-
আসলে ফরেক্স ট্রেডিং কেবল যে যুকদের পেশা এটি ভাবা ঠিক না কারন ফরেক্স ট্রেডিং রুলসের কোথাও এটি বলা নেই। সেই ফরেক্সে ট্রেড করতে পারবে এবং এখান থেকে আয় করতে পারবে যে পরিশ্রম করে নিয়মিত ভাবে অনুশীলনের মাধ্যমে ফরেক্স ট্রেডিংয়ের বাস্তব জ্ঞান এবং দক্ষতা সঠিক ভাবে লাভ করতে পেরেছে।
-
ফরেক্স শুধুমাএ যুবকদের পেশা নয় । এটা মোটামুটি সবার জন্য প্রযোজ্য। ছেলে মেয়ে উভয়ই ফরেক্সের কাজ করতে পারে।ফরেক্স বুঝতে পারলে অতি সহজ এ সাধারন একটি কাজ হিসেবে বিবেচিত হয়। এর জন্য তেমন কোন কষ্ট করতে হয়না।শুধু এ সম্পর্কে দক্ষতা থাকলেই যথেষ্টো। তাই ফরেক্সের কাজ নারী পুরুষ সবাই করতে পারে। :bravo::ok::ok:
-
ফরেক্স মার্কেট শুধু যুবকদেরই পেশা নয়। এই ফরেক্স যে কেউ করতে পারে। ফরেক্স মার্কেট এ যার ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতা আছে সেই ফরেক্স করতে পারে। আর সেই যুবক হোক বা যুবতী এমকি বৃদ্ধা্ও হোক একই। সবাই করতে পারবে।
-
ফরেক্স সবাই করতে পারে । এজন্য বয়স কোন বিষয় নয় । ছোট বড় ,ছেলে -মেয়ে যে কোন ব্যাক্তিই ফরেক্স করতে পারে । ফরেক্স করতে হলে শুধু মাত্র একটি নেট সংযোগ সহ পিসি বা ভাল মানের একটি মোবাইল থাকলে যে কেউ ফরেক্স করতে পারে । ফরেক্স করতে শেখার মানসিকতা লাগবে । দক্ষতার সাথে করলে লাভ আসবে এবং সফল হওয়া যাবে ।
-
ফরেক্স যুবকদের ব্যাবসা এটা ঠিক না । তবে এই ব্যাবসার সাথে যারা অনেক দিন আগে থেকে লেগে আছে এবং অনেক আয় করছে অনেক অভিজ্ঞতা অরজন করেছে তাদের কি বলবেন । হ্যা এটা ঠিক যে সবমিলিয়ে যুবকদের সংখ্যা বেশি ।
-
না ফরেক্স শুধুমাত্র যুবকদের পেশা নয় । কারন ফরেক্স বেকার ও মুরুব্বিরা ও করতে পারবে । কিন্তু আমি মনে করি ফরেক্স ব্যবসা বেশি বেশি যুবকদের পেশা হয়ে দাড়িয়েছে । কারন আমাদের দেশে অনেক যুবক এখন ফরেক্সের উপর নির্ভরসীল হয়ে পড়েছে । যেমন আমি একজন যুবক হয়ে আমি ফরেক্স করতে খুব লাইক করি ।
-
আমি বলবো ফরেক্স চাইলে যে কোন বয়সের মানুষ করতে পারে। তবে বর্তমান প্রেক্ষাপটে বেশির ভাগ যুবকেরাই ফরেক্সের সাথে নিয়োজিত। কারন যুবক ছাড়া বাকিদের ফরেক্স সম্পর্কে ভালো একটা ধারণা নাই। তাই যুবকদের পাশাপাশি যে কোন বয়সের লোক যদি ফরেক্স ভালোভাবে বুঝে শুরু করতে পারে তাহলে আমাদের দেশে ফরেক্স ট্রেডারের সংখ্যা দিন দিন বেড়ে যাবে। সেই সাথে আমাদের দেশের বৈদেশিক মুদ্রা আয়ের পরিমান বেড়ে যাবে।
-
ফরেক্স চাইলে যে কোন বয়সের মানুষ করতে পারে। তবে বর্তমান প্রেক্ষাপটে বেশির ভাগ যুবকেরাই ফরেক্সের সাথে নিয়োজিত। কারন যুবক ছাড়া বাকিদের ফরেক্স সম্পর্কে ভালো একটা ধারণা নাই। তাই যুবকদের পাশাপাশি যে কোন বয়সের লোক যদি ফরেক্স ভালোভাবে বুঝে শুরু করতে পারে তাহলে আমাদের দেশে ফরেক্স ট্রেডারের সংখ্যা দিন দিন বেড়ে যাবে। সেই সাথে আমাদের দেশের বৈদেশিক মুদ্রা আয়ের পরিমান বেড়ে যাবে।
-
ফরেক্স মার্কেটে যেকোন শ্রেনীর মানুষই এই ব্যবসা করতে পারে।এই ব্যবসা করতে হলে বেশি একটা জ্ঞানের প্রয়োজন হয় না ।।যদি আপনি কম্পিউটার আর অনলাইন জ্ঞান থাকে।তবে ফরেক্স মার্কেট থেকে সাফলতা পেতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে।
-
আমি সম্মত না এই বাপারে যে ফরেক্স শুধু মাত্র যুবকদের জন্য, ফরেক্স ওপেন বাবসা, যা কিনা সবাই করতা পারে এবং কি ঘরে বসে করা যায়। আই লাভ ফরেক্স।