ফরেক্সে লাভ করা খুবই সহজ । যদি একটু ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করতে পারলে অবশ্যই সফলকাম হওয়া সম্ভব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা ধৈর্য্য ধারণ কর এই ব্যবসা করা যায় সে অবশ্যই উন্নতি করা যায় ।
Printable View
ফরেক্সে লাভ করা খুবই সহজ । যদি একটু ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করতে পারলে অবশ্যই সফলকাম হওয়া সম্ভব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা ধৈর্য্য ধারণ কর এই ব্যবসা করা যায় সে অবশ্যই উন্নতি করা যায় ।
না ফরেক্স মার্কেটে লাভ করা খুব সহজ নয় । ফরেক্স মার্কেটে যদি লাভ করা খুবই সহজ হত তাহলে শতকরা প্রায় ৯৫ জন ট্রেডার মার্কেটে লস করত না । অবশ্যই এই ৯৫ জনের প্রায় ৯০ জনই হচ্ছে নতুন ট্রেডার । তবে ফরেক্স মার্কেটে নিয়মিত লাভ করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, ফরেক্স মার্কেট সম্পর্কে পড়াশুনা করতে হবে । মার্কেটে অভিজ্ঞ হয়ে উঠলে ফরেক্স থেকে আয় করা অনেকটা সহজ হয়ে যায় ।
ফরেক্স এমন একটি বাজার যেখানে আপনার ঝুকি রয়েছে ১০০% আর লাভ রয়েছে ১০০০% +।
ফরেক্স মার্কেটে লাভ করা খুব সহজ। ফরেক্স মার্কেটে লাভ করা তাদের জন্য সহজ যাদের ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল ধারনা আছে। ভাল অভিজ্ঞতা ও দক্ষতা আছে।
যারা মানিমেনেজমেন্ট মেনে ট্রেড করে, নিজেকে লোভ থেকে বিরত জারা।
ফরেক্স মার্কেটে লাভ করা ও লস করা উভয়ে অনেক সহজ । তবে মনে রাখতে হবে যে আমরা যারা নতুন ফরেক্স ট্রেডার তাদের ক্ষেত্রে বিষয়টা তেমন নয় । কেননা আমরা যারা নতুন তাদেরকে শুরুতে সেই চিরায়ত নিয়মে অনেক লস করতে হয় । তবে সেটা যদি ডেমোতে হয় তবে আফসোস থাকে না । একটা সময় গিয়ে ঠিকই দক্ষতা অর্জিত হয় । দক্ষতার সাথে সাথে লাভও বৃদ্ধি পায় ।
ফরেক্সে ট্রেড করে প্রফিট লাভ অনেক কঠিন বিষয় এটি বললে ভূল বলা হবে তবে সকলে এখান থেকে প্রফিট করতে পারে না আর এটির জন্য মূলত ঐ সকল ট্রেডারদের ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতাই না থাকাটাই হল দ্বায়ী। এমন অনেকেই আছে যারা মনে করে ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা কিছু না ফরেক্সে সেল বা বাইয়ে ট্রেড ওপেন কররেই প্রপিট হয় তারাই কেবল এখানে এসে ধরা খায়।
ফরেক্স ট্রেড ওপেন করা সহজ। তাই বলে ফরেক্স ট্রেড প্রফিট ধরে রাখা সহজ নয়। কারন এটা ওপেন ক্লোজ ছোট একটা ক্লাস সিক্সের ছাত্র করতে পারবে হয়তো। কিন্তু ফরেক্স ট্রেড করা সহজ হবে তখন যখন আপনার এক্সপেরিয়েন্স হবে। এক্সপেরিয়েন্স ছাড়া আপনি ভালো ত্রেড করতে পারবেন না।
আমি কখনো একমত হতে পারলাম না কারন ফরেক্স মার্কেটে লাভ করা সহজ এই কথা মুখে বলা সহজ কাজে অনেক কঠিন। আপনি ভুল করে একবার লাভ করতে পারবেন সেটা আরেক বার আপনার মুলধন সহ টেনে নিয়ে যাবে।ফরেক্স হল এই রকম।
ফরেক্স এ লাভ করা সহজ মনে হলেও সহজ না। ফরেক্স অনেক সাধনার ব্যপার বলতে পারেন। অনেক পরিশ্রমী ও দক্ষতা না থাকলে ফরেক্স বেশিদিন টিকে থাকা সম্ভব না। অল্প কয়েকদিনে ফরেক্স এর বেসিক জ্ঞান নেওয়া যায় তবে ফরেক্স শেখা যায় না। ফরেক্স শিখতে হলে এতে ব্যবহিত বিভিন্ন টুলস সম্পর্কে দক্ষ হতে হবে। এছাড়াও মানি ম্যনেজমেন্ট ভালো করে করা জানতে হবে।
আমার মনে হয় আপনার চেয়ে আপনার ছোট ভাই অনেক চালাক। আপনি ৩ বছর লস করেছেন। এখন একটু লাভ করছেন। খুবই দু:খজনক। আপনার ছোট ভাই ৩ দিন পরেই লাভ করছে। আসলেই এই সকল চালাক লোকদের জন্যই ফরেক্স । আমি ২ সপ্তাহ পর রিয়াল ট্রেড শুরু করেছি । এখানো একাউন্ট জিরো হয় নাই। আমাকে বলাহয়েছিল ৫/৬ মাস ডেমো প্রাকটিস করার জন্য । আসলে যারা এতদিন ডেমো করে তাদের জন্য ফরেক্স নয় । ফরেক্স আপনার ছোট ভাইয়ের জন্য ।
ফরেক্স লাভ করা সহজ।। কিন্ত সেই লাভকে টিকিয়ে রাখা অনেক কঠিন।। ফরেক্স ভাগ্যের বসে লাভ করা যায় কিন্তু সেই লাভ টা টিকিয়ে রাখতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স ট্রেডিং এ দক্ষ হতে হবে তা না হলে একাউন্ট টিকিয়ে রাখাই অনেক কষ্ট সাধ্য হবে।।