ফরেক্স ব্যবসা আমার মতে সব চাইতে নিরাপদ ব্যবসা যদি দক্সথা অর্জন করতে পারা যায় । আমরা সব সময় আগে দক্ষথা অর্জন করব তারপর এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আর আপনারা্ কখনোই ট্রেড করার জন্য ঝুকি নেবেন না । কারণ ঝুকি নিছেন তো মরছেন । সুতরাং তখনই ফরেক্স মার্কেট নিরাপদ হবে যখন এই মার্কেট সর্ম্পকে ভালোভাবে বুঝতে পারব ।