-
লাভ যত বেশি রিস্ক তত বেশি এইটা ঠিক ! আমি ফরেক্স এ কাজ করে এত দিন এ এই কথাটা বুঝতে পারলাম । তাই এখন আর এত বেশি লভের চিন্তা করি না দিন এ যে টুকু টাইম পাই ফরেক্স এ থাকার চেষ্টা করি এতে লভে হলে হবে না হলে কিছু করার নাই । কিন্তু একটা কথা বলতে পাতি লোভ করমু না লোভ থেকে দূরে থাকার চেষ্টা সবসময় থাকবে । লোভ করা ভালো না সবাই মনে রাখার চেষ্টা করবেন ।
-
লাভ যত বেশি রিস্ক তত বেশি এইটা ঠিক ! আমি ফরেক্স এ কাজ করে এত দিন এ এই কথাটা বুঝতে পারলাম । তাই এখন আর এত বেশি লভের চিন্তা করি না দিন এ যে টুকু টাইম পাই ফরেক্স এ থাকার চেষ্টা করি এতে লভে হলে হবে না হলে কিছু করার নাই । কিন্তু একটা কথা বলতে পাতি লোভ করমু না লোভ থেকে দূরে থাকার চেষ্টা সবসময় থাকবে । লোভ করা ভালো না সবাই মনে রাখার চেষ্টা করবেন ।
-
ফরেক্স এ আমরা সব সময় বেশি লাভের চিন্তা করি। আসলে বেশি লাভ করতে গেলে রিস্ক একটু বেশি হয়ে যায়। আর কম রিস্ক নিলেও আমাদের প্রফিট ও কম হয়। কম লটে ট্রেড দিলে আমাদের লাভ ও কম হয় ।আবার বেশি লতে ট্রেড দিলে আমাদের লস ও বেশি হয়ে থাকে।
-
ফরেক্স থেকে কম লাভ করা মোটেও কম নয় , মাস শেষে হিসাব করলে দেখা যাবে সেই কম লাভ থেকে অনেক টাকা আয় করা গেছে । ফরেক্সে যারা কাজ করে তাদের ফরেক্সের প্রতি কোন লোভ করলে হবে না । ফরেক্সে লোভ করলে লস হয় । তাই ফরেক্সে লোভ ত্যাগ করতে হবে ও সাবধানে বুঝে ট্রেড করে অল্প অল্প করে লাভ করতে হবে । অল্প অল্প লাভ থেকে অনেক বড় কিছু হবে । কম লাভে কম রিক্স । যেকোন কাজের ভেতর রিক্স কম নেওয়া টায় ভাল ।
-
হা, ১০০% ঠিক যে কম লাভ কম রিস্ক । কারন ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে হাজার হাজার ডলার লস ও লাভ রয়েছে । খুব সহজে অনেক ডলার লস হয়ে যায় আবার অজান্তে ও অনেক প্রফিট হয়ে যায় । কিন্তু সত্যি কথা যারা কম লাভ করতে চায় তারা কম লস করে থাকে ফরেক্স থেকে । তাই বলতে পারি যে আমাদের সব সময় রিস্ক কম নিতে হবে ।
-
আপনি ঠিক বলেছেন ভাই। ফরেক্স এ কম ট্টেড করলে আমাদের ব্যালেন্স এর কম হওয়ার ঝুঁকি টা কম থাকে । তবে লাভের দিকটা কম থাকে। তবে যাই হোক আমাদের ফরেক্স এ একটু একটু করে ট্টেড করে একটু একটু লাভ করলেই ভল হয়।
-
ফরেক্স এ টিকে থাকার জন্য বিশেষ যে জিনিস্টা দরকার সেটা হল সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট। আপনি যদি কম রিস্ক নিয়ে থাকেন তাহলে আপনার প্রফিট ও কম হবে। কিন্তু সেই সাথে আপনার একাউন্ট এর রিস্ক ও অনেক কমে যায়। কিন্তু সেই সাথে আপনার একাউন্ট এর রিস্ক ও অনেক কমে যায়।
-
আমরা ফরেক্স যতদিন করব ততদিন আমাদের একটা কমন বিষযকে সাথে নিয়েই কিংবা মেনে নিয়েই চলতে হবে । আর তা হলো রিস্ক । রিস্ক বিষয়টা এমন যে আপনি যত বেশি রিস্ক নিবেন তত বেশি পরিমাণে সফলতা লাভ করতে পারবেন । ফরেক্স মার্কেটে দক্ষতার যত বেশি হবে আপনার লাভও হবে তত বেশি । রিস্ক বেশিও না আবর কমও না বরং পরিমিত নিতে হবে । পরিমিত রিস্ক ভালো লাভে সাহায্য করে ।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেটে কম লাভ করার মন মানসিকতা থাকলেই সে বেশী লাভবান হতে পারে । কেননা কম লাভ মানেই কম রিক্স । সুতরাং আমরা সব সময় ট্রেড করার সময় অবশ্যই আমরা রিক্স নেবই নয় তাহলেই সফলতা সম্ভব । আপনারা সব সময় চেষ্টা করবেন এবং ধৈর্য্য ধারণ করেন অবশ্যই সফলকাম হতে পারবেন । যখনই আমরা ট্র্রেড করব তখনই সবদিক খেয়াল করে তারপর করব তাহলেই উন্নতি আশা করা সম্ভব ।
-
কম লাভ করার চেষ্টা করলে আপনার রিক্সও কম হবে আমার মনে হয় এটি ঠিক নয় মূল কথা হল ফরেক্স ট্রেডিং বিষয়ে নিজে অভিজ্ঞ করে তোলা কারন আপনি যদি একজন অভিজ্ঞ এবং দক্ষ ট্রেডার হয়ে থাকেন তা হলে আপনি সেই জ্ঞানের আলোকে অবশ্যই অধিক ট্রেড করে ঝুকি কুমিয়েও ফরেক্স থেকে আয় করতে পারবেন।
-
কথায় আছে- "ক্ষুদ্র ক্ষুদ্র বালির কণা বিন্দু বিন্দু জল গঠে উঠে মহা সাগর সমুদ্র অতল " আপনি যখন নিয়মিত অল্প অল্প লাভ করেন তাহলে তা একদিন অনেক বড় এমাউন্ট হবে, আর যদি আপনি একদিনে বেশি লাভের চিন্তা করেন তাহলে আপনি যদি বড় বড় কয়েকটা লস করন তাহলে আপনি সে লস থেকে গুরে দাড়াতে আপনার হয়ত হাত পা ভেঙ্গে যাবে।
-
ফরেক্স হতে আপনি যদি দ্রিঘ্য মেয়াদী লাভবান হতে চান তবে আপনাকে রিক্স এর পরিমান কমাতে হবে । এত আপনার লাভ কম হলেও এক্যাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা কম থাকবে । আমি যতবার অধিক ঝুকি নিয়ে ট্রেড করেছি ততবার লস করেছি। প্রথমে হয়ত সহজের আপনার ডিপোজিটের ডাবল করতে পারবেন কিন্তু তত সহজেই আপনার এ্যাকাউন্ট হারিয়ে যাবার সম্ভবনা থাকে। বিষেশ করে যারা নতুন তাদের কে অধিক লোভে না পড়ে যতটুকো সম্ভব্য ঝুকি কম নিয়ে ট্রেড করা উচিত।
-
আপনি যদি লাভ কম করার কথা চিন্তা করে ছোট ছোট ট্রেড করেন তাহলে আপনি লস করলে ও কম লস করবেন যা আপনি পরে তুলে নিতে পারবেন। ফরেক্স এ লস করার মুল কারন হল লোভ বেশি করা । আপনি যদি ভাল করে ট্রেড বুঝে লোভ কম করে ট্রেড করেন তাহলে আপনার লস হবে না আপনি এর থেকে ভাল লাভ করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে মানি ম্যানেজ ম্যান্ট ছাড়া ট্রেড করা আর নিজের পায়ে কুড়াল মারা সমান কথা ।কারন মার্কেটে কেউ ওভার শিউর হতে পারে না কেউ।তাই সব সময় একাউন্ট টিকিয়ে রাখার লড়াই করতে হবে।একাউন্টের উপর ঝুকি নিতে হবে ৫%।
-
বেশি লাভের পিছনে দৌড়াতে গিয়ে যদি মুলধন হারিয়ে ফেলেন তাহলে সেই ট্রেডের কোন মুল্য নাই। সব সময় নিজের মুলধন ধরে রেখে ট্রেড করতে হবে। আপনার লাভ কম হোক তাতে কি। যদি আপনি আপনার মুলধন ধরে রেখে ট্রেড করতে পারেন তাহলেই বুঝবেন যে আপনি সফলতার পথে হাটছেন। তাই কম রিক্স নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে।
-
এখন মনে হচ্ছে লস করার কারন মার্কেট না কারন আমি । প্রথম দিকে মার্কেটে এসেই রিয়ের করেছি না জেনে না বুঝে ট্রেড করে নিজের ডিপোজির শুন করেছি । তবে এখন আর আগের মতে লস হয় না লাভ ও বেশী করিনী তবে মার্কেটের জন্য নিজেকে তৈরী করছি সফল হওয়ার জন্য । ফরে্ক্স মার্কেট হতে প্রফিট করতে হলে অনেক জানতে হবে নিজেকে দক্ষ করতে হবে তবেই সফলতা আসবে।
-
ফরেক্স এ লস করার মত অনোেকে কারন আছে। তবে বেশির ভাগ ক্ষেত্রে শুধুমাত্র নতুন দেরি ও মিডিয়মি ধরনের ট্রেডারদের লস করতে দেখা যায়। নতুন রা লস করে কারন তারা ফরেক্স এর নিয়ম কানুন মেনে ট্রেড করে না। আর মিডিয়াম রা ট্রেড করে লস করে কারন তাদের ভিতরে একটি ওভার কনফিডেন্ট চলে আসে ফলে অধিক লট ট্রেড দেয় মানি ম্যানেজমেন্ট ছাড়াই।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেটে কম রিস্ক নিয়ে ট্রেডিং করলে কম প্রফিট হবে,তাই ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের রিস্ক নিয়ে কম করতে হবে,ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে ভাল করে এনালাইসিস করে ট্রেডিং করতে হবে,ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হবে মানি ম্যানেজমেন্ট নিয়ে।
-
আমরা জানি লাভ লস সব ফরেক্স মার্কেটের একটি অবিছেদ্ধ অংশ। যে কোন ব্যাবসায় লাভ লস থাকবেই। তবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কম কম করে ট্রেড দিয়ে যদি কম কম করে লাভ নেওয়া জায় তবে আমি মনে করি ফরেক্স মার্কেটের মত ব্যবসা আর একটাও হয় না। ফরেক্স মার্কেটে রিক্স না নেওয়াই ভাল।
-
ভাই আপনার এই কথাটা আমার কাছে অনেক ভালো লেগেছে।কারণ আমরা যদি কম ট্রেড করি তাহলে আমরা কম আয় করতে পারবো। এবং এর মাধ্যমে আমরা আমাদের পূঁজি ধরে রাখতে পারবো।বেশী বেশী খেতে চাইলে একটুও পাওয়া যাবেনা এটাই সত্য।টাই কম কম করে ট্রেড করে কম কম করে আয় করুন। আসা করে ভালোভাবে ট্রেড করে আয় করতে পারবেন।এই ক্ষেত্রে লস এর পরিমাণ কম থাকে। তাই এটাই অনুস্মরণ করাই ভালো হবে।
-
লাভ করলৈ রিক্সও কম লাগে । অামরা বেশী রিক্স নিয়ে কোন কাজ করতে গেলেই সেখানে বিপদের সম্ভাবনা থাকতে পারে । অার অামরা বিপদে পড়ে যাব এমন ধরনের কাজ থেকে সর্বদা দূরে থাকব । অামরা ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব । রিক্স নিয়ে কোন উপকারে অাসবে না । ফলে অামরা ভালোভাবে এই মার্কেটে টিকে থাকতে পারলেই লাভবান হতে পারব ।
-
অনেকের মতে ফরেক্স মার্কেটে কম লাভ করার মন মানসিকতা থাকলেই সে বেশী লাভবান হতে পারে । কেননা কম লাভ মানেই কম রিক্স । সুতরাং আমরা সব সময় ট্রেড করার সময় অবশ্যই আমরা রিক্স নেবই নয় তাহলেই সফলতা সম্ভব । আপনারা সব সময় চেষ্টা করবেন এবং ধৈর্য্য ধারণ করেন অবশ্যই সফলকাম হতে পারবেন । যখনই আমরা ট্র্রেড করব তখনই সবদিক খেয়াল করে তারপর করব তাহলেই উন্নতি আশা করা সম্ভব ।
-
ফরেক্স মার্কেট এ সবাই চায় কম ইনভেস্ট করে বেশী আয় করতে। প্রত্যক ট্রেডার এর মন এই রকম হয়ে থাকে। আমি নিজেও চাই কম ডলার দিয়ে বেশি প্রফিট করতে। যার ফলে লস রিকভার করতে যেয়ে বড় লসে পরে যাই। কারন লট সাইজ যেটা বড় করে দেই, সেই ট্রডটাই লস হয়।
-
প্রত্যক ট্রেডার এর এটা ভাবা উচিত যে কম রিস্ক নিলে কম লাভ হবে। আবার ট্রেড এর কোন ১০০% নিশ্চয়তা নেই যে প্রফিট হবেই। কম রিস্ক নিলে একাউন্ট এ বড় ধরনের ক্ষতি হতে পারবে না। তাই একাউন্ট এর পারসেন্টেজ হিসাব করে ট্রেড করুন।
-
কম লাভ কম রিস্ক অথবা কম রিস্ক কম লাভ। অপরদিকে বেশি লাভ বেশি রিস্ক অথবা বেশি রিস্ক বেশি লাভ। আমি বোঝতে চাইছি যে, এখানে একই বাক্য গুড়িয়ে বললে এর রুপ ভিন্ন রকম হয়। ফরেক্স ব্যবসায় যতি কম রিস্ক নেওয়া যায় তবে লাভ কম হয় এবং এই লাভ নিরাপদজনক। আমি মনে করি , কম রিস্ক বেশি লাভ। কারন , আমি প্রমান পেয়েছি যে বেশি আশা করা বা তৃপ্ত না হওয়ােই হচ্ছে লোভ তাছাড়া তাই আমি কম রিস্ক নিলে আমার লাভও বেশি হয়।
-
মাত্র ৩ বার ব্যালেন্স জিরো !আর আমার তো অসংখ্য বার ব্যালেন্স জিরো হয়েছে৷সঠিক ভাবে মানি মেনেজমেন্ট করা বুঝতে পারি নাই৷ব্যালেন্সের তুলনায় বড় লটে ট্রেড করেছি৷আবার বেশি লাভের আশায় লোভে পড়ে ওভার ট্রেডিংও করেছি বহুবার৷ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমরা প্রায় সবাই খুব দ্রুত প্রচুর প্রফিট করে খুব ধনী হতে চাই৷অথচ বাস্তব অত্যন্ত কঠিন,বিপরীত চেহারা যা নতুন ট্রেডারগণ চিন্তাও করতে পারবেনা৷তাই কম লাভ কম রিস্কই ভালো৷
-
ফরেক্স এ যারা বেশি লাভের চিন্তা করেন অল্প ব্যালেন্স এ তারা ফরেক্স এ অল্পদিনেই ঝরে পরেন। ফরেক্স মার্কেট এ কম রিক্স নিলে কম লাভ হবে। কিন্তু বেশি রিস্ক নিলে বেশী লাভ হবে তেমনি লস হলেও ঠিক সমান লস হবে। তাই দুইদিক ভেবে চিনতে ট্রেড নেওয়া উচিত।
-
ফরেক্স মার্কেটে যারা বেশি টাকার লোভ করে তাদের উচিত হবে টাকার লোভ না করে বরং একটা সুষ্ট পরিকল্পনা করে তার উপর নির্ভর।বেশি লোভ করলে একাউন্টাই চলে যেতে পারে।ফরেক্স মার্কেটে যারা নতুন প্রবেশ করে তারা অধিক হারে লোভ করতে চায় ফলে তারা ক্ষতির সম্মুখীন হয়। তায় কম লাভ করায় ভাল।তাই আমার কম ঝুকিতে কম টাকা আয় অনেক ভালো, তাই আমার মনে হয় কম ঝুকিতে কম টাকা আয় করাই ভালো।
-
ফরেক্স মার্কেটটি মূলত রিস্কি একটা মার্কেট। এখানে আপনাকে সর্বদা রিস্ক নিয়েই কাজ করতে হবে। তবে আপনার ফরেক্স এ টিকে থাকার পিছনে নির্ভর করে যে আপনি এখানে কি পরিমাণ রিস্ক নিয়ে ট্রেড ওপেন করছেন। যদি ফরেক্স মার্কেট এ একজন সফল ট্রেডার হিসেবে টিকে থাকতে চান এবং প্রফিট করতে চান তাহলে অবশ্যই কম কম রিস্ক নিয়ে ট্রেড করুন।
-
ফরেক্সে কঅম লাভ কম রিক্স এই মন্ত্র নিয়ে যদি ট্রেড করা যায় তবে এখানে টিকে থেকে আয় করা সম্ভব । তাই লোভ না করে অল্প রিক্স নিয়ে ট্রেড করা এবং অল্প লাভে বিরত থাকা । বেশি লাভের আশায় বেশি ট্রেড দিলে ভুল হতে পারে ।
-
ফরেক্স মার্কেটে এটা কে না চায় । সবাই চায় কম রিস্কে বেশি প্রফিট করতে । আপনি যদি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন তাহলে আপনি অবশ্যই পারবেন কম রিস্কে বেশি প্রফিট করতে । তবে মানি ম্যানেজমেন্টের পাশাপাশি আরেকটা জিনিস মানতে হবে । সেটা হলো রিক্স রেশিও মেনে ট্রেড করা ।
-
অামরা বেশী রিক্স নিয়ে কোন কাজ করতে গেলেই সেখানে বিপদের সম্ভাবনা থাকতে পারে । অার অামরা বিপদে পড়ে যাব এমন ধরনের কাজ থেকে সর্বদা দূরে থাকব । অামরা ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব । রিক্স নিয়ে কোন উপকারে অাসবে না । ফলে অামরা ভালোভাবে এই মার্কেটে টিকে থাকতে পারলেই লাভবান হতে পারব ।
-
কম রিস্ক নিয়ে কম লাভ করাই ভালো। ফরেক্স এ আপনি যত কম রিস্ক নিবেন তত ভালো। কেননা ফরেক্স এ ১০০% প্রফিট বলে কিছু নেই। আপনি বেশি লাভের আশায় রিস্ক নিলে অনেক সময় দেখা যায় সেই ট্রেডটি লসে চলে গেছে।
-
ফরেক্স মার্কেটে এটা কে না চায় । সবাই চায় কম রিস্কে বেশি প্রফিট করতে । আপনি যদি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন তাহলে আপনি অবশ্যই পারবেন কম রিস্কে বেশি প্রফিট করতে । তবে মানি ম্যানেজমেন্টের পাশাপাশি আরেকটা জিনিস মানতে হবে । সেটা হলো রিক্স রেশিও মেনে ট্রেড করা ।
-
হ্যা ফরেক্স মার্কেটে যত কম লাভের চিন্তা করবেন তত রিক্স কম হবে। এজন্য আমি মনে করি আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে মানি ম্যনেজমেন্ট এবং টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস দক্ষ হতে হবে। এবং যত বেশি দক্ষ হতে পারবেন তত বেশি এই মার্কেট হতে আপনি সফলতা অর্জনে সক্ষম হতে পারবেন।
-
ভাই আপনি মানি মেনেজম্যান্টটা ঠিক রাখেন তাহলেইতো কোন সমস্যা হবার কথা না । আপনি লর্ট সাইজ কম রেখে কম ভলিয়মে ট্রেড করেন । মনে করেন যে আপনি সারা মাসে ১০ টা ট্রেড নিবেন এবং এর মধ্যে আপনার ৪ টাতে লাভ হলে যেন সব টাকা উঠে আসে এমনকি প্রফিটেও থাকবেন । সুতরাং এটাই হচ্ছে কম লাভ কম রিস্ক ।
-
রিস্ক রিওয়ার্ড রেশু ঠিকমত মেনে চলে ট্রেড করলে লাভ লকশানের পরিমাণ একটা গ্রহণ জুজ্ঞ মাত্রাই থাকে। আমি সাধারণত ১ঃ২ অনুপাতে ট্রেড করি।
-
ভাই আপনার কথা ঠিকি আছে তবে, কম লাভ কম রিস্ক এটা একটু কেমন হয়ে গেল না? কারন আমরা সকলেই জানি যে এই ব্যবসাটা অন্যান্য সকল ব্যবসা থেকে অনেক রিসকি। তাই আমার কথা হল যেহেতু আপনি জেনে-শুনে এতবড় রিস্কি একটা ব্যবসা করতে এসেছেন, তাহলে কম লাভ কম রিস্ক নিয়ে যদি সারাজীবন ব্যবসা করেন, তাহলেতো চলবে না ভাই। তাই এখানে আপনাকে প্রচুর সাহসী মন-মানসিকতা নিয়ে, মানি ম্যানেজম্যান্ট সঠিকভাবে ফলো করে, বেশি লাভ বেশি রিস্ক নিয়ে ট্রেড করতে হবে, কারন আপনি এখানে লিভারেজ ব্যবহার করতে পারছেন।
-
প্রাথমিক ভাবে কম লাভ কম রিস্ক ঠিক আছে কারণ প্রথমে মার্কেট এ টিকতে হবে। আর অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে রিস্ক রেশিও ঠিক হয়ে যাবে। আর সঠিক ট্রেড যদি নেওয়া যায় তাহলে আপনি মানিম্যানেজমেন্ট এর মাধ্যমে ট্রেড করলে রিস্ক কমে আসবে এবং তখন লাভ ও করতে পারবেন। তবে প্রথম অবস্থায় কম রিস্ক নিয়ে ট্রেড করা উচিত। যেহেতু আমাদের অভিজ্ঞতা অর্জন করতে হবে এই মার্কেট থেকে। অভিজ্ঞতা চলে আসলে তখন আর বলে দিতে হবে না যে রিস্ক কতটুকু নিবেন বা লাভ কতটুকু নিবেন।
-
বেশি লাভ করতে গেলে আপনার ব্যালেন্স বেশি থাকতে হবে কারন আপনি যদি কম ব্যালেন্স নিয়ে অধিক লাভের আশায় ওভার ট্রেড করেন বা বেশি লটে ট্রেড করেন সেক্ষেত্রে আপনার একাউন্ট থাকবে ঝুকিপূর্ন ।তাই আপনাকে ব্যালেন্স অনুযায়ী লাভ করার চিন্তা মাথায় রাখতে হবে ।