বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয় তাহলে ফরেক্স মার্কেটের গতি নিম্নমূখী আবার অর্থনৈতিক আবস্থা ভাল হয় তাহলে ফরেক্স মার্কেটের গতি উর্ধ্ধমূখী হয় । যারা ফরেক্স মার্কেটে দক্ষ অর্থাৎ যারা ফরেক্স মার্কেটে প্রফেশনাল মান অর্জন করেছে তারা ফরেক্স মার্কেটে মূভমেন্ট ভবিষৎতে উর্ধ্ধমূখী না নিম্নমূখী তা বিচার বিশ্লেষণ করে বলে দিতে পারবে ।