-
আমার মনে হয় একাউন্ট জির হবার সমচেয়ে বড় কারণ স্টপ লস বেবহার না করা.আমরা যারা ফরেক্স এ সর্বক্ষণ থাকতে না পারা সত্তেও স্টপ লস বেবহার করিনা তাদের একাউন্ট জির হবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে.কারণ এত লম্বা একটা সময় এর অনুপস্থিতিতে আপনার ট্রেড যেকোনো দিকেই মোড় নিতে পারে.তাই এইসব ক্ষেত্রে আপনাদের স্টপ লস বেবহার করা উচিত.
-
আমি মনে করি ফরেক্স মার্কেট এ একাউন্ট জিরু হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে লোভ করা।লোভ এত খারাফ যে আপনি যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় লোভ করেন তাহলে আপনি আপনার সব কিছুই হারাবেন।ফরেক্স মার্কেট এ ট্রেড করার ক্ষেত্রে লোভ এর কোন স্থান নাই।আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় যদি লোভ বেসি করেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবেননা।আমি ফরেক্স মার্কেট এ একবার লোভ করে আমার পর একাউন্ট হরিয়ে পেলি।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট এ একাউন্ট জিরু হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে লোভ করা।লোভ এত খারাফ যে আপনি যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় লোভ করেন তাহলে আপনি আপনার সব কিছুই হারাবেন।ফরেক্স মার্কেট এ ট্রেড করার ক্ষেত্রে লোভ এর কোন স্থান নাই।আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় যদি লোভ বেসি করেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবেননা।আমি ফরেক্স মার্কেট এ একবার লোভ করে আমার পর একাউন্ট হরিয়ে পেলি।
-
আমার কাছে মনে হয় ফরেক্স মার্কেটে একাউন্ট জিরো হবার সবচে বড় কারণ হল “মানিশ্যনেজমেন্ট” না করা। আমরা অনেকই জানি এই “মানিশ্যনেজমেন্ট” সম্পর্কে কিন্তু বাস্তবে তা পালণ করতে গেলেই অনেকেরই বিভিন্ন কারনে তা আর করা হয় না বা করিনা এর পরই ফল হিসেবে পাই জিরো একাউন্ট
-
আমার কাছে মনে হয় ফরেক্স মার্কেটে একাউন্ট জিরো হবার সবচে বড় কারণ হল “মানিশ্যনেজমেন্ট” না করা। আমরা অনেকই জানি এই “মানিশ্যনেজমেন্ট” সম্পর্কে কিন্তু বাস্তবে তা পালণ করতে গেলেই অনেকেরই বিভিন্ন কারনে তা আর করা হয় না বা করিনা এর পরই ফল হিসেবে পাই জিরো একাউন্ট
-
আপনার অ্যাকউন্ট বিভিন্ন কারনে জিরো হতে পারে । সেটা হয়তো আপনিই ভাল জানেন । তবে এছাড়া বেশ কিছু কারণে অ্যাকাউন্ট জিরো হতে পারে । যেমন মানিম্যানেজমেন্ট না করা , একই পেয়ারে অতিরিক্ত ট্রেড একই সময়ে রান করা , ধৈর্য না ধরা , স্টপ লস ব্যবহার না করা ইত্যাদি ।
-
আমার মতে একাউন্ট জিরো হওয়ার অন্যতম কারন হল অভার ট্রেডিং করা।।। আমরা যারা একাধিক ট্রেড ওপেন করি তারা অতি সহজেই একাউন্ট জিরো করে ফেলি।।। তাছাড়া ও একাউন্ট জিরো করার আরেকটি কারন হল মানি মানেজমেন্ট না করা।।
-
একাউন্ট জিরো হওয়াটা অনেক বেশি স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গেছে বর্তমানে । কেননা অহরহ ট্রেডারে প্রতিনিয়ত একাউন্ট জিরো হচ্চে । একাউন্ট জিরো হওয়ার মুল কারণ হল নিজের দক্ষতার অভাব এবং সঠিকভাবে এনালাইসিস করতে না পারার কারণেই মুলত এ ধরনের সমস্যর সম্মুখীন হতে হয় । তাই আমি মনে করি যে এ ক্ষেত্রে দক্ষতার কোন বিকল্প নেই ।
-
আমি ফরেক্সট্রেড এ এসে অনেক একাউন্ট জিরো করেছি । আমি যা করতাম, প্রথমে ট্রেড দিতাম যদি লাভ হতো তাহলে আরও বেশি লাভ করার জন্য বেশি বেশি ট্রেড দিতাম । আর যদি লস হতো তাহলে মনে করতাম মার্কেট এই বুঝি আবার ব্যাক করবে তাই ভেবে বেশি বেশি ট্রেড দিতাম । শেষে পরিণতি একটাই একাউন্ট জিরো । তাই ফরেক্স বিজনেস এ মানি ম্যানেজমেন্ট একটা প্রয়োজনীয় বিষয় ।
-
একাউন্ট জিরো হবার কারন হলো বেশি লোভ করে অসয়ে ট্রেড করা । বেশি ঝুকি নিয়ে বেশি লিভারেজ নেয়া । একসাথে একাধিক ট্রেড করতে গিয়ে সঠিক মারকেট এনালাইসেস করতে ভুল করা ।
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি প্রধান কারন নয় আরও একািট কারন রয়েছে আর তা হল ফরেক্স ট্রেডিংয়ে লোভই আমাদের বড় শত্রু যা আমাদেরকে ট্রেডিং জ্ঞানের বাইরে নিয়ে গিয়ে ট্রেড করতে উদ্ভদ্ধ করে এবং অ্যাকাউন্ট ব্যালেন্স যার ফলে জিরো হয়ে যায়।
-
এটি আমাদেরকে অতি অল্প সময়ের মধ্যে নিঃশ্বেস করে দিতে পারে। তাই আমাদের ওভার ট্রেড থেকে সব সময় বিরত থাকা উচিত। একজন সফল ট্রেডার সব সময় তার ওপেন ট্রেড ক্লোজ না হওয়া পর্যন্ত অন্য ট্রেড ওপেন করতে চান না। এজন্য আপনকে বলবো আগে নিজে দক্ষ হন তারপর ফরেক্সে ট্রেড করর কথা ভাবুন ।
-
এ্যাকাউন্ট জিড়ো হবার বড় কারণ হল লোভ । যার যত বেশী লোভ রয়েছে সে তত বেশী লসে পড়ে গেছে । আমরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার জন্য লোভকে সামলীয়িে রাখার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । অতএব আপনারাও এই্ ফরেক্স ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে এই ফরেক্স ব্যবসা করুন ।
-
আপনার ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্ট না না কারনে জিরো হতে পারে তবে আমার দৃষ্টিতে তার মধ্যে প্রধান এবং অন্যতম কারন হল ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা না থাকা সত্ত্ব্ও ফরেক্সে ট্রেড করা আর আতিরিক্ত প্রফিট বা মুনফা লাভের লোভে ট্রেডিং জ্ঞানকে এবং মানিম্যানেজমেন্টকে অগ্রাহ্য করে ফরেক্সে ট্রেড করলে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যেকোনো সময় জিরো হয়ে যেতে পারে।
-
বিভিন্ন কারণে আপনি ফরেক্সে লস করতে পারেন অর্থাত আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে অপআর তার মধ্যে আমার কাছে সব থেকে প্রধান কারন বলে মনে হয় অতিরিক্ত প্রফিট লাভের লোভে ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতাকে পরিহার করে ফরেক্সে ট্রেড করা।সেই কারনে ফরেক্সে অতিরিক্ত লোভের বসে পড়ে ট্রেড করা থেকে আমাদের সকলেরই বিরত থাকা উচিত।
-
একাউন্ট জিরো হবার সবচেয়ে বড় কারন হলো না বুঝে এবং ঝুঁকি বেশি নিয়ে ট্রেড করা। এছাড়াও ট্রেড করার সময় স্টপ লস ব্যবহার না করাও। যারা ব্যাপরোয়া ভাবে ট্রেড করে তারা বেশি লস করে এবং একাউন্ট জিরো করে। মার্কেটে অনুকুলে ট্রেড করা জানতে হবে তাহলেই লস কমান যাবে এবং একাউন্ট জিরো হতে নিজেকে রক্ষা করা যাবে। তাই ট্রেড করার সময় সতর্কতা অবলম্বন করি।
-
ফরেক্সে আপনি নানা কারনে লস করে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করে ফেলতে পারেন তবে তার মধ্যে আমার দৃষ্টিতে প্রধান কারন বলে মনে হয় অজ্ঞতার বসে ফরেক্সে ট্রেড করাটাই হল অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করে ফেলানোর অন্যতম এক প্রধান কারন।
-
আমার আমার মতে একাউন্ট জিরো হবার ক্ষেত্রে যে কারণ গুলি বিদ্যমান:
• নিজস্ব ট্রেডিং প্লান এবং ট্রেডিং স্ট্রাটেজি সৃষ্টি না করে ট্রেড করা
• বেশি লোভের কারা কারণে।
• ওভার ট্রেড করার কারণে।
• অদক্ষতার কারণে।
তবে এ ছাড়া ও আরো আনেক কারণ আছে যা একাউন্ট জিরো হয়ে থকে।
-
একাউন্ট যিরো হও্যার সবচেয়ে বড় কারণ হলো অতিরিক্ত লোভ এবং অধের্য্য। লোভ পরিহার না করতে পারলে একাউন্ট যিরো হবে। এছাড়া ওভার ট্রেডের ফলে ও একাউন্ট যিরো হয়।
-
ফরেক্স মার্কেট একাউন্ট জিরো হওয়ার পিছনে অনেক গুলো কারন থাকে ফরেক্স মার্কেট সম্পর্কে অদক্ষতা মার্কেট না বুঝে অবার লডে ট্রেড করা ও ফরেক্স মার্কেট একাউন্ট জিরো হওয়ার কারন ফরেক্স মার্কেট লোভ করা তাই ফরেক্স মার্কেট একাউন্ট টিকিয়ে রাখতে হলে ফরেক্স মার্কেট বুঝে শুনে ট্রেড করতে হবে।তানা হলে একাউন্ট জিরো হবেই।
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি প্রধান কারন নয় আরও একািট কারন রয়েছে আর তা হল ফরেক্স ট্রেডিংয়ে লোভই আমাদের বড় শত্রু যা আমাদেরকে ট্রেডিং জ্ঞানের বাইরে নিয়ে গিয়ে ট্রেড করতে উদ্ভদ্ধ করে এবং অ্যাকাউন্ট ব্যালেন্স যার ফলে জিরো হয়ে যায়।
-
একাউন্ট জিরো হওযার সবচেয়ে বড় কারণ হলো মানি্ম্যানেজমেন্ট না মানা ।এর পাশাপাশি আরো যে সকল কারন আছে সে তা হচ্ছে অতিরিক্ত লোভ । লোভ পরিহার না করতে পারলে একাউন্ট জিরো হবে। এছাড়া ওভার ট্রেডের ফলে ও একাউন্ট জিরো হয়।
-
ফরেক্স ট্রেডিং এ একাউন্ট জিরো হওয়া একটি সাধারন বিষয় বলে আমি মনে করি । যে কেউ সচেতন না হলে যত বড় একাউন্ট ই হোক না কেন শেষ হয়ে যাবে । এর জন্য প্রয়োজন সঠিক মানি ম্যানেজমেন্ট এবং সঠিক দিক নিদেশনা । লট সাইজ নিয়ন্ত্রণে রেখে ট্রেড করলে একাউন্ট জিরো হবার সম্ভাবনা কম থাকে ।
-
আমার মনে হয় ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি প্রধান কারন নয়। ফরেক্স ট্রেডিংয়ে লোভই আমাদের বড় শত্রু যা আমাদেরকে ট্রেডিং জ্ঞানের বাইরে নিয়ে গিয়ে ট্রেড করতে উদ্ভুদ্ধ করে।
-
বেশি লাভ করার লোভ সামলাতে না পেরে অতিরিক্ত লিভারেজ ব্যবহার করে সর্বোচ্চ বড় লট এ ট্রেড এন্ট্রি নেওয়ার ফলে মার্জিন অনেক কমে যায়, ফলে মার্কেট সামান্য বিপরীতে গেলেই একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যায়।
-
কোনো এনালাইসিস ছাড়া ঘন ঘন ট্রেড করলে অর্থাৎ ওভার ট্রেডিং এর ফলে ব্যালান্স হারিয়ে ফরেক্স মার্কেট থেকে বিদায় নিতে হয়। কারন ফরেক্স মার্কেট এ ওভার ট্রেডিং এর সময় ওপেন করা 90% ট্রেড ভুল হয় এবং স্টপ লস ব্যবহার না করার জন্য অনেক বড় বড় লস হয় ফলে ব্যালান্স জিরো হয়ে যায়।
-
ফরেক্স মার্কেটে একাউন্ট জিরো হওয়ার অনেক কারন আছে । তার মধ্যে সবথেকে বড়ো কারন হলো মার্কেটের অবস্থা না জেনে ট্রেডিং করা। আপনার একাউন্ট জিরো হওয়া এড়াতে হলে আপনার জেটা করনিয় আপনার ব্যালেন্সের অনুযায়ি আপনাকে ট্রেড অপেন করতে হবে এবং ব্যালেন্স অনুযায়ি ভলিয়াম দিতে হবে আর অবশ্যই মার্কেটের অবস্থা বুঝে ট্রেডিং করতে হবে।
-
আমি মনে করি লোভে পড়া বা লস রিকোভারি করার জন্য বড় লটে ট্রেড করাটাই হচ্ছে জিরো হওয়ার কারণ।অনেকে আবার মানিম্যানেজমেন্ট মেনে চলে না।আর এটা না মেনে ট্রেড করলেও একাউন্ট জিরো হয়ে যায়।সেজন্য আমাদেরকে মানিম্যানেজমেন্ট রোলগুলো ফলো করতে হয়।আর নিয়ম মেনে ট্রেড করলে একাউন্ট জিরো হবে না।
-
আমাদের মধ্যে সবথেকে বেশি মানুষের একাউন্ট জেরো হয় যার সবথেকে প্রধান কারন হলো না বুঝে ট্রেড করা । আর যার ফলে একাউন্ট হয়ে যায় জিরো । এর কারনে অবশ্যই সঠিক নিয়ম মেনে সব কিছু বুঝে তারপর ট্রেড করা উচিত অনথ্যায় সর্বপরি একাউন্ট জিরো হবে ।
-
আপনি ওভার ট্রেড করেছেন। এটা সবার জন্য বিপদ জনক। ওভার ট্রেড করা থেকে বিরত থাকতে হবে। সব সময় মনে রাখতে হবে আপনার ওপেন ট্রেড ক্লোজ না হওয়া র্পযন্ত অন্য আরএকটি ট্রেড করা যাবেনা। আর একটি হল লোভ, লোভ করা যাবেনা। লোভ করলে ধ্বংস হয়ে যাবে। এবং আপনাকে আরো অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি
-
সবসময় তারা শর্তক থাকে । মার্কেটের মুভমেন্ট বুঝে তারা ট্রেড করে কখনো লোভ করে না । নিজের শততার উপর বিশাস্ব রেখে সবসময় ট্রেড করে
-
ফরেক্স ট্রেডিং এ একাউন্ট জিরো হবার সবচেয়ে বড় কারন হল অদক্ষতা, ফরেক্স মার্কেটে ভাল ফলাফল পাউয়ার জন্য অভিজ্ঞ হতে হবে তাহলেই এটিতে সফলতা আসবে।
-
একাউন্ট জিরো হওয়ার বড় কারন হল বড় ভলিউমে ট্রেড করা আমরা না জেনে বড় ভলিউমে ট্রেড করি এরপর সামান্য মার্কেট আমাদের বিপরীতে গেলে একাউন্ট জিরো হয়ে যায় তাই আমাদের কে মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করতে হবে।
-
একাউন্ট জিরো হওয়ার পিছনে একমাত্র অনভীজ্ঞতাই কারণ। ভাল ট্রেডারদের একাউন্ট কখনও জিরো হয় না। স্টপ লস কমান্ডটা ব্যবহার করি উচিত।
-
আমার মতে ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় ভাল ভাবে এনালাইসিস না করে,নিউজ না দেখে ট্রেড করলে একাউন্ট জিরো হতে পারে।মনের মধ্যে বেশি লোভ থাকলেও এমন হতে পারে।
-
একাউন জিরো হবার উপায় হল লোভ করে আন্দাজ এ ট্টেড মারা। উল্টপাল্টা ট্টেড করে একাউন্ট জিরো করা যায়।
-
ফরেক্স ট্রেড এ একাউন্ট এ জিরো হওয়ার প্রধান কারণ হল না বুঝে ট্রেড করা । অতিরিক্ত ট্রেড করা এবং ট্রেড করে ঘুমিয়ে পড়া । আপনি ট্রেড কমান্ড দিয়ে যদি সে দিকে খেয়াল না রাখেন তা হলে পরে দেখবেন আপনার একাউন্ট জিরো হয়ে গেছে ।
-
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে আমি লোভকে দ্বায়ি করব নতুন ট্রেডারদের জন্য। কারন একজন দক্ষ ট্রেডার কখনো লোভ করবে না।ফরেক্সে লোভ করা মানে নিজের বিপদ ডেকে আনা। ফরেক্স ব্যবসা এমনি একটি ব্যবসা যেখানে লোভ করা যাবেনা । হ্যাপি ট্রেডিং।
-
সঠিক সময়ে সঠিক সিদ্বান্ত না নিলে একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা থাকে অাপনি চাইলে স্টপ লস কমান্ডটা এক্সিকিউট করতে পারেন। মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেড করা উচিত।