শুধু ফরেক্স কেন যে কোন ব্যবসাই করেন না কেন যদি ধৈর্য না থাকে তাহলে কোনো কাজেই সাফল্য পাবেন না । আর ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে আপনাকে প্রচুর ধৈর্য নিয়ে কাজ করতে হবে, এখানে এনাল্যাইসিসের পাশাপাশি পড়াশুনা, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রাকটিস যদি রেগুলার না করেন তাহলে কখনই এখানে উন্নতি সম্ভব নয় ।