ফরেক্স মার্কেটে পেশাদার ও সফল ট্রেডার রূপে প্রতিষ্ঠিত হতে চাইলে অবশ্যই প্রথমে সবকিছু শিখতে হবে৷দীর্ঘসময় দিয়ে খুব ধীরে ধীরে ফরেক্স ট্রেডের খুঁটিনাটি সহ কৌশলগুলি আয়ত্ব করতে হবে৷প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজী নিশ্চিত হতে হবে৷দীর্ঘদিন ডেমো প্র্যাকটিস করে অভিজ্ঞতা অর্জন করতে হবে৷আর এগুলো শিখতে চাইলে এখনই ফোরামে নিয়মিত পড়াশুনা করা উচিৎ৷