একটা কথা আছে "ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।" ঠিক তেমনি ফরেক্স এ ভুল বশত একটি ট্রেড ওপেন করলে সেটি লস হতে পারে এটা সাভাবিক। তবে এক্ষেত্রে ট্রেড যদি ভুল হয় তাহলে সএই ট্রেড ক্লোজ করে দিতে হবে। কারন তা না হলে সেটি বড় ধরনের লস হবে।
Printable View
একটা কথা আছে "ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।" ঠিক তেমনি ফরেক্স এ ভুল বশত একটি ট্রেড ওপেন করলে সেটি লস হতে পারে এটা সাভাবিক। তবে এক্ষেত্রে ট্রেড যদি ভুল হয় তাহলে সএই ট্রেড ক্লোজ করে দিতে হবে। কারন তা না হলে সেটি বড় ধরনের লস হবে।
ফরেক্স এ ভুলের কোনো জায়গা নাই । ভুল অনুযায়ী আমাদের মাশুল গুনতে হয় ।একটি ভুলে বা একটি ভুল ট্রেড ওপেন করলে আমাদের সব কিছু তথা মূলধন ও চলে যেতে পারে । তাই আমাদের ট্রেড ওপেন করার আগে ভালো করে বুজে শোনে ট্রেড ওপেন করা উচিত । ফরেক্স মুনাফা করা খুব বেশি কঠিন না কিন্তু লস পুষিয়ে নেয়া খুব ই কঠিন । তাই আমাদের যেন খুব বেশি লস না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে । আমরা সাধারণত লাভার কারণে বেশিরভাগ সময় ভুল ট্র্ডে করে থাকি । এটা থেকে বিরত থাকা উচিত ।
মানুষই ভুল করে। ভুলের উদ্ধে কেউ নয়। ভুল হবে এটাই স্বাভাবিক। কিন্তু এই ভুল হতে শিক্ষা নিতে হবে। একই ভুল বার বার করা যাবে না। যদি কখনো দেখেন যে ভুল করে এন্ট্রি নিয়ে ফেলেছেন তখন সেই ভুল ট্রেড হতে লাভের আশা না করে যত দ্রুত পারেন ট্রেডটি বন্ধ করে দিন। লস হলেও। কারন এই একটি ভুলের কারনেই হয়ত আপনার এ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে।
ফরেক্স এমন একটি ব্যবসা যা কিনা একবার ভুল হয়ে গেলে তা সমাধান করার কোন পথ থাকে না। ফরেক্স মার্কেট এ যদি আয় করতে হয় তাহলে আমাদেরকে খুব ভাল করে শিউর হয়ে ফরেক্স এ ট্টেড করতে হবে যাতে আমাদের লস না হয়ে লাভ হয় এবং আমরা এই ফরেক্স থেকে সাফলতা অর্জন করতে পারি।
হ্যা মানুষ মাএ ই ভুল হয় আর সেই ভুলের খেসারত তাকেই দিতে হয় তাই আমার মতে ফরেক্স এ ট্রেড করার আগে অব্যশই ভাল ভাবে মার্কেট এনালাইসিস করতে হবে আর সঠিক যায়গা থেকে ট্রেড ধরতে হব আর যদি আপনি ভুল ট্রেড করেন তবে আপনাকে মার্কেটে আনেক সময় বসে থাকেতে হবে আর নয় ত লস নিয়ে ট্রেড ছেড়ে দিতে হবে।
ছোট ভুলের কারণে হয়ত আমাদের অনেক বেশি পরিমাণে লস হতে পারে । আসলে লস না করে আমাদের মনে রাখতে হবে লসকে নিয়ন্ত্রনের চেষ্টা করতে হবে । যে যত বেশি পরিমাণে রিয়েলে মার্কেটে কিংবা ডেমোতে লস করবে সে তত বেশি ফরেক্স জ্ঞান অর্জনের সুযোাগ পাবে । আমরা প্রত্যকটা ফরেক্স ট্রেডার এই বিষয়টাকে আগ্রাহ্য করতে পারব না যে নিজের ভুলের কারণেই আমরা বেশিরভাগ লস করে থাকি ।
ফরেক্সে আসার পূবেৃ অবম্যই ফরেক্স সম্পর্কে প্রত্যেক ট্রেডারেরই সম্যক ধারনা থাকা একান্ত ভাবে জরুরী কারন যেখান থেকে আপনি আয় করবেন সেটির ব্যাপারে যদি আপনার পরিপূর্ন ধারনা না থাকে তা হলেতো আপনি এখানে তেমন সুবিধা লাভ করতে পারবেন না।
ভুল মানুষ করে এটাই তবে ভুল করে বসে থাকা জাবেনা । তাই যখনই আমরা কোন কাজে ভুল করলে প্রথমত আমদেরকে ভুলের কারণ গুলো খুজে বের করতে হবে। এরপর ঐ সব ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে যাতে একই ভুল বার বার না করি সে চেষ্টা করতে হবে। আপনার ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য আপনাকে ট্রেড প্লান করতে হবে। মার্কেট এনালাইসি করতে হবে।
অনেক সময় একটা ভুলের কারনে অনেক বর ধরনের ক্ষতি হয়ে যায় তাই ফরেক্সে ট্রেড করার আগে অবশ্যই মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে মনে রাখতে হবে এখানে বড় ধরনের একটা ভুলের কারনে যে কোনো সময় ব্যালান্স হারিয়ে যেতে পারে । ভুল হলে দেখতে হবে কি কারনে লস হচ্ছে সেই কারন খুজে বের করতে হবে এবং সেই রকমের ভুল আর করা যাবে না ।
ফরেক্স খুবই ঝুকিপূর্ন ব্যবসায় অন্য সকল ব্যবসার চেয়ে ফরেক্স সতন্ত্র। এখানে অপনি যদি একবার ভূল করেন তবে আপনি তা আর রিকোভারী কতে পারবেন না যদি রিকোভারী করার জন্য আবার ট্রেড দেন তবে আপনার ঝুকির পরিমান আরো বেশী হলো । তাই ষ্টপ লস দিয়ে ঝুকি পরিমান কম করে নিয়ে ট্রেড করা উচিত যেন এমন ভুল না হয় যাতে আপনার ডিপোজিট শূন্য হবে।
আপনি যদি ফরেক্স মার্কেট এ ভুল হইয়ে গেলে তা আপনি সাথে সাথে সমাধান করে নিবেন । আপনি যখন ভুল টেড করবেন আর সাথে সাথে বুজবেন আপনি টেড ভুল করবেন তখন আপনি সেই টেড লস এ থাকলেও বন্ধ করে দিবেন তাই ফরেক্স মার্কেট এ ভুল না করা ভাল তবে ভুল হয় এ গেলে আপনি সাথে সাথে সমাধান করা সব চাইতে ভাল হবে ।
আমার মনে হয় ফরেক্স এমন একটা ব্যবসা যা একবার ভুল হয়ে গেলে সংশোধন করা খুবই কষ্টসাধ্য । সুতরাং আমি বলব যখনই ট্রেড করব তথনই ভেবে চিন্তে তারপর করব । কেননা মানুষের জীবন ক্ষণস্থায়ী । অনেক হিসাব নিকাশ করে যেকোন কাজ করতে হয় । হিসাব ছাড়া কোন কাজ করলে অবশ্যই সেখানে ক্ষতির সম্ভাবনা থাকে । সুতরাং ভুল করার আগেই এটাকে শোধরে নেয়া উচিত ।
আমি মনে করি ফরেক্স এমন একটা ব্যবসা যা একবার ভুল হয়ে গেলে সংশোধন করা খুবই কষ্টসাধ্য । সুতরাং আমি বলব যখনই ট্রেড করব তথনই ভেবে চিন্তে তারপর করব । কেননা মানুষের জীবন ক্ষণস্থায়ী । অনেক হিসাব নিকাশ করে যেকোন কাজ করতে হয় । হিসাব ছাড়া কোন কাজ করলে অবশ্যই সেখানে ক্ষতির সম্ভাবনা থাকে । সুতরাং ভুল করার আগেই এটাকে শোধরে নেয়া উচিৎ।
ফরেক্স মার্কেট অনেক ঝুকিপূর্ণ একটি ব্যবসা তাই এখানে একবার ভূল সিদ্ধান্ত নিলে আপনাকে হয়ত অনেক বড় লসের সম্মূখীন হতে হবে। তাই ফরেক্স মার্কেটে ট্রেড নেয়ার আগে অবশ্যই ভালমত মার্কেট সম্পর্কে বিস্তারিত বিশ্লেষন করে ট্রেড এন্ট্রি করতে হবে। তবে এ ধরনের ভূল এড়াতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালমত জানতে হবে আর যদি কোন ভূল হয়ে যায় তাহলে সেখান থেকে শিক্ষা নিতে হবে যাতে ভবিষ্যতে এ রকম ভূল আর না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কারন মানুষ মাত্রই ভূল এটাই স্বাভাবিক।
মানুষ ভুল করলে তার সংশোধনের অবশ্যই চেষ্টা করব । অামরা ফরেক্স মার্কেটে যদিও ভুল হয়ে যায় তাহলে ত সংশোধন করার চেষ্টা করতে হবে । অামরা এই সংশোধন করতে পারলেই লাভবান হতে পারব । সকলেরই দরকার ফরেক্স মার্কেটে ভুল না করা অার যদিও করি তাহলেও যেন সেটা সংশোধন করতে পারি ।
আমার মনে হয় জেনে শুনে ভুল করার মত আর কোন কিছু বড় ক্ষতি নেই। তাই ফরেক্স করার আগে ফনফারম হতে হবে যে কি করছে এবং কিভাবে করছেন। আসা করি ফরেক্স সম্পর্ক এ ভাল ভাবে জেনে ফরেক্স করবে। আর ভুল নই শুধুই প্রফিট।
ভুল মানুষ করবেই। তাই ট্রেড নেওয়ার আগে অনেক ভাবতে হবে। যদি কোন ক্রমে ট্রেড ভুলবশত ওপেন হয়ে যায়। তাহলে সেটি লসে ক্লোজ করা ছাড়া উপায় নাই। লস হলে কিছু করার নেই।লসকে মেনে নিতেই হবে। তবে সেই লস যেন বড় না হয় সে দিকে নজর দিয়ে দেখতে হবে।