লস এর পর আর কি করা যাবে লসটাকে স্বাভাবিক ভাবে মেনে নেয়ার চেষ্টা করি । এবং নিজেকে সংশোধন করি । কি কি ভুল ছিল তা লিখে রাখি । এ মাসে এখন পযর্ন্ত কোন লস্ নেই আলহামদুল্লিলাহ । একাউন্টের ৫০ ভাগ লাভ রয়েছে ।
Printable View
লস এর পর আর কি করা যাবে লসটাকে স্বাভাবিক ভাবে মেনে নেয়ার চেষ্টা করি । এবং নিজেকে সংশোধন করি । কি কি ভুল ছিল তা লিখে রাখি । এ মাসে এখন পযর্ন্ত কোন লস্ নেই আলহামদুল্লিলাহ । একাউন্টের ৫০ ভাগ লাভ রয়েছে ।
আমি যদি একটা ট্রেডে লস করি তাহলে পররে ট্রেডে ভালো করে এনালাইসিস করে এবং ভললিউম/লট বাড়িয়ে ট্রেড করি প্রফিট হলে লস টা অটো রিকভার হয়ে যায় প্লাস প্রফিট
ফরেক্সে লস করার পর আমি আবার ভালোভাবে ট্রেড করার চেষ্টা করি।এজন্য যখনই লস করি তারপরর ট্রেডে প্রফিট করার জন্য এবং লস রিকভারের জন্য সঠিক এন্ট্রি খুজি।যদি সঠিক এন্ট্রি পায় তবে ট্রেড নিয়ে থাকি।এভাবে মাঝেমাঝে লস দ্রুতই রিকভারের চেষ্টা করতে গিয়ে ওভারট্রেডিং করে বড় ধরনের লস করে ফেলি।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেল কেউ বলতে পারবে না যে সে লস করে না সবাই কম বেশি লস করে থাকে। আর আমি যখন লস করি তখন আমি চুপচাপ বসে দেখি কখন লাভের মুখ দেখব। আর লাভ আসবে। আর লস যদি বেশি হয়ে যায় তবে আমি সরাসরি ট্রেড বন্দ করে দেই যাতে লস কম হয়।
লস হলে আমি আমার ভুল খুজ বের করি। কি কারনে আমার লস হল। কারন যদি না খুজে পাই তাহলে আমি কিভাবে ট্রেড দক্ষতা বারাবো। ফরেক্স এ একটি জিনিস বারবার পুনরাবৃত্তি করতে হয়। একই ঘটনা বারবার হছে মার্কেট এ। কিন্তু আমরা যদি এনালাইসিস করি তাহলেই সেগুলো ধরতে পারবো।
আমার যখন লস হয় তখন আমি কিছুসময় নিরবে থাকার চেষ্টা করি। মাথা ঠাণ্ডা হবার পর পুনরায় মার্কেট এনালাইসিস করি। ভালমতো বুঝার পর আমি ট্রেডিং করার চেষ্টা করি। লাভ আর লস নিয়েই মানুষের জীবন। শুধু লাভই হবে এমন ত কোন কথা নেই।
আমার যখন লস হয় তখন আমি কিছুসময় নিরবে থাকার চেষ্টা করি। মাথা ঠাণ্ডা হবার পর পুনরায় মার্কেট এনালাইসিস করি। ভালমতো বুঝার পর আমি ট্রেডিং করার চেষ্টা করি। লাভ আর লস নিয়েই মানুষের জীবন। শুধু লাভই হবে এমন ত কোন কথা নেই।
মানুষের জীবনে লাভ আর লস দুটাই আছে। সাভাবিক ভাবে লাভ হলে আমরা খুশি হই। আর লস হলে দুখ পাই। লস এর পর আমি ধৈর্জ না হারিয়ে কিছুসময় নিরবে থাকার চেষ্টা করি। মাথা ঠান্ডা হলে এরপর ভালভাবে এনালাইসিস করে তারপর ট্রেড করি।
ফরেক্স সম্পর্কে শিখার পর প্রথমে এক্সনেসে একাউন্টে করে লস করে জানতে পারলাম ফোরামে কাজ করে ফরেক্স সম্পর্কে ভাল করে ট্রেড করে শিখা যায়।অামার লস হবার পর নিজের কাছে অনেক খারাপ লাগে। ফরেক্স মার্কেটে রস করা ছাড়া ট্রেড সিখা যায় না।
বেবসায়ে লাভ লস থাকবেই এটাই স্বাভাবিক। তাই বলে লস হলে শুধু মন খারাপ করে বসে থাকলেই চলবে না। সেই লসটাকে বাদ দিয়ে কিভাবে লাভটাকে খুজে আনা যায় তারই চেষ্টা করতে হবে। নয়তো বেবসায়ে কখনই সফল হওয়া যাবে না।