ফরেক্স এ লস করার অনেক কারন আছে। তা হল:
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) ধৈয্য না ধরে কাজ করা
৪) মার্কেট এনালাইসিস না করে থাকা
৫) মানি ম্যানেকমেন্ট না করা
ইত্যাদি সাধারন কারনে এই লস গুলো করে থাকে।
Printable View
ফরেক্স এ লস করার অনেক কারন আছে। তা হল:
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) ধৈয্য না ধরে কাজ করা
৪) মার্কেট এনালাইসিস না করে থাকা
৫) মানি ম্যানেকমেন্ট না করা
ইত্যাদি সাধারন কারনে এই লস গুলো করে থাকে।
ফরেক্স মার্কেট একজন ট্রেডার বিভিন্ন কারণে লস করে থাকে। তবে তার মধ্যে অন্যতম এবং উল্লেখযোগ্য কারণ হলো লোভকে নিয়ন্ত্রন করতে না পারা এবং ধৈর্য ধারণ করতে না পারা। অর্থাৎ যখন কোন একজন ট্রেডার লোভের দ্বারা প্রভাবিত হয়ে কোন ট্রেড ওপেন করে থাকে ঠিক তখনই তাদের লস হয়ে থাকে। আরে লস করার পরে অনেক বেশি ইমোশনাল হয়ে ধৈর্য ধারণ না করে দ্রুতই লস রিকভার করার জন্য পুনরায় ট্রেড ওপেন করে থাকে।আর ধৈর্য ধারণ ও সঠিকভাবে মার্কেট এনালাইসিস না করে ট্রেড ওপেন করার জন্য আবারো লসের সম্মুখীন হয়।তাই ফরেক্স মার্কেটে লস কে এড়িয়ে চলতে হলে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করার পাশাপাশি লোভকে নিয়ন্ত্রণ করতে হবে। আশা করা যায় তাহলে আমরা অবশ্যই ফরেক্স মার্কেট থেকে লাভবান হতে পারব।
লস করার অনেক কারন থাকতে পারে তার মধ্যে হলো না বুঝে ফরেক্স করা বেশি লোভ করা এর ফলে অতি তারাতারি ডলার কামানোর জন্য ব্যাস্ত হয়ে অনেক বেশি লোভ করে ফেলে ফলে তারা লস করে ফেলে লোভ ভালো অতি লোভ করা ঠিক না এতে বিপদ হয় যা লসে পরিনত করে ৷
ফরেক্স এ লস করার পিছনে অনেক কারন আছে। আমি দুই একটা কারন বলতেছি। প্রথমেই আপনার অভিজ্ঞতার অভার। একই পেয়ারের ট্রেড একের অধিক ওপেন করা। লোভে পরে ট্রেড ওপেন করা । মানি ম্যানেজম্যান্ট না মেনে ট্রেড ওপেন করা। একই সাথে একই পেয়ারের বাই সেল দুইটাই ট্রেড ওপেন করা। স্টপ লস ও টেক প্রফিট না দেওয়া । নিউজ ঠিকমত না বুজেই নিউজ ট্রেড করা। আপনার চলতি লাভজনক ট্রেড নিউজ এর আগে বন্দ না করা ইত্যাদি।
অভিজ্ঞ হলে লসটা অনেকাংশে কমে যায়। কিন্তু অভিজ্ঞ না হলে কখনোই লস কমানো যায়। লস যাতে কম হয় সেই ভাবে সকল ট্রেডারদের ট্রেড করা উচিত। লস হলে সেই লস কেন হলো সেই দিক খুজে বের করতে হবে। কেন আমার ট্রেডটি লস হলো। সেই ভুলটি যেন আবার না ঘটে।
ফরেক্সে লাভ করার অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে সবথেকে বড় কারণ হচ্ছে মানি ম্যানেজমেন্ট রক্ষা না করা . লোভ সংবরণ না করা ফরেক্স সম্পর্কে সঠিক ধারণা না থাকা উপরের উল্লেখিত সঠিক বিষয়গুলো যদি ভালোভাবে বুঝে পড়ে করা যায় তাহলে লস থেকে মুক্তি পাওয়া সম্ভব.
ফরেক্সে আমরা লস করি কেনো।আমি মনে করি বেশী লোভের কারনে ফরেক্স বিজনেসে লস করছি।আমি এক সময় লাভ করলে আবার বসে থাকতাম লাভ করতে তাই আমার অনেক লস হতো।কিন্তু আমি ইমোশনাল হতাম না।আবার চেস্টা করতা কি করে লস কাভার করা যায়।তাই আমি বলবো আমাদের অভিজ্ঞতা জ্ঞ্যান কোশল আর পরিশ্রম করে আয় করবো।লোভে পরে আয় করা যায় না ক্ষতি ছারা লোভ কিছু দিতে পারবে না*।
লস করার কিছু সাধারন কারন হলো :
* সঠিক সময় ট্রেড না করা
* অতিরিক্ত ট্রেড করা
* ওবার ভলিউম
* মানিম্যানেজমেন্ট না মানা
* ইমোশনালি দুর্বল
* অতিরিক্ত এনালাইসিস
হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমরা ফরেক্স ট্রেডিংকে যত বেশি সময় দেব, তত বেশি লাভ আমরা পাব। এটি আমাদের নিজের উপর নির্ভর করে যে আমরা এটিকে কতটা সময় দেই এবং এখান থেকে আমরা কত লাভ করি। একটি ভাল মুনাফা পেতে, আমাদের অবশ্যই এটিতে নিয়মিত একটি ফরেক্স ট্রেডিং কাজ করতে হবে এবং ডেমো অ্যাকাউন্টে নিয়মিত অনুচ্ছেদ চালিয়ে যেতে হবে।
যারা লস করে তাদের এক মাত্র কারন হচ্ছে তারা ফরেক্স সর্ম্পকে এখনো জানেনা বা তাদের জানার কোন ভুল থাকেতে পারে তাই তার ফরেক্স এ লস খেয়ে থাকে । আর কেউ আছে ফরেক্স এ লাভ বেশি এেইটা জেনেই ফরেক্স এ ইনভপ্ট হয় এবং হয়েই সে লস করে থাক আবর কেউ কেউ লোভ করার জন্য ফরেক্স এ লভ করে থাকে তাই যারা এই সব ভুল সংসোধন করে ফরেক্স শিখবে তারাই লস করবে না ।