ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ার হল ফরেক্স ট্রেড করার জন্য কিছু কারেন্সি পেয়ার আছে এই পেয়ার গুলতে ফরেক্স ট্রেড করতে হয় এবং এই পেয়ার গুল ভাল কোন পেয়ার সেই পেয়ার দেখে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় তাহলে ভাল লাভ করা যায়।
Printable View
ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ার হল ফরেক্স ট্রেড করার জন্য কিছু কারেন্সি পেয়ার আছে এই পেয়ার গুলতে ফরেক্স ট্রেড করতে হয় এবং এই পেয়ার গুল ভাল কোন পেয়ার সেই পেয়ার দেখে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় তাহলে ভাল লাভ করা যায়।
ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ার হল ফরেক্স মার্কেটে বিভিন্ন পেয়ার আছে এই সকল পেয়ার গুল হল বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে এই পেয়ার গুল নিয়ে ফরেক্স ট্রেড করতে হয় তাই ফরেক্স মারকেট্বে যে কারেন্সি পেয়ার গুল হল কোন দেহসের মুদ্রা।
কারেন্সির মাধ্যমে বাজার বাড়তেছে না কমতেছে তা বুঝা যায়। কারেন্সি সম্পর্কে আমি এর চেয়ে বেশি কিছু আর জানিনা। তাই আমি আর কিছু বলতে পারব না। আপনারা কিছু ভালো করে বলবেন। আমি শিখতে পারব ভালো করে।
কারেন্সি কি। কারেন্সির মাধ্যমে বাজার বাড়তেছে না কমতেছে তা বুঝা যায়। কারেন্সি সম্পর্কে আমি এর চেয়ে বেশি কিছু আর জানিনা। তাই আমি আর কিছু বলতে পারব না। আপনারা কিছু ভালো করে বলবেন। আমি শিখতে পারব ভালো করে।
ফরেক্স মার্কেট এ উন্নত দেশের মুদ্রা গুলো জোড়া আকারে থাকে ফরেক্স মার্কেটে মুদ্রার এই জোড়াই হলো কারেন্সি পেয়ার। ফরেক্স মার্কেটে এই কারেন্সি পেয়ার সম্পর্কে ধারনা থাকা খুবই প্রয়োজন কারন এই কারেন্সি পেয়ার উঠানামা করাতেই লাভ/লস হয়ে থাকে।মোট কথা কারেন্সি পেয়ার সম্পর্কে ধারনা ফরেক্স মার্কেটে ট্রেডের জন্য খুব গুরুত্বপূর্ণ।
আপনি আর আমি ডিপোজিট দিয়েসী ডলার তবে কিনসি ইউরো এবং গ্রেট ব্রিটেন পাউন্ড সেই ক্ষেত্রে আসলে তেমন কিসুই ঘটসে না ব্রোকার আপনার একাউন্ট এর পাউন্ড গুলোকে ইউরো তে কনভার্ট করে তারপর আপনার ট্রেড টি ওপেন করেসে এই ক্ষেত্রে আপনি আপনার একাউন্ট এর ইকুইটি এর কোনো তারতম্য লক্ষ্য করতে পারবেন না কারণ এটি ব্রোকার এর ইন্টারনাল কেল্কুলেসন এর কারণে সয়ংক্রিয় ভাবেই হয়ে যাচ্ছে মুহুর্তের মধ্যেই
আমি যতটুকু বুঝি কারেন্সি পেয়ারের মাধ্যমে বাজার বাড়ছে নাকি কমছে তার সম্পর্কে জ্ঞান লাভ করা যায় । আপনার প্রশ্নের উত্তর আমি জানি না কারন আমি ফরেক্সে নতুন । আপনার উচিত কোন ভাল ট্রেডারের কাছ থেকে পরামর্শ গ্রহন করা । সে আপনাকে সঠিক সমাধান দিতে পারবে ।
আসলে আপনি যে পেয়ারলেই কিনতে ছান আপনি ডলার দিয়েই সব পেয়ার কিনতে পারবেন। ফরেক্স মার্কেটে আমিও একজন নতুন একজন ট্রেডার তাই আপিনি যে প্রশ্নটা করেছেন সেটা আমাত মাথায়ও প্রশ্ন করে।আমারও এই ব্যাপারটা জানার খুবই ইচ্ছে। কারেন্সি পেয়ার আসলেই একটি জামেলার মনে হয়।
আমি যতটুকু বুঝি কারেন্সি পেয়ারের মাধ্যমে বাজার বাড়ছে নাকি কমছে তার সম্পর্কে জ্ঞান লাভ করা যায় ।
আপনার প্রশ্নের উত্তর আমি জানি না কারন আমি ফরেক্সে নতুন । আপনার উচিত কোন ভাল ট্রেডারের কাছ থেকে পরামর্শ গ্রহন করা । সে আপনাকে সঠিক সমাধান দিতে পারবে ।
ফরেক্স মার্কেট এ আপনি যে কারেন্সি ব্যাবহার করে ট্রেড করেন না কেন, বা যে কারেন্সিতে ট্রেড করেন না কেন ফরেক্স মার্কেট এর নিয়ম মুতাবেক যেভাবে আপ এবং ডাউন হওয়ার কথা সেই ভাবে আপ এবং ডাউন হবে,আপনার কারেন্সি সেই একই ভাবে প্রফিট বা লস হবে,তার ইফেক্ট আপনার কারেন্সির উপর পরবে না
আমার মতে কারেন্সি পেয়ার এ ট্রেড করা অনেক ভাল কারন । কারন কারেন্সি পেয়ার এ ট্রেড করলে বেশি লাভবান হওয়া যায় । কারেন্সি পেয়ার এ মার্কেট সহজে ম্যানিপুলেট করা যায় না । ফরেক্স মার্কেট এ মাঝে মাঝে বিভিন্ন ব্যাংক মার্কেট কে ম্যানুপুলেট করি । এই ম্যানুপুলেট থেকে রক্ষা পেতে কারেন্সিতেই ট্রেড করা ভাল ।
আমি বলবো আপনি মনে করেন ফরেক্স ট্রেডিং হল একই সাথে একটি কারেন্সির ক্রয় এবং অন্য কারেন্সির বিক্রয়।কারেন্সি কোন ব্রোকার অথবা ডিলারের মাধ্যমে এবং পেয়ার বা জোড়ায় ট্রেড করা হয়।আপনি মনে করেন ইউরো ও ইউ. এস. ডলার এর জোড় eur/usd অথবা ব্রিটিশ পাউন্ড ও জাপানিজ ইয়েন এর জোড় gbp/jpy।আপনি যখন ফরেক্স ট্রেডিং করবেন, আপনাকে পেয়ার বা জোড় এর মাধ্যমে ক্রয়/বিক্রয় করতে হবে।
ফরেক্সে প্রতিটি ট্রেডারেরই একটা বেসিক কারেন্সির সিলেক্ট করতে হয়।বিশেষ করে ব্রোকারের আওতায় অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার সময় মূল কারেন্সির নির্ধারন করে দিতে হয়।তারপর যেকোন ট্রেডেই ওই কারেন্সির হিসাবনিকাশ দেখায়।মূল কেমন করে হিসাবনিকাশ দেখায় সে ব্যাপারে কোনো সঠিক ব্যাখ্যা আমার জানা নেই। আমিও তাই বিষয়টা জানতে আগ্রহী।
আমার মতে কারনেসি পেয়ার হচ্ছে বর্তমান বাজার পরিস্থিতি। বাজার বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে তা কারেন্সি পেয়ারের মাধ্যমে জানতে পারবেন। ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে কারেন্সি সম্পর্কে ভাল ধারনা নিতে হবে। ফরেক্সে কারেন্সি অনেক গুরুত্বপূর্ন। আমি ফরেক্স মার্কেটে নতুন তাই কারেন্সি সম্পর্কে ভাল ধারনা নিতে পারি না।
ফরেক্স এ কারেন্সি পেয়ার এর মাধ্যমে ট্রেড করতে হয়। প্রতি কারেন্সি পেয়ার এ দুই দেশের কারেন্সি বিনিময় একসাথে হয়। একটি কারেন্সি পেয়ারে ট্রেড করলে একই সাথে একটি কারেন্সি ক্রয় এর পাশাপাশি আরেকটি কারেন্সি বিক্রয় হয়ে থাকে।
আপনার কাছে ইউরো আছে নাকি ডলার আছে সেটা কোন ব্যপার নয়। আসল ব্যাপার হল আপনি কি করছেন বা কি কিনছেন। gbp/eur এর ক্ষেত্রে আপনি যখন gbp কিনলেন তা যা দিয়েই কিনে থাকেন না কেন ইউরো দিয়ে কিনেন আর ডলার দিয়ে কিনেন আপনি তো কিনেছেন তা না। এখানে আসল কথা হল আপনি eur বিপরীতে gbp কিনেছেন। আর যদি সত্যিই gbp eur থেকে শক্তিশালী হয় তাহলে আপনি লাভ করতে পারবেন।
ফরেক্স মার্কেট এ অনে কারেন্সি পেয়ার আছে। তবে সবারই পছন্দের কিছু পেয়ার থাকে যা সে ট্রেড করে থাকে। আমার মতে আগেই থেকেই ঠিক করে রাখা উচিত যে আমি কোন পেয়ার এ ট্রেড করবো। ফরেক্স এ ২-৩ টা কারেস্নি তে কাজ করেও ভালো লাভ করা যায়।
ফরেক্স মার্কেট এ কারন্সি পেয়ার সিলেক্ট করাও গুরুত্তপূর্ন ব্যপার। কারন ভাল পেয়ার গুলো স্পাইক কম করে। কিছু পেয়ার আছে যে গুলো স্পাইক বেশী করে ফলে আমাদের স্টপ লস হিট করার সম্ভাবনা বেশী থাকে। অল্প দুই একটা পেয়ার এ ট্রেড করাই ভালো।
ফরেক্স ত্রেড হচ্ছে কারেন্সি নিয়ে ট্রেড কারেন্সি সম্পর্কে ভালো ধারণা না থাকলে ফরেক্স এ ট্রেড করা সম্ভব না।অধিকাংশ ট্রেডার ইউএসডি এবং ইউরো দ্বারা ট্রেড করে আমিও এগুলো তেই ট্রেড করি।এগুলো ছাড়া আরো অনেক কারেন্সি রয়েছে।আর পেয়ারের মাধ্যমে আমরা কারেন্সির সম্পর্কে ভালো ভাবে জানতে পারি।
হ্যাঁ ভাই জিপিপি/ ইউরো এই পেয়ার যখন আপনি বাই দিবেন তখন । ইউরোর বিপরীতে জিবিপি ক্রয় করছেন । আবার যখন এই পেয়ার সেল করবেন তখন জিবিপির বিপরীতে ইউরো ক্রয় করছেন। এবার নিশ্চয় বুঝতে পারছেন ।
এই কারেন্সি পেয়ারে যখন আপনি বাই ট্রেড ওপেন করবেন তখন ইউরো এর বিপরীতে জিবিপি ক্রয় করছেন। আবার যখন সেলে ট্রেড ওপেন করবেন তখন জিবিপি এর বিপরীতে ইউরো ক্রয় করছেন। নিশ্চয় বুঝতে পারছেন।
আসলে এটা নিয়ন্ত্রণ কতে ফরেক্স। আপনার পাউন্ড নাই তাতে কি আপনা আছে ডলার। এর ডলার হচ্ছে সারা world এর প্রধান মুদ্রা। জার বিনিময়ে আপনে সব কিনতে পারবেন।
আমরা জানি ফরেক্স ট্রেডিং হল একই সাথে একটি কারেন্সির ক্রয় এবং অন্য কারেন্সির বিক্রয়।কারেন্সি কোন ব্রোকার অথবা ডিলারের মাধ্যমে এবং পেয়ার বা জোড়ায় ট্রেড করা হয়।আপনি মনে করেন ইউরো ও ইউ. এস. ডলার এর জোড় eur/usd অথবা ব্রিটিশ পাউন্ড ও জাপানিজ ইয়েন এর জোড় gbp/jpy।আপনি যখন ফরেক্স ট্রেডিং করবেন, আপনাকে পেয়ার বা জোড় এর মাধ্যমে ক্রয়/বিক্রয় করতে হবে।
ফরেক্স মার্কেটে আপনি যখন gbp/eur পেয়ারে ট্রেড করছেন তখন পাউন্ড দিয়ে ইউরো ক্রয় করছেন। মজার ব্যাপার হল আপনার একাউন্টে আছে ডলার। এটির সমাধান ব্রোকারই করে দিচ্ছে। ব্রোকার আপনার ডলার কে কনভার্ট করে পাউন্ডে পরিবর্তন করে তারপর তা দিয়ে আপনি পেয়ারটি ক্রয় করেন। অনুরূপভাবে আপনার প্রফিট কিংবা লস একই রেশিও অনুপাতে ইউএসডি তে কনভার্ট হয়ে হিসাব করা হয়। যা আপনার কাছে জটিল মনে হলেও ব্রোকার তাদের উন্নত প্রযুক্তির সাহায্যে কয়েক মিলি সেকেন্ডে তা হিসেব করে নেয় নির্ভুলভাবে।
কারনেসি পেয়ার হচ্ছে বর্ত্মানে বাজার পরিস্থিতি কেমনে বাজার বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে তা কারেন্সি পেয়ারের মাধ্যমে জানতে পারবেন।
আমরা জানি ফরেক্স মার্কেট পৃথিবীর সবথেকে বড় মুদ্রা বাজার।এখানে উন্নত দেশের মুদ্রা গুলো জোড়া আকারে থাকে ফরেক্স মার্কেটে মুদ্রার এই জোড়াই হলো কারেন্সি পেয়ার। ফরেক্স মার্কেটে এই কারেন্সি পেয়ার সম্পর্কে ধারনা থাকা খুবই প্রয়োজন কারন এই কারেন্সি পেয়ার উঠানামা করাতেই লাভ/লস হয়ে থাকে।মোট কথা কারেন্সি পেয়ার সম্পর্কে ধারনা ফরেক্স মার্কেটে ট্রেডের জন্য খুব গুরুত্বপূর্ণ।
আমাদের একাউন্ট করার সময় আমরা usd সিলেক্ট করেছি। এখন আমরা ট্রেড করলে দুইটা দেশের কারনেসি ঠিকই লেনদেন হয়। আমাদের একাউন্টে এ মূলত ডলার জমা হয়। আর একটি দেশের কারন্সি কিনে রাখার পর তা যদি দাম বারে তাহলে আমরা সেখান থেকে লাভ করতে পারি।
আপনি মনে করেন ফরেক্স ট্রেডিং হল একই সাথে একটি কারেন্সির ক্রয় এবং অন্য কারেন্সির বিক্রয়।কারেন্সি কোন ব্রোকার অথবা ডিলারের মাধ্যমে এবং পেয়ার বা জোড়ায় ট্রেড করা হয়।আপনি মনে করেন ইউরো ও ইউ. এস. ডলার এর জোড় eur/usd অথবা ব্রিটিশ পাউন্ড ও জাপানিজ ইয়েন এর জোড় gbp/jpy।আপনি যখন ফরেক্স ট্রেডিং করবেন, আপনাকে পেয়ার বা জোড় এর মাধ্যমে ক্রয়/বিক্রয় করতে হবে।
eur/gbp পেয়ারে ক্রয় করা হলো বেইস কারেন্সী eur ক্রয় করছেন কাউন্ট কারেন্সী gbp বিক্রয়ের মাধ্যমে আর eur/gbp বিক্রয় করলে বেইস কারেন্সী eur বিক্রয় করছেন কাউন্ট কারেন্সী gbp ক্রয়ের মাধ্যমে৷ঠিক একই রকমে আমরা EURO বিক্রী করে USD ডলার কিনি আবার JPY বিক্রী করে GBP কিনি অথবা GOLD বিক্রী করে আমরা USD ডলার কিনি৷একটা কারেন্সী ক্রয় করে আরেকটি কারেন্সী বিক্রয় করি আর এসবকিছুর মূল্য usd এর মূল্যের দ্বারা বিনিময় হয়৷কারন আমরা usd বিনিয়োগ করেই লট ক্রয় বিক্রয় করি৷
আমি একজন ফরেক্স ব্যবসা করার আগ্রহী ব্যক্তি এবং আমি বর্তমানে এই ব্যবসা কিভাবে করলে সফল হওয়া যায় তার অনুশীলন করছি। আমি আপনার প্রশ্নের উত্তর বিস্তারিত ভাবে দিতে পারব না, তবে আপনার উচিত হবে সঠিক মুদ্রা কিনে সঠিক পেয়ারে ট্রেড করা।
খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন ভাই। আশা করি আমি সঠিক ব্যাখা দিতে পারবো।
ফরেক্স মার্কেটে দুই ধরনের কারেন্সি পেয়ার রয়েছে। মেজর এবং ক্রস। ধরুন আপনার অ্যাকাউন্টে ডলার রয়েছে। তাহলে যেসব কারেন্সি পেয়ারে ডলার রয়েছে, সেগুলোই আপনার জন্য মেজর কারেন্সি পেয়ার। লক্ষ্য করা যায় মেজর কারেন্সি পেয়ারে স্প্রেড কম থাকে এবং ক্রস পেয়ারে স্প্রেড বেশি থাকে। এর কারণ হলো, আপনি যদি ইউরো/জিবিপি তে ট্রেড করেন, তাহলে আপনার ডলার প্রথমে ইউরোতে বা জিবিপি তে এক্সচেঞ্জ হবে এরপর ট্রেড ওপেন হবে। আর এই অতিরিক্ত স্প্রেড হলো ডলার থেকে ইউবো এক্সচেঞ্জ এর চার্জ।
আশা করি আপনার উত্তর পেয়েছেন।
ইমোশন মানুষকে মানুষে পরিণত করতে সাহায্য করে । আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে এই মার্কেটের সাথে যুক্ত থাকতে হবে । ফরেক্সে যে যত বেশি পরিমাণে ট্রেডিং
আমার মতে কারেন্সি পেয়ার এ ট্রেড করা অনেক ভাল কারন । কারন কারেন্সি পেয়ার এ ট্রেড করলে বেশি লাভবান হওয়া যায় । কারেন্সি পেয়ার এ মার্কেট সহজে ম্যানিপুলেট করা যায় না । ফরেক্স মার্কেট এ মাঝে মাঝে বিভিন্ন ব্যাংক মার্কেট কে ম্যানুপুলেট করি । এই ম্যানুপুলেট থেকে রক্ষা পেতে কারেন্সিতেই ট্রেড করা ভাল ।
আমার মতে কারেন্সি পেয়ার এ ট্রেড করা অনেক ভাল কারন । কারন কারেন্সি পেয়ার এ ট্রেড করলে বেশি লাভবান হওয়া যায় । কারেন্সি পেয়ার এ মার্কেট সহজে ম্যানিপুলেট করা যায় না । ফরেক্স মার্কেট এ মাঝে মাঝে বিভিন্ন ব্যাংক মার্কেট কে ম্যানুপুলেট করি । এই ম্যানুপুলেট থেকে রক্ষা পেতে কারেন্সিতেই ট্রেড করা ভাল ।
আমি একজন ফরেক্স ব্যবসা করার আগ্রহী ব্যক্তি এবং আমি বর্তমানে এই ব্যবসা কিভাবে করলে সফল হওয়া যায় তার অনুশীলন করছি। আমি আপনার প্রশ্নের উত্তর বিস্তারিত ভাবে দিতে পারব না, তবে আপনার উচিত হবে সঠিক মুদ্রা কিনে সঠিক পেয়ারে ট্রেড করা।
এক্ষেত্ররে ব্রোকার রা আপনার ডলার কে আগে আপনি যে পেয়ার এর যে টাকে কিনতে চাইছেন সেটাতে কনভার্ট করে নেয় এর পর সেই কারেন্সিকে কে আবার আপনি যেতা কিনতে চাইছেন সেটা কে।
কারেন্সি পেয়ার eur/gbp সম্পর্কে আপনি যা জানতে চেয়েছেন তা হল। আপনি ইউরোর বিনিময়ে পাউন্ড কিনছেন, এর অর্থ আপনি ইউরোজিবিপিতে সেল দিচ্ছেন। আর এখানে আপনার কারেঞ্চি আছে ডলার। তাই ব্রোকার প্রথমে আপনার ডলারকে ইউরোতে কনভার্ট করে যার ফলে আপনি এটা করতে পারেন। আর এ কাজ করার জন্যই ব্রোকার এখানে মাধ্যম হিসেবে কাজ করে।
কারেন্সি পেয়ার হচ্ছে বর্তমান বাজার পরিস্থিতি কেমনে বাজার বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে তা কারেন্সি পেয়ারের মাধ্যমে জানতে পারবেন। ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে কারেন্সি সম্পর্কে ভাল ধারনা নিতে হবে। ফরেক্সে কারেন্সি অনেক গুরুত্বপূর্ন। আমি ফরেক্স মার্কেটে নতুন তাই কারেন্সি সম্পর্কে ভাল ধারনা নিতে পারি না।
ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ার এর মাধ্যমে এটাই বুঝানো হয়েছে যে এখানে আসলে কোনটা শক্তি শালি হয়েছে আর কোনটা হ্রাস পেয়েছে। ধরুন আপনি eurusd তে ট্রেড করেছেন এখানে কিন্তু দুটি কারেন্সি আছে এর মধ্যে একটি হলো eur এবং অন্যটি usd এখানে যদি eur শক্তিশালি হয় তাহলে usd দুর্বল হবে। আবার usd শক্তিশালি হলে usd দুর্বল হবে। আর এভাবেই কারেন্সি পেয়ার ফরেক্স ট্রেডিং এ কাজ করে।
এই বিষয়টিকে আমি আমার দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে চাই অর্থাৎ যেভাবে আমি বিষয়টি বুঝতে পারি । আমার মতামত আরেকজনের সাথে ভিন্ন হতে পারে বা ভুল হতে পারে সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবেন । আমি এই ভাবে বুঝি যে আমি ডলার দিয়ে ট্রেড করছি ইউরো-জিবিপি তে কিন্তু কিভাবে তা হল আমি আসলে ট্রেড করছি দামের পার্থক্য এর উপর এবং এই পার্থক্য কে পিপ্স হিসবে ধরে নিলে আমি প্রতি পিপ্স নিচে নামা বা উঠার জন্য আমি একটি নির্দিষ্ট পরিমান ডলার বিনিয়োগ করছি আর তাই এখানে আমি ডলার ইনভেস্ট করলেও কোন পেয়ারে করছি তা ডলার সম্পর্কিত কিনা তা মুখ্য বিষয় নয় । আশা করি আপনি আমার দৃষ্টিকোণ থেকে বুঝতে পেরেছেন ।