কত ভলিয়ম দিয়ে ট্রেড করা ভালো এটা নির্ভর করবে আপনার *মুল ব্যালেন্সের উপর। আপনার মোট ব্যালেন্সের কত রিটার্ন করাতে চান এটা নির্ভর করবে আপনার উপর। তবে মুল ব্যালেন্সের শতকরা ১০% উপর লস করা ও প্রফিট করা উচিত নয় আমি মনে করি। এবার আপনার কাঙ্খিত লাভ লস কত হবে সেটা হিসেব করে ভলিয়ম বের করে নিবেন।