ফরেক্স কোন খেলা নয় বরং ইহা একটি লাভজনক ব্যবসা। বিশ্বের অনেক দেশের অনেকেই এই ব্যবসাকে পেশা হিসেবে গ্রহন করে থাকেন এবং ইন্টারনেটে অর্থ উপার্জনের জনপ্রিয় পন্থা হিসেবে গ্রহন করে থাকেন।
Printable View
ফরেক্স কোন খেলা নয় বরং ইহা একটি লাভজনক ব্যবসা। বিশ্বের অনেক দেশের অনেকেই এই ব্যবসাকে পেশা হিসেবে গ্রহন করে থাকেন এবং ইন্টারনেটে অর্থ উপার্জনের জনপ্রিয় পন্থা হিসেবে গ্রহন করে থাকেন।
অবশ্যই ফরেক্স পৃথিবীর আধুনিক পেশা সমুহের মধ্যে অন্যতম। সেই সাথে সবচেয়ে সিরিয়ার পেশাও বটে। তাই এটাকে কোন ভাবেই খেলা হিসেবে গ্রহন করা উচিৎ নয়। আর এখানে যেহেতু সরাসরি মূলধন বিনিয়োগ করতে হয় তাই এটাকে খেলা হিসেবে নিলে ফকির হতে বেশী সময়ের প্রয়োজন ও হবেনা।
আমি মনে করি কোন ব্যবসাই কোন খেলার যায়গা না। আর ফরেক্স ট্রেডিং যেহেতু একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস তাই এটা কখনোখেলা হতে পারে না। তবে এটাকে জারা না বুঝতে পারে তারা খেলা ভাবতে পারে। তবে আমি এটাকে ব্যবসা হিসেবে মনে করি।
আমাদের দেশে অনেকে ফরেক্স কে খেলা মনে করে। আমি মনে করি ফরেক্স হল সারা বিশ্বে একটি আধুনিক ব্যাবসা। এই ব্যাবসার মাধ্যমে আমরা বিভিন্ন দেশের অর্থনীতিক সম্পর্কে জানতে পারি। আমার কাছে ফরেক্স একটি পেশা। কারন এর থেকে টাকা আয় করা যায়।
ফরেক্স কোন খেলা নয়। এটা ব্যাবসা। আর ব্যবসাকে সবসময় পেশা হিসেবে ধরা হয়। কেউ এটাকে জুয়া খেলা মনে করলে তারা ভুল করবেন। জুয়া খেলার সাফল্যটা ভাগ্যের ওপর নির্ভরশীল। কিন্তু ফরেক্সে সফলতাটা নিজের দক্ষতার ওপর নির্ভর করে। দক্ষতা ছাড়া ফরেক্সে সফলতা সহজ নয়।
ফরেক্স ট্রেডিং কোন খেলা না বরং এটি বর্তমান সময়ের আয়ের অন্যতম একটি জনপ্রিয় মাধ্যম অনেকেই ফরেক্স ট্রেডিংকে জুয়া বলে অবিহিত করে থাকেন। আসলে ফরেক্স ট্রেডিং সম্পর্কে যাদের জ্ঞান একেবারেই নেই বললে চলে তারাই কেবল ফরেক্স ট্রেডিংকে জুয়া বলে অবিহিত করে থাকে। আমি ফরেক্স ট্রেডিংকে আয়ের সব থেকে ভাল এবং বিশ্বস্ত মাধ্যম বলে মনে করি।
ফরেক্র কোন খেলা না, এটা অর্থবাজারে একটি দেশের ব্যাবসার তারল্য সুদের হার এই মুদ্রা বাজারের উপর নির্ভর করে। তাই একটি দেশের অর্থনীতির উপর নির্ভর করে। তাই আপনি এটাকে কোন খেলা হিসাবে মনে করা ঠিক না। দেশের কেন্দ্রীয়ব্যাংক মুদার মান সংরক্ষন করে থাকে। এর একটি নিম্ন মান ও উচ্ছমান নির্ধারন করা থাকে, মুদ্রার মান এর চেয়ে নিচেও যাবে না উপরেও উঠবে না। আপনার সেই মান জানা থাকতে হবে, তবেই আপনি লাভ করতে পারবেন।
ফরেক্স কখনই খেলা হতে পারে না। এটি যেহেতু একটি ব্যবসা সেহেতু এটাকে আপনার পেশা হিসেবেই গণ্য করতে হবে। আপনি যদি এটিকে পেশা হিসেবে গণ্য না করে খেলা হিসেবে ব্যবহার করেন তাহলে আপনি কখনই এই ব্যবসা হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবেন না এবং আপনি কখনই এই ব্যবসা দীর্ঘ সময় ধরে করতে পারবেন না। তাই এটাকে আপনার পেশা হিসেবে গ্রহণ করে ট্রেড করুন এতে আপনি এই ব্যবসা হতে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন।
ফরেক্স একটি অনলাইন ব্যাবসায়,এটি কখনো খেলা হতে পারে না....এখানে আপনি কাজ করবেন ব্রেন খাটাবেন আর আয় করবেন,তাই এটাকে কোন ভাবেি খেলা হতে পারে না। এটা আমাদের পেশা,পেশা এমন একটা জিনিস যেটা মানুষের ইনকাম সোর্স। আর কোন ইনকাম সোর্সকে খেলা বলা যেতে পারে না।আর তাি অবিলম্বে এটি একটি পেশা।
আমি মনে করি, ফরেক্স একটা লাভজনক ব্যাবসা।ফরেক্স সম্পর্কে যথেষ্ঠ ঞ্জান থাকতে হবে এবং অনেক দক্ষ হতে হবে। আপনি যখন মার্কেট ভাল মতো এনালাইজ করা শিখবেন দেশের কারেন্সি অরথনয়তিক হালাত সম্পর্কে জেনে বুঝে ক্যান্ডেল প্যটান সম্পর্কে জেনে বুঝে সঠিক নিয়মে ট্রেড করতে থাকবেন, আস্তে আস্তে আপনার ভুল গুলা কমতে থাকবে তখন আপনার ট্রেড গুলাও মানসম্মত হতে থাকবে । এর মান বৃদ্ধি করতে পারবেন ।