-
আই ফরেক্স মার্কেট এ জইন করি ২০১৭ সালে,তখন লাভ এর থেকে আই বেশি লস করেছি অনেক বার আমার একাউন্ট জিরো করে ফেলছি,কিন্তু ফরেক্স শিখার জন্য সব সময় চেষ্টা চালিয়েছি,তারপর মোটামুটি এখন আমি ট্রেড করতে পারি আর আমি এখন মার আয় এ খুব সন্তুষ্ট,আমি আমার ব্যালেন্স এর ১৫ পারসেন্ট মাস শেষ এ প্রফিট করতে পারি।
-
ফরেক্স অবশ্যই আয় করার একটি মাধ্যম।এখানে আর সবার মত আমিও আয়ের প্রত্যাশা করি।তবে আমি একটু কম আশা করি।কেননা বর্তমানে এখন পর্যন্ত আমি খুব ভালো ট্রেডার হতে পারিনি।তাই যেহেতু আমি ছোটো ট্রেডার তাই ফরেক্স থেকে এখনও আমার আয়ের লক্ষ্য খুবই কম।এজন্য এখন পর্যন্ত আমি আমার আয় নিয়ে বেশ সন্তুষ্ট।
-
ব্যক্তিগতভাবে আমি নিজের ফরেক্স আয় নিয়ে খুব সতুষ্ট রয়েছি । কারণ আমি যা ফরেক্স থেকে বাকি সব সাইট থেকে অনেক বেশি পেয়েছি । আবার ফরেক্স এ কম পরিশ্রম করে আমি অনেক প্রফিট করে আজ সফল হয়েছি । যেখানে অন্য কিছুতে সাইট এ এত সফল হই নাই। তাই আমি আমার ফরেক্স এর আয় নিয়ে সতুষ্ট ।
-
ফরেক্স থেকে যা আয় করি আমি তাই নিয়ে খুশি। কারন ফরেক্স মার্কেট থেকে আয় করার জন্য ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা থাকা দরকার। তাই আমি মনে করি আমার ফরেক্স সম্পর্কে যতটুকু জ্ঞান আছে আমি তেমন আয় করি। তবে আশা করি একদিন আমি ফরেক্স থেকে অনেক টাকা আয় করতে পারবো। যদি ফরেক্স অনেক ভালো ভাবে শিখতে পারি।
-
ফরেক্স নিয়ে বা অন্য যে কোন প্রফেশনের আয় নিয়ে সন্তুষ্ট থাকা না থাকার ব্যাপার টি একদম ই ব্যাক্তিগত ব্যাপার। কেও আছেন যারা কিনা ১০ টাকা পেলেই মহা খুশি হয়ে যায় আবার অনেক আছে যারা ১০০০ টাকা পেয়েও খুশি হতে পারে না। মনে হয় ইস যদি আরো কিছুটা পেতাম। অল্প তে সন্তুষ্ট থাকার মধ্যে আবার অন্য একটা বেনিফিট আছে যে গেলে অল্প ই যাবে । কিন্তু বেশি খাইতে চাইলে আবার বেশি পরিমান লস ও হয়ে যায়
-
স্পষ্টতই আমি আমার বৈদেশিক মুদ্রার আয় নিয়ে খুশি যেহেতু এখন থেকে আমি কার্যকরভাবে 75% + বিনিময় করতে পারি এবং আমার একটি নির্দিষ্ট উদ্দেশ্য এবং ব্যবস্থা রয়েছে এবং আমি এটি এই বাজারে রেখেছি। উল্লেখযোগ্যভাবে এর চেয়ে বেশি মাঝে মধ্যে ঘটে। তবে অন্যদিকে আমার উপকার এবং দুর্ভাগ্যের জন্য আমি প্রতি মাসে গড়ে 200 থেকে 300 পিপ বিকল্প পেতে পেরে আমি আনন্দিত।
-
সবার মন্তব্য পড়ে ভালই লাগল। বেশির ভাগই দেখা যায় যে সে তার আয় নিয়ে সন্তুষ্ট। তাহলে আমি বলতে পারি আমাদের দেশের বেশির ভাগ ট্রেডারই সফল! আসলেই কি তাই? কি জানি। তবে আমি আমার কথা বলছি- আমি ফরেক্স নিয়ে সন্তুষ্ট কিন্তু আমি আমার আয় নিয়ে সন্তুষ্ট নই। কেননা- এখনো আমি সেভাবে লাভ করতে পারছি না।ফরেক্স এ ভালো করতে হলে চাই ফরেক্স সম্পর্কে শিক্ষা, প্রচুর ডেমো অনুশীলন , ধৈর্য ধারণ করে কম লোভে কম মুনাফার আশায় ট্রেড করা । আয়ের উপর সন্তুষ্টি না থাকলে ফরেক্স এ টিকা যাবে না ।
-
আমি ফরেক্স আই নিয়ে সন্তুষ্ট কারণ পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম ইনকাম সোর্স হিসেবে ফরেক্স অন্যতম একটি ব্যবসা। ফরেক্স হতে আমি মাসে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারি। যা আমার চাহিদা পূরণ করতে সক্ষম এর জন্য ফরেক্স কে আমি ধন্যবাদ জানাই।।।
-
হ্যা আমি ফরেক্স এ আয় নিয়ে সন্তষ্ট। কারন আমি একজন বেকার আর আমার ফরেক্স থেকে যে টাকা টা ইনকাম হবে সেটা নিয়েই আমার সন্তষ্ট থাকতে হবে। বেশি লোভ করে যদি অধিক টাকা ইনকাম করার চেষ্টা করি তাহলে আমি ধ্বংস হয়ে যেতে পারি।। কারন লোভ জিনিষটা খুব খারাপ। আমি লোভ না করে ফরেক্স থেকে যে টাকা টা আসে সেটা নিয়ে আমি সন্তষ্ট থাকি
-
আমি মোটামুটি গড়ে প্রতিমাসে আমার ইনভেস্টের ৩০-৪০% আয় করতে পারে।তাই আমি মনে করি এটা অনেক ভালো এবং চমৎকার একটা আয়। আমার একটি নির্দিষ্ট টার্গেট এবং স্ট্রাটেজি আছে এবং আমি তা ফলো করি ঠলে এই মার্কেটআমি প্রতি মাসে আমার টার্গেটের পরিমান ব্যানেন্স নিতে পারি আমার মাসিক টার্গেট হলো ২৮৭ পিপন কিন্তু এর থেকে অনেক বেশি কখনও কখনও হয়ে যায়।