-
ফরেক্স মার্কেট এ কম বেশী সকলেই লস করে থাকে আমি মনে করি এই মার্কেট থেকে আমাদের কে প্রথম দিকে শিখার ক্ষেত্রে কম বেশী লস হয়ে থাকে তাই আমাদের কে সব সময় মনে রাখতে হবে বেশী করে ডেমো একাউন্ট এর মাধ্যমে প্রাকটিস করলে আমরা আমাদের লস থেকে হয়ত কিছুটা নিরাপদ ভাবে থাকতে পারি ।
-
আমি ফরেক্স লস করেছি । আমি যখন নতুন তখন ফরেক্স এ না জেনে বেশি বেশি ট্রেড করে অনেক লস করেছি । পরে আমি বুঝতে পারলাম যে আমাকে আগে ফরেক্স বিষয়ে জানতে হবে । তাই আমি এখন একটু সময় নিয়ে ফরেক্স বিষয়ে জানার চেস্টা করতেছি । আমি মনে করি আপনে যদি ফরেক্স সম্পর্কে ভাল না জানেন তাহলে আপনে লস এ পরবেন ।
-
অবশ্যই আমি ফরেক্স মার্কেটে প্রথম অবস্থায় বড় ধরনের লস করেছিলাম। তবে লস করার পর আমি কিছু দিন ট্রেড বন্ধ করে রেখেছিলাম তারপর নিয়মিত কিছু দিন ডেমো ট্রেডে অংশগ্রহণ করি। আর ডেমো ট্রেডের মাধ্যমে লসের কারণগুলো সংশোধন করার চেষ্টা করছি যে কি কারণে আমার লস হয়েছিল এবং আমি চেষ্টা করেছিলাম কিভাবে আমার লসগুলো পরবর্তীতে আর না হয় সেই বিষয়গুলো জানার চেষ্টা করেছিলাম। এভাবে ধীরে ধীরে আমার দক্ষতাগুলো বৃদ্ধি করতে থাকি এরপর পরবর্তীতে আবার পুনরায় রিয়েল ট্রেডে গিয়ে ট্রেডিং শুরু করি।
-
ফরেক্স বিজনেসে আমি অনেক লস করেছি আবার লাভ ও করেছি।আর আমার লাভের চাইতে লস অনেক কম।তাই আমি মনে করি ফরেক্স বিজনেসে যে পরিশ্রম জ্ঞ্যান অভিজ্ঞতা কৌশল ছারা লাভ করতে চাইবে সে লাভ করতে পারবে না।সে অনেক ক্ষতি করে ফেলবে তার নিজের মূলদন।তাই আমি মনে করি ফরেক্স বিজনেস করতে হলে আমাদের ভালো করে ডেমোতে ট্রেডিং করে তার পর রিয়েলে ট্রেড করলে আমরা লাভ করতে পারবো বলে আমি মনে করি।
-
হ্যাঁ আমি ফরেক্স এ প্রথম প্রথম বেশি লট এ ট্রেড করতাম । না জেনে বেশি বেশি ট্রেড করে আমি লস এ পরি । আমি বলব যে আপনে ফরেক্স এ ট্রেড করার আগে ফরেক্স বিষয়ে ভাল করে জানেন তাহলে আপনে বুঝতে পারবেন কোন সময় ট্রেড করতে হবে ফরেক্স এ । তাই আপনাকে ভাল করে ফরেক্স বিষয়ে জানতে হবে । তবে যদি লস কম হই ।
-
ফরেক্স মার্কেট এ লস করে নি এমন লোক হয়ত অনেক কম রয়েছে তাই আমি মনে করি ফরেক্স করার জন্য আমাদের কে সব সময় ভাল করে এই মার্কেট থেকে বেশী করে অবিজ্ঞতা অরজন করতে হবে কারন অবিজ্ঞতা ছাড়া আমরা কেউ এই মারকেট থেকে কোন লাভ করতে পারব না ।
-
ভাই, আমি যে কতটাকা লস করেছি তার কোন হিসাবও রাখিনি। ডিপোজিট করি আর লস হয়। প্রথমে ভেবে থাকি যে, এইবার ব্যালেন্স শেষ করবনা কিন্তু হয় উল্টোটা। একটু বড় লটে ট্রেড করিতো তাই এমন হয়।আর তাই তো ফরেক্স ফোরাম থেকে শিখতে এসেছি এবং কিছু বোনাস টাকাও দিচ্ছে কিন্তু আমি এমনই হতভাগা যে, আমি যেদিকেই ট্রেড করি ফরেক্স মার্কেট শুধু তার উল্টো দিকেই যায়। অর্থাৎ ফরেক্স আমাকে চিনে ফেলেছে আর তাই আমি ট্রেড করলেই মার্কেট উল্টেদিকে ঘুরে যায়।
-
ফরেক্স একটি ব্যবসা এখানে লাভ লস দুটোই আছে আর ফরেক্স মার্কেটে লস করেনি এমন কোন ট্রেডার নেই আর হ্যাঁ আমি ফরেক্স মার্কেটে লস করেছি আমি জানি এ ব্যবসায়ে লাভ লস দুটোই আছে ফরেক্স মার্কেটে আমরা খুব ভালো করে জ্ঞান অর্জন করতে পারলে এখান থেকে আবার লাভ ওঁ করতে পারব
-
হ্য ভাই আমিও অনেকবার লস করেছি, ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যাবসায় আর ব্যবসায়ে লাভ লস দুটোই থাকবে তবে আমরা যদি সঠিক নিয়ম মেনে ট্রড করলে লসের সম্মুখীন হতে হয় না। তবে আমার মতে লস না করলে অনেক বিষয় গিলো কখনোই আপনার এনালাইসিস এ আসবে না।সেগুলো সম্পর্কে জানা যায়। সঠিক পথ পা ওয়া যায়।তাই বলে এগুলো জানার জন্য লস করব তা না তবে লস হলে সেখান থেকে আপনার ভুলগুলি শুধরে নিতে হবে।
-
ব্যবসায় লস না হয় লাভ থাকবেই। সুবিধে লস হবে তাই নয়। বস হতে পারে লাভ হতে পারে। ইন্সটাফরেক্স এটা কিছু নির্দিষ্ট বিষয়ের উপর নির্ভর করে। মার্কেট আপডাউন লেখচিত্র লড এর সময় ইত্যাদি। যেখানে সুবিধা অনেক রয়েছে সামান্য অসুবিধা থাকলে সমস্যা হওয়ার কথা নয়। তবে লসের লাভের সম্ভাবনা বেশি হয়।