-
ফরেক্স মার্কেটে অনেক সময় দেখা যায় আমরা আমাদের ইমোশন এর বশবর্তী হয়ে বেশি রিস্ক নিয়ে ট্রেড করে থাকি ফলে ট্রেন্ড যদি আমাদের বিপরীত এ যায় তাহলে আমাদের খুব বেশি ক্ষতির সমুক্ষিন হতে হয় তাই আমাদেরকে সব সময় আমাদের লিমোশন সাম্লে রেখে ট্রেড করলে হবে । আর ট্রেড করার সময় তড়াহুড়ো করার কোন দরকার নাই । ভেবে চিনতে খুব ঠান্ডা মাথাই ট্রেড ওপেন করতে হবে ।
-
ফরেক্স করতে হলে নিজের ইমোশন কে কন্টোল করা খুব বেশি জরুরী সেদিকে লক্ষ রেখে অখাৎ বেশি লাভ হলে উত্তেজিত হওয়া জাবে না আবার লস হলে মন খারাপ করা যাবেনা তাই আমাদের যে কোন কাজ ভাল ভাবে করতে হরে।
-
হ্যা ভাই আমি আপনার কথার সাথে একমত কেননা এটি এমন একটি মার্কেট এখানে ট্রেড করে লাভ করতে চাইলে আপনাকে অবশ্যই নিজের ধৈর্য্যতাকে কন্ট্রোল করতে হবে। যদি আপনি সঠিকভাবে নিজের ইমোশনকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে আপনি অবশ্যই এই মার্কেটে ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন। আর যদি নিজের ইমোশনকে নিয়ন্ত্রণে না রাখেন তাহলে আপনি কোন দিন এই মার্কেটে টিকে থাকতে পারবেন না বরং লস ছাড়া কিছুই উপভোগ করতে পারবেন না এমনটাই আমি মনে করি।
-
যে কোন ব্যবসা করতে গেলে সর্ব প্রথম নিজের ইসোশনকে কন্টোল করতে হবে । ব্য্*বসা করতে গেলে ব্যবসায়ে যেমন লাভ আছে তেমনি লসও আছে ।সেদিকে লক্ষ রেখে অখাৎ বেশি লাভ হলে উত্তেজিত হওয়া জাবে না আবার লস হলে মন খারাপ করা যাবেনা তাই আমাদের যে কোন কাজ ভাল ভাবে করতে হরে।
-
আমি বলবো শুধু ফরেক্স নয় যে কোন কাজেই আবেগ দিয়ে হয়না। আর আবেগ দিয়ে ফরেক্স মার্কেটে তো কোন ভাবেই টিকে থাকা সম্ভব না । এখানে টিকে থাকতে হলে প্রয়োজন অভিজ্ঞতা ও দক্ষতার। ফরেক্সে তারাই স্বাধীন যারা নিজেদের সময়, শ্রম ও মেধা দিয়ে দিন রাত মার্কেটে পড়ে থেকে তাদের অভিজ্ঞতাকে পরিপক্ক করে নিয়েছেন।আর তারা কখনো পিছন ফিরে তাকান না। তারা ফরেক্স মার্কেটকে বাস্তবধর্মী অভিজ্ঞতা দিয়ে মূল্যায়ণ করে আয় করেন।ধন্যবাদ
-
আমি মনে করি, ফরেক্স ব্যবসায় মার্কেট এ টিকে থাকতে হলে আমাদের কে অবশ্যই নিজেদের ইমোশন কে ভাল করে কন্ট্রোল করতে হবে। লাভ লস প্রতিটি ব্যবসায় এর একটি অংশ। তাই আমাদের কে সব সময় এই মার্কেট থেকে ভাল করে জ্ঞান অর্জন করেম আমাদের কে এই মার্কেট থেকে প্রতিটি পদক্ষেপ নিতে হবে। ভাল করে বুঝে শুনে কারন আমাদের ভুলের কারনে আমরা আমাদের ডিপোজিট যে কোন সময় হারিয়ে ফেলতে পারি।
-
ইমোশন বা আবেগ মানুষের এমন একটি গুণ যা মানুষকে প্রায়ই বিপদের দিকে ঠেলে দেয়।ইমোশন বা আবেগ যেখানে প্রয়োজন নয় সেখানে যদি তার ব্যবহার করা হয় তাহলে মানুষ বিপদে পড়বে।ফরেক্সও এমন একটি জায়গা যেখানে ইমোশনকে কন্ট্রোল করা খুবই গুরুত্বপূর্ণ। কারন আবেগের বশে ধরা কোন একটি ট্রেড আপনাকে বিপদের মুখে ঠেলে দিতে পারে।এজন্য একজন ট্রেডার হিসেবে আমাদের সকলের উচিত ট্রেডিং এর সময় নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা।আবেগের বশবর্তী না হয়ে বুঝে শুনে মাথা ঠান্ডা রেখে ট্রেডিং করাই একজন আদর্শ ট্রেডারের লক্ষণ।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই ইমোশনকে কন্ট্রোল করতে হবে। কেননা যে কোন ব্যবসায় লাভ লস আছে। আর ফরেক্স যেহেতু একটি ব্যবসায় তাই লস হতেই পারে। লস হলে ভেঙে না পড়ে নিজের ইমোশনকে কন্ট্রোল করে। লস থেকে শিক্ষা নিয়ে প্রতিকূল পরিবেশে ইমোশনকে কন্ট্রোল করে সঠিক ডিসিশন নিয়ে ট্রেডিং করে যেতে হবে। তাহলে আপনি ফরেক্স মার্কেটে সফল হতে পারবে। ফরেক্স মার্কেটে ইমোশনের কোন স্থান নেই।ফরেক্স মার্কেটে ইমোশনকে কন্ট্রোল করতে না পারলে একজন সফল ট্রেডার এ পরিণত হতে পারবেন না।
-
কোন কিছুই বেশী হলে তা ভালো কিছু বয়ে নিয়ে আসে না আমাদের জীবনে।যেমন বেশী লবণ হলে তরকারী খাওযা যায় না।তেমনি বেশী আবেগী মানুষ গুলো শুধুই কষ্ট পায়। তারা অল্পতে ভেঙ্গে পড়ে। এতে করে অনেক রোগের কবলে পড়তে হয় তাদের।এর জন্য ইমোশন কন্ট্রোল করা উচিৎ।না হলে সেভালো কোন ব্যবসা করতে পারবে না। কারণ ব্যবসায় লাভ লস ওঠানামা থাকবে তার মাঝেই ঠিকে থাকতে হবে।এটাই বাস্তবতা।আবেগ বেশী হলে সে লসে পড়লপ ভেঙ্গে পড়বে।তাহলে সে আর সামনে আগাতে পারবে না তাই ভালো কিছু পাবার আশা খারাপ কিছু অভ্যাস বাদ দেওয়া দরকার। এতে সফলতা আসবে বলে আমি মনে করি।
-
হ্যা ফরেক্স করতে হলে অবশ্যই ইমোশনকে কন্ট্রোল করতে হবে,কেননা ফরেক্স ও একটি ব্যাবসা আর কোন ব্যাবসাই ইমোশনের স্থান নেই,কারন ব্যাবসায় লাভ লস থাকবেই কিন্তুু আপনি যদি লস করার ফলে ইমোশনাল হয়ে যান, তাহলে আপনি ফরেক্সে টিকে থাকতে পারবেন না,তাই ইমোশনাল না হয়ে যেখানে রস করলেন সেখান থেকে শিক্ষারগ্রহন করুন এবং ফরেক্স টিকে থাকতে হলে ইমোশনাল না হয়ে ফরেক্স সম্পর্কে বেশি করে জ্ঞান অর্জন করুন,সেই সাথে নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ফরেক্সের নিয়ম মেনে মার্কেট এনালাইসিস করে ট্রেড করুন,