-
"ফরেক্স বিজনেসে এসে আমি নিজেকে বদলে নিয়েছি অনেক আমি ফরেক্সকে সত্যি অনেক ভালবাসি।আমি আগে যখন অন্য কাজ করতা মোন্টা খারাপ থাকতো আর এখন ফরেক্সে এসে আমার খুব ভালো লাগছে নিজেকে।তাই আমি ফরেক্স বিজনেস করি.......ফরেক্স কতটা ভালোবাসি সেটা বলতে পারবো না তবে সত্যি আমি মন থেকে ফরেক্সকে অনেক শ্রদ্ধা করি।কারন এটা আমার পেশা এবং আমি এটা থেকে প্রতিমাসে খুব ভালো আয় করে থাকি।"
-
ফরেক্স মার্কেটকে আমি অনেক ভাল বাসি ফরেক্স মার্কেটে ট্রেড করতে আমি ভালবাসি ফরেক্স মার্কেট আমার অনেক বেশি ভাল লাগে কারন ফরেক্স একটি ভাল ব্যবসা এই করতে করতে পেরে নিজের লাছে খুভ ভাল লাগে।
-
ফরেক্সকে আমি খুব ভালবাসি। আসলে ফরেক্স ফোরাম করতে আমার খুব ভাল লাগে।তাই আমি মনে করি এখানে ১০০ ডলার কম ডলার না এটা দিয়ে আপনি ভাল করেই ফরেক্স করতে পারবেন যদি আপনার ফরেক্স সম্পর্কে ভাল করে অবিজ্ঞতা ও জ্ঞান থেকে থাকে । ১০০ ডলার কে আপনি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করলে এক মাসে ১০ থেকে ২০ ডলার আয় করতে পারবেন ।
-
যদিও ফরেক্স একটি রিস্কি ব্যবসা তারপরও ভালো লাগে ফরেক্স করতে। অন্যান্য ফ্রিল্যান্সিং পেশায় ও অনেক বেগ পোহাতে হয়। ক্লায়েন্টদের সাথে যোগাযোগ রাখতে হয়। কিন্তু এখানে নিজের স্বাধীনমত ট্রেড করা যায়। ক্লায়েন্ট এর ঝামেলা এখানে নেই।
-
ভাই যেহেতু প্রায় অনেকদিন ধরে আমি এই ব্যবসার সাথে জড়িত সেহেতু এই ব্যবসার প্রতি আমার আন্তরিকতা অনেক বেশি। কারন এখানে প্রচুর সম্ভাবনা রয়েছে আর রয়েছে সুবিশাল একটা সুযোগ নিজের অবস্থার পরিবর্তনের মাধ্যমে নিজেকে সমাজ ও পরিবারের কাছে প্রতিষ্ঠিত করা ও কাঙ্খিতভাবে তুলে ধরা। তাই আমাদের সকলের উচিত হবে অত্যন্ত যত্ন সহকারে এবং ধৈর্য সহকারে এটাকে মনে প্রাণে কার্যকর করা।
-
আমি মনে করি ফরেক্স বর্তমান পৃথিবীতে একটি সম্মানজনক ব্যবসা, যেখানে কারো কাছে কোন জবাবদিহিতা থাকেনা। এখানে শিখতে কারো হাতে পায়ে ধরতে হয়না। এ ব্যবসায় কারো তয়াক্কা করতে হয়না। তবে এটুকু বলতে পারি একজন শিক্ষিত ও ভালো আইটি দক্ষতা ব্যক্তি হিসেবে ফরেক্স আমার অনেক ভালবাসার ব্যবসা।
-
ব্যক্তিগতভাবে আমি আমি অনেক দিন ধরে ফরেক্স করে আসছি যার কারনে আমি মনে করি ফরেক্স আর আমার মধ্যে এখন একটি ভাল সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে আমি যেখানেই যাই না কেন যে কোন কাজেই থাকি না কেন আমার সব সময় ফরেক্স মার্কেট এর গতি বিধি এর ইপর লক্ষ্য রাখতে হয় আসলে আমি আমার নিজের অজান্তেই ফরেক্স কে নিজের সব থেকে প্রফিটেবল বেবসা হিসাবে ভালবাসি ।
-
ভালোবাসা ঠিক না এটা একটা পেশা হিসেবে নেওয়াই ভালো। তবে যে কাজ করবেন সেটাতে যদি ভালোবাসা থাকে তাহলে তো কথাই নেই। আমাদের দেশে কজন পারে নিজের পছন্দের কাজ করতে? দেখা যায় বাংলায় বা পদার্থ রসায়ণে পড়াশুনা করে ব্যাংকে চাকরি করছে। আবার অনেকে মানবিক বিভাগের হয়ে হয়ে যাচ্ছে এসিস্টেন্ড ইঞ্জিনিয়ার। আসলে আমাদের দেশে জীবনের লক্ষ্য বলতে কিছু নেই। লক্ষ্য একটাই টাকা উপার্জন। অনেকেই হালাল পথে করে আবার অনেকে হারাম পথে।
-
ফরেক্ আমি অনেকটাই ভালোবাসি করন ফরেক্স থেকে আমি মনে করি আমি অনেক কিছু করতে পারবো তাই আমি ফরেক্স থেকে অনেক কিছু আশা করতে পারি । আর আমি ইতিমধোই ফরেক্স তেকে প্রফিট করছি আর এই জন্য তার প্রতি আমার ভালোবাসা অনেক আর একটি কথা ফরেক্স এ আয় করা বৈধ। তাই আমি ফরেক্স এর প্রতি বেশি সময় দিয়ে থাকি ।
-
আমরা জানি ফরেক্স ট্রেড আমার নিয়মিত পেশা৷ভালোবাসি কী না বা কত টা ভালোবাসি তা ঠিক বুঝিনা৷তবে সারাবছর ধরে এই মার্কেটেই কাজ করি আন্তরিকতার সাথে৷ফরেক্সের ক খ গ শিখেছি বেশ কিছু দেশী বিদেশী ফোরাম থেকে৷আমেরিকান ফরেক্স ক্যাম্পিং ফোরামের আমি অধম টপ সাজেস্টার আছি৷আর আমাদের দেশীয় কয়েকটা ফোরাম থেকে বাংলা ভাষার কারনেই খুব সহজেই ভালো ভাবে লেখা পড়া ও প্র্যাকটিস করে করে শিখেছি৷অবশ্যই নিজে খেটে কষ্ট করে শিখেছি৷আমি কোনো অভিজ্ঞ ফরেক্স বন্দ্বু আমার আশেপাশে এখোনোও কাউকে পাইনি যিনি এক লাইন নতুন কিছু শিখাবে৷তবে আমাদের এই ফোরামে অনেক অনেক ভালো মানের লেখক লক্ষ্য করলাম৷তাদের লেখা থেকে যথেষ্ঠ শেখার সুযোগ রয়েছে৷এখানে আমিও শিখছি ও আশা করছি নিয়মিত আমিও লিখবো যা অতীতে শিখেছি৷