-
আমার প্রথম ডিপোজিট ছিল 44 ডলার । তাও এই ফোরামের মাধ্যমে । এই ফোরামের পোস্টিং বোনাসকে আমরা কোনভাবেই অবহেলা করতে পারি না । কেননা ফোরাম পোস্টিং বোনাস মূলত আমাদের ব্যবসায়ের জন্য অনেক বেশি পরিমাণে চাঙ্গা করে তোলে কিংবা আমাদেরকে অনেক বেশি উৎসাহ দেয় বেশি ট্রেডিং করার জন্য । তবে দক্ষতা সৃষ্টি হলে নিজের বিনিয়োগে ট্রেড করাই উত্তম ।
-
আমি ফরেক্স প্রথমে খুব অল্প পরিমান টাকা ইনভেস্ট করেছিলাম। ফরেক্স এ আমি প্রথমে ১০ ডলার ডিপোজিট করেছিলাম। তারপর যখন ভালো প্রফিট করি তখন আর ও ৫০ ডলার ডিপোজিট করি। আমি প্রথমে বেশী প্রফিট করতে পারি নি।
-
আমার প্রথম ডিপোজিট ছিল মাত্র ৩০ ডলার তা আমি হারাই ৪ ঘন্টাই কারন আমি মানি ম্যানেজম্যান্ট সম্পর্কে কোন ধারনা ছিল না।
-
আমি ভাল করে মার্কেট আয়ত্ব করার চেষ্টা করছি। আশা করি ভাল করে দক্ষতা অর্জন করে রিয়েল ট্রেড শুরু করবো। কারণ আমি দেখেছি অনেকে প্রথম দিকে ট্রেড় করে লুজার হয়। এর একটি অন্যতম তারণ হল তারা বোনাস দিয়ে ট্রেড শুরু করে অথবা মার্কেট না বুঝে ট্রেড করে । তাই মানি ম্যানেজমন্ট না করে ট্রেড ওপেন করে এতে তারা লাভের পরিবর্তে লুজার হয়।আমার আশা আমি ৩০০- ৫০০ ডলার দিয়ে ট্রেড ওপেন করবো।
-
এখন পর্জন্ত ফরেক্স এ ভালো সুবিধা করতে পারি নাই।ফরেক্স এ আমার প্রথম ডিপজিত ছিলো ২৫ ডলার।৫ ডলার প্রথম ২ দিনে প্রফিট করলেও পরে ৭ ডলার লস হয়।লাভ লসের খেলা খেলতে খেলতে ৫ ডলার প্রফিত তুলেছি।
-
আমি ফরেক্স মার্কেটে এখনো কোণ ডিপোজিট করিনি ।আমি ফরেক্স মার্কেটে নতুন তাই ডেমো একাউণ্টে প্রাকটিস করছি ।আমি ২ বার ১০০ ডলার নিয়ে ট্রেড করে একাউন্ট ০ করেছি কারন আমি মানি ম্যানেজম্যান্ট মেনে ট্রেড ওপেন করি নি।
-
আমি ফরেক্স মার্কেটে মাত্র ৩০ ডলার নিয়ে ট্রেড ওপেন করছিলাম প্রথমে আমি প্রাই ১৮ ডলার মত লাভ করছিলাম কিন্তু পরে আমি আমার ইনভেস্ট হারিয়ে ফেলছিলাম fomc এর নিউজের প্রভাবে আমার একাউন্ট হারিয়ে ফেল কারন আমি এই নিউজ সম্পর্কে ভাল একটা বুঝতাম না।
-
আমরা জানি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই ডিপোজিট করার প্রয়োজন। কারন ডিপোজিট পুজি হিসেবে ব্যবহার করতে হবে। আমার প্রথম ডিপোজিট ছিলো ১০$ মাত্র। খুব কষ্ট করে মাত্র ১০$ দিয়ে ট্রেড করতে গিয়ে আমিও Fomc এর কবলে পরে একবারেই জিরো হয়েছিলাম। তারপর থেকে আমিও ভালোভাবে ট্রেড শিখার চেষ্টা করে যাচ্ছি।
-
একটু বেশী ডিপোজিট হলে ফরেক্স এ দীর্ঘ সময় থাকা যায়। কিন্তু অল্প পরিমান ডিপোজিট দিয়ে কিছু করা যায় না। আমি ১০ ডলার ইনভেস্ট করে শুরু করেছিলা। আসলে ফরেক্স ১০ ডলার বিনিয়োগ করা আর প্রফিট করা খুবই চমৎকার একটি ব্যাপার। এত কম ব্যালেন্স দিয়ে প্রফিট করা যায়।
-
আমার প্রথম ডিপোজিট ছিল মাত্র 10$ এই ইন্স্টা ফরেক্স ফ্লাটফর্মে৷10$ ডিপোজিট করার ঠিক ৫/৬ মিনিট পরেই হঠাৎ করে একলাফে 40$ হয়েছিল৷তা দেখে আমি অবাক হয়েছিলাম !!!তখন জানতাম না নিউজ ইমপেক্টের কারনে এমনটা হয়েছে৷ডলার উইথড্রো না করে ভাবতে লাগলাম এখন এই 40$ টা অন্য কেউ খেয়ে ফেলবে ? কীভাবে খাবে ? কিছুদিন খেয়াল করলাম,দেখলাম- না কেউ খায়নি৷তখন একটু সাহসের সাথে স্টাডি/শিখার সুযোগ পেয়েছিলাম৷
-
রিয়াল মার্কেটে আমার প্রথম ডিপোজিট ছিল ৫০ ডলার যা আমি অনেক কষ্ট করে দিছিলাম । তবে আমি কোন লাভ করতে পারি নাই । এখন পর্যন্ত আমি ফরেক্স থেকে কোন আয় করতে পারি নাই তার পরেও আমি ফরেক্স এ কাজ করে জাইতাছি ।
-
ভেবে ভাল লাগল যে 34 ডলার 25 ডলার অর্থাৎ 30 জনের মধ্যে 50 টাকার মধ্যে একটা মানুষে ফরেক্স ট্রেড করে থেকে শুরু করে আপনাদের মত এখন আমাকে অনেক ডলার আছে সেগুলো কিন্তু তবুও আমি মনে করি এখনো সেগুলো কিন্তু dixon এখন পর্যন্ত আমি ভালো করে ট্রেডিং nashik ততক্ষণ পর্যন্ত আমার অ্যাকাউন্ট আমার না*
-
আমার প্রথম ডিপোজি ৪১ ডলার এবং এই ফোরমের বোনাস। এবং আমি একদিন ট্রেড করেই ৪.৫ ডলার লস করি তারপর এখন কম ট্রেড দেই এবং কনফার্ম হওয়ার পরে ট্রেড দেই এখন লস পূরন করে ১০ ডলার লাভ আছে। আমাদের লস হওয়ার কারণ একমাত্র কারণ অজ্ঞতা। ফরেক্স এ মোটামুটি জ্ঞান নিয়ে রিয়েল করা একদম উচিত নয়। অন্তত ১বছর ডেমো ট্রেড করার পর যদি ধারাবাহিক ভাবে বুঝে লাভ করতে পারেন। তাহলে ডিপোজিট করে ট্রেড করতে পারেন।