ওভার ট্রেডিং করা একটি মারাত্বক ভুল আমি অনেক ভালো ভালো ট্রেডারদের দেখেছি যে তারা ওভর ট্রেডিং করে কখোনই লাভ করতে পারে নাই এজন্য ওভার ট্রেডিং যত কম করে পারা যায় আর ওভাার ট্রেডিং করলে অনেক সাবধানে করতে হবে যাতে লসের সম্ভবনা কম থাকে।
Printable View
ওভার ট্রেডিং করা একটি মারাত্বক ভুল আমি অনেক ভালো ভালো ট্রেডারদের দেখেছি যে তারা ওভর ট্রেডিং করে কখোনই লাভ করতে পারে নাই এজন্য ওভার ট্রেডিং যত কম করে পারা যায় আর ওভাার ট্রেডিং করলে অনেক সাবধানে করতে হবে যাতে লসের সম্ভবনা কম থাকে।
ওভার ট্রেডিং হলো খুব বড় একটি ভুল ।ওভার ট্রেডিং এর ফলে অনেক লস হয়ে থাকে ।যদি আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে চান তাহলে ওভার ট্রেডিং একদম করা যাবে না ।
ভাই আপনার মূল সিস্টেমটাই যদি ওভার ট্রেডিং এর হয় তাহলে আপনাকে সেই সিস্টেম ধরেই ট্রেড করতে হবে। কিন্তু আপনি যদি একটা ট্রেড লস করার পর আবার সেই জায়গাতে বা সেই পজিশনেই অপোজিট ট্রেডের এন্ট্রি দেন তাহলে সেটা হবে আপনার নিজের ভুল। কারন ওভার ট্রেডিং হলো একটা সিস্টেম ধরে একের পর এক একসাথে ১০ থেকে ১৫ টা ট্রেড ওপেন করা বা প্রয়োজনে এর চেয়েও বেশি হতে পারে।
ওভার ট্রেডিং এর পরিনাম কখনই ভাল হয় না। হতে পারে আপনি ওভার ট্রেডিং এর মাধ্যমে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবেন কিন্তু বেশিরভাগ সময় আপনি অনেক বিপদে পড়ে যাবেন। কারণ ওভার ট্রেডিং করলে মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে অনুসরণ করা হয় না। যার ফলে আপনার লট সাইজ বেড়ে যায় এবং এর প্রেক্ষিতে যখন মার্কেট আপনার প্রতিকুলে চলে যায় তখন আপনি খুব সহজেই মার্জিন কল পেয়ে যাবেন। তাই কখনই ওভারট্রেডিং করা উচিত নয়। আমার এই বিষয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে যার ফলে আমি বর্তমানে অন্যকে এটি ত্যাগ করার জন্য আহবান করে থাকি।
ফরেক্স মার্কেটে আমরা অনেকে লোভের বসে ওভার ট্রেডিং করে থাকি এতে করে আমাদের লসের খাতাটাই ভারি হয়।আমি ও ফরেক্স মার্কেট ওভার ট্রেডিং করে অনেক বার লস করেছি মার্কেট অনেক ডাউন হয়ে গেসে তখন মনে হয়েছে আবার আপ হবে এই ভেবে আমি অনেক বার ওভার ট্রেড করেছি কিন্তু একবার ও সফল হইনাই লস টাই বেশি হইছে তাই আমাদের ওভার ট্রেডিং বর্জন করা দরকার।
ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট না মেনে অতিরিক্ত লট নিয়ে ট্রেড করাটাই হল ওভার ট্রেড। কিন্তু ওভার ট্রেড করা ভাল নয়। বিশেষ করে যাদের লোভ বেশি তারা বেশি প্রফিটের আশায় অতিরিক্ত লট নিয়ে ট্রেড করে থাকে। এটা ঝুঁকিপূর্ণ। কারণ ফরেক্স মার্কেট কখনো স্থির থাকে না। যখন তখন মার্কেট অতিরিক্ত বিপরীতে চলে গেলে একাউন্ট ব্যালেন্স শূন্য হয়েও যেতে পারে। কিন্তু কম লট নিয়ে ট্রেড ধরলে একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়ার ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে। তাই এই ব্যাপারে সতর্ক থাকা জরুরী।
ফরেক্স ট্রেডিং করার ক্ষেত্রে ওভার ট্রেডিং করা মুলত আপনার ফান্ডামেন্টাল যে ট্রেডিং নীতি তার সম্পুন্ন পরিপন্থি কারন আপনি তখন ওভার ট্রেড করেন যখন আপনার কোন ট্রেড লসে চলে যেছে তা রিকোভারের জন্য আবারও উপযুক্ত ট্রেডিং প্যাটার্ন ছাড়া ট্রেড ওপেন করা। এখন একটা ভাবুন আসলে কাজটা কি হল আনি প্রথমত লসের কারনে মার্জিন কলের মুখে আছেন আবার ট্রেড ওপেন করে তাকে তরান্বিত করলেন, মানে কিছুটা আগুনে ঘি ঢালার মত। ধন্যবাদ।
ওভার ট্রেডিং বা অতিরিক্ত ট্রেডিং ফরেক্স এর জন্য ভালো নয় । আপনি মার্কেট থেকে জোর করে কখনই ভালো প্রফিট করতে পারবেন না । আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি যখনই ওভার ট্রেডিং করতে গেছি ততবারই লস করতে হয়েছে । তাই এই ধরনের মানসিকতা পরিহার করতে হবে ।
আমি মনে করি যে, ফরেক্স বহুল প্রচলিত লসের কারনের মধ্যে প্রধান একটা কারন হচ্ছে ওভারট্রেডিং।একটা ট্রেডের পরপরই আরেকটি ট্রেড অথবা একসাথে অনেক ট্রেডড করাই হচ্ছে ওভারট্ররডিং।এভাব বেশি বেশু ট্রেড করার কারনে সঠিক অ্যানালাইসিস সম্ভব হয়না বলে স্বাভাবিকভাবেই লস হয়ে থাকে।তাই লস কমিয়ে আনতে হলে ওভারট্রেডিং প্রতিরোধ করে ট্ররড করার চেষ্টা করতে হবে।
ফরেক্সে বহুল প্রচলিত লসের কারনের মধ্যে প্রধান একটা কারন হচ্ছে ওভারট্রেডিং।একটা ট্রেডের পরপরই আরেকটি ট্রেড অথবা একসাথে অনেক ট্রেড করাই হচ্ছে ওভারট্রেডিং।এভাব বেশি বেশি ট্রেড করার কারনে সঠিক অ্যানালাইসিস সম্ভব হয়না বলে স্বাভাবিকভাবেই লস হয়ে থাকে।তাই লস কমিয়ে আনতে হলে ওভারট্রেডিং থেকে বিরত থাকতে হবে।
ওভার ট্রেডাং এর পরিনাম খুব খারাপ হয়।আমি নিজে ওভার ট্রেডিং করেছিলাম কিন্তুু বিনিময়ে আমার টাকা জিরো হয়েগেছে।এর পরে আমি বুঝলাম ওভার ট্রেডিং আমার জন্য ভালো কিছু নিয়ে আনতে পারিনি।তাই আমি আর ওভার ট্রেডিং করিনা।
ফরেক্স এ ওভার ট্রেডিং করলে লসের সম্ভাবনা থাকে অনেক । কারণ একটি ট্রেড লস হওয়ার পর আবেগের বশে যখন আমরা আবার ট্রেড করি তখন আসলে এনালাইসিস খুব কম সংখ্যক ট্রেডাররাই করে থাকে । এই সময়ে আমাদের মেন্টাল সাইকোলজি এমন হয় যে লস পূরণ করার জন্য আমরা আবার ট্রেড করি অথবা মনে হয় এ রকম যে মার্কেট যেহেতু আমার সিদ্ধান্তের বিপরীতমুখী তাহলে বিপরীতমুখী ট্রেড করলে ভাল হবে কিন্তু দেখা যায় যে মার্কেট আবার ওই ট্রেডের বিপরীতে মুভ করছে । ফলে আবার লস হয় । তাই এই সময়ে ট্রেড না করাই ভাল , লস কে মেনে নিতে পারলে ওভার ট্রেডিঙের প্রবনতা অনেকাংশে কমে যেতে পারে ।
বৈদেশিক মুদ্রায় একটি সন্তোষজনক কৌশল হুড়োহুড়ি করা কারণ স্টপওভার রেড হ'ল কর্তব্য যা বঞ্চনা থেকে আমাদের অবশিষ্টাংশকে অর্থায়ন করতে পারে এবং বড় বিপদ এড়াতে পারে ut তবে আমার পক্ষে ফরেক্সে দৃness়তা অর্জন করা চ্যালেঞ্জিং ফরেক্স ফরেক্সের সাথে সঠিকভাবে ডিল করতে কীভাবে কোনও ব্যবসায়ীর পক্ষে অর্ডারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনিও ডিলের মধ্যে সবচেয়ে ভাল উপায় এবং প্রবেশের এবং সর্বোত্তম লাভ অর্জনের সর্বোত্তম উপায়টি পেতে পারেন
ওভার ট্রেডিং ফরেক্স ট্রেডারদের জন্য খুবই ক্ষতিকর একটা দিক । কারণ একটা ট্রেডার যখন ওভার ট্রেড শুরু করে ঠিক তখনই ফরেক্সে তাদের লস হয় । আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ মাঝে মাঝে আমাদের একটু বিরতি দরকার । কারণ একটা ট্রেড করে মাঝে মাঝে ট্রেডের প্রতি আসক্ত হয়ে যাই এবং তখন মার্কেট ভালোভাবে আনাল্যসিস না করেই ট্রেড দেয়া শুরু করি । এটাই একজন ফরেক্স ট্রেডার এর খারাপ গুন এবং এর পরিনাম শুধু লস ।
ফরেক্স মার্কেট ওভার ট্রেডিং ক্ষতির একটি বিশেষ কারন । ওভার ট্রেডিং করার ফলে ফরেক্স আমরা অনেক ক্ষতির সম্মুখীন হই । আমরা একটি ট্রেড এ লস করলে সাথে সাথে কোন এনালাইসিস ছাড়া অনেক ট্রেড ওপেন করি এটি আমাদের একটি বড় ভুল । তাই ফরেক্স ট্রেডিং এ আবেগ ত্যাগ করতে হবে । আপনি আবেগ ত্যাগ করতে না পারলে আপনার ওভার ট্রেডিং হবেই তাই আবেগকে ত্যাগ করি এবং ওভার ট্রেডিং না করি । তাহলেই আমরা ফরেক্স মার্কেট থেকে ভাল মুনাফা অর্জন করতে পারব।
ফরেক্স মার্কেটে ওভার ট্রেডিং করা খুবই খারাপ অভ্যাস এবং মারাত্মক ক্ষতিকরক । তার কারন হলো,,, আমরা অধিকাংশ ক্ষেত্রে ফরেক্স মার্কেটে ট্রেড করার পরে যদি দেখতে পায় যে,,সেই ট্রেড মার্কেটের বিপরীতে গিয়ে অনেকটা লচের সম্মুখীন হতে হয়েছে তখন আমরা সেই ওপেন করা ট্রেড ক্লোজ করে পুনরায় আবার একটা নতুন করে ট্রেড ওপেন করে থাকি,,, পরবর্তীতে দেখা যায় সেই ওপেন করা ট্রেড ও আমাদের লচ হয়েছে । মানে ওভার ট্রেড করার ফলে আমরা ফরেক্স মার্কেটে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে । তাই আমাদের উচিত ফরেক্স মার্কেটে ওভার ট্রেড থেকে নিজেদেরকে বিরতি রাখা ।
ফরেক্স এ লাভ করার পর লসে যাওয়ার একটাই কারন তা হলো ওভারট্রেডীং। আপনার দিনে ৫ টা কিংবা ১০ টা ট্রেড করলে এর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। না হয় লস হবে নিশ্চিত। লস হলে ধরতে হবে ট্রেডিং সিস্টেম হয়ত কাজ করছে না। সুতরাং ট্রেড থেকে বিরত থাকতে হবে।
অভার ট্রেডিং এর পরিনাম খুবি ভয়াবহ।কারণ আমি ৫ ডলার নিয়ে ট্রেড করেছিলাম যেকানে অনেক ট্রেড ওপেন করেছিলাম যার ফলে আমার ডলার শন্য হয়েগেছে।তাই সবাইকে বলব আপনারা অভার ট্রেডিং করবেনা।
হ্যাঁ ভাই আমি সম্পূর্ণরূপে একমত হয়েছি বিশ্লেষণ সম্পর্কে এই বিশ্লেষণগুলি এই ব্যবসায়ের জন্য খুব মার্চ গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি আপনার বাণিজ্য ইতিহাস এবং আপনার বাণিজ্য চ্যাট সম্পর্কে জানেন না এবং যদি আপনি জানেন না যে এটি কোথায় বা নীচে যাবে go তারপরে আপনি এই বাণিজ্যটি করতে পারবেন না আপনাকে গ্রাফের অনেক আকারের এবং এসএল টিপি ইত্যাদির উপর নজর রাখতে হবে আরও অনেক কারণ যা আপনাকে আপনার ভবিষ্যতে সাফল্য দেবে আপনাকে অনেক ধন্যবাদ
হ্যা ওভার ট্রেডিং লসের অন্যতম কারন আমরা অনেক সাধারন ট্রেডাররাই আছি যারা একটি ট্রেডে লস করলে আর একটি ট্রেড ওপেন করি ওভার লটে এভাবে করতে করতে হাই রিস্কে চলে যাই আর একসময় দেখা যায় একাউন্ট জিরো। তাই ওভার ট্রেডিং না করে ট্রেডে লস হলে নতুন করে এনালাইসিস করে নতুন কোনো কারেন্সীতে ট্রেড নেওয়াই ভালো হবে।
जा सकता है।उन पर, ये भावनाएं समय के साथ दोहराती हैं।और चूंकि निवेशकों के लालच और भय का व्यवहार, जैसा कि अतीत में हुआ था, भविष्य में होगा, तकनीकी मॉडलपरिणामस्वरूप व्यवहार, जैसा कि अतीत में हुआ था, भविष्य में होगा, इसलिए इतिहास खुद को दोहराता है।
ওভার ট্রেডিং এর পরিনাম কখনই ভাল হয় না। হতে পারে আপনি ওভার ট্রেডিং এর মাধ্যমে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবেন কিন্তু বেশিরভাগ সময় আপনি অনেক বিপদে পড়ে যাবেন। কারণ ওভার ট্রেডিং করলে মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে অনুসরণ করা হয় না। যার ফলে আপনার লট সাইজ বেড়ে যায় এবং এর প্রেক্ষিতে যখন মার্কেট আপনার প্রতিকুলে চলে যায় তখন আপনি খুব সহজেই মার্জিন কল পেয়ে যাবেন। তাই কখনই ওভারট্রেডিং করা উচিত নয়। আমার এই বিষয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে যার ফলে আমি বর্তমানে অন্যকে এটি ত্যাগ করার জন্য আহবান করে থাকি।
ওভার ট্রেডিং এী পরিনাম কখনো ভালো হয়না। বেশি লোভ যেমন ভালো নয় তেমনি ওভার ট্রেডিংও ভালো নয় কারন ওভার ট্রেডিং লোভেরই বহিপ্রকাশ। বেশি লোভ করলে ক্ষতি হবে এটাই স্বাভাবিক তাই লোভ পরিহার বা ওভার ট্রেড পরিহার করা উচিত।
অতিরিক্ত কোন কিছুই ভাল না ফরেক্স মার্কেট আমরা অনেকে লোভের বসে অভার ট্রেডিং করে থাকি এতে করে এতে আমাদের লসের খাতা টাই ভারি হয়।আমি ও ফরেক্স মার্কেট অভার ট্রেডিং করে অনেক বার লস করেছি মার্কেট অনেক ডাউন হয়ে গেসে এখন মনে হয় আবার আপ হবে এই ভেবে আমি অনেক বার ট্রেড করেছি কিন্তু একবার ও সফল হইনাই লস টাই বেশি হইছে তাই আমাদের অভার ট্রেডিং বর্জন করা দরকার।
কোন কিছুতেই ওভার করা কখনই ভাল লক্ষণ নয়। ঠিক তেমনিই ফরেক্স মার্কেটের ক্ষেত্রেও ওভার ট্রেড করতে গেলে আপনি কখনও সফলভাবে ট্রেডিং কৌশল পরিচালনা করতে পারবেন না। কারণ ঝুকি নিয়ে কেউ কোন দিন মাথা ঠান্ডা রেখে সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারবে না বরং উল্টো প্রতিক্রিয়া ঘটতে পারে। এজন্য আমি বলব আগে মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন করুন তারপর ঠান্ডা মাথায় কাজ করার মত মন মানসিকতা তৈরি করুন। তাহলে অবশ্যই সফল হতে পারবেন।
বৈদেশিক মুদ্রার শোকেস ওভার এক্সচেঞ্জ দুর্ভাগ্যের এক অসাধারণ কারণ। বিদেশী বৈদেশিক মুদ্রার বিনিময়ের কারণে আমরা একটি বিরাট দুর্ভাগ্যের মুখোমুখি হই। এই মুহুর্তে যখন আমরা কোনও এক্সচেঞ্জ হেরে যাই, আমরা ততক্ষণে কোনও পরীক্ষা ছাড়াই অসংখ্য এক্সচেঞ্জ খুলি। এটি আমাদের জন্য একটি গুরুতর মিশ্রণ। সুতরাং আপনাকে ফরেক্স এক্সচেঞ্জিংয়ে উত্সাহ সমর্পণ করতে হবে। আপনি অনুভূতি ত্যাগ করতে পারবেন না এমন সুযোগে আপনি অতিরিক্ত বিনিময় করবেন, সুতরাং অনুভূতিগুলি ছেড়ে দিন এবং অতিরিক্ত বিনিময় করবেন না।
ওভার ট্রেডিং একটি মারাত্মক ভুল । আমি অনেক বড় বড় ট্রেডারকে দেখেছি ওভার ট্রেডিং করতে । ওভার ট্রেডিং এর ফলাফল কখনওই ভাল হয় না । তাই যতটা পারা যায় কম ট্রেড করতে হবে । আমি খুবই কম ট্রেড করি ।
ওভার ট্রেডিং এর পরিনাম কখনই ভাল হয় না। হতে পারে আপনি ওভার ট্রেডিং এর মাধ্যমে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবেন কিন্তু বেশিরভাগ সময় আপনি অনেক বিপদে পড়ে যাবেন। কারণ ওভার ট্রেডিং করলে মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে অনুসরণ করা হয় না। যার ফলে আপনার লট সাইজ বেড়ে যায় এবং এর প্রেক্ষিতে যখন মার্কেট আপনার প্রতিকুলে চলে যায় তখন আপনি খুব সহজেই মার্জিন কল পেয়ে যাবেন। তাই কখনই ওভারট্রেডিং করা উচিত নয়। তাই আমাদের উচিত ফরেক্স মার্কেটে ওভার ট্রেড থেকে নিজেদেরকে বিরতি রাখা ।
ফরেক্স এমন একটি মার্কেট যেখানে ওভার ট্রেডিং করলে লসের সম্ভাবনা থাকে অনেক বেশি । কারণ একটি ট্রেড লস হওয়ার পর ভুলবশত এবং আবেগের বশে যখন আবার ট্রেড করা হয় তখন আসলে মার্কেট এনালাইসিস খুব কম সংখ্যক ট্রেডারই করে থাকে । এই সময়ে মেন্টালিটী এমন হয় যে লস পূরণ করার জন্য আবার ট্রেড করা হয় । ফলে মার্কেট যদি আবারো ট্রেড এর বিপরীত মুখি হয় তখন অনেক পস্তাতে হয়। মনে হয় এ রকম যে মার্কেট যেহেতু আমার সিদ্ধান্তের বিপরীতমুখী তাহলে বিপরীতমুখী ট্রেড করলে ভাল হবে কিন্তু দেখা যায় যে মার্কেট আবার ওই ট্রেডের বিপরীতে মুভ করছে । ফলে আবার লস হয় ।।।
ওভার ট্রেডিং ফলাফল সর্বদা খারাপই হয় যার জন্য আমাদের সর্বদা ট্রেড নিয়ম অনুসারে করা। যাতে রসের পরিমাণ কম এবং লাভের পরিমাণ একটু বেশি হয়।
ওভার ট্রেডিং এর পরিনাম কখনই ভাল হয় না। হতে পারে আপনি ওভার ট্রেডিং এর মাধ্যমে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবেন কিন্তু বেশিরভাগ সময় আপনি অনেক বিপদে পড়ে যাবেন। কারণ ওভার ট্রেডিং করলে মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে অনুসরণ করা হয় না। এছাড়া ফরেক্স এ ওভার ট্রেডিং করলে লসের সম্ভাবনা থাকে অনেক । কারণ একটি ট্রেড লস হওয়ার পর আবেগের বশে যখন আমরা আবার ট্রেড করি তখন আসলে এনালাইসিস খুব কম সংখ্যক ট্রেডাররাই করে থাকে । এই সময়ে আমাদের মেন্টাল সাইকোলজি এমন হয় যে লস পূরণ করার জন্য আমরা আবার ট্রেড করি অথবা মনে হয় এ রকম যে মার্কেট যেহেতু আমার সিদ্ধান্তের বিপরীতমুখী তাহলে বিপরীতমুখী ট্রেড করলে ভাল হবে কিন্তু দেখা যায় যে মার্কেট আবার ওই ট্রেডের বিপরীতে মুভ করছে । ফলে আবার লস হয় ।
অভার ট্রেডের পরিনাম কখনোই ভালো হয় না। সব সময় লিমিটেড সংখ্যক ট্রেড ওপেন করতে হয় আর সেটা অবশ্যই এনালাইজ করেই করতে হয়। এনালাইজ ছাড়া যদি আমি স্টপ লস খাইলাম আএ সেখান থেকে আরো একটা ট্রেড বসায়া দিলাম তাইলে হবে না। মার্কেট অনেক সময় আমাদের ফলস মুভমেন্ট ও দেখায় যার জন্য আমাদের স্টপ লসে ট্রেড ক্লোজ হয়ে যায়। তাই আমাদের বুঝে শুনে ট্রেড নিতে হবে
ওভার ট্রেডিং এর পরিনাম মারাত্মক। যা ধ্বংসের দিকেনিয়ে যায়
আমরা ফরেক্স মার্কেটে ট্রেড এন্ট্রি নেওয়ার পর যখন লস করি তখন মনে হয় যে আমি যদি আবার ট্রেড এন্ট্রি নিয়ে থাকি তাহলে আমার লস রিকভার হয়ে যাবে তার জন্য কিছু সময় অর্থাৎ কিছু পিপস পর পর ট্রেড এন্ট্রি নিয়ে থাকে কিন্তু একটা সময় আমাদের লস বাড়তে থাকে এবং ভলিউম বাড়তে থাকে যার কারনে মানিম্যানেজমেন্ট ঠিক থাকেনা।একটা সময় অনেক লস হয় তখন ট্রেড গুলো ক্লোজ করতে ইচ্ছে করেনা মনে হয় মার্কেট যদি আবার উঠে তাহলে আমার লস হবে ভেবে।ওভার ট্রেডিং করার ফলে একাউন্ট জিরোও হয়ে যেতে পারে।তাই ওভার ট্রেডিং থেকে বিরত থাকা উওমবলে আমি মনে করি
আমাদের একটি ট্রেড এ লস করার পর সাথে সাথে আর একটি ট্রেড ওপেন করা উচিত নয়.কারণ আমরা ঐসময় লস উত্তোলন এর মনোভাবে থাকি যা আমাদের উপর এক প্রকার চাপ এর সৃষ্টি করে যে আমাদের লস উত্তোলন করতেই হবে।তাই কখনই ওভারট্রেডিং করা উচিত নয়। আমার এই বিষয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে যার ফলে আমি বর্তমানে অন্যকে এটি ত্যাগ করার জন্য আহবান করে থাকি।
ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করে প্রফিট করি কিন্তু আমরা অনেক সময় আমাদের টার্গেট পুর্ন হবার পরে অনেক সময় ঝুকি নিয়ে অভার ট্রেড করে থাকি,কিন্তু এই অভার ট্রেডিং করি মুলত লোভের বসবতি হয়ে,তাই ফরেক্স মার্কেট এ ব্যাবসা করতে হলে অভার ট্রেডিং পরিহার করে ট্রেড করা।
যারা ফরেক্স ট্রেডিং এ অভিজ্ঞ তারা প্রতিটা ট্রেড করার পেছনে অনেক সময় দেয়। মার্কেট সম্পর্কে অনেক এনালাইসিস করে তারপর ট্রেড করে থাকেন। এটা নতুন ট্রেডার কমন একটি ভুল। যার ফলে লস হওয়ার সম্ভাবণা বেশী। এই ধরনের ভুল হতে দূরে থাকতে হবে। এখানে লাভের মুখ দেখতে হলে অতিরিক্ত ট্রেড করা থেকে দূরে থাকতে হবে।
যে মার্কেটটা প্রচুর ভলেটাইল আপনি যদি এখানে বাই ট্রেড অথবা সেল যাই দেননা কেন আপনি ধরা খাবেন ঐ পজিশনগুলোতে মোটেই ট্রেডে যাওয়া উচিত না। এখানে আপনাকে অনেক ঠান্ডা মাথায় ট্রেড করতে হবে। আমাদের মেন্টাল সাইকোলজি এমন হয় যে লস পূরণ করার জন্য আমরা আবার ট্রেড করি অথবা মনে হয় এ রকম যে মার্কেট যেহেতু আমার সিদ্ধান্তের বিপরীতমুখী তাহলে বিপরীতমুখী ট্রেড করলে ভাল হবে কিন্তু দেখা যায় যে মার্কেট আবার ওই ট্রেডের বিপরীতে মুভ করছে ।
আমাদের একটি ট্রেড এ লস করার পর সাথে সাথে আর একটি ট্রেড ওপেন করা উচিত নয়.কারণ আমরা ঐসময় লস উত্তোলন এর মনোভাবে থাকি যা আমাদের উপর এক প্রকার চাপ এর সৃষ্টি করে যে আমাদের লস উত্তোলন করতেই হবে।আরও মনে হয় নতুনদের জন্য ওভার ট্রেড করা ভাল না কারন ফরেক্স মার্কেট এ অনেক কিছু বুঝতে অনেক সময় লাগে তাই লস হতে পারে।
লোভে পাপ, আর পাপে মৃত্যু। তেমনি ফরেক্স অভার ট্রেডিং হলা লোভে লস আর লসে ফকির। ভাই আমার পরামর্শ অতিরিক্ত কোন কিছুই ভালো না। সেটা ট্রেডিং হোক বা টেন্ডার হোক অল্পকেতে যারা খুশি থাকে। তারই অনেক ভালো থাকে। তাই আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব তাহলে সফলকাম হতে পারব তাই আমি বলবো ওভার ট্রেডিং থেকে আমাদের দুরে থাকতে হবে ।
ফরেক্স মার্কেট ওভার ট্রেডিং লস এর একটি বিশেষ কারন । ওভার ট্রেডিং করার ফলে ফরেক্স আমরা অনেক লস এর সম্মুখীন হয় । আমরা একটি ট্রেড এ লস করলে সাথে সাথে কোন এনালাইসিস ছাড়া অনেক ট্রেড ওপেন করি এটি আমাদের একটি বড় ভুল । তাই ফরেক্স ট্রেডিং এ আবেগ ত্যাগ করতে হবে । আপনি আবেগ ত্যাগ করতে না পারলে আপনার ওভার ট্রেডিং হবেই তাই আবেগকে ত্যাগ করি এবং ওভার ট্রেডিং না করি ।