-
হা, আমি একমত শুধু শিখলেই যথেষ্ট নয় শিক্ষাটাকে কাজে লাগাতে হবে । এই জন্য আমি ফরেক্স ব্যবসা থেকে টাকা আয় করার জন্য সব সময় চেষ্টা করি । আমি মনে করি যে ফরেক্স শিখে প্রাক্টিস করবে না । সে কিছু দিন পর ফরেক্স জ্ঞান ভুলে যাবে । তাই আমাদের ফরেক্স ব্যবসা করলে ভাল ভাবে করতে হবে, ঠিক আমার মত ।
-
এক দম রাইট। আপনি শিখলেন অনেক। কিন্তু এই শিখা কোনো কাজে লাগালেন না তাহলে এর কোনো দাম নেই। কিন্তু কম শুখেও যদি আপনার শিখাটা কাজে লাগাতে পারেন তাহলে এটাই আপনার জন্য ভাল। তাই শিখার সাথে সাথে এই শিখাটা কাজে লাগানোর চেষ্টা করেন।
-
আমার মতে শুধু শিখলেই হবেনা। এই শিক্ষাটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। নইলে শিক্ষাটা বৃথাই যাবে। আমরা ছোট বেলা থেকে অনেক কিছুই শিখি। কিন্তু সেই শিক্ষাটার কতটুকুই বা কাজে লাগাতে পারি? কিন্তু আমরা যদি সিক্ষাটা কাজে লাগাতে পারি তবে তো সফল হওয়া সম্ভব আমাদের দ্বারা।
-
আপনি একটি দারুন কথা বলেছেন আসলেই কথাটা সত্য যে আমরা যা শিখি তা কিন্তু কাজে লাগাই না। আমাদের মাঝে অনেকেই আছেন যারা অনেক কষ্টে ফরেক্স ট্রেডিং শিখেছে খন্তিু আসল যায়গায় াাসলে কিন্তু দেকা যায যে মানে ট্রেড করতে আসরেই আবেগের হাতে ধরা পরে ফলে ভুরে যায় সকল শিক্ষা যার পরিনাম দারায় লস।
-
হ্যা এটা একটা ভাল কথা যে শুধু শিখলেই হবে না , সেই শেখাটাকে কাজে লাগিয়ে কাজ করতে পারাটাই সব । শুধু শিখলাম কিন্তু তার বাস্তব প্রয়োগ করলাম না তাহলে সেটা শেখার কোন মানেই হয় না । তেমনি ভাবে যদি কেউ ফরেক্স শিখে ফরেক্সে কাজ না করে তাহলে তার ফরেক্স শেখা ব্যার্থ । ফরেক্স শিখে কমকরে হলেও ফরেক্সের ডেমোর সাথে ভাল সম্পর্ক রাখতে হবে , যেন পরবর্তিতে ফরেক্সে কাজ করার সময় কোন অসুবিধা না হয় ।
-
হ্যা আপনি থিক বলেছেন আপনি ফরেক্স সম্পরকে শিখলেন কিন্তু কাজে লাগালেন না এমন সেখার দরকার নেই | আমি মনে করি ফরেক্স আপনি যা শিখবেন তা প্রয়োগ করার জন্য|
-
আসলেই সত্য কথা শুধু শিখলেই হবে না।আমাদের কে আমাদের শিক্ষা কে কাজে লাগাতে হবে।আমাদের কে ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে হবে।তার জন্য আমাদের কে ফরেক্স মার্কেট কে নিয়ে এনালাইসিস করতে হবে।আমরা জত বেসি ফরেক্স মার্কেট কে নিয়ে এনালাইসিস করতে পারবো তত ভালোভাবে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবো।তাই আমাদের উচিৎ ফরেক্স মার্কেট কে নিয়ে এনালাইসিস করে ভালো ট্রেড শুরু করা।
-
শুধু শিখলেই হবে না শিক্ষাটাকে কাজে লাগাতে হবে কথাটা একেবারেই সত্য।কারন আপনি যদি শুধু ফরেক্স শিখেন কিন্তু মার্কেটে এসে তা এনালাইসিস করে বুঝার চেষ্টা না করেন তাহলে আপনার শিক্ষাটা কোন কাজেই লাগবে না।আপনাকে ফরেক্স শিখতে হবে এবং মার্কেটে এসে তা এনালাইসিস করতে হবে যে আপনি যেটা শিখেছেন সেটা সঠক কিনা।আর শিক্ষাটাকে কাজে লাগাতে পারলেই নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে তৈরি করতে পারবেন।
-
আমি আপনার সাথে একমত, আপনি ঠিকই বলেছেন। শুধু শিখলেই হবেনা। এই শিক্ষাটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। নইলে শিক্ষাটা বৃথাই যাবে। আমরা ছোট বেলা থেকে অনেক কিছুই শিখি। কিন্তু সেই শিক্ষাটার কতটুকুই বা কাজে লাগাতে পারি? কিন্তু আমরা যদি সিক্ষাটা কাজে লাগাতে পারি তবে তো সফল হওয়া সম্ভব আমাদের দ্বারা।
-
ফরেক্স এর উপর অনেক পিডিএফ ফাইল আছে এবং অনেক টিউটোরিয়াল আছে , কিন্ত প্রকৃত সত্য হল এসব করে আপনি শুধু ফরেক্স সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করবেন যেগুলো অনলাইনে অনেক বেশি বিদ্যমান ফরেক্স মার্কেটের এমন কতগুলো টেকনিকেল বিষয় আছে যেগুলো আপনাকে জানার জন্য কৈশলি হতে হবে এবং তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে পৃথিবীতে কঠোর পরিশ্রম এর কাছে সব কিছুর পরাজয় ঘটে ফরেক্স কৈশল শিখার জণ্যই পরিশ্রম করে যেতে হবে
-
জানাকে মানায় রুপান্তিরত করতে পারলে তবেই সেই জানা হবে প্রকৃত জানা । আমরা যারা ফরেক্সে ট্র্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে এই মার্কেটের সাথে লেগে থাকতে হবে । বেশি করে শিখতে হবে । কেননা শিক্ষার কোন বিকল্প নেই । যে যত বেশি শিখবে সে তত বেশি পরিমাণে দক্ষতা অর্জন করতে পারবে ।
-
আমি আপনার সাথে সহমত শুধু শিখলেই কাজ হবে না শিক্ষাটাকে অবশ্যই আপনাকে কাজে লাগাতে হবে । আর এই কাজে লাগানোর জন্য অবশ্যই আপনাকে মার্কেট এ্যানালাইসিস করতে হবে । যে যত বেমী এই ফরেক্স মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে ।
-
হ্যা ভাই, আপনি ঠিক বলেছেন। ফরেক্স শুধু শিখলেই হয় না। বরং শিক্ষিতাটাও অনেকটা জরুরী। ফরেক্স মার্কেট এ অনেক কিছু আছে যা আমাদের পরে পরে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করা হয়। ইংরেঝী ও বাংলাতে ভাল ভাল দক্ষ হতে হবে যাতে যা আমরা দেখা মাত্র বুঝি যে এই শব্দটার মানে কী বা কী বলা হয়েছে তা।
-
আপনি ফরেক্স মার্কেট এ টেড খুব ভাল করে সিখলেন কিনু আপনি যখন রিয়েল টেড করতে গেলেন টেনশন এ সব ভুলে কাজে লাগাতে পারলেন না তখন আপনি যা সিখেছেন তা কোন কাজে লাগলো না কারন আপনি তা ভাল ভাবে কাজে লাগতে পারলেন না এখন আপনি একটা কাজ করতে পারেন তা হল একটা চেক লিস্ট বানাতে পারেন আপনি কি ভাবে টেড করবেন তা হলে আপনার ভুল টেড এর পরিমান কমে যাবে আর ভাল লাভ করতে পারবেন
-
হ্য্, অনেক ট্রেডারই ভালো ফরেক্স জানে কিন্তু সেভাবে ট্রেড করে লাভ করতে পারেনা। মূলত এমনটি হওয়ার কারন হচ্ছে মানসিকতা। লোভ করা কখনই যাবেনা লোভের কারনে একই জানানা বিষয় বারবার ভুল হওয়ার সম্ভবনা থাকে। তাই ফরেক্স ভালোভাবে শিখার সাথে সাথে লোভকে ত্যাগ করে ট্রেড পরিচালনা করার শেখা প্রয়োজন।
-
আমি বলবো শুধু শিখলেই হবেনা। এই শিক্ষাটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। নইলে শিক্ষাটা বৃথাই যাবে। আমরা ছোট বেলা থেকে অনেক কিছুই শিখি। কিন্তু সেই শিক্ষাটার কতটুকুই বা কাজে লাগাতে পারি? কিন্তু আমরা যদি সিক্ষাটা কাজে লাগাতে পারি তবে তো সফল হওয়া সম্ভব আমাদের দ্বারা।
-
শুধু শিখলেই হবেনা কথাটি একেবারেই সঠিক। আপনার শিক্ষাকে কাজে লাগেতে হবে। তাহলেই আপনি যথাযথ শিক্ষা গ্রহন করেছেন। আমাদের দৈনিন্দিন চলার সময় আমরা কত কিছুই না শিখি। কিন্তু কয়টা শিক্ষাকে বাস্তবে কাজে লাগাই। খুব কম হয়তবা। হ্যাঁ আমরা খুব কমি কাজে লাগাই। আবার অনেক সময় দেখা যায় কাজে লাগাতে চাইলেও নানা প্রতিবন্ধকতার জন্য কাজে লাগাতে পারিনা। এসব উপেক্ষা করে যে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই সফল।
-
আমি এর সাথে সম্পুর্ন একমত, যেকোনো কিছু শুধু শিখলেই হবেনা শিক্ষাটাকে অবশ্যই কাজে লাগাতে হবে ফরেক্স মার্কেটে কাজ ভালকরে শিখে যদি আপনি সেটা না করেন তবে তা করে আপনি কখনই লাভবান হতে পারবেন না।এজন্য শিখতে হবে এবং শিক্ষাকে কাজে লাগাতে হবে।
-
আপনাকে শুধু ফরেক্স ট্রেডিং শিখলেই হবে না পাশাপাশি তার পরিপূর্ন চর্চাও চালিয়ে যেতে হবে তাতে করে আপনার ভবিষত্বে এখান থেকে অনেক ভাল প্রফিট লাভের সম্ভাবনা তৈরি হবে আর আমি মনে করি ট্রেডিং বিষয়ে নিয়মিত ভাবে চর্চার অনেক ভাল একটি প্লাটফর্ম হল ফরেক্সের ডেমো ট্রেডিং প্লাটফর্ম।
-
আমি শিক্ষানবিস জন্য মনে .. শ্রেষ্ঠ কমপক্ষে 100 ডলার. আমি যে এর চেয়ে কম মূল্য এ লেনদেন করছি কিন্তু আমি মনে করি আপনি 100. কিছু কম আপনার কাজে সঙ্গে আপনি সীমিত থাকে সঙ্গে সঠিকভাবে আরো অন্বেষণ করতে সক্ষম হবেন ।আমি মনে করি কম মূলধন খারাপ কারণ এটা ভাল প্রফিট করতে হবে না. তবে নতুনদের কম মূলধন কারণ তারা তাদের প্রথম আমানত হারাতে পারেন সঙ্গে শুরু করা উচিত ।
-
মনে যে শিক্ষানবিস প্রথম ডেমো অ্যাকাউন্টের সাথে ট্রেড শুরু করা উচিত তারপর সর্বনিম্ন $ 100 আমানত সঙ্গে লাইভ অ্যাকাউন্ট শুরু করতে পারেন। একটি খুব বড় লাভের সম্ভাবনা ছিল কিন্তু আসলে যে কোন আকারের পুঁজি ও পরিচালনা করতে হ
-
ফরেক্সে আমর বিনিয়োগ অনেক আছে তবে $ ১০০ এর সম পরিমান টাকা আমর এই বিপুল অর্থ উপার্জন করতে পারে যদি আমি সঠিক শিক্ষা নিয়ে থাকি।ন্যূনতম মূলধন $ ১০০ এর সম পরিমান টাকা নিয়ে লেনদেন শুরু করা যায় ফরেক্স এ।
-
একটি শিক্ষানবিস হিসাবে আমার ডেমো অ্যাকাউন্ট বেশির ভাগই ২০০ টাকা থেকে শুরু করেছি। ট্রেড শুরু করতে বেশি টাকা দরকার নাই,ফরেক্সে যদি আপনি মনে করেন আপনি আপনার সাথে ডিপোজিট কম নিবেন তবেও কোন সমস্যা নেই।
-
অল্প টাকায় এখানে মৌলিক ট্রেডিং শিক্ষা উপকরণ পাওয়া যায় কিন্তু কোন অগ্রিম জ্ঞান অগ্রিম ট্রেডিং গাইডলাইন সত্যিই বিরল। কিছু সময়ের জন্য এই শিল্পে হয়েছে বেশি টাকা দরকার নাই,এটি করতে সহজ, কিন্তু নতুনদের জন্য এটা গুরুত্বের সাথে করতে হবে।
-
আমি মনে করি ফরেক্স একটি শিক্ষার্থীর জন্য একটি শ্রেষ্ঠ অংশ সময় কাজ হিসাবে এটি একটি সামান্য সময় যে কোন ছাত্র ফরেক্স ব্যবসা করতে পারে। যে আমাকে বলে যে ফরেক্স হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী ভাল অভিজ্ঞতা একটি পেশাদারী ব্যক্তি হয়ে উপলব্ধ করে পারেন।
-
শিক্ষার্থীদের শিক্ষা ও যে ক্ষেত্রে ফরেক্স নতুন পন্থায় আছে তাদের জন্য সবচেয়ে ভাল এবং বিকল্প হল ফরেক্স। কোনো নির্দিষ্ট সময়ের একটি খুব ভাল বাজার স্থাপন করার অধিকার নেই যে এ ব্যবসা করা আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি এই ব্যবসা করতে পারেন।
-
শিখা সহজ এইটা,বাজার সম্পর্কে ধারণা থাকতে পারে এবং তাদের ক্যারিয়ার গড়তে পারেন ফরেক্স দিয়ে ।ধাপে ধাপে শুরু আপনার কর্মজীবনের অনেক টাকা শুরুতে বিনিয়োগ না করার জন্য, আপনাকে প্রথমে সব সংক্রান্ত ফরেক্স অনেক শিখতে হবে এবং আমি নিশ্চিত যে পরে আপনি জয় করতে পারবেন।
-
হ্যাঁ আমি ফরেক্স ট্রেডিংয়ে খুশি এবং এখন আমি ফরেক্স থেকে আয় করতে পারি কিন্তু আমি একজন শিক্ষার্থী এখন কিছু সপ্তাহ পরে আমি ফরেক্স এ আরো কাজ শিখতে চাই।সঠিক ভাবে এখন আরো উপার্জন করতে হবে,এখন আমি একটু আয় করতে পারি তাই আমি ফরেক্স ট্রেডিংয়ে খুশি।
-
শুধু শিক্ষা এবং আরো প্রয়োজন জন্য প্রয়োজন জ্ঞান অর্জন । . অভিজ্ঞ ব্যক্তি বলছেন যে শুধুমাত্র অর্থ ব্যবস্থাপনা এবং মূলধন ব্যবস্থাপনা অনুসরণ করুন, আপনি মুনাফা দেখতে পারেন, আমি বিশ্বাস করি
-
এই বৈদেশিক মুদ্রা ট্রেডিং মাধ্যমে কিছু বেনিফিট পাব। কোন উপায় চিন্তা মধ্যে চাই শিক্ষা ।আমি মনে করি প্রত্যেক ব্যবসায়ীর একটি ডেমো একাউন্ট তৈরি করা উচিত, এই ব্যবসায় সাফল্য পেতে হলে.এবং.বিপুল মুনাফা অনেক আয় করতে চেয়ে একটি ডেমো অ্যাকাউন্ট শেখার দ্বারা প্রথমে চেষটা করে দেখেন।
-
প্রত্যেক পদক্ষেপই- উভয় লাভ ও ক্ষতির কারণ,অভিজ্ঞতা,শ্রেষ্ঠ শিক্ষাই আর মূল্যনির্ধারণ করে নেই ফরেক্স এ । আমি ঝুঁকি পরিচালনা করতে স্টপ লস ব্যবহার করি ফরেক্স এ কিন্তু একদা প্রথম অর্ডার সঙ্গে বিপরীত করা পেন্ডিং অর্ডার দিয়ে হেজিং কৌশল ব্যবহার করেছি ।
-
বৈদেশিক মুদ্রার ব্যবসা খুব সময় ব্যয়কারী যদিও আমার শিক্ষা ফরেক্স এ । আমার বিরতি আমি সানন্দে করেছিল. আমি বড় আনন্দ এবং আনন্দ সঙ্গে একটি পেশাদারী ব্যবসায়ীর হতে শেখার প্রক্রিয়া করেনি ফরেক্স এ ।
-
প্রত্যেক পদক্ষেপই- উভয় লাভ ও ক্ষতির কারণ,অভিজ্ঞতা,শ্রেষ্ঠ শিক্ষাই আর মূল্যনির্ধারণ করে নেই ফরেক্স এ । আমি ঝুঁকি পরিচালনা করতে স্টপ লস ব্যবহার করি ফরেক্স এ কিন্তু একদা প্রথম অর্ডার সঙ্গে বিপরীত করা পেন্ডিং অর্ডার দিয়ে হেজিং কৌশল ব্যবহার করেছি ।
-
হ্যাঁ শুধু ফরেক্স মার্কেট সম্পর্কে জানলেই হবে না।ফরেক্স মার্কেট এ ট্রেড করে সেই জানাটাকে কাজে লাগাতে হবে।তাহলেই আপনার জানার উদ্দেশ্য সফল হবে।অনেকেই আছে যারা ফরেক্স মার্কেট এর নিয়ম কানুন সম্পর্কে জানে তার পরেও তারা ভালোভাবে নিয়ম মেনে ট্রেড করে না।তাই তারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করে।ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে আপনি যদি একটু ভুল করেন তাহলে অনেক অনেক লস হতে পারে।
-
আমি বলবো শুধু শিখলেই হবেনা। এই শিক্ষাটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। নইলে শিক্ষাটা বৃথাই যাবে। আমরা ছোট বেলা থেকে অনেক কিছুই শিখি। কিন্তু সেই শিক্ষাটার কতটুকুই বা কাজে লাগাতে পারি? কিন্তু আমরা যদি সিক্ষাটা কাজে লাগাতে পারি তবে তো সফল হওয়া সম্ভব আমাদের দ্বারা।
-
একমত আমি আপনার সাথে শুধু শিখলেই কাজ হবে না শিক্ষাটাকে অবশ্যই আপনাকে কাজে লাগাতে হবে । আর এই কাজে লাগানোর জন্য অবশ্যই আপনাকে মার্কেট এ্যানালাইসিস করতে হবে । যে যত বেমী এই ফরেক্স মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে ।
-
ফরেক্স মার্কেটে শুধু শিখলেই হবেনা। এই শিক্ষাটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। নইলে শিক্ষাটা বৃথাই যাবে। আমরা ছোট বেলা থেকে অনেক কিছুই শিখি। কিন্তু সেই শিক্ষাটার কতটুকুই বা কাজে লাগাতে পারি? কিন্তু আমরা যদি সিক্ষাটা কাজে লাগাতে পারি তবে তো সফল হওয়া সম্ভব আমাদের দ্বারা।
-
যদি ফরেক্সে ক্যরিয়ার গড়তে চান তাহলে দীর্ঘদিন নিয়মিত ডেমো ট্রেড করতেই হবে৷প্রথমেই লাগবে দৃঢ়চিত্ত্বে শপথ যে এখান থেকেই আমি আমার জীবনের ক্যারিয়ার গড়ে তুলবো৷দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে জীবনে কোনো কিছুতেই স্হির হতে পারবেন না৷নিয়মিত কঠোর প্র্যাকটিস করেই দক্ষ ট্রেডার হতে পারবেন৷আর লাগবে ধৈর্য্য,একাগ্রতা,দৃঢ় প্রত্যয়,ঠিক যেন কচ্ছপের মত ৷
-
আমি বলবো যে কোন কিছু শিখলে তা যদি আমরা যথার্থভাবে কাজে লাগাতে না পারি তবে সে শিক্ষা আমাদের কোন প্রয়োজনে আসবে না । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তাদেরকে সবসময় আপডেট থাকতে হয় । কেননা প্রথমত এটা একটা আন্তর্জাতিক মার্কেটে প্লেস দ্বিতীয়ত অনলাইন ভিত্তিক হওয়াই নানা ধরনের তথ্য ভান্ডারে সমৃদ্ধ থাকে । তাই আরো বেশি জানার জন্য ফরেক্স থেকে বেশি বেশি শিখার জন্য ও নিত্য নতুন কৈশল শিখার জন্য অবশ্যেই জ্ঞান অর্জন করতে হবে ।
-
ফরেক্সে কাজ করতে হলে প্রযোজন অনেক ধারনার। ধারনা না থাকলে ফরেক্সে কাজ করা সম্ভব নয়।শুধু ধারনাই যথেষ্ট নয় ফরেক্স কাজ করতে হলে এর ধারনাকে ঠিক ভাবে কাজে লাগাতে হবে। ফরেক্স শুধু শিখার বিষয় না এখানে যা শিখলেনন তা ঠিক ভাবে কাজে লাগাতে হবে।নইলে ফরেক্সে সফল হওয়ার সম্ভাবনা নয়।তাই শুধু শিখলেই নয় এেখানে এর ধারনা ঠিক ভাবে লাগাতে হবে।