যেকোন কাজেই একটা সঠিক গাইডলাইন অনেব কার্যকরি ভূমিকা পালন করে।আর ফরেক্সের মতো ব্যাপারে সঠিক গাইডলাইন তো অবশ্যই প্রয়োজন।কারন ফরেক্সে অনেক শেখার মতো বিষয় রয়েছে।একজন দক্ষ ট্রেডারের গাইডলাইন মোতাবেক ট্রেড করলে কঠিন বিষয়গুলো সাখে সাথে শিখে নেওয়া যায় এবং ভালোভাবে ট্রেড করা যায়।