-
লোভ করে কেউ ফরেক্স মার্কেটে লাভবান হতে পারে না । আবার অনেক সময় দেখা যায় যে লোভ করে সাময়িক *কিছু টাকা ইনকাম করেছে এবং তার থেকে অণুপ্রাণিত হয়ে অারো বেশি ইনকাম করার জন্য আরো লোভের বশবর্তী হয়ে আমরা বড় মাপের ট্রেড দিয়ে থাকি । এভাবে একসময় আমরা প্রচুর পরিমাণে লস করি । তাই ফরেক্স করে লাভবান হতে চাইলে আমাদেরকে অবশ্যই নিজেদের কাজের প্রতি অধিক মনযোগি হতে হবে লোভের পরিবর্তে ধৈর্য্যর পরীক্ষা দিয়ে পাশ করতে হবে ।
-
এক মাত্র লোভই মানুষঅকে বড় ধরনের ভাল কাজ করতে দেয় না । লোভ সুধু ফরেক্সে নয় মানব অন্যান্য সব ক্ষেত্রেই এটা মানষকে ধ্বংশ করে দেয় । আমি মনে করি আমাদের উচিত ট্রেড দেয়ার আগে লোভ বরজন করা ।
-
ফরেক্স ট্রেডিং এ লোভই সবথেকে বেশি ক্ষতি করতে পারে । লোভে পরলে আপনি কোনদিনই সফলতা পাবেন না বলে আমি মনে করি । তাই আমাদের সব সময় লোভের থেকে দূরে থাকতে হবে বলে আমি মনে করি । আসলে মানুষ মাত্রেই একটু লোভী হয় । কিন্তু সব সময় এই লোভকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে ।
-
হ্যা আপনি থিক বলেছেন ফরেক্স করে আমরা ক্ষতি গ্যস্থ হয়াছি | কথাই আছে লোভে পাপ আর পাপে মুত্যু | ফরেক্স মাকেটে বেশি লোভ করতে গেলে আপনাকে লস ভোগ করতে হবে | ফরেক্স এ লোভ আপনাকে লসের ভাগি করে তুল্বে |
-
লোভ করলে ফরেক্স এ কখনোই টিকে থাকা যায় না , ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে কখনোই লোভ করা যাবে না । এই লোভ করলেই আমাদের অ্যাকাউন্ট হারাতে হবে , আমরা যখন ট্রেডিং করব তখন যদি অনেক বেশি বেশি ডলার বিট করে কাজ করি তখন লস এরও ভয় অনেক থাকে । তাই আমাদের উচিৎ লোভ না করা , লোভ না করে বুজে ফরেক্স এ কাজ করতে থাকলে ফরেক্স এ একদিন সাফল্য আসবেই ।
-
অবশ্যই এতে কোনো সন্দেহ থাক ঠিক হবেনা। ফরেক্স এ লোভের অর্থ লস যদিওবা ডিকশনারিতে লোভের অর্থ লালসা দেয়া আছে। বিশেষ কোরে নতুন এবং অনভিজ্ঞ ট্রেডারদের ভিতরে এই প্রবনতা টা দেখা যায়। তারা মনে করে যে ফরেক্স এ কাটা ঢুকালেই হোল তা ডবল হোয়ে বের হোয়ে আসবে। যার ফল হয় লস অনকেেই আছেন যারা দিনে ৩০০-৪০০ ডলার এবারে লস কোরে।
-
এটা থিক বলছেন আমি যখন ফরেক্স এ নতুন তখন আমি ফরেক্স করতে গিয়ে অনেক লস করছি | আমার লোভ আমাকে লস করিয়েছে আমি মনে করি ফরেক্স মাকেতে যে বেশি লোভ করবে সে লস করবে | তাই আমি এখন বেশি লোভ করিনা |
-
লোভ করলে ফরেক্স মার্কেট এ কখনোই টিকে থাকা যায় , যারা এই প্রজন্ত ফরেক্স এ লোভ করেছে তারা সবাই ফরেক্স এ লস করেছে । তাই ফরেক্স এ টিকে থাকার জন্য আমাদের লোভ করা যাবে না লোভ করলে ফরেক্স এ আমাদের সব কিছুই হারাতে হবে তাই আমাদের উচিৎ ফরেক্স এ লোভ না করে ট্রেড করা ।
-
আমরা জানি ফরেক্স মার্কেটে লোভ আমাদেরকে নিঃস্ব করে দেয়। তাই লোভ না করে আমাদেরকে ধীরে ধীরে ট্রেড করে প্রফিট করা শিখতে হয়। আমরা যত ধীরে ট্রেড করব ততই ভাল ট্রেডার হতে পারব। একজন প্রফেশনাল ট্রেডার অনেক শক্ত মানসিকতা নিয়ে ট্রেডে টিকে থাকেন। ফরেক্স একটি জটিল মানসিক শক্তির খেলা।
-
ফরেক্স এমন একটি ব্যবসা যা আমাদের প্রতিনিয়ত লোভ করে দেয়। আর এই লোভে ভুলভাল ট্টেড করে আমাদের অনেকটা লসে পরিনত করে দেয়। তাই আমার মতে ফরেক্স থেকে আয় করতে হলে ফরেক্স এ লোভটাকে সামলে রেখে ফরেক্স এর সবকিছু বুঝেশুনে ট্টেড করা উচিত। তবেই ফরেক্স থেকে আয় করা যাবে।
-
আসলে যেটা সচারচরই ঘটে থাকে যে ফরেক্স ব্যবসায় অল্প সময়ের মধ্যে অনেক লাভবান হওয়া যায় এবং অল্প সময়ের মধ্যে ধ্বংস হওয়া যায়। ফরেক্সে কাজ করতে হলে আপনাকে লোভ থেকে বিরত থাকতে হবে এবং ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করে ট্রেড করা সম্পর্কে ভালো অবিজ্ঞতা অর্জন করে ট্রেড করতে হবে। যদি আপনি ফরেক্স ব্যবসাই লোভ করেন তাহলে অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে জাবেন।
-
ফরেক্স এমন একটা ব্যবসা যেখান থেকে খুব অল্প সময়ে অনেক টাকা আয় করা যায় । ফরেক্সে কাজ বুঝে করতে পারলে অনেক লাভ করা সম্ভব । ফরেক্সে ট্রেডিং দক্ষতা ভাল থাকলে ফরেক্স থেকে অনেক ভাল প্রফিট করা সম্ভব । ফরেক্সে লাভ যেমন বেশি হয় তেমনি লসও কম হয় না । ফরেক্সে লোভ করলে অনেক ক্ষতি হয় । ফরেক্সে যারা লোভ করে ট্রেড করে তারা ফরেক্স থেকে টাকা আয় করতে পারে না । ফরেক্সের কাজ ধঈর্য ধরে করতে হয় ।
-
ফরেক্স ব্যাবসায় লোভ করে কেউ টিকে থাকতে পারে না।একটা উক্তি আছে যে 'লোভ সকল ধ্বংসের মূল' ঠিক তেমনি ফরেক্স ব্যাবসায়ও লোভ সকল কিছু ধ্বংস করে দেয়।যেমন অনেকেই বেশি লাভে ট্রেড ক্লোজ করবে বলে বসে থাকে বা লস হলে সেটা কভার করা জন্য ট্রেড ঝুলিয়ে রাখে যা লোভেরই বহিঃপ্রকাশ।আবার অনেকে বেশি লাভের আশায় ভলিউম বাড়িয়ে দেয় যে কারনে ব্যালেন্স জিরো হয়ে যায় তাই লোভ পরিহার করুন।
-
কথাটা সত্যিই ঠিক । আমরা ফরেক্স ব্যবসা যখনই করব তখনই লোভ থেকে দূরে সরে যাব । যে ট্রেড যত বেশী লোভ করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য লোভকে একেবারেই ছেড়ে দিতে হবে ।
-
লোভ করলে ফরেক্স মার্কেটে আপনি ক্ষতি গ্রস্ত হবেনই।ফরেক্স মার্কেট থেকে প্রচুর অর্থ কামানো যাই কথাটা সত্য কিন্তু তার জন্য যথেষ্ট পরিশ্রম ও দক্ষতার প্রয়োজন হই।আর ট্রেড করলে আপনাকে নির্দিষ্ট পরিমান লাভ নেওয়ায় উচিত যদি মার্কেট আপনার পক্ষে যাই আর যদি আপনি বেশি লোভ করেন তাহলে তার ফলাফল খুবই খারাপ হবে।
-
ফরেক্স মার্কেটে বেশির ভাগ ফরেক্স ট্রেডার লোভের জন্য তাদের একাউন্ট জিরো করে ফেলেছে তাই আমাদের কাজ হল ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় লোভ পরিহার করে ট্রেড করতে হবে আর ট্রেডিং করার সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করতে হবে,ফরেক্স মার্কেটে লোভ না করলে ভাল প্রফিট করা যায়।
-
আমরা সবাই জানি লোভ করা ভালো না। লোভ আমাদেরকে নিঃস্ব করে দেয়। তাই লোভ না করে আমাদেরকে ধীরে ধীরে ট্রেড করে প্রফিট করা শিখতে হয়। আমরা যত ধীরে ট্রেড করব ততই ভাল ট্রেডার হতে পারব। একজন প্রফেশনাল ট্রেডার অনেক শক্ত মানসিকতা নিয়ে ট্রেডে টিকে থাকেন। ফরেক্স একটি জটিল মানসিক শক্তির খেলা।
-
ফরেক্স মার্কেটে কখনো করা যাবে না। এটির মাধ্যমে যেমন লাভ করা যাবে তেমনি
লসের পরিমানটাও অনেক অত্যাধিক লোভের বশ্যবর্তী হয়ে ফরেক্স আসলে সে লস করার সম্ভবনা অনেক।
-
যে কোন পেশাতে লোভ করলে লাভের চেয়ে লস বেশী হয় ।ফরেক্সে ও এর ব্যাতিক্রম নয় ।এখানেও লোভ করলে ব্যালেণ্স জিরো হওয়ার সণ্ভাবনা বেশী । বুঝে ট্রেড করলে প্রফিট করা যায় সহজেই ।তাই ফরেক্সে লোভ না করে বুঝে শুনে ট্রেড করতে হবে
-
কথাই আছে না লোভে পাপ আর পাপে মৃত্যু।কিন্তু ফরেক্স ব্যবসা এমন একটা ব্যবসা যেখানে লোভ নিয়ন্ত্রন করা খুব কঠিন কিন্ত এই মার্কেট থেকে সাফল্য পেতে গেলে আপনাকে অবশ্যই দক্ষ ট্রেডার হতে হবে।আর নিজের লোভকে নিয়ন্ত্রন করা উচিত।দক্ষ ট্রেডার হতে গেলে আপনাকে অনেক লেখাপড়া করা উচিত ফরেক্স মার্কেট সম্পর্কে।
-
কোন কিছুতেই লোভ করা ভাল নয়। লোভ করে যারা কোন কাজ করে তাদের 90%ই লস হয় বা সাফলতা অর্জন করতে পারে না। তেমনি ফরেক্স মার্কেট এ এই লোভ করা মানে ফরেক্স মার্কেট থেকে লস করা। লোভ করে ফরেক্স এ যারা আসে তারা ফরেক্স মার্কেট এ বেশী দিন টিকে থাকতে পারে না। তাই আামরা যখন ফরেক্স মার্কেট এ কাজ করব তখন এই লোভ টাকে সামলে রেখে ফরেক্স মার্কেট এ কাজ করব।
-
কোন কিছুতেই লোভ করা ভাল নয়। লোভ করে যারা কোন কাজ করে তাদের 90%ই লস হয় বা সাফলতা অর্জন করতে পারে না। তেমনি ফরেক্স মার্কেট এ এই লোভ করা মানে ফরেক্স মার্কেট থেকে লস করা। লোভ করে ফরেক্স এ যারা আসে তারা ফরেক্স মার্কেট এ বেশী দিন টিকে থাকতে পারে না। তাই আামরা যখন ফরেক্স মার্কেট এ কাজ করব তখন এই লোভ টাকে সামলে রেখে ফরেক্স মার্কেট এ কাজ করব।
-
লোভের ক্ষেত্রে কিছু ট্রেডারের মন মানশিকতা এমন থাকে যে, সে মনে করে বা চায় ফরেক্সে প্রতিটি পিপ থেকেই সে প্রফিট তুলবে । আবার অনেক ট্রেডার মনে করে সে সব সময় লাভই করবে তার লস হবে না, আর লাভ এরক্ষেত্রে তার কোন লিমিট নেই। এধরনের ট্রেডারের কোন মানি ম্যানেজমেন্ট থাকে না, আবার অনেক সময় থাকলেও অতিরিক্ত লোভের কারনে সব ভুলে গিয়ে ভুল পথে পা বারায়। পরিশেষে এই অতিরিক্ত লোভের আশা অতিরিক্ত লস নিয়ে আসে।
-
আমরা জানি লোভ আমাদেরকে নিঃস্ব করে দেয়। তাই লোভ না করে আমাদেরকে ধীরে ধীরে ট্রেড করে প্রফিট করা শিখতে হয়। আমরা যত ধীরে ট্রেড করব ততই ভাল ট্রেডার হতে পারব। একজন প্রফেশনাল ট্রেডার অনেক শক্ত মানসিকতা নিয়ে ট্রেডে টিকে থাকেন। ফরেক্স একটি জটিল মানসিক শক্তির খেলা।
-
ফরেক্স মার্কেট এমন এক ধরনের মার্কেট যেখানে অল্প সময়ের মধ্যে অধিক লাভ করা সম্ভব আবার অধিক লস করাও সম্ভব ।ফরেক্স মার্কেট এ প্রায় লোক লোভের কারনে ক্ষতিগ্রস্থ হয় ।এই মার্কেট থেকে লাভবান হতে হলে লোভকে নিয়ন্তন এ আনতে হবে ।যখন একজন ব্যাক্তি লোভকে নিয়ন্ত্রনে রেখে কাজ করবে সে অবশ্যই লাভবান হবে ।তাই ফরেক্স এ লোভ না করে বুঝে শুনে ট্রেড করা উচিত ।
-
ফরেক্স এমন একটি ব্যবসা যেটা ঘরে বসেই আয় করা যায় । এই ব্যবসাতে লাভ লস আছে । তবে সবাই্ শুধুই রাভের স্বপ্ন দেখে । তাই লোভে পড়ে অনেকেই বড় বড় ট্রেড করে থাকে এবং বড় ধরনের লোস করে ব্যালেন্স হারায় ।অনেকে আবার বেশী লাভের আশায় সময় মত ট্রেড ক্লোজ করে না । ফলে রস হয় এবং ক্ষতিগ্রস্থ হয় ।
-
আমরা যারাই লোভ করব তারাই লসে পড়ে যাবো । আমরা কখনোই লোভ করব না । যদি আমরা লোব করি তাহলে অবশ্যই অকৃতকার্য হয়ে যাবো । সুতরাং আমরা কখনোই এই ব্যবসা করতে গিয়ে লোভে যেন না পড়ে যাই । সুতরাং আপনারাও খেয়াল রাখবেন যে কোন কারণে যেন লোভ না হয়ে যায় তাহলেই ক্ষতি হয়ে যাবে ।
-
লোভের পরিণাম মুলত ক্ষতি । আমরা লোভ করি এবং পরিণোমে অনেক বেশি পরিমাণে লস করি । অাসলে লোভের মধ্য আমরা আপতঃ দৃষ্টিতে কিছু অর্জন করার মত অবস্থা দেখতে পায় । কিন্ত মুলত লোভের কারণেই অনেকে আজ পর্যন্ত প্রচুর পরিমাণে লস করছে । তাই লসের হাত থেকে রক্ষার অন্যতম উপায় হল নিজেকে অভিজ্ঞ ও অনেক বেশি পরিমাণে দক্ষ করে গড়ে তোলা ।
-
ভাই ফরেক্স লোভ করা মানে বকামি ফরেক্স আপনি যত লোভ করবেন আপনি তত লস করবেন মনে রাখবেন লোভে পাপ আর পাপে মত্যু| ফরেক্স আপনি লাভ করতে পারবেন তখনি যখন আপনি ফরেক্স ক=দক্ষতা আজন করতে পারবেন তবে কোন সময় বেশি লোভ ভাল না এতে আপনার লস হবের সম্ভবনা থাকে |
-
অবশ্যই লোভ করে আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি । অামরা সব সময় দক্ষতা অর্জন করার চেষ্টা করব । যে যত বেশী দক্ষতা অর্জন করবে সে তত বেশী লাভবান হয়ে যাবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলে আমরা সফলকাম হতে পারব । আমরা ফরেক্স মার্কেটে কখনোই লোখ করব না তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
-
লোভ করা ভাল নয় আমরা সবাই জানি। লোভ মানুষকে অনেকটা বিপদে এবং অনেক ক্ষতির দিকে টেনে নেয়। আর ফরেক্স মার্কেট এ লোভ করাটা আর কঠিন। ফরেক্স মার্কেট এ আমরা যখনই কাজ করব আমাদের এই লোভটাকে সামলে রেখে এই ফরেক্স মার্কেট এ কাজ করব।
-
ফরেক্স মার্কেট এমনি যে এক ব্যাগ টাকা কোথাও রাখা আছে তার থেকে শুধু মাত্র একটা নোট বের করে নেওয়া।আপনি যদি ঐ পুরো ব্যাগ নেয়ার লোভ করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্থ হবেন।তাই আমদের লোভ বর্জন করতে হবে।মানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে বেশি লটে ট্রেড ওপেন করা তারপর ব্যলেস্ন ০ শুন্য করে ফেলা এসব লোভের কারনে ঘটে।
-
আপনার কথা ১০০% সত্য শুধু ফরেক্স মার্কেট কেন জিবনের সব ক্ষেত্রেই লোভ ধ্বংস ডেকে আনে আর ফরেক্স মার্কেটে বিশেষ করে ৯০% ট্রেডার লোভ এর করনে লস করতে থাকে আমাদের কে মনে রাখতে হবে ফরেক্স মার্কেটে আপনি যদি আপনার লোভ কে সংবরণ করতে পারেন তাহলে আপনি অন্য ট্রেডার দের চেয়ে অনেক এগিয়ে থাকবেন
-
লোভ যেকোন কাজেই সফলতার পথে বাধা হয়ে দাড়ায়।ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে অল্প সময়ের মধ্যে অনেক লাভবান হওয়া যায় এবং অল্প সময়ের মধ্যে ধ্বংস হওয়া যায়। ফরেক্সে কাজ করতে হলে আপনাকে লোভ থেকে বিরত থাকতে হবে এবং ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করে ট্রেড করা সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে হবে তাহলেই সফল হওয়া যাবে। তাই সকলেরই উচিত লোভ পরিহার করে ধৈর্য্য ধরে ট্রেড করা।
-
যে ট্রেডার ফরেক্স মার্কেটে লোভ করবে সে কোনদিনো ফরেক্স মার্কেট থেকে সাফলতা পাবে না।আমাদের সবার আগে নিজের লোভ বর্জন করা উচিত।আপনি যদি লোভে পড়ে কম ব্যলেস্ন নিয়ে বেশি লোটে ট্রেড ওপেন করেন তাহলে যদি ঐ ট্রেদ আপনার বিপরিতে যাই তাহলে একাউন্ট ০ খুব তাড়াতাড়ি পৌছে যাবে।তাই লোভ নামক ধ্বংস রিপুকে পরিহার করুন।
-
লোভে পাপ, পাপে একাউন্ট জিরো জিরো। তাই ফরেক্স মার্কেটে লোভ করা যাবে না। আপনি যে কয়টা ইন্ডিকেটর ব্যবহার করেন তা দেখে যে রেজাল্ট আসবে সেই মত কাজ করলে ক্ষতিগ্রস্থের হাত থেকে রেহাই পাওয়া যাবে ইনসা-আল্লাহ।
-
আমরা অনেকেই অতিরিক্ত লাভের আস্য একাউন্ট জিরো করে ফেলি, যখন কোনো ট্রেড এ লাভ হয় তখন আমাদের উচিত ঐ ট্রেড টা কেটে দেয়া ।কিন্তু আমরা অনেকেই বেসি লোভের জন্য কাটি না ফলে লাভের জায়গায় লস এর হারটায় বেসি হয়। যে লোভ করবে সে কোনদিনই এই মার্কেট এ টিকে থাকতে পারবেনা । তাই আমাদের উচিত লভ না করে ছটো ছোট ট্রেড দেয়া এবং লোভ নিয়ন্ত্রন রাখা।
-
লোভ আমাদেরকে ধ্বংস করে দেয় । ফরেক্স এ লোভ করে অামি অনেক বার আমার একাউন্ট জিরো করছি আমার মত এমান অনেকে আছে যারা এভাবে একাউন্ট জিরো করেছে । আমরা যত তাড়াতাড়ি লোভকে ত্যাগ করতে পারব তত দূত আমরা ফরেক্স সফল হতে পারব । লোভে পাপ পাপে মৃত্যু ।
-
হ্যা আপনি থিক কথা বলেছে ফরেক্স করতে এসে আমরা অনেক লস করছি ফরেক্স আমি যখন প্রথম করি তখন আমি ২০০ ডলার লস করি | আমি ফরেক্স করার পক্ষ পাতি ফরেক্স আপনাকে আয় করাতে পারে আপনি যদি ফরেক্স থেকে দক্ষতা আর ফরেক্স মাকেটে সময় ব্যয় করতে পারেন তবে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন |
-
অবশ্যই আমরা ফরেক্স মার্কেটে লোভ করে অনেক ক্ষতিগ্রস্থ হই । আমরা সব সময় ফরেক্সে লোভ করে থাকি কারণ হল এই মার্কেটে আয় হল বেশী । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য লোভ আমরা একেবারেই ছেড়ে দেব । আর আপনারাও এই ফরেক্স ব্যবসা করার জন্য লোভ একেবারেই ছেড়ে দেন তাহলেই সফলকাম হতে পারবেন । আর যারা এই মার্কেটে সফলতা অাসবে দক্ষতা অনুযায়ী ।