ফরেক্স মাকেটে জানতে অনেক সময় লাগে আমি মনে করি ফরেক্স মাকেটে প্রতিদিন ফরেক্স মাকেট ৪ থেকে ৬ ঘন্টা সময় দিলে ভাল হবে আপনি ফরেক্স সম্পরকে জানতে পারবেন | আপনি যদি এ সময় দেন তবে আপনি এখাণ থেকে আপনার পরিশ্রম দিয়ে দক্ষতা অজন করতে পারবেন |
Printable View
ফরেক্স মাকেটে জানতে অনেক সময় লাগে আমি মনে করি ফরেক্স মাকেটে প্রতিদিন ফরেক্স মাকেট ৪ থেকে ৬ ঘন্টা সময় দিলে ভাল হবে আপনি ফরেক্স সম্পরকে জানতে পারবেন | আপনি যদি এ সময় দেন তবে আপনি এখাণ থেকে আপনার পরিশ্রম দিয়ে দক্ষতা অজন করতে পারবেন |
ভাই ফরেক্স মার্কেটে সময় দিয়ে পরিশ্রম করা ছাড়া বিকল্প কোন পথ নেই আমি মনে করি।আর আপনি কবে দক্ষ ট্রেডার হবেন তাও কেউ বলতে পারবে না।সবার উচিত ফরেক্স মার্কেট নিয়ে ভাল করে কঠোর নিষ্ঠার সাথে পরিশ্রম করলে একদিন ঠিকই সফল হতে পারবেন।
প্রতিদিন ফরেক্স কত সময় দেওয়া দরকার তা বলা মুসকিল। যেহেতু অনেকেই সহযোগী ইনকাম সোর্স হিসাবে ফরেক্স ব্যবহার করে তাই যে যার প্রয়োজন মত ফরেক্স মার্কেটে সময় দেয়। মূলত ফরেক্স মার্কেটে বেশি সময় দিতে হয়। আপনি যত বেশি সময় দিবেন তত বেশি আপনার অভিজ্ঞতা হবে।
ভাই ফরেক্স মার্কেটে যত বেশি সময় দেবেন তত আপনি শিখতে পারবেন।আমি ফরেক্সে নতুন তাই বাংলা ফোরামের সাহে সংযুক্ত আছি।সবার পোস্ট পড়ার চেস্টা করি যাতে ভাল করে ফরেক্স মার্কেট থেকে জ্ঞান লাভ করতে পারি।আর ২ ঘন্টা ধরে ডেমো একাউন্ট এ প্রাকটিস করি।
ভাই ফরেক্স থেকে আয় করা সহজ না ফরেক্স মাকেটে আমি প্রতিদিন সময় দিয় ৫ থেকে ৭ ঘন্টা তারপর ও আমি মনে করি ফরেক্স সম্পরকে আমি কিছু জানিনা অনেক কিছু জানার আছে | ফরেক্স কে জানতে হলে আমার মতে হয় ১ থেকে ৩ বছর লাগতে পারে | আপনি ফরেক্স মাকেটে ৫ থেকে ৭ ঘন্টা সময় দিতে পারেন |
ফরেক্সে কত সময় দিবেন এটা আপানার সময়ের উপর নির্ভর করে । এখানে আপনি যত সময় দিবেন আপনি তত অভিজ্ঞ হবেন আর আপনার অভিজ্ঞতা আপনাকে সফলতা এনদেবে। ফরেক্সে আমার যারা আছি তাদের প্রায় সবাই অন্য কোন প্রফেশন আছে নিজের প্রফেশনের বাহিরে যতটুকো সময় পা্ওয়া যায় তাই আপনি দিতে পারেন । বেকার যারা তারা বেশি সময় দিতে পারবে তাই তাদের অভিজ্ঞতা অর্জন অল্প সমযে হবে।
আপনি যদি ফরেক্সকে আপনা পেশা হিসাবে নিতে চান তাহলে আমার মতে আপনাকে প্রতি দিন কমপক্ষে ৮-১০ ঘন্ট সময় দেওয়া উচিত, কারণ একজন চাকুরি জীবী বা ব্যাবসায়ী তার উন্নতির জন্য এই রোকমই সময় দিয়ে থাকেন, তাই ট্রেডে ভাল করতে এই রকম সময় দেওয়া জরুরি। তা ছাড়া আপনি আপনার সুবিধা মত সময় ভাগ করে নিতে পারেন ।
আপনি যত বেশি ফরেক্স মার্কেটে সময় দিবেন আপনি তত ভাল ফরেক্স শিখতে পারবেন। আর আপনার যদি ফরেক্স মার্কেট সম্পর্কে ধারনা থেকে থাকে তাহলে আপনাকে কম পক্ষে 4-5 ঘন্টা সময় ফরেক্স মার্কেটে ব্যব করতে হবে। আমি একজন ব্যবসায়ী। আমি ব্যবসার পাশাপাশি ফরেক্স করে থাকি। আমি চেস্টা করি আমার অবসর সময়ের সবটুকু ফরেক্স মার্কেটে ব্যয় করতে।
ভাই আমি ফরেক্স মাকেটে নতুন তাই আমি মনে করি আপনি যদি দিনে ৫ থেকে ৭ ঘন্টা তবে আপনি ফরেক্স থেকে কিছুটা হলেও আপনি দক্ষ হতে পারবেন | ফরেক্স মাকেটে শিখতে হলে আপনাকে মাকেটে সময় দিতে হবে আপনি যত বেশি সময় দিবেন আপনি তত ফরেক্স সম্পরকে শিখতে পারবেন আপনার ফরেক্স জিবন ভাল হবে |
আমি বলবো ফরেক্স এ সময় দেয়া যার যার নিজের উপর নির্ভর করে । আপনি চাইলে ১০ মিনিটও করতে পারেন অথবা ১০ ঘণ্টা । এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর। তবে মার্কেট জানলে ২-৪ ঘন্তার ট্রেড আপনাকে ভাল মুনাফা এনে দিবে । এর না জেনে বুঝে ট্রেড করলে কখনই আপনি যত সময় নিয়েই ট্রেড করেন না কেন সফলতা পাবেন না।