ফরেক সবাই আসে বেশী লাভের আশায় তবে আমি বেশী বেশী লাভ করার চােইতে অল্প করে লাভবান থাকতে চাই চাহিদা অনেক তবে তা সীমিত ।
Printable View
ফরেক সবাই আসে বেশী লাভের আশায় তবে আমি বেশী বেশী লাভ করার চােইতে অল্প করে লাভবান থাকতে চাই চাহিদা অনেক তবে তা সীমিত ।
আসলে আমরা যারা ফরেক্সে এ কাজ করে থাকি তারা উপার্জন করার লক্ষ্য নিয়ে কাজ করি। তো আমি যেহেতু ফরেক্সে এ কাজ করি। তো আমর ইসছা আমি পতিদিন ৪-৫ ডলার ইন কাম করতে চাই। আসা করি আমি ভাল করে কাজ করলে আমর আসা পূরন করতে পারবো।
ফরেক্স বিজ্ঞাপনে এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদের ফরেক্স থেকে নগদ সংগ্রহ করে নেওয়া দরকার by আমার অনুরূপভাবে ফরেক্স ব্যবসা করেও হওয়া দরকার এবং আমার মনে হয় যে ইভেন্টটি আমার করা উচিত, আমার ফরেক্স শিখতে হবে। সুতরাং আমার প্রথমে বিনিময় করা উচিত। আমরা অনেক ক্ষতি করতে পারি। বিনিময়ের মাধ্যমে আমাদের নগদ অর্জন করতে হবে এমন পরিস্থিতিতে, আমাদের নির্দেশনা, তথ্য, দক্ষতা এবং অভিজ্ঞতা এবং আমাদের যে সুযোগটি আমরা লাফিয়ে উঠতে পারি তা পাওয়া দরকার, আমি ফরেক্স থেকে নগদ অর্জন করতে চাই।
আমি চাই ফরেক্স মার্কেট থেকে সব সময় ভাল করে জ্ঞান অর্জন করতে। এবং মার্কেট থেকে ভাল টাকা আয় করতে। আমি চাই সব সময় ফরেক্স মার্কেট থেকে যাতে বেশী করে লাভ করতে পারি। ফরেক্স নিয়ে আমার অনেক সপ্ন আছে আমি চাই আমার সকল সপ্ন কে ফরেক্স এর মাধ্যমে বাস্তব করতে । তবে এই মার্কেট এ টিকে থাকাটাও একটা চ্যালেঞ্জ এর ব্যপার। আগে একাউন্ট টিকিয়ে রাখতে পারলে অবশ্যই মার্কেট থেকে প্রফিট করা সম্ভব।
আসলে ফরেক্স থেকে প্রত্যেকটা ট্রেডারই চায় ভাল প্রফিট করতে। কিন্তু কয়জন সেটা করতে পারে। বেশিরভাগ নতুন ট্রেডাররা মার্কেট থেকে ঝরে পড়ে যায়। এই মার্কেট এ টিকে থাকাটাও একটা চ্যালেঞ্জ এর ব্যপার। আগে একাউন্ট টিকিয়ে রাখতে পারলে অবশ্যই মার্কেট থেকে প্রফিট করা সম্ভব। আমি চাই সব সময় ফরেক্স মার্কেট থেকে যাতে বেশী করে লাভ করতে পারি। ফরেক্স নিয়ে আমার অনেক সপ্ন আছে আমি চাই আমার সকল সপ্ন কে ফরেক্স এর মাধ্যমে বাস্তব করতে ।
এই ব্যবসা থেকে যে পরিমান মুনাফা উপার্জন করা যাবে যা অন্য কোন ব্যবসায় এই পরিমান মুনাফা উপার্জন করা অনেক কঠিন । তাই আমি ফরেক্স ব্যবসা ভালো করে শিখে আমি আমার পেশা হিসেবে নিতে চাই । ফরেক্স ব্যবসায় সফলতা অর্জন করতে হলে ভালো দক্ষতা অর্জন করতে হবে । আমি ফরেক্সকে পেশা হিসেবে নিতে চাই। তাই আমি ফরেক্স থেকে খুব বেশি আশা করি। আমার মনে হয় আমার সঠিক জ্ঞান অর্জন এবং দক্ষতা তৈরী হলে ফরেক্স আমাকে আমার আশানুরূপ আয় দেবে। আর ফরেক্স বিজনেস আমি ভালভাবে শিখতে চাই ।
অবশ্যই ফরেক্স থেকে উপার্জন করতে চাই। ফরেক্স থেকে আমি দৈনিক ১০ থেকে ১৫ ডলার আয় করতে চাই।প্রতিদিন যদি ১০ ডলার ও আায় করতে পারি তাহলে প্রতি মাসে প্রয় ২০০ থেকে ২২০ ডলার আয় করতে পারবো।ধীরে ধীরে যাখন আমি ফরেক্সে অনেক দক্ষ ও অভিজ্ঞ হবো তখন আয়ের পরিমান ভারবে।
ফরেক্স বাজারে অনেকেই আছেন যারা ফরেক্স থেকে আয় করে নিজের জীবন গরতে চান।আমি ও চাই ফরেক্স বিজনেস করে নিজেকে গরতে আর আমি মনে করি নিজেকে গরতে হলে আমাকে ফরেক্স শিখতে হবে।তাই আগে ট্রেডিং করতে হবে।কারন ফরেক্স থেকে জ্ঞ্যান অর্জন না করে আমি ফরেক্স ট্রেড করলে অনেক ক্ষতি করতে পারি।আমার মনে হয় আমার সঠিক জ্ঞান অর্জন এবং দক্ষতা তৈরী হলে ফরেক্স আমাকে আমার আশানুরূপ আয় দেবে। আর ফরেক্স বিজনেস আমি ভালভাবে শিখতে চাই, যার দরুণ ফরেক্সের মাধ্যমে আমি আমার জীবনের মোড় ঘুরাতে সম্ভব করতে পারি।
ফরেক্সে কাজ করে কতটুকু উপার্জন করা সম্ভব সেটা হলো দক্ষতা আর ইনভেস্টের উপর ডিপেন্ড করবে। আমি যেমন ইনভেস্ট করবো ফরেক্স থেকে আমার আয়টাও তেমন হবে। আপাদত আমার ইনভো্ট খুবই কম ১৫০ ডলার তাছারা আমি খুব বেশি দক্ষও নই তাই আমার ইচ্ছা আছে আপাদত ১০০ ডলার আয় করার প্রতি মাসে দেখি সেটা পুরন করতে পারি কিনা।
ফরেক্সে কাজ করে জীবিকা নির্বাহ করা অনেকটা শক্ত কাজ বটে। তবে অন্য সকল কাজের পাশাপাশি ফরেক্স বাড়তি চাহিদা পূরণ করতে সক্ষম। তাছাড়া এই কাজ করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না। খুব সহজে অন্য কাজের ফাঁকে ফরেক্স করা যায়। তাই ফরেক্সকে ভবিষ্যতে আমি আমার অন্য পেশার পাশাপাশি সহায়ক পেশা হিসেবে বেছে নিতে চাই।