আমরা যখন ফরেক্স মার্কেটে কাজ করি তখন যদি ভাল করে দেখে কাজ করতে পারি তাইলে আমরা লস করতে পারি না । আবার যখন দেখি বেশী টাকা আয় করতে যেয়ে বেশী লোভ করি তখন আমরা অনেক লস করি । তাই আমাদের কে এই সকল দিক গুলা ভাল করে খেল করতে হবে তাইলেই আমরা ভাল করতে পারবো ।
Printable View
আমরা যখন ফরেক্স মার্কেটে কাজ করি তখন যদি ভাল করে দেখে কাজ করতে পারি তাইলে আমরা লস করতে পারি না । আবার যখন দেখি বেশী টাকা আয় করতে যেয়ে বেশী লোভ করি তখন আমরা অনেক লস করি । তাই আমাদের কে এই সকল দিক গুলা ভাল করে খেল করতে হবে তাইলেই আমরা ভাল করতে পারবো ।
আপনি যদি ফরেক্স মার্কেটে বেশী লোভ করেন তাইলে আপনি অনেক লস করবেন । আর ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার লস করে বেশী লোভ করার জন্য তাই আমরা ফরেক্স মার্কেটে লস করি । আপনি যদি ফরেক্স মার্কেটে লোভ না করেন তাইলে আপনি বেশী লস করবেন না । আপনাকে এই দিগ গুলা দেখতে হবে ।
লস কমাতে stop loss ব্যাবহার করা উচিত।।।।।
ফরেক্স এ লস করার প্রথম ও প্রধান কারন হছে ফরেক্স না শিখে শুরু করা। আমরা অনেকে মনে করি ফরেক্স খুব সহজ এবং এখান থেকে অনেক টাকা দ্রুত ইঙ্কাম করা যা। এজন্য না শিখেই প্রথমে ই আমরা ইনভেস্ট করে ফরেক্স ট্রেড শুরু করে দেই। পরে কিছু বুঝতে পারি না। আমরা ট্রেড করতে করতে সব ব্যলেন্স জিরো করে ফেলি।
আমরা ফরেক্সে লস করি কেন? এর জন্য কে দায়ী? আসলে এই লসের জন্য টেডার নিজেই দায়ী। দায়ী তার ফরেক্স কর্মে অদক্ষতা, অদুরদর্শিতা ও অজ্ঞতা। এই লসের জন্য ট্রেড হোল্ডারের অতিরিক্ত মাত্রার লোভও অনেকাংশে দায়ী। লোভে পড়ে ঘন ঘন বড় বড় লটে ট্রেড করার কারণেও লস হয়। সঠিকভাবে ফরেক্স মার্কেট এনালাইসিস করতে না পারা এবং এই বিষয়ে অজ্ঞতাও লসের জন্য দায়ী। দুশ্চিন্তা ও টেনসন নিয়ে ট্রেড করতে না বসাই উত্তম। এই বিষয়টিও লসের জন্য দায়ী। ঠান্ডা মাথায় ফ্রেস মাইন্ড নিয়ে ট্রেড করলে লস না হওয়ার সম্ভাবনাই বেশী।
ফরেক্স মার্কেটে আমরা লস করি ফরেক্স সম্পর্কে ভাল ধারনা না থাকার কারনে । অভিজ্ঞতা ছাড়া ফরেক্স ব্যবসা করে লাভবান হওয়া যায় না ।অভিজ্ঞতা এবং ধৈর্য নিয়ে কাজ করতে পারলে ফরেক্স মার্কেটে লসের সম্ভাবনা কম থাকে ।
ফরেক্স এ লস এার অন্যতম কারন কম প্রাকটিস। ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে বহু ধরনের সুত্র জানতে হয় । আমরা শুধু ট্রেড ওপেন এবং ক্লজ করা শিখে মনে করি সব শিখে ফেলেছি। শুরু করে দেই রিয়াল ট্রেড। তারপর যখন মাইনাম হয় তখন ধৈর্য্য হারা হয়ে ট্রেড ক্লজ করে দেই। এসব কারনে আমরা ফরেক্স এ লস করি।
আমরা সাধারনত লক্ষ্য করি যে কোন ট্রেডে লাভ এবং লস একেই সাথে জরিত এবং আপনাকে এগুলো মেনে নিয়েই ট্রেড করতে হবে। ঠিক সেই রকম ফরেক্সএ ট্রেড করতে হলে এটি মেনে নিতে হবে তবে এখানে লস করার জন্য কিছু বিষয় জরিত যেমন মার্কেট মুভমেন্ট না বুঝে ট্রেড করা, ভালভাবে এ্যনালাইস না করা ইত্যাদি।
ফরেক্স মার্কেটে আমরা লস করি তার কারন হল আমরা বেশি লোভ করি তার কারনে লস হয়।আমরা অল্প সময়ে বেশি লাভ করতে চাই। বেশি লাভ করতে গিয়ে ধরা পরে যায়।আবার অনেকে আছে যারা ফরেক্স সম্পর্কে না যেনে কাজ করে তারা ও লস খায়।
লস করতে করতে একদিন লাভ হবেই এটাই সত্য তবে আপনি যে কারনে লস করছেন সেই ভুল যেন আর না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।ভাল ভাবে ফরেক্স বুজতে হবে না বুজলে একজন ভাল ট্রেডারেরর সাথে আলাপ আলোচনা করতে হবে।না বুজে ট্রেড করা যাবেনা।ট্রেড করার পর স্টপ লস চেট করতে হবে।