-
ফরেক্স মার্কেটের নিউজ জানার জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইট এর শরণাপন্ন হতে পারি । fxstreet.com,,,
forexnews.com,,,, forexfactory.com ও Googl.com এর মতো অনেক ওয়েব সাইট আমাদের ফরেক্স মার্কেটের নিউজ সম্পর্কে ভালো ধারণা দিতে পারে এবং ভিডিও মাধ্যমে আমাদের অনেক সাহায্য করতে পারে,,,,, ধন্যবাদ
-
আপনি ইন্টারনেট এ অনেক ওয়েব সাইট আছে সেখান থেকে ফরেক্স এর নিউজ জানতে আপনি জানতে পারবেন । তার মধ্যে আপনি এফ এক্স স্ট্রিট এবং ফরেক্স ফ্যাক্টরি থেকে নিউজ সংগ্রহ করতে পারেন । এই সাইট থেকে আপনি ফরেক্স মার্কেট এর অনেক ভালো নিউজ জানতে পারবেন । এখানে আপনি কোন কোন সময় নিউজ প্রকাশ করা হবে তা জানতে পারবেন ।
-
ফরেক্স নিউজ অনেক সাইট থেকে জানা যায় কিন্তু সবথেকে ভালো ফরেক্স নিউজ পাওয়া যায় forexfactory.com ও investing.com
-
অনেকগুলো নিউজ পোর্টাল আছে, তবে সবচেয়ে বেশি ভালো পোর্টাল গুলোর মধ্যে ফরেক্স-ফ্যাক্টরি.কম, ইনভেস্টিং.কম এছাড়াও ইন্সটাফরেক্স এর নিজস্ব নিউজ পোর্টাল আছে সেগুলো ব্যবহার করতে পারেন। তবে ফরেক্স এর ক্ষেত্রে নিউজ নিয়ে বেশি লাফালাফি না করে মার্কেট নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে অ্যানালাইসিস করা ভালো। এতে মার্কেট কে জানতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে ফরেক্স সম্পর্কে নিউজ কোথার থেকে পাবো এই টা জানা আমাদের খুব জরুরী।কারন দিনে দিনে ফরেক্স মার্কেট উঠানামা করে তাই ভাল নিউজ কোথায় পাওয়া যায় আমাদের সকলের জানতে হবে।আমি একটা সাইড জানি সেই সাইডের নাম www.babypips.com তবে আজ আরো অনেকেই কমেন্ট করেছি আমি সেই খুজে জাস্টিফাই করে দেখবো আসলেই ফরেক্স মার্কেটের জন্য এই সব সাইড গুলোর নিউজ কতটা গুরুত্বপূর্ণ।
-
ফরেক্স মার্কেটে নিউজ অত্যন্ত জরুরী কেননা নিউজের মাধ্মে মার্কেট উঠানামা বেশি করে ।তাই ফরেক্স ট্রেড করার জন্য নিউজ জানা খুব জরুরি । ফরেক্স নিউজ জানার জন্য আমরা অনলাইনে বিভিন্ন ওয়েব সাইটের সহযোগিতা নিতে পারি যেমন www.forxfactory.com, www.fxstreet.com , ইত্যাদি।
-
ফরেক্স নিউস জানার জন্য অনেক গুলো ওয়েব সাইট রয়েসে আমরা ওই ওয়েব সাইট গুলো থেকে নিউস সংগ্রহ করতে পারি এফ এক্স স্ট্রিট এবং ফরেক্স ফাক্তরী অন্বেক ভালো ওয়েব সাইট নিউস সংগ্রহের জন্য এবং ওই ওয়েব সাইট গুলো থেকে আমরা কারেন্সির ভিবিন্ন গুরুত্বপূর্ণ মুব মেন্ট সম্পর্কে ধারণা পেতে পারি এবং বিভিন্ন দক্ষ ট্রেদার দের এনালাইসিস সম্পর্কেও ধারণা পেতে পারি যা কিনা আমাদের ট্রেড এর জন্য অনেক বেশি সহায়ক হবে
-
আমরা যদি সত্যিই এই ফরেক্স ব্যবসায় দীর্ঘকাল বেঁচে থাকতে চাই তবে শৃঙ্খলা আবশ্যক। আমরা যদি কোনও বাণিজ্যে যাওয়ার আগে আমরা ইতিমধ্যে নির্ধারিত কোনও কিছু মেনে চলতে না পারি তবে আমরা আসলে আমাদের নিজের জন্য যে কোনও সময় ব্যর্থ হতে পারি। আমরা ভাগ্যবান হতে পারি তবে আমরা কখনই ভাগ্যের উপর নির্ভর করতে পারি না কারণ আমরা জানি না আমরা কখন ভাগ্যের বাইরে থাকব।
-
আপনি ফরেক্স ফ্যাক্টরি থেকে ফরেক্স নিউজ পাবেন যদি আপনি এর মধ্যে কাজ করেন, তাহলে আপনাকে ফরেক্স ফ্যাক্টরিতে গিয়ে দেখতে হবে কোন মুদ্রায় এবং কী কী খবর রয়েছে ভালোবেসে । আপনি জ্ঞান প্রয়োজন খুব সিরিয়াসলি থেকে মুনাফা
-
ফরেক্স ব্যবসায় নিউজের গুরত্ত অনেক বেশি । আর এই নিউজ জানার অনেক উপায় আছে । তবে আমি মনে করি সবচেয়ে ভাল উপায় হল আপনি গুগোলে সার্চ দিন । এটা হবে সবচেয়ে ভাল । তার পরও আমার জানা কিছু নিউজ সাইটের কথা বলতেছি যেগুলো থেকে ভাল ভাল নিউজ পাবেন । forexnews.com , forexfactory.com ,fxstreet.com , CNBC.com ইত্যাদি