ফরেক্স এ একজন আরেক জন সাহায্য করে এটা সাধারন্ত হয়ে থাকে। সবাই সবকিছু জানে না। তাই সবাই সবার সাথে শেয়ার করলে আমরা অনেক কিছু জানতে এবং শিখতে পারব। ফরেক্স একটি শিক্ষনীয় জিনিস। এখানে শিখে তারপর ট্রেড করতে হয়।
Printable View
ফরেক্স এ একজন আরেক জন সাহায্য করে এটা সাধারন্ত হয়ে থাকে। সবাই সবকিছু জানে না। তাই সবাই সবার সাথে শেয়ার করলে আমরা অনেক কিছু জানতে এবং শিখতে পারব। ফরেক্স একটি শিক্ষনীয় জিনিস। এখানে শিখে তারপর ট্রেড করতে হয়।
যে কোন জিনিসেরি শুরুটা ভাল হেলে পরের কাজটা ভাল হওয়ার জন্য উৎসাহ যোগায় । তা্ই ফরেক্স শুরু করার আগে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে দক্ষতা অর্জন করে ট্রেড শুরু কারা্ ভাল । আশা করি দক্ষতা অর্জন করে ট্রেড শুরু করল ভাল একটা ইনিকাম করা সম্ভব ইনিশা-আল্লাহ ।
শুরুটা যেন ভাল হয় এ শুভ জামনা সবার জন্য। তবে শুধু শুরুটা ভাল হলেই চলবেনা। ভালটাকে ধরে রাখতে হবে। আর করতে হবে অনেক পড়াশুনা। তাহলেই আপনি ভালটাকে ধরে রাখতে হবে। ইনশাল্লাহ আপনার চেষ্টাই আপনার লক্ষ্যে পৌছাতে সাহায্য করবে। আপনি মনে রাখতে হবে যতদিন ফরেক্স মার্কেটে থাকবেন তুদিন যেন ভালভাবেই টিকে থাকতে পারেন। সফলকাম হওয়া সহজ। তারপরেও মানুষ লোভের কারনে আর রুলস ভঙ করার কারনে ব্যর্থ হয়।
ফোরাম মূলত একে অপরকে সাহায্য করার জন্য। আপনার সমস্যা তুলে ধরুন। সবাই মিলে তার সমাধান করার জন্যই হল ফোরাম। দেখা যাবে কোন সমস্যার কথা আমরা ফোরামে লিখলে কারো না কারো কাছ হতে আমরা ভাল একটি সমাধান পাব। ঠিক তেমনি আপনার অভিজ্ঞতার কথা তুলে ধরুন। আপনার অভিজ্ঞতা হতে অন্যরা শিক্ষা নিয়ে নিজেকে দক্ষ করে তুলতে পারবে।
শুরুটা ভাল হবেন এটা প্রত্যশা করলেও শুরুটা ভাল হতেই হবে এমনটা জোর দিবেন না । কেননা ফরেক্স এমন একটা ব্যবসায় যেখানে আপনি শুরুতে এসেই হতাশার সাগরে ডুবে যেতে পারেন আপনার চর্মচোক্ষে ফরেক্সের বাস্তবতা দেখে । মনে রাখতে হবে যে কোন কাজের শুরুটা অনেক কঠিন হতে পারে । তবে চেষ্টা পরিশ্রম আর সাধনা আপনার কাজকে করে দিবে সহজ ।
মানুষ সবসময় চাই কাজের শুরু টা জেনো ভালো হয়,আর ফরেক্স শুরু করার আগে কেউ বুঝতে পারে না যে ফরেক্স মার্কেটের কাজ গুলো কেমন হবে, আমি সব সময় বলবো যারা নতুন ফরেক্স শিখতে চাই, তারা জেনো ফরেক্স সম্পর্কে একটু ভালো করে পড়াশুনা করে নেয় এবং ভালো কোন ট্রেডার এর পরামর্শ নিয়া শুরু করে, তাহলে অবশই তার শুরু টা অনেক ভালো হবে।
ভাই আশা করি ফরেক্স মার্কেতে সফল হতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে যথেস্ট পরিশ্রমি হতে হবে।ফরেক্স মার্কেটে বিগিনাররা বেশি লোভ করে ফেলে মার্কেট নিয়ে তাই এই মার্কেটে বিগিনারদের একাউন্ট ০ হয়।তাই ভাই আপনি যা ইনভেস্ট করবেন তার ১২% লাভ পেলে সন্তুষ্ট থাকা ভাল।
অঅমরা ফরেক্স ব্যবসা শুরু যখনই করব তখনোই চিন্তা করব যাতে কোন প্রকার সমস্যায় না পড়ে যাই । আর এই দিকগুলো অবশ্যই চিন্তা করব ।
(১) ধৈর্য্য ধারণ করব ।
(২) লোভ করব না ।
(৩) মার্কেট এ্যানালাইসিস করব ।
(৪) দক্ষতা অর্জন করব ।
ফরেক্স মার্কেট এ সবাই চায় যে আমার প্রথম যেন লাভ হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফরেক্স মার্কেট এ প্রথমে লাভ হয় না। আবার ডেমো একাউন্ট এ ট্টেড করলে অনেকটা লাভ হয়। তাই ফরেক্স মার্কেট এ প্রথমে ভাল করে আয় করতে চাইলৈ অনেকটা অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে নিতে হবে।
অামরা ফরেক্স মার্কেটে যখন কাজ শুরু করব তখন শুরু সবচাইতে ভালোভাবে করতে পারব । অামরা কাজ শুরু করার অাগে এ্যানালাইসিস করে এবং ডেমো ট্রেড করে তারপর কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা কাজ করব বেশী অার ট্রেড করব খুবই কম ।
আসলে ফরেক্স ট্রেডিং একটা জ্ঞান গর্ভ ট্রেডিং প্লাটফর্ম তাই এখানে টিকে থাকতে হলে আপনার বিশেষ এবং ফরেক্স ট্রেডিং সম্পর্কে সঠিক জ্ঞান থাকা দরকার কারন এখানে ঠাকা বিনিয়োগ করা হয় টাকা আয় করার জন্য তাই ফরেক্স এর শুরুটা তো অবশ্যয় ভাল হওয়া উচিত কারন আপনি যদি এসে প্রথমেই বড় মাপের লসের মুখে পাড়েন তবে আর ট্রেড করতে হবে না, ধন্যবাদ।
শুরুটা ভালো হলেই ভালো তবে তা সবসময় হয়না আমিও কিন্তু চেয়েছিলাম শুরুটা যেন ভাল হয় কিন্তু তাতো হল না তারপরেও আমি ফরেক্স এর সাথে আমি আছি তাই আমি কখনো হাল হারতে চাই না ।
ফরেক্স মার্কেটে সবাই চায় শুরু যেন ভাল হয় । আসলেই কি তাই হয় আমিও কিন্তু চেয়েছিলাম শুরুটা যেন ভাল হয় কিন্তু তাতো হল না তারপরেও আমি ফরেক্স এর সাথে আমি আছি তাই আমি কখনো হাল হারতে চাই না ।
সব কাজ করার আগে ভেবে চিনতে করতে হবে। না ভেবে কোন কাজই করা সম্ভব না। আর কাজ করে ভাবা যাবে না। কাজ করার আগে আমরা ভেবে নিব। কাজ এমন ভাবে করতে হবে যেন তা সঠিক হয়। ভুল পথে এগুওনো যাবে না।