শাব্ধানের কোন মাইর নাই । এই মার্কেট এ মাজে মাজে গতি অনেক বেরে যায় তখন আমাদের ভয় লাগে । আশেপাশে কলহল থাকলে মনজগ দিতে সমসসা হয় । তখন উচিত আমাদের টাণ্ডা মাথায় ট্রেড করা । মনে রাখা উছুইত শামান্ন ভুল অনেক বড় কতির কারন হতে পারে ।
Printable View
শাব্ধানের কোন মাইর নাই । এই মার্কেট এ মাজে মাজে গতি অনেক বেরে যায় তখন আমাদের ভয় লাগে । আশেপাশে কলহল থাকলে মনজগ দিতে সমসসা হয় । তখন উচিত আমাদের টাণ্ডা মাথায় ট্রেড করা । মনে রাখা উছুইত শামান্ন ভুল অনেক বড় কতির কারন হতে পারে ।
ফরেক্স ট্রেড আপনি যে কোন জায়গা থেকে আপনি করতে পারেন কিন্তু এটার জন্য একটু নিরিবিলি পরিবেশ হলে আপনার জন্য ভালো হয় কারণ ফরেক্স এমন একটি মার্কেট প্লেস যেখানে ট্রেড করতে হলে আপনাকে মনোযোগী হতেহবে এবং এনালাইসিস করে মাথা ঠাণ্ডা রেখে ট্রেড করতে হবে এর জন্য বাসায় হলেও একটি নিরিবিলি রুম সিলেক্ট করেন অথবা দক্ষ ট্রেডার হলে অফিস নিয়ে ট্রেড করতে পারেন।
আপনার কথা ঠিক ফরেক্স মার্কেটের জন্য একটা অন্য ধরনের এনভারোন্টমেন্ট দরকার, একটা নিরিবিলি পরিবেশ, মনো সংযোগ করা যায় এমন একটা স্থান। আর এটা কোন কঠিন বিষয় নয়। এর জন্য অফিস এর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আপনি চাইলে বাসায় বসে, ছোপায় শুয়ে ল্যাপটপ টা বুকের ওপর রেখে তার পরও করতে পারেন। তবে অবশ্যই সেটা সাবধানতার সাথে নির্দিষ্ট এবং পরিক্ষিত কোন পদ্ধতিতে করা উচিত।
আমি একজন স্টুডেন্ট। আমি বাসায় বসে আমার কম্পিউটারেই ফরেক্স ব্যবসা করি। আমি মনে করি আলাদা কোন অফিসের প্রয়োজন নেই আমার। কারন বাসায় বসেই বেশ ভালোভাবে এ ব্যবসা করা সম্ভব। মাঝে মাঝে আমি আমার এন্ড্রয়েড ফোনেও ট্রেড করি যখন আমি বাইরে থাকি।
আমি ফরেক্স ট্রেডিং করার জন্য স্পেশাল কোনো জায়গায় অবস্থান করি না।সচরারচর আমি আমার রুমে বসেই ট্রেড করি।এখানে আমি মনের মত করে সবকিছুই করি।আর ট্রেডের মত গুরুত্বপূর্ন বিষয়ে আরও মনযোগী হওয়ার চেষ্টা করি।তবে অনেক সময় ট্রেড করে লস হলে অস্থির লাগে।আবার বাড়িতে অনেকসময় আত্বিয়স্বজন আসতে পারে।তখন আমি এসব ঝামেলামুক্ত ভাবে ট্রেড করার জন্য বাইরে কোথাও নির্জন জায়গায় একা বসে ট্রেড করি।
ফরেক্স এ যারা ত্রাদ করেন তারা সবাই কোন না কোন কাজের সাতে জড়িত তাই সবাই ঘরে বসেই করেন যদি ও ঘরে বসে করলে অনেক সময় মনোযোগ ঠিক থাকে না । ফরেক্স এ ত্রাদ করতে হলে মনোযোগ খুব ই দরকার কারন এ টা মুদ্রা বাজার। কোন ভুল হলে হয়তো লসস হবে যা আমরা চাই না। তবে যারা খুব ই অভিজ্ঞ এবং বড় বড় ত্রাদ করেন তারা ঘরে না করে অন্নো জায়গায় অফিস করে করলে ভাল হয় তাতে তাদের মনোযোগ বিগ্ন হবে না।
আমিও আপনার সাথে একমত। এ জন্য ধন্যবাদ। ফরেক্স ট্রেডিং এমন একটি ব্যবসা যে ব্যবসায় মনোযোগের অভাব হলে লস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই ট্রেড করার জন্য নিরিবিলি সুন্দর পরিবেশ খুবই প্রয়োজন বলে আমিও মনে করি।
ফরেক্স মার্কেট থেকে অনেকেই ইনকাম করে ঘরে বসে। আমি ও এই মার্কেট থেকে ইনকাম করি। আমি প্রতিদিন ফরেক্সের জন্য আলাদা ভাবেই ৩-৪ ঘন্টা সময় ব্যায় করি। তবে আলাদা ভাবে সময় না ব্যায় করেও এখান থেকে ইনকাম করা সম্ভব
ফরেক্স অনেক কঠিন এবং বিপদজনক ব্যবসা। আখানে ব্যবসা করতে হলে সব সময় মনযোগী হতে হয়। কারন এখানে ভুল করার কোন সুজোক নেয়। তাই আপনার যদি বাড়িতে ফরেক্স করার মত পরিবেশ না থাকে তবে আপনাকে অবশ্যই আলাদা জায়গাই গিয়ে ফরেক্স করা উচিত।
আমি ফরেক্স বাসাই থেকেই করি। তাতে আমার কোন সমস্যা হয় না। ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় আসলে অনেক মনোযোগ দিয়ে ট্রেড করলে ভাল হয়। আমার বাসাই ট্রেড করতে ভাল লাগে। কারন আমাকে আমার বাসার কেও বিরক্ত করে না। আমি যখন ট্রেড করি তখন আমার রুম বন্ধ করে ট্রেড শুরু করি। আমার মনে হয় আলাদা কোন অফিস নিয়ে ট্রেড করলে সমস্যা বেশি হবে। কারন অনেক পরিচিত মানুষ অফিসে বিরক্ত করতে পারে।
ফরেক্স আমি বাসাই বসেই করি । আমার বাসাই ট্রেডিং করতে কোন সমস্যা হই না । আমি আমার ঘরে বসে একা একা ট্রেড করি । আমি যখন ট্রেড করি তখন ভালো ভাবে আনালাইসিস করে ট্রেড ওপেন করি । এই ট্রেডিং এর জন্য কোন অফিস এর দরকার হবে বলে আমি মনে করিনা । আপনার বাসায় যদি ফরেক্স ট্রেডিং করার মত পরিবেশ না থাকে তাহলে আপনি একটি রুম নিয়ে ট্রেডিং করতে পারেন ।
আমি ফরেক্স ট্রেড করার জন্য আলাদা কোন অফিস বা স্থান ব্যবহার করিনা। আমি সধারনত আমাদের বাসায় বসে ট্রেড করে থাকি কিন্তু কিছু কিছু সময় এতে ট্রেডে সমস্যা তৈরী হয়। তাই আমারা যদি কোন একটা নির্দিষ্ট অফিস ব্যাবহার করতে পারি তবে সেটা খুবই ভাল হবে
অনেকেই আছেন যারা আলাদা অফিস নিয়ে ফরেক্স ব্যাবসা করে থাকেন। অনেকেই আছেন যারা আনেক পর্টনার মিলে অফিস নিয়ে ফরেক্স ব্যাবসা পরিচালনা করে থাকেন।
জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর। এতে তোমার চলার পথ যেন থেমে না যায়। বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি কর সাফল্যের সিঁড়ি।কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে।মানুষ নিজেকে বদলাতে পারে কিন্তু তার ফেলে যাওয়া অতীত স্মৃতি গুলো বদলাতে পারে না।
ফরেক্স ব্যবসা আমি ঘরেই বসে করি আর ঘরেই আমার ভালো মনে হয়। কারন ফরেক্স আপনি ট্রেডটি মনোযোগ সহকারে ওপেন করা টাই মেন তারপর আপনি লস খেতে পারেন বা লাভো করতে পারেন এখানে কোন বাধা নেই। কিন্তু আপনি যদি এইটাকে ব্যবসা বাণাতে চান তহলে আপনাকে অবশ্যই ফরেক্স ভলো করে জানতে হবে এবং এটার জন্য আপনাকে পরিবারের বাইরে করলেই ভালো হয়।তাই আম ফরেক্স করার জন্য বাড়িতেই ভালো মনে করে থাকি।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেকে দেখেছি যে ভাল জায় গায় বশে ফরেক্স ট্রেড করে ভাল কোন অফিসে বসে ফরেক্স মার্কেটে টড়েড করে আমি মনে করি যে এটা কোন দরকার হয় না কারন ঘরে বসে ফরেক্স মার্কেটে ট্রেড করা জায় তাহলে কোন নিরদিস্ট জায়গার দরকার হবে কেন।
ফরেক্স ব্যবসা শুধু বাসাই নয় ।আপনি চাইলে নীরব যেকোনো জায়গাই বসে বসে করতে পারেন । এটা একটা উল্লেখযোগ্য বিষয়,কিন্তু আমি দেখেছি ফরেক্স ট্রেড করার জন্য মাঝে মাঝে খুবই মনোযোগী হতে হয়। তাই আমি মনে করি,যারা উল্লেখযোগ্য মূলধন নিয়ে ফরেক্স ব্যবসা করেন তারা আলাদা কোন অফিস নিয়ে সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফরেক্স ট্রেডিং করা উচিত।নইলে কাজে বাধা হতে পারে।
ফরেক্স ব্যবসা যেহেতু ভাল একটা ব্যবসা সেকারনে আমি অনেক মনোযোগি হয়ে কাজ করি থাকি।আমি মনে করি ফরেক্স করে জিবন কে ভাল একটা পসিশনে নিয়ে যেথে পারব।প্রিতিবিতে ফরেক্স এর মত সম্মান জনক ব্যবসা কোথাও আসে কিনা আমার জানা নেই।
আলাদা কোন অফিস নিয়ে সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফরেক্স ট্রেডিং করা, এটা আসলে অন্য জামেলায় পড়তে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি নিজের বাসায় নিদিষ্ট জায়গা করে সেটি আপনার ট্রেডিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন। আর নতুবা ফরেক্স ট্রেড এর জন্য রাতের বেলাকেই আমি উত্তম বলে মনে করি।
ফরেক্স ট্রেডিং করার জন্য আমি আলাদা কোন টাইম নির্ধারণ করি না। কারণ আমি এখানে লং টাইম ট্রেড করি।
ফরেক্স এমন একটি ব্যবসায় যা সম্পুন আপনার ধ্যান ধারনার অপর নিরভর করে। কারন ট্রেড করার সময় যদি আপনি অন্য মানুস্ক থাকেন তাহলে আপনি ফরেক্স এ লস করবেন। ট্রেড করার সময় আমাদের খুব সাবধানে ট্রেড করতে হবে। আমার মতে ফরেক্স করার সময় আপনাকে একটি ভিন্ন কক্ষ নিরধারন করে সেখানে ট্রেড করা উচিত।
ফরেক্সের ব্যবসার জন্য আলাদা কোন জায়গার প্রয়োজন হয়না এটা ঘরে বসেই করা যায়। তবে কিছু কিছু সময় মন স্হির করে ফরেক্সের কাজ করতে হয় তথন আলাদা কোন জায়গা হলে ভাল হয় । অনেক সময় দেখা যায় যারা ঘরে বসে কাজ করে তাদের পারিবারিক সমস্যার কারনে কাজে সমস্য ঘটতে পারে । এক্ষেএে আলাদা একটা রুম অথবা কোন অফিসে গিয়ে কাজ টা করলে ভাল হয় । কেননা খুব ঠান্ডা মাথায় ফরেক্সের কাজ করতে হয় একবার উলট পালট হয়ে গেলে ট্রেড করার ক্ষেএে লস হতে পারে । তাই আমি মনে করি ফরেক্সের ট্রেড বাসায় আলাদা রুম অথবা কোন অফিস থাকলে ওথানে কাজ করা সুবিদাজনক।
আমি একজন ছাত্র তাই লেখাপড়ার পাশাপাশি এই ব্যবসা করি। ফরেক্স মার্কেটে যারা ট্রেড করে সফল হয় এবং অনেক মূলধন বিনিয়োগ করে ব্যবসা করে তাদের উচিত আলাদা কোথাও এই ব্যবসা করা। কারন ঘরে পরিবারের মাঝে এই ব্যবসা করলে আপনার মনযোগ ট্রেডে সম্পূর্ন দিতে পারবেন না এবং বড় ধরনের লস করতে পারেন। তাই কোন অফিস ভাড়া করে সেখানে স্বাধীন ভাবে মাথা ঠিক রেখে ট্রেড করতে হবে। তাহলে এই ব্যবসায় সফল হতে পারবে। আমি ফরেক্স মার্কেটের ব্যবসা ঘরে বসে করি ।
রেক্স ট্রেডিং করার জন্য আমার কোন অফিস নেই তবে আমি আমার বাসাকেই অফিসের মত ব্যাবহার করে ফরেক্সে ট্রেড করে থাকি আমাদের অনেক বন্ধু রয়েছে যারা ফরেক্সে ট্রেড করে আর আমাদের পরিকল্পনা রয়েছে যে আমরা অবশ্যই সবাই মিলে ফরেক্স ট্রেডিং একই জায়গায় বসে করার জন্য একটি অফিস তৈরি করব তবে তার জন্য সময় লাগবে।
ফরেক্স ট্রেড এমন একটা বিজনেস যা
ঘরে বসে আপনি করতে পারবেন। তবে
ট্রেড করার সময় আপনার মনোযোগ নষ্ট
হলে আপনি লস করতে পারেন। তাই
সবসময় ঠাণ্ডা মাথাই ট্রেড করা উচিৎ।
তাই কারো যদি বাসাই ট্রেড করার মত
ভালো পরিবেশ না থাকে তাহলে
আপনি অন্য কোথাও ট্রেড করতে
পারেন। আর বাসাই যদি ট্রেড করার
ভালো পরিবেশ থাকে তাহলে আমার
মনে হয় বাসাই ট্রেড করাই ভালো।
না আমি ফরেক্স করার জন্য আলাদা কোন কোর্স করিনি। যারা এ বিষয়ে অভিজ্ঞ তাদের কাছ থেকে শিখেছি এবং বেশী বেশী করে ডিমো প্রাকটিস করে এ বিষয়ে অভিজ্ঞ হয়েছি
ফরেক্স ব্যবসা বাসায় বসেই করা যায় এটা একটা উল্লেখযোগ্য বিষয়। কিন্তু আমি দেখেছি ফরেক্স ট্রেড করার জন্য মাঝে মাঝে খুবই মনোযোগী হতে হয়। তাই আমি মনে করি যারা উল্লেখযোগ্য মূলধন নিয়ে ফরেক্স ব্যবসা করেন তারা আলাদা কোন অফিস নিয়ে সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফরেক্স ট্রেডিং করা উচিত।কিন্তু আপনি যদি এইটাকে ব্যবসা বাণাতে চান তহলে আপনাকে অবশ্যই ফরেক্স ভলো করে জানতে হবে এবং এটার জন্য আপনাকে পরিবারের বাইরে করলেই ভালো হয়।তাই আম ফরেক্স করার জন্য বাড়িতেই ভালো মনে করে থাকি।
এটা আসলে আপনার ব্যাক্তিগত ধারণা কিংবা অভিজ্ঞতাও বলা যায় , কারণ আপনি অভিজ্ঞতা অর্জন করেই আমাদের সাথে তা শেয়ার করেছেন ফরেক্স মার্কেটে অসংখ্য ট্রেডার আছি সবার কি অফিস কিংবা আলাদা স্থানে গিয়ে ট্রেড করা সম্ভব ? আমারা সামাজিক জীব এবং পরিবারেই আমাদের সকল কাজের উৎস কিছু ট্রেডে মনোযোগ কিছুটা ব্যাঘাত ঘটলেও পরবর্তীতে তা সহজেই মানিয়ে যায় তাই ট্রেড করুন রিলেক্স মুডে
ফরেক্স ব্যবসা বাসায় বসেই করা যায় এটা একটা উল্লেখযোগ্য বিষয়। কিন্তু আমি দেখেছি ফরেক্স ট্রেড করার জন্য মাঝে মাঝে খুবই মনোযোগী হতে হয়; বিশেষ করে যখন মার্কেট উত্থান পতন বেড়ে যায়। সে সময় মনে হয় আমার হার্টবিট বেড়ে যায়। কিন্তু বাসায় যদি পরিবারের অন্য সদস্য থেকে থাকে, তাদের কারনে ট্রেডিং এ মাঝে মাঝে মনোযোগের ব্যাঘাত ঘটে থাকে। তাই আমি মনে করি যারা উল্লেখযোগ্য মূলধন নিয়ে ফরেক্স ব্যবসা করেন তারা আলাদা কোন অফিস নিয়ে সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফরেক্স ট্রেডিং করা উচিত। আপনাদের মতামত কি?
ফরেক্স ট্রেডিং কাজ খুব ধৈর্য সহকারে মাথা ঠাণ্ডা রেখে করতে হই। ফরেক্স ট্রেডিং আপনি আপনার পছন্দ মতো জাইগাই গিয়ে করতে পারেন। ফরেক্স ট্রেডিং কাজ আপনি যদি বারিতে করেন তাহলে নিজে একা ধৈর্য সহকারে করতে পারেন।
ফরেক্স ট্রেডিং হল অনলাইনে আয় করে সাব লম্বি হওয়ার এক মাধ্যম।ফরেক্স ট্রেডিং করা যায় অবসর সময়ে ঘড়ে বসে ফরেক্স করা যায়।আমাদে র কোন দিক নেই যে ফরেক্স ট্রেড করতে হবে।তাই আমাদের অবসর সময় কে কাজে লাগিয়ে বেকারত্ব দূর করা যায়।
আমি একজন ছাত্র ,আমি আমার পরাশুনার পাশাপাশি এই ফরেক্স এ কাজ করি ।তাই আমি দিনে সময় নয়া পেলেও রাতে বাসায় বসে মনযোগ সহকারে করি ।ফরেক্স এর কাজ যে ঘরে বসেই করা এটা অবশ্যই একটা উল্লেখযোগ্য বিষয়।
আমি আপনার কথাতে একমত কারন যারা ফরেক্স করেনা তারা ফরেক্স সম্পর্কে আজেবাজে কথা বলবে। তাই নির্দিস্ট কোন জায়গায় বা অফিসে বসে করতে পারলে বাল।
ফরেক্স আমাদের জন্য একটি কনফিডেন্সিয়াল ব্যবসা। তাই এই ব্যবসার গোপনীয়তা ও নিরাপত্তা প্রথম থেকেই রাখা উচিত। ট্রেডাররা যখন ক্রমাগত লস করতে থাকে তখন নানা মুনির নানা মত শুনতে ও ভুলের মাশুল গুণতে হয়। আমি মনে করি আমাদের দেশে এখনো ফরেক্স সম্পর্কে পুরোপুরি পরিষ্কার ধারণা জন্মায়নি।
আমি ফরেক্স মার্কেটের ব্যবসা ঘরে বসে করি । আমি একজন ছাত্র তাই লেখাপড়ার পাশাপাশি এই ব্যবসা করি। ফরেক্স মার্কেটে যারা ট্রেড করে সফল হয় এবং অনেক মূলধন বিনিয়োগ করে ব্যবসা করে তাদের উচিত আলাদা কোথাও এই ব্যবসা করা। মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে আপনি যে কোন জায়গায় বনে ট্রেড করতে পারেন তাতে আপনার পরিবারের লোকজন সামনে আসলেও কোন ক্ষতি হবে না।
ট্রেড করার সময় আগে থেকেই সাপোর্ট ও রেসিস্তেন্ত লাইন একে রাখা উচিত, আপনি কন লেভেল থেকে এন্ট্রি নিবেন কোথায় স্তপ লস হবে, তেক প্রফিত কতো নিবেন সেগুল আগে থেকেই নিরধারন করে রাখা উচিত। শুধু এর পরের কাজ হল মার্কেট অবসেরভে করা আর শুজগ এর অপীখায় থাকা।
ফরেক্স ট্রেড করার জন্য মাঝে মাঝে খুবই মনোযোগী হতে হয়; বিশেষ করে যখন মার্কেট উত্থান পতন বেড়ে যায়। সে সময় মনে হয় আমার হার্টবিট বেড়ে যায়। কিন্তু বাসায় যদি পরিবারের অন্য সদস্য থেকে থাকে, তাদের কারনে ট্রেডিং এ মাঝে মাঝে মনোযোগের ব্যাঘাত ঘটে থাকে।
এটা আপনে ভালো বলেছেন তবে এটা সম্পূর্ণ নির্ভর করবে ট্রেডারের চিন্তাভাবনার ওপর। ট্রেডার যদি মনে করে না বাড়িতে ঝই ঝামেলায় ট্রেডে মনযোগের ঘাটতি হচ্ছে তাহলে আলাদা রুম নিয়ে ট্রেড করতে পারি। আবার ট্রেডারের বাড়িতে যদি শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে তবে ট্রেডার বাড়িতে বসেই ট্রেড করে যেতে পারে।
আমি বাসায় বসেই ফরেক্স ট্রেদিং করি। আমার নিজের রুমে। আমি মনে করি ফরেক্স ট্রেডিং এর জন্য আলাদা ফ্যাসিলিটির প্রয়োজন হয়না। আর তাছাড়া আমার রুমে অন্য কেউ ঝামেলাও করে না। মনযোগের ব্যঘাত ঘটানোর মতো কোনো সুযোগ নেই। আমি নিজের মতোই মনযোগ সহকারে ফরেক্সে ট্রেড করি। আর আমার মনে হয় ফরেক্স ট্রেডিং এর জন্য বাসাই পারফেক্ট। রিল্যাক্সের সাথে কাজ করা যায়।
যারা উল্লেখযোগ্য মূলধন নিয়ে ফরেক্স ব্যবসা করেন তারা আলাদা কোন অফিস নিয়ে সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফরেক্স ট্রেডিং করা উচিত।নইলে কাজে বাধা হতে পারে। নিউজের সময় আপনাকে হিসাব রাখতে হবে ট্রেড দিবেন কি না। কারন অনেক সময় নিউজের সময় লাভ হয় আবার নিউজের সময়েই বেশি ক্ষতি হয়।