ফরেক্স এ ট্রেড করতে পারেন ।
-
এই কাজটি করা কক্ষনোই ঠিক হবেনা।আপনি জদি এই কাজটি করেন তাহেল আপনি আপনার জীবনে অনেক বড় একটা ভুল করবেন।কারণ ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে আপনি চাইলে অনেক আয় করতে পারবেন অনেক সহজেই। আবার অনেক সহজেই আপনার টাকা লস করবেন।তাই পারলে কষ্ট করে অন্য পথে কাজ করুন। লোণ নিয়ে ট্রেড করা শুরু কইরেননা।অনেক বড় ভুল করবেন।
-
আমি মতে আপনি যদি খুব ভাল টেড আর হন আর খুব লাভ ও করতে পারেন তা হলেও লোণ নিয়ে ফরেক্স মার্কেট এ টেড করা ঠিক হবে না কারন আপনি যখন লোণ নিয়ে টেড করবেন তখন আপনার উপর মানসিক চাপ থাকবে বেশি আপনি ভাল টেড করতে পারলেও লাভ করতে পারবেন না জার কাছ থেকে লোণ নিবেন সে জানতে চাইবে আপনার লাভ হল কত একটা পেসার থাকবে সবাই এই পেসার নিতে পারে না
-
আমি মনে করি লোন নিয়ে ফরেক্স না করাটাই ভাল যদি আপনার লসের পরিমানটা বেশি হয়ে যায় তাহলে ভাবছেন আপনার কি অবস্হা হবেহবে আপনি মানসিক ভাবে দুর্বল হয়ে যেতে পারেন।আর যেকোনো কাজই ধীরে ধীরে করাটাই ভালো। তাই আমি মনে করি ফোরাম বোনাস দিয়ে ট্রেড করাটা ভালো।
-
আমি বলবো ব্যাংক থেকে লোন নিয়ে ফরেক্স ট্রেড করা কোন অবস্থাতেই ঠিক হবেনা কারণ ফরেক্স ব্যবসা আপনি কখনো লোন নিয়ে করে কোটিপতি হতে পারবেন না , এই অবস্থায় বেশিরভাগ ট্রেডার যারা লোন নিয়ে ব্যবসা করেচেন তারা অধিকাংশ ক্ষেত্রেই হয়েছেন দেউলিয়া তথা লুজার তাই একটু ধৈর্য্য সহকারে নিজের টাকা অথবা ফোরামের বোনাস পোস্টিং মানি দিয়ে ফরেক্স করুন এবং নিজের সফলতা নিজেরই উদযাপন করুন লোন নিয়ে ট্রেড করলে মানসিক শান্তি নষ্ট হয়ে যায় যা ট্রেডের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব বিস্তার করে।
-
লোন নিয়ে কখনোই ফরেক্স মার্কেটে ট্রেড করা যাবে না । অামরা ফরেক্স মার্কেটে কাজ করব ফোরামের মাধ্যমে । যে ফোরাম বেশী বেশী করে করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । অামরা ফোরাম ছাড়ব না । যে ছেড়ে দিবে সে কখনোই লাভবান হতে পারবে না ।
-
আপনার ডেমো ট্রেডিং এ আপনার ব্যবহুত স্ট্র্যাটেজি যদি খুব ভাল কাজ করে থাকে তবে ব্যাংক লোন দিয়ে ট্রেড খুবই ভাল হবে। আপনার ডিপোজিট দিয়ে প্রতি মাসে গড়ে কত প্রফিট করতে পারবেন এবং কতদিনে আপনার ব্যাংক লোন এর সমপরিমান টাকা উঠে আসবে তার হিসাব-নিকাশ যদি আপনার ব্যক্তিগতভাবে নিশ্চিত থাকে তবে লোন নিয়ে ফরেক্সে ইনভেষ্ট করুন।
-
আপনি যদি ভাল ড্রাইভার হোন তাহলে সব রুটেই গাড়ি চালাতে পারবেন লং রুট হোক আর যানজট হোক। নিজের গাড়ি হোক আর অন্যের গাড়ি তাতে কিছু যায় আসে না। আসল কথা হলো আপনি ভাল ড্রাইভার তাই আপনি সফল হবেন। তদ্রুপ ফরেক্সে আপনি দক্ষ হলে যেখান থেকেই বিনিয়োগ করুন না কেন আপনি সফল হবেন।
-
আমি বলবো ব্যাংক থেকে লোন নিয়ে ফরেক্স ট্রেড করা কোন অবস্থাতেই ঠিক হবেনা কারণ ফরেক্স ব্যবসা আপনি কখনো লোন নিয়ে করে কোটিপতি হতে পারবেন না , এই অবস্থায় বেশিরভাগ ট্রেডার যারা লোন নিয়ে ব্যবসা করেচেন তারা অধিকাংশ ক্ষেত্রেই হয়েছেন দেউলিয়া তথা লুজার তাই একটু ধৈর্য্য সহকারে নিজের টাকা অথবা ফোরামের বোনাস পোস্টিং মানি দিয়ে ফরেক্স করুন এবং নিজের সফলতা নিজেরই উদযাপন করুন লোন নিয়ে ট্রেড করলে মানসিক শান্তি নষ্ট হয়ে যায় যা ট্রেডের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব বিস্তার করে।
-
আপনি যদি ফরেক্সে অভিজ্ঞ হন তবে আপনি লোন নিতে পারেন।আর যদি প্রাথমিক অবস্থায় থাকেন তবে এই ধরনের রিস্ক না নিয়ে অল্প কিছু টাকা সন্চয় করে ট্রেড করতে পারবেন যাতেকরে লসে পড়লে বড় কোন সমস্যা না হয়।
-
আমি যখন ফরেক্স শুরু করি তখন এক পরিচিত ট্রেডারকে বলেছিলাম যে আমি লোন নিয়ে ফরেক্স করতে চাই। কিন্তু ফরেক্স একটি রিস্কি ব্যবসা সেটা আমি জানতাম না। যদি ক্যাশ টাকা না থাকে তাহলে ফরেক্স না করাই ভালো। লোন নিয়ে ফরেক্স করা একদম ঠিক হবে না। কারন আপনি যদি লস করে ফেলেন তাহএল আপনি কি করবেন।
-
আমার মতে ফরোক্স মার্কেটে লোন নিয়ে ট্রেড করা টা ঠিক হবেনা। যদি আপনার সব টাকা ই লস করেন তখন আপনার কি অবস্থা হবে ভেবে দেখেছেন? আমি মনে করি ফোরামে লিখতে থাকুন। ধিরে ধিরে চেষ্টা করুন তবু ভাল। ফোরাম আপনাকে অনেক কিছু শিখতে সাহায্য করবে ফরেক্স সন্মন্ধে। ফরেক্স মার্কেটের মুভমেন্ট সব সময় এক রকম থাকে না সুতরাং কোন ভাবে যদি মাকের্ট আপনার প্রতিকূলে চলে যায় তা হলে আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন।
-
আপনি নিশ্চই চাচ্ছেন যে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে তার পর ফরেক্সে সেই টাকা ইনভেস্ট করবেন আমি সেই ক্ষেত্রে আপনাকে পরামর্শ দিব যে এটি করাটা একবারে আপনার উচিত হবে না। কারন ফরেক্স মার্কেটের মুভমেন্ট সব সময় এক রকম থাকে না সুতরং কোন ভাবে যদি মাকের্ট আপনার প্রতিকূলে চলে যায় তা হলে আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন।
-
ফরেক্স ব্যবসা কোন সময়েই লোন নিয়ে করা ঠিক নয় । কারণ এই ব্যবসা করতে হবে তাদেরই যারা শুধু এই ফরেক্স সর্ম্পকে সম্যক ধারণা রয়েছে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য অবশ্যই দক্ষতা অর্জন করব তাহলেই সফলকাম হতে পারব ।
-
লোণ নিয়ে ট্রেড করা টা ঠিক হবেনা। যদি আপনার সব টাকা ই লস করেন তখন আপনার কি অবস্থা হবে ভেবে দেখেছেন? আমি মনে করি ফোরামে লিখতে থাকুন। ধিরে ধিরে চেষটা করুন তবু ভাল। ফোরাম আপনাকে অনেক কিছু শিখতে সাহাজ্য করবে ফরেক্স সন্মন্ধে। ফরেক্স মার্কেটের মুভমেন্ট সব সময় এক রকম থাকে না সুতরং কোন ভাবে যদি মাকের্ট আপনার প্রতিকূলে চলে যায় তা হলে আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন।
-
ভাই এত রিস্ক নিতে যাবেন না। ব্যাংক থেকে লোন নিয়ে ফরেক্স ট্রেড করা মানে নিজের জীবনকে নিজের হাতে বর্বাদ করা। একটা কথা সবসময় মনে রাখবেন, মেহনত এবং কঠোর পরিশ্রম ছাড়া ভাগ্যের পরিবর্তন কখনই সম্ভব নয়। আর যেখানে আপনার সুযোগ রয়েছে সেখানে আপনি অন্যের কাছে দায়ী থাকবেন কেন ? সুতরাং ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে ধাপে ধাপে, ধীরস্থিরভাবে অগ্রসর হতে হবে এবং এর পাশাপাশি আপনাকে একটা সুন্দর পরিকল্পনা তৈরি বা বাস্তবায়ন করতে হবে।
-
আপনি যদি দক্ষ ট্রেডার হয়ে থাকেন তা হলে লোন নিয়ে ট্রেড করতে পারেন তবে কোন বেক্তি বা প্রতিষ্টান থেকে নয় ব্রকার থেকে লোন নিতে পারেন। তবে মনে রাখতে হবে যে ব্রকার টাকা আর নিজের টাকা একই কথা।
-
ব্যাংক থেকে লোন করে ট্রেড করে তো আপনি ধরা খাবেন। তার চেয়ে ডেমো ট্রেড করতে থাকুন আর একটু একটু জমা করুন তা দিয়ে ৫০/১০০ ডলার ইনভেস্ট করুন। কারন দক্ষতা থাকলে অতি অল্প এমাউন্ট ও একসময় বড় হয়ে যাবে আর যদি আপনার দক্ষতা না থাকে তাহলে আপনি যত বড় ইনভেস্ট করেন না কেন আপনি লস করবেন। তাই সাবধান কেউ ধার করে টেনশন নিবেন না। মাথায় চাপ নিয়ে আপনি ফরেক্স ট্রেড করতে পারবেন না। তাই চাপমুক্ত থাকতে হলে এমন এমাউন্ট আপনাকে ইনভেস্ট করতে হবে যা কি না লস হলেও আপনি সমস্যায় পড়বেন না।
-
আমার মতে টাকা ধার করে ফরেক্স করাটা কখনই ভাল হবে না। কারণ ফরেক্স খুব ঝুকিপূর্ণ ব্যবসা আর আপনি যদি টাকা ধার করে এই ব্যবসা শুরু করেন এবং সেই টাকা লস করেন তাহলে আপনি অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হবেন। তাই সবসময় চেষ্টা করবেন নিজের টাকা দিয়ে ট্রেড করতে আর অবশ্যই নিজের টাকা বিনিয়োগের পূর্বে আপনি অবশ্যই ডেমোতে দীর্ঘদিন অনুশীলন করবেন। কারণ সেখানে অনুশীলন করলে আপনি বিনা খরচে মার্কেট সম্পর্কে ভাল ধারণা পাবেন এবং সেই ধারণা দিয়ে আপনি আপনার রিয়েল ট্রেডে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবেন।
-
দালালরা স্প্রেড থেকে অর্থ উপার্জন করে। যেহেতু স্বর্ণ একটি ধাতব যা প্রত্যেকে স্বাভাবিকভাবে বাণিজ্য করতে পছন্দ করে দালালরা এই পণ্যটির উপর আরও ছড়িয়ে পড়া ঠিক করবে। এবং প্রসারিত উচ্চ অস্থির সময়কালেও ওঠানামা করে উদাহরণস্বরূপ যখন এটি উপরের দিকে প্রবণতা বর্ধমান হয়, আপনি বিক্রি করলে স্প্রেড সর্বনিম্ন হবে
-
আমার মতে ব্যাংক থেকে লোন নিয়ে ট্রেড করাটা কোনভাবেই ঠিক হবে না।কারণ ফরেক্স খুবই ঝুঁকিপূর্ণ ব্যবসা এখানে লাভের পাশাপাশি লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর আপনি যদি ব্যাংক থেকে লোন নিয়ে ট্রেডিং শুরু করেন আর কোন একটি ট্রেড যদি আপনার বিপরীতে চলে যাওয়ার মাধ্যমে আপনার ব্যালেন্স শেষ হয়ে যায় ।তাহলে সেটা আপনার জন্য খুবই বিপদজনক হয়ে দাঁড়াবে, তাই অবশ্যই ব্যাংক থেকে লোন নিয়ে ট্রেডিং শুরু করা থেকে বিরত থাকা উচিত। তবে আপনি চাইলে মোবাইল বা কম্পিউটারে জিবোর্ড ব্যবহার করে মুখে বলে টাইপ করার মাধ্যমে পোস্ট করতে পারেন। এভাবে পোস্ট করার মাধ্যমে যখন মোটামুটি একটা ব্যালেন্স পাবেন তখন ট্রেডিং শুরু করতে পারেন। এবং সেটাই আপনার জন্য উপকারী হবে বলে আমার কাছে মনে হয়।
-
আসলে আমার মতে, ফরেক্স ব্যবসায় খুবই রিস্কি ব্যাবসা। তাই এখানে ইনভেস্ট করার আগে আপনাকে ভাবতে হবে আপনি ফরেক্সে ব্যবসায় করতে কতটা দক্ষ।। তারপরো আমি বলব লোন করে ফরেক্সে ট্রেড করা মুটেও ভাল হবে না।।কারন এখানে লস করাটা খুবই সাভাবিক।। তাই আমি বলব আগে আপনি ফরেক্স শিখুন তারপর ট্রেড করার চিন্তা করুণ।
-
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,, তাই আমার এর উপর অভিজ্ঞতা অনেক কম আছে। তবে আমি মনে করি যে,,,, যেখানে আপনি একটু কষ্ট করলে ডিপোজিট ব্যালেন্স বাড়াতে পারেন,,,মানে আপনি একটু কষ্ট করে যে সকল পোস্টগুলি দেওয়া থাকে,,,সেই পোষ্টগুলিতে কমেন্ট করলে আপনি তার থেকে বোনাস পাবেন। যদিও কাজটা একটু কষ্টদায়ক এবং অনেক সময়ের ব্যাপার,,, তবু ভালো যে আপনাকে ব্যাংক থেকে লোন নিয়ে বা আপনার জমানো অর্থ বিনিয়োগ করা লাগছে না। আপনি যদি আপনার ওই ব্যাংক থেকে লোন নেওয়া অর্থ বা জমানো টাকা ট্রেড করতে গিয়ে লচের সম্মুখীন হন,, তাহলে আপনি তখন নিঃস্ব হয়ে পড়বেন,,,তাকে করে আপনার মানষিক আঘাত ও পেতে হতে পারে। সেজন্য সব থেকে ভালো উপায় হলো বেশি বেশি ডেমো ট্রেডিং এ ট্রেড ধরে মার্কেট সম্পর্কে জানা এবং ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা । এক্ষেত্রে আপনাদের সকলের মতামত আশা কর,,,, ধন্যবাদ ।
-
ভাই ফরেক্স একটি রিস্কি বিজিনেস,এই বিজিনেস কখনো লোন এবং পরের টাকা ধরা করে করা ঠিক না,যদি আপনি লস করেন তাহলে আপনি দেনাই পড়বেন,তাই লোন করা থেকে বিরত থাকুন,যদি ডিপোজিট না করতে পারেন,তাহলে আপনি ফোরাম বোনাস দিয়ে এই ব্যবসা করুন তবুও লোন করবেন না।
-
ফরেক্স একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসায় যে কেউ এখানে সফলতা পায় না। দেখা যায় ৯৫% ট্রেডার এখানে মানি লুজ করে থাকে। তারমানে অনলি ৫% ট্রেডার ফরেক্স মার্কেট থেকে আয় করতে সক্ষম। সুতরাং এমতাবস্থায় আপনি যদি সেই ৫ জনের অন্তর্ভুক্ত হয়ে থাকেন মানে খুবই ভালো একজন ট্রেডার হয়ে থাকেন শুধুমাত্র তখনই লোন নিয়ে ট্রেড শুরু করতে পারেন। নতুবা এটা হবে চরম বোকামি। ফরেক্স মার্কেট কোন সহজ বিষয় নয় যারা এখানে ৬ মাস পার করে তারা এটা বুঝে যায়। একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার না হয়ে লোন নিয়ে ট্রেড করা উচিত নয়।
-
ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি আমি মনে করি লোন নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা ঠিক হবে না কারন ফরেক্স দেখতে সহজ কিন্তু এটা অনেক কঠিন এই মার্কেটে একটু ভুল করা মানে বিশাল লসের নিছে পড়তে হবে। তাই আমাদের কে লোন নিয়ে ট্রেড করা থেকে দুরে থাকতে হবে।
-
এটি বেশিরভাগ ব্যবসায়েই স্পষ্ট হয় তবে এটি বিশেষত যখন জটিল প্রকৃতি এবং অগণিত অনিশ্চয়তার কারণে ফরেক্স ট্রেডিংয়ের ব্যবসায় আসে তবে প্রতিটি ব্যবসায়ী বৈদেশিক মুদ্রার বাজারে মুখোমুখি হবে কারণ আপনার যদি প্রয়োজনীয় জ্ঞান না লাভজনক হয় তবে তাহলে অর্থোপার্জন আপনার পক্ষে ব্যবসায়ী হিসাবে অসম্ভব হয়ে পড়ে।
-
আপনি নিশ্চই চাচ্ছেন যে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে তার পর ফরেক্সে সেই টাকা ইনভেস্ট করবেন আমি সেই ক্ষেত্রে আপনাকে পরামর্শ দিব যে এটি করাটা একবারে আপনার উচিত হবে না। কারন ফরেক্স মার্কেটের মুভমেন্ট সব সময় এক রকম থাকে না সুতরং কোন ভাবে যদি মাকের্ট আপনার প্রতিকূলে চলে যায় তা হলে আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন।
-
লোণ নিয়ে ট্রেড করা টা ঠিক হবেনা। যদি আপনার সব টাকা ই লস করেন তখন আপনার কি অবস্থা হবে ভেবে দেখেছেন? আমি মনে করি ফোরামে লিখতে থাকুন। ধিরে ধিরে চেষটা করুন তবু ভাল। ফোরাম আপনাকে অনেক কিছু শিখতে সাহাজ্য করবে ফরেক্স সন্মন্ধে। আশা করি আমরা ফোরাম থেকে আমাদের পুজিঁ সংগ্রহ করতে পারব । সূতরাং আমাদের ধার করে নিজের চিন্তার বোঝা বাড়ানোর কোন প্রয়োজন নেই।
-
ফরেক্স মার্কেট এ আমরা লোন নিয়ে করতে পারি কিন্তু এই ভাবে লোন নিয়ে ট্রেড করা ঠিক না, কারন যদি এই মার্কেট এ ট্রেডিং করতে গেলে লস হয়ে, যায় সে লস আপনার অনেক ক্ষতির কারন হয়ে যাবে,তাই ফরেক্স মার্কেট এ দক্ষ ট্রেডার হবার পরে লোন নিয়ে ডিপোজিট করতে পারেন।
-
ব্যাংক কিংবা আত্নিয় পরিজন বন্ধু বান্ধব হতে কিংবা অন্য কোন উৎস হতে ঋণ নিয়ে ট্রেড করা ঠিক নয় । বরং আমি মনে করি যে ফরেক্সে ট্রেড করতে হবে নিজের টাকায় কেননা । আপনি যখন বাহ্যিক উৎস হতে ঋণ নিয়ে ট্রেড করবেন তখন সেটা দিয়ে যে নিশ্চিত লাভবান হতে পারবেন তার কোন গ্যারান্টি নেই । তবে আপনি যদি দক্ষ ট্রেডার ও সুভিজ্ঞ ট্রেডার হয়ে থাকেন এ ক্ষেত্রে রিস্ক নিয়ে ট্রেড করতে পারেন ।
-
লোণ নিয়ে ট্রেড করা টা ঠিক হবেনা। যদি আপনার সব টাকা ই লস করেন তখন আপনার কি অবস্থা হবে ভেবে দেখেছেন? আমি মনে করি ফোরামে লিখতে থাকুন। ধিরে ধিরে চেষটা করুন তবু ভাল। ফোরাম আপনাকে অনেক কিছু শিখতে সাহাজ্য করবে ফরেক্স সন্মন্ধে। আশা করি আমরা ফোরাম থেকে আমাদের পুজিঁ সংগ্রহ করতে পারব । সূতরাং আমাদের ধার করে নিজের চিন্তার বোঝা বাড়ানোর কোন প্রয়োজন নেই।
-
আমার মতে না। কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে আপনার লাভ লস দুটিই হতে পারে আর আপনি যদি লোন নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করেন আর অঅনি যদি লস করেন তিবে আপনি দুই দিকেই হারাবেন আর জন্য আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন না তাই নিজের টাকাই ট্রেড করা ভাল।