আমি ভাল ট্রেডার আর সাথে সাথে অনেক ভাল পোষ্ট ও করি । আমি মনে করি এক পেজে যত গুলো প্রশ্ন আছে সব গুলো পোস্ট আমি করতে পারবো । তবে অনেক সময় কিছি কিছি পোস্ট থাকে যা উত্তর দেয়া অনেক কঠিন । কিন্তু আমি সেগুলো বাদ রাখি খুব কম ।
Printable View
আমি ভাল ট্রেডার আর সাথে সাথে অনেক ভাল পোষ্ট ও করি । আমি মনে করি এক পেজে যত গুলো প্রশ্ন আছে সব গুলো পোস্ট আমি করতে পারবো । তবে অনেক সময় কিছি কিছি পোস্ট থাকে যা উত্তর দেয়া অনেক কঠিন । কিন্তু আমি সেগুলো বাদ রাখি খুব কম ।
এক পেজে একটাই পোস্ট করার নিয়ম ,কারন একটার বেশী পোস্ট করলে তা গন্য নাও হতে পারে তাছাড়াও ২লাইনের কম কোনো পোস্ট না করাই ভাল এবং অপ্রাসাংগিক অন্যকোনো বিষয় পোস্ট না করলে একাউন্ট এ কোনো ঝামেলা বা সমস্যা হবে না ।
এক পেজে একটি পোস্ট করাই ভাল, কারন আপনি যেই কমেন্ট করবেন সেটা প্রশ্নের সাথে রিলেডেট হতে হবে এবং কোন রকম কপি পেস্ট ছাড়া, প্রশ্নে যা জানতে চাইছে সেটার উপর বেজ করে আপনি কমেন্ট করবেন এবং সেটা একটা থ্রেড এ একবার করলে আপনার আইডি এর জন্য ভাল আর নয়ত আপনি ভ্যান হয়ে যেতে পারেন অথবা আপনার পোস্টি কাউন্ট করা হবে না।
তাই সকলের উচিত ফোরামের নিয়ম কানুন মেনে চলা।
আপনি একটি করে পেজ পস্ত করতে পারেন তবে আপনি দুই লাইনের থেকে কম লিখার অভ্যাস করবেন না। আপনি প্রতি মাসে 250 ডলার এর বেশি বোনাস পেতে পারেন | আপনি এক পোস্ট বার বার পোস্ট করবেন তবে আপনার একাউন্ট প্পড়োব্লেম হতে পারে| ফরেক্স এর সাথে থাকূণ|
আমরা সকলেই জানি বাংলা ফরেক্স ফোরামে পোস্টিং করার অনেক নিয়মাবলী রয়েছে ।তাই সঠিকভাবে পোস্টের জন্য অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। যদি সকল নিয়ম ভালোমতো না জেনে থাকেন তবে নিয়মাবলি পড়ে নিতে পারেন। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এক পেজে একটা পোস্ট করাই ভালো তবে পোয়োজনের তাগিকে একাধিক পোস্ট করা যেতে পারে। তবে সাধারনত এক পেজে একটা পোস্ট করা শ্রেয়
এক পেজে আমরা একটা পোষ্ট দিব । আমরা যারা ফোরাম পোষ্টিংয়ে রয়েছি তারা অবশ্যই ফোরামের নিয়ম মেনে চলার চেষ্টা করব । যেমন প্রত্যেকটি পোষ্টে যে ধরনের প্রশ্ন করেছে সে ধরনের উত্তর আমাদের লিখতে হবে । অতএব আমরা সব সময় বুঝে শুনে তারপর পোষ্ট লেখার চেষ্টা করব তাহলেই আমরা কৃতকার্য হতে পারব ।
আমার মনে হয় আপনি জানতে ছেয়েছেন এক পোস্টে এক জন সদস্য কত বার রিপ্লাই করতে পারবে, আমরা যদি ভাল ভাবে খেয়াল করে দেখি ফোরাম রুলে একই বিষয় ও অপাসংগীক আলোচনা এডি ডেতে বলা হয়েছে, যদি প্রয়োজন না হয় আপনি একবারের বেশি রিপ্লাই না করাই ভাল।
সাধারনত একটি পোষ্টে একটি কমেন্ট বা পোস্ট করা ভাল। এতে ফোরামের গুনগত মান ঠিক থাকে। কারন আমি যদি একই পোষ্ট এ বার বার পোষ্ট করতে থাকি তাহলে আমার বক্তব্য হয়ত একই থাকবে কিন্তু লেখার ভাষাটা হয়ত কিছুটা পরিবর্তন হবে। তবে অনেক সময় একই পোস্টে একাধিক বার পোষ্ট করা যায়। যখন আমার পোষ্টের কেউ রিপ্লাই দিবে এবং আমার কাছে কিছু জানতে চাইবে অথবা আমার কোন ভুল ধরিয়ে দিবে তখন আমরা একাধিক বার পোষ্ট করতে পারি।
ফরেস্ক ফোরাম পোষ্টিং এর নিয়মে যা বলে তা হলো একটি পেইজে আপনি একটি পোষ্ট করতে পারবেন । যদি একই পেইজে একাধিক পোষ্ট করেন তবে আপনার একাউন্ট এ্যাডমিন বন্ধ করে দিতে পারে তবে একাউন্ট বন্ধ করার আগে আপনাকে তিন বার রিমান্ডার করেব। তাই একাউন্ড সেভলি রাখার জন্য আমাদের উচিত একই পেইজে একটি পোষ্ট করা
একা পেজে আপনি একাধিক করতে পোস্ট করতে পারেন তবে পোস্ট ভিন্ন হতে হবে।এক পোস্ট বার বার করতে পারবেন না।করলে ব্যান করবে।আপনি মাসে ১২৫০ টির বেশি পোস্ট করতে পারবেন না।
একটা পেজে আপনি একাধিক পোস্ট করতে পারবেন কিন্তু সেটা ফরেক্স বিষয়ে হতে হবে।এক পোস্ট বার বার করা যাবে না তাহলে আপনি ব্যান খাইতে পারেন।তবে এক পেজে ২ টার বেশি পোস্ট না করা বেশি ভাল।আর আপনি মাসে বাংলা ফোরাম থেকে ২৫০ ডলারেরে বেশি বোনাস নিতে পারবেন না।
অবশ্যই একটি টপিকে একটিই পোষ্ট করবেন৷লেখাগুলো খুব সুন্দর ভাবে সাজিয়ে লিখবেন যেন অন্যরা এই লেখা থেকে অজানা নতুন কিছু শিখতে পারে৷আমাদের এই ফোরাম টি ১০০ ভাগ সেবা ও নতুনদের জন্য আশিবার্দ স্বরূপ৷এখানে লেখার মূল উদ্দেশ্যই যেন লোভহীন শুধুই স্বেচ্ছাসেবা মূলক হয়৷কখোনোই যেন অপ্রাসঙ্গিক লেখা না হয়৷আমরা চাইনা নিয়ম শৃঙ্খলা ভেঙ্গে লেখার কারনে কেও ব্যান্ড বা এখান থেকে বিতাড়িত হয়ে যাক৷ফোরামের প্রতি সকলেরই আন্তরিক ও শ্রদ্ধাশীল থাকা বান্হনীয়৷
এক পেজ এ একবারের বেশি না লেখাই ভাল। খুব প্রয়োজন হলে আপনি লেখতে পারেন। প্রয়োজন না হলে লেখার দরকার নাই। এই ফোরামকে কেউ যদি মনে করে শুধু বোনার পাওয়ার জন্য তাহলে ভুল হবে। এই ফোরাম মূলত জানার জন্য। সবাই সব কিছু জানেনা, তাই এই ফোরামের মাধ্যমে এই জনের জানার কথা অন্য জন জানতে পারে। এই ফোরামের মাধ্যমে সবার উপকার হয়।
একটি প্রশ্নের জন্য আপনি একটার বেশী উত্তর দিতে পারবেন না । কেননা ফরাম পোষ্টিং এর কিছু নিয়ম কানুন আছে । আপনি যদি একটির জন্য একাধিক উত্তর প্রদান করেন তাহবে ফরেক্স ফোরামের নিয়ম ভঙ্গ করা হবে এবং কোন বোনাস প্রদান করা হবে না। এক্ষেত্রে আপনি বোনাস শিকারী বলে গন্য হবেন এবং আপনার একাউন্ট কোন কারন দশানো ব্যতিরেকে বন্ধ করে দেয়া হবে ।
এক পেজে আপনি একাধিক পোস্ট করতে পারেন।তবে এক পেজে বেশি পোস্ট করতে চালে আপনার পোস্টিং ভিন্ন হতে হবে।
এক পেইজে একটা পোষ্ট করাই ভাল একাধিক পোষ্ট করেলে ফোরাম এডমিন আপনার একাউন্ট ব্লক করে দিতে পারে।আর বিস্তারিত আপনি ফোরাম পোষ্টিং এর নিযমাবলী তে পাবেন।
আপনি একটা মাত্র টপিকে একবার পোস্ট করতে পারবেন । ফোরামে আমরা পোস্টিং বোনাস পাওয়ার জন্য পোস্ট করলেও পোস্টের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি এবং আমাদের রাইটিং স্পিড ও রাইটিং স্কিল অনেক ভালো হয় । তাছাড়া ফোরামের সাথে থাকার কারণেই আমরা অনেক বেশি পরিমাণে ইনকাম করতে পারি এবং সেই ইনকামের টাকা দিয়ে অনেক বেশি পরিমানে ইনভেস্ট করতে পারি ।
সঠিকভাবে পোস্টের জন্য অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। যদি সকল নিয়ম ভালোমতো না জেনে থাকেন তবে নিয়মাবলি পড়ে নিতে পারেন। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এক পেজে একটা পোস্ট করাই ভালো তবে প্রয়জনের তাগিকে একাধিক পোস্ট করা যেতে পারে।শুধু বোনাস নেবার জন্য পোস্ট না করে জানার ও জানানোর উদ্দেশ্যে পোস্ট করা উচিত।
একটি থ্রেডে একটি পোস্ট করাই ভাল । একের অধিক পোস্ট করলে আপনি বোনাস শিকারী বলে চিহিৃত হতে পারেন । তাছাড়া আপনি ভালভাবে ফোরামের নীতিমালাগুলো পড়ে নিতে পারেন যে ফোরামে আপনি কি কারনে ওয়ারনিং খেতে পারেন সে বিষয়ে ।
আসলে আমার মনে হচ্ছে আপনার প্রশ্নটা এক পেজে না হয়ে এক থ্রেডে হবে। ট্রেড মানে হচ্ছে টপিকস। আপনি যদি বারবার একই থ্রেডে পোস্ট করেন তাহলে জিনিসটা দৃষ্টিকটু দেখায়। কারণ, পোস্ট করার জন্য এই ফোরামে আরও অনেক টপিকস আছে। তাই একটা টপিকস শেষ হলে আরেকটা টপিকসে পোস্ট করুন তাহলে দেখতে ভালো লাগবে। নিজেও শিখুন অন্যকেও কিছু শিখান তাহলেই এই ফোরাম সার্থক হবে।