-
ফরেক্স মার্কেটে সফলতার অন্যতম চাবিকাঠি হচ্ছে ধৈর্য।একজন ভালো মানে ট্রেডার কখনোই ধৈর্য হারা হন না।একজন ভালো ট্রেডারের আরও অনেক গুনাবলী থাকে।অধ্যবসায়, কঠোর পরিশ্রমী, ধেয্যশীল সততা, দক্ষতা, নতুন কিছু জানার ও শিখার ইচ্ছা।তাদের প্রায় সময় একটি পারফেক্ট এন্ট্রির জন্য কয়েকদিন ধৈর্য ধরে থাকতে হয়।তাছাড়া একজন ভালো ট্রেডারের আরেকটা বিশেষ গুণ হচ্ছে শৃঙ্খলা এবং লোভ থেকে দূরে থাকার দারুণ ক্ষমতা।আর এসব গুণাবলিই একজন ট্রেডারকে ভালো মানের ট্রেডার হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।
-
গুনের কোন সেষ নেই ফরেক্স মার্কেটে। তার পরেও অনেক কথা থেকে যায়। আমার মতে যারা ফরেক্স মার্কেটে ভাল কিছু করতে চায় ভাল গুন চায় তাদেরকে আমি বলব মাথা ঠান্ডা রেখে মার্কেট এনালাইসিস করে লোভকে পরিহার করে মানিকে মেনেজমেন্ট করতে পারলে সে ভালমানের ট্রেডার হতে পারবে।
-
ফরেক্স মার্কেট একজন ভাল মানের ফরেক্স ট্রেডারকে কিছু গুনের অধিকা র হতে হয় তারা ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করে ফরেক্স মার্কেট এর নিউজ দেখে,ফরেক্স মার্কেট এর মুভমেন্ট দেখে তার পরে মাথা ঠান্ডা রেখে ট্রেডিং করে ট্রেডিং এর সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করে ট্রেডিং করে।
-
একজন ভালো মানের ট্রেডারের অবশ্যই অনেকগুলো গুণের অধিকারী হতে হয় । নিম্নে সেগুলো দেওয়া হল :
# ফরেক্স মার্কেট সর্ম্পকে দক্ষতা অর্জন করতে হবে ।
# ফরেক্স মার্কেট এ্যানালাইসিস করতে হবে ।
#ফরেক্সের উপর দক্ষতা অর্জন করতে হবে ।
#ফরেক্স নিউজ নিয়মিত পড়তে হবে ।
-
ভালো ট্রেডার এর কি কি গুনাবলি থাকে ? তবে আমি মনে করি তারা অনেক জ্ঞানী এবং ফরেক্স মার্কেট সম্পর্কে আগে থেকে ধারণা করতে পারে । তারা অনেক ভালো মার্কেট আনাল্যসিস করতে পারে । ভালো ট্রেডাররা অনেক দক্ষতা সম্পূর্ণ হয় । আমি আমাকে একজন ভালো ট্রেডার হিসাবে তৈরি করার জন্য অনেক চেস্টা করছি ।
-
আমি মনে করি একজন ভালো মানের ফরেক্স ট্রেডার হওয়ার জন্য সর্বপ্রথম তাকে সৎ হতে হবে । আমি মনে করি আপনার মত সঠিক কারণ একজন ভালো মানের ফরেক্স ট্রেডারকে অবশ্যই কঠোর পরিশ্রমী, সৎ এবং তার কাজে দক্ষতা থাকতে হবে। সাথে সাথে তাকে কাজে সৎ হওয়া লাগবে, কাজে ধৈর্য ধারণ করা লাগবে ।
-
ফ*রেক্স ব্যবসায় এক*জন উন্নত কর*তে হ*লে অবশ্যয় তা*কে অ*ভিজ্ঞতা প্র*য়োজন আর একজন অ*ভিজ্ঞ হ*তে হ*লে চায় কাজ করার মন । কাজ কর*তে কর*তে একজন অ*ভিজ্ঞ হয় আর অ*ভিজ্ঞতাই হ*লো সকল কা*জের গুনাবলী। অার কঠর পরিশ্র*মি হ*তে হ*বে মন*কে ভে*ঙ্গ ফেললে চল*বেনা।
-
হ্যা আমি আপনার সাথে একমত । ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে হলে কতগুলো বৈশিষ্টের অধিকারী হতে হয় । শুধু ফরেক্স মার্কেট থেকে ডলার ইনকাম করতে পারলেই ভাল ট্রেডার হওয়া যায় না । একজন ভাল ট্রেডার হতে হলে আপনাকে ভালভাবে মার্কেট এ্যনালাইসিস করা শিখতে হবে । তাছাড়া মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় । আর ভাল ট্রেডাররা এলোমেলো ট্রেড না করে নিজস্ব কৌশলে ট্রেড করে থাকে ।
-
ভালো ট্রেডারকে অবশ্যই প্রচুর ধৈর্যের অধিকারী হতে হবে। যে তার ইমোশন কে সহজেই কন্ট্রোল করতে পারবে। এছাড়াও মার্কেট সম্পর্কে পরিপূর্ন ধারনা ও থাকতে হবে। যার অধিকাংশ আনালাইসিস ই সঠিক ভাবে মার্কেট থেকে প্রফিট উঠিয়ে নিতে সাহায্য করবে।
-
ফরেক্স একটা বিশ্বব্যাপি বিস্তৃত অনলাইন ভিত্তিক ব্যবসায়িক প্লাটফ্রম । এখানে অনেক বেশি ট্রেডার এবং বিশ্বের প্রভাবশালী বেশ কিছু অভিজ্ঞ ট্রেডার রয়েছে যারা এখানে নিয়মিত ট্রেড করে । সফল ট্রেডারদের জীবনী যদি আমরা পর্যালোচনা করি তবে আমরা দেখতে পাব যে অনেক সফল ট্রেডার সফল একদিনে হয়নি । সফল হওয়ার পিছনের গল্পটা অবশ্যই অনেক তিক্ত এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় । তাই আমি মনি করি ফরেক্স জগতে সফল একজন ট্রেডার হতে হলে ধৈর্য্য,পরিশ্রমী ও লেগে থাকার মানষিকতা থাকতে হবে ।