ডেমো ট্রেডেও নিজের মত করে একাউন্ট সেট করে নেওয়া যায়। ডেমোতে সর্বনিম্ন একাউন্ট ব্যালেন্স আপনি ১০০ ডলার নিতে পারবেন। ডেমো করেই আসলে রিয়েল ট্রেড শিখতে হয়। যাদের একচিয়েলি শিখার আগ্রহ আছে তারা ডেমো করেই রিয়েল ট্রেড শিখে মানে ডেমোকেই রিয়েল ট্রেডীর মত করে শিখে