ফরেক্সে কাজ শুরু করার আগে যেটা মূল বিষয় তা হল আগে ফরেক্স কি তাই জানুন। ফরেক্সের কিছু বিষয়ে বই পড়ে , ভিডিও দেখে জ্ঞান অর্জন করুন । যদি কোন প্রতিস্টান পান যারা ফরেক্স শেখাই তাদের কাছে যেতে পারেন । সেখান থেকে ফরেক্সের বিভিন্ন কৌশল জানতে পারবেন। আর যদি তেমন সুবিধা না থাকে তাহলে যারা ফরেক্সে ট্রেড করে সফল এমন কার কাছ থেকে নির্দেশনা নিয়ে সেইমত কাজ করুন । আপনি যদি একটু মেধাবি হন তাহলে ভিডিও টিউটোরিয়াল দেখেই শিখতে পারবেন। কাজ শিখে তারপর কাজ করুন ।